Tag: আওয়ামীলীগ

  • ধর্মপুর ইউপি চেয়ারম্যান কাপ ফুটবল টুনামেন্ট ২০২০ র উদ্ভোধন

    ধর্মপুর ইউপি চেয়ারম্যান কাপ ফুটবল টুনামেন্ট ২০২০ র উদ্ভোধন

    ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ির ১৮ ধর্মপুর ইউপি চেয়ারম্যান কাপ ফুটবল টুনামেন্ট ২০২০ র উদ্ভোধন হয়েছে শনিবার। ধর্মপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম এ টুনামেন্টর উদ্ভোদন করেন।

    যুবলীগ নেতা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে খেলার উদ্ভোধনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন ধর্মপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুণ অর রশীদ।

    বক্তব্য রাখেন, ধর্মপুর আওযামীলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক দিদারুল আলম, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ আলমগীর, মুহাম্মদ মাসুদ পারভেজ, মফিজুল আলম, মোহাম্মদ ইয়াছিন, আলহাজ্ব নূরুল হুদা, আবছার সওদাগর, আবু বকর কাঞ্চন, রেজাউল করিম লিটন, আবু তালেব, তপন ধর, টুনার্মেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব শহিদুল ইসলাম আকাশ, জিয়াউল হক জিয়া, তৌহিদুল ইসলাম প্রমূখ। উদ্ভোদনী খেলায় ধর্মপুর ৮নং ওয়ার্ড ৫-৩ গোলে ৩নং ওয়ার্ড কে পরাজিত করে।

    খেলাটি পরিচালনা করেন অভিজ্ঞ রেফারি এরশাদ হোসেন লাজুক।

    ২৪ঘণ্টা/এন এম রানা

  • জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সন্মেলন ১ ডিসেম্বর

    জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সন্মেলন ১ ডিসেম্বর

    জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন তারিখ পরিবর্তন করে আগামী ৬ নভেম্বরের পরির্বতে ১ ডিসেম্বর করা সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

    বিষয়টি ২৪ ঘন্টা ডট নিউজকে নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।

    তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সভায় ৬ নভেম্বর জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। কিন্তু স্থানীয় সাংসদ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় ৬ নভেম্বর পরির্বতে আগামী ১ ডিসেম্বর সম্মেলন অনুষ্ঠিত হবে।

    জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ মতিউর রহমানকে নিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ইমন। এদিকে সম্মেলন কে সামনে রেখে জগন্নাথপুরে ব্যপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।

  • ফিরিঙ্গিবাজারে জুয়া, ক্যাসিনো, মাদক ও সন্ত্রাসবিরোধী গন মিছিল

    ফিরিঙ্গিবাজারে জুয়া, ক্যাসিনো, মাদক ও সন্ত্রাসবিরোধী গন মিছিল

    চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গিবাজারে জুয়া, ক্যাসিনো, মাদক ও সন্ত্রাসবিরোধী গন মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার বিকেলে অনুষ্ঠিত গণমিছিলে চট্টগ্রাম সিটির ৩৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ ও স্বেচ্ছাসেবকলীগসহ আওয়ামী লীগের অন্যান্য অংগ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করে।

    ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট সমাজ সেবক ফারুক আহমেদের নেতৃত্বে গণমিছিলটি ফিরিঙ্গি বাজার মোড় থেকে শুরু হয়ে কোতোয়ালি থানা, জিপিও আলকরনসহ নগরী বিভিন্ন সড়ক পদক্ষিন শেষে ব্রীজঘাট চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

    এতে উপস্থিত থেকে জুয়া, ক্যাসিনো, সন্ত্রাসীদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বক্তব্য রাখেন  আওয়ামী লীগ নেতা তারেক সদ্দার, মাসুদ আহম্মেদ, ওসমান গনি, মানিক, ফজলে হাসান, ইয়াছিন আরাফাত, হাসান শাহারিয়ার, সরওয়ার সরকার, ও মো. রাহাত প্রমুখ।