Tag: আওয়ামী লীগের

  • চসিক নির্বাচন : ১২ নং ওয়ার্ড কমিশনার পদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিলেন মাহবুব

    চসিক নির্বাচন : ১২ নং ওয়ার্ড কমিশনার পদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিলেন মাহবুব

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করেছেন আগ্রহীরা। অনেকেই ইতিমধ্যে জমাও দিয়েছেন।

    তারই লক্ষ্যে ১২ নং সরাইপাড়া ওয়ার্ডে কাউন্সিলর পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম নিয়েছেন সমাজসেবক, ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা মাহাবুব আলম।

    মাহাবুব আলম জানান, দীর্ঘ ৩০ বছর ধরে রাজনীতি করছি। এলাকার মানুষের কাছাকাছি থেকে তাদের সেবা করার চেষ্টা করছি। সরাইপাড়ার বতর্মান প্রধান সমস্যা হচ্ছে মাদক। পূর্বেও এলাকার সকলকে নিয়ে মাদকবিরোধী বিভিন্ন কর্মসূচীতে অংশ নিয়েছিলাম। আমি কাউন্সিলর নির্বাচিত হলে এই মাদক নির্মূলে কাজ করবো। পুলিশ ও এলাকার জনগণকে সাথে নিয়ে মাদকের বিরুদ্ধে সত্যিকারের প্রতিরোধ গড়ে তুলবো।

    মাহাবুব আলম আরো জানান, যুবকদের মাদকের থাবা হতে রক্ষা করতে তাদের খেলাধুলাসহ সুস্থ বিনোদনের ব্যবস্থা একান্ত প্রয়োজেন। আমি নিজেই একজন ক্রীড়া সংগঠক। তাই কিশোরদের খেলাধুলার ব্যবস্থা করে দিতে প্রতিষ্ঠা করেছিলাম ‘ঝর্ণা পাড়া একাদশ’। যা এখনও সমগ্র চট্টগ্রামে স্বনামধন্য ক্রীড়া সংগঠন।

    তিনি আরো জানান, সরাইপাড়া নালা নর্দমাসহ ময়লা অপসারণে এখনও অনেক পিছিয়ে। অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা সৃ‌ষ্টি হয়। তাই এবিষয়টিও আমি গুরুত্বের সাথে দেখবো ইনশাআল্লাহ।

    ১২নং সরাইপাড়া ওয়ার্ডের আয়তন ৩ বর্গ মিলোমিটার। জনসংখ্যা ২ লক্ষ ৮০ হাজার হলেও, এখানকার মোট ভোটার ৫৩ হাজার ৩৬১জন।

    আগামি ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি করা হবে বললেন আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান। আগামী ১৬ ফেব্রুয়ারি চসিক নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়।

  • জাতির জনকের জন্ম না হলে স্বাধীন বাংলা হতো না-ফটিকছড়িতে ইঞ্জিনিয়ার মোশারফ

    জাতির জনকের জন্ম না হলে স্বাধীন বাংলা হতো না-ফটিকছড়িতে ইঞ্জিনিয়ার মোশারফ

    ২৪ ঘন্টা ডট নিউজ।ফটিকছড়ি প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এমপি বলেছেন, জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মুজিব বর্ষের ক্ষণগননা বা কাউন্ড ডাউন শুরু হয়েছে।

    আগামী ১৭ মার্চ জাতির জনকের জন্মশতবার্ষিকী পালন করা হবে। আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যার জন্ম না হলে বাংলাদেশ নামক এ রাষ্টের জন্ম হতো না।

    তিনি বলেন, জাতির জনকের স্বপ্নে লালিত সোনার বাংলা বিনির্মানে জাতির জনকের সুযোগ্য কন্যা মাননীয় প্রধান মন্ত্রী নিরলস কাজ করে যাচ্ছেন। বর্তমান প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নে ব্যাপক কাজ করে যাচ্ছেন। তিনিই বাংলাদেশ সেনা বাহিনীতে প্রথম নারীদের প্রবেশ করার সুযোগ করে দিয়েছেন।

    জাতীয় সংসদে একটা সময়ে মাত্র ১৫টি সংরক্ষিত আসন ছিল, কিন্তু এখন সে জায়গায় ৫০ টি আসন হয়েছে। মেয়েরা এখন বিসিএস’এ অংশ নিয়ে দেশের গুরুত্বপূর্ণ পদে কাজ করছেন।

    তিনি ১৮ জানুয়ারী (শনিবার) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি নানুপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩ যুগপূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পূণর্মিলনী উপলক্ষে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের এমপি খাদিজাতুল আনোয়ার সনি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, উত্তরজেলা আ’লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব ফখরুল আনোয়ার, সিডিএ বোড’এর সাবেক সভাপতি সুবক্তগীন ছিদ্দিকী মক্কী, জেলা পষিদ সদস্য আখতার উদ্দীন মাহমুদ পারভেজ, উত্তরজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বখতিয়ার সাইদ ইরান।

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জানে আলম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নাজিম উদ্দীন মুহুরী, ইঞ্জিনিয়ার মুহাম্মদ হারুনুর রশীদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দীন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান ছালামত উল্লাহ চৌধুরী শাহীন, ফটিকছড়ি পৌর মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন, নাজিরহাট পৌর মেয়র এসএম সিরাজদ্দৌলা, আ’লীগনেতা সাদাত আনোয়ার সাদী, ইউপি সদস্য রুস্তম আলী, সরোয়ার উদ্দীন চৌধুরী শাহীন প্রমুখ।

  • চট্টগ্রামের মানুষের মূল্যায়ণ করেছে প্রধানমন্ত্রী-বিপ্লব বড়ুয়া

    চট্টগ্রামের মানুষের মূল্যায়ণ করেছে প্রধানমন্ত্রী-বিপ্লব বড়ুয়া

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : আওয়ামী লীগের নবনির্বাচিত দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, রাজনীতিতে পদপদবী বড় বিষয় নয়, রাজনীতির সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানুষের অস্থা ও ভালবাসা অর্জন করা।

    তিনি বলেন, আমি চট্টগ্রামের সন্তান। দেশের প্রাচীনতম রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে সংগঠনটির দফতর সম্পাদক পদ দিয়ে চট্টগ্রামের মানুষকে সেবা করার সুযোগ করে দিয়েছেন। সরকার ও দল পরিচালনার জন্য চট্টগ্রামের মানুষের মূল্যায়ণ করেছেন প্রধানমন্ত্রী।

    বুধবার (৮ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের পুরাতন রেল স্টেশন চত্বরে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী রীগ আয়োজিত গণসংবর্ধণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    ব্রারিস্টার বিপ্লব বড়ুয়া ২
    চট্টগ্রাম রেল স্টেশনে গণসংবর্ধণাস্থল থেকে ছবিগুলো তুলেছেন ২৪ ঘন্টা ডট নিউজের সিনিয়র ফটোগ্রাফার দেব প্রসাদ দাস দেবু

    চট্টগ্রাম আওয়ামী লীগের আয়োজিত এ গণসংবর্ধনা প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনাকে উৎসর্গ করেছেন জানিয়ে আওয়ামী লীগের নব নির্বাচিত দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, প্রিয় নেত্রী চট্টগ্রামকে মূল্যায়ন করে চট্টগ্রামের ৮ জনকে কেন্দ্রীয় আওয়ামী লীগে স্থান দিয়েছেন। চট্টগ্রামের মানুষ জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ।

    তিনি বলেন, পদ-পদবী আমার কাছে মূখ্য নয়, আমি দলীয় কর্মী হিসেবে, আপনাদের ভাই হিসেবে পাশে থাকতে চাই। নেত্রী আমাকে প্রতিনিধিত্ব করার যে সুযোগ দিয়েছেন আমি চট্টগ্রামবাসীদের সহযোগীতা নিয়ে সে গুরু দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে চাই।

    বিপ্লব বড়ুয়া বলেন, কর্মজীবনে আমি সাংবাদিকতা করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ছাত্র ছিলাম। বাংলাদেশ টেলিভিশনের প্রোগ্রাম প্রডিউসার ছিলাম। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর শুধুমাত্র ছাত্রলীগের রাজনীতি করার কারণে বিএনপি আমাকে চাকুরিচ্যুত করে।

    ব্রারিস্টার বিপ্লব বড়ুয়া ৩
    চট্টগ্রাম রেল স্টেশনে গণসংবর্ধণাস্থল থেকে ছবিগুলো তুলেছেন ২৪ ঘন্টা ডট নিউজের সিনিয়র ফটোগ্রাফার দেব প্রসাদ দাস দেবু

    পরে আমি লন্ডনে গিয়েছি। আমার সঙ্গে অনেকে লন্ডনে গিয়েছেন। তারা সেখানের নাগরিকত্ব নিয়ে থেকে গেছেন। আমি যে সবুজ পাসপোর্ট নিয়ে লন্ডনে গিয়েছিলাম সেই পাসপোর্ট নিয়ে ফেরত এসেছি।

    দেশের আর্থ-সামাজিক উন্নয়নে আওয়ামী লীগের নানা পরিকল্পনার কথা উল্লেখ করে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, জনগণের আস্থা অর্জনে আওয়ামী লীগ সফল হয়েছে। দেশে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। কেউ যেন উন্নয়ন বাধাগ্রস্থ করতে না পারে সেদিকে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক।

    সরকার পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছে জানিয়ে নির্ধারিত সময়ের আগেই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে সকলের সহযোগিতা প্রয়োজন।

    এর আগে আওয়ামী লীগের নবনির্বাচিত দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়াকে বরণ করে নিতে বুধবার সকাল থেকেই ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে মিছিল সহকারে চট্টগ্রাম নগর ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা জড়ো হতে থাকেন রেল স্টেশন চত্ত্বরে।

    সমাবেশ উপলক্ষে সিটি কলেজ, মহসিন কলেজ, বাকলিয়া কলেজসহ নগরীর ৪৩ ওয়ার্ড আওয়ামী লীগের পরিবহনযোগে ও হেঁটে অসংখ্য নেতা-কর্মী, চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তি, পেশাজীবী ও সাধারণ জনগণ এই অনুষ্ঠানস্থলে উপস্থিত হন।

    পুরো রেলস্টেশন জুড়ে জয় বাংলা স্লোগানে মুখরিত ছিলো। দুপর দেড়টার মধ্যেই নেতা কর্মীদের ভিড়ে ভরপুর হয়ে যায় রেলস্টেশনের সংবর্ধনাস্থল ও আশপাশের এলাকা। দুপুর ২টার কিছু পরে ঢাকা থেকে ট্রেনযোগে চট্টগ্রাম রেল স্টেশনে নামার পর নবনির্বাচিত নেতা বিপ্লব বড়ুয়া ও প্রধানমন্ত্রীর নামে স্লোগানের ঝড় তুলেন আগত নেতাকর্মীরা।

    ফুলের মালা গলায় পড়িয়ে আওয়ামী লীগের নবনির্বাচিত দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়াকে বরণ করে নেন চট্টগ্রামের সিনিয়র নেতৃবৃন্দরা। পরে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদের সভাপতিত্বে আয়োজিত গণসংবর্ধনা সভায় তিনি নেতাকর্মীদের উদ্দ্যেশে বক্তব্য রাখেন।

    বক্তব্যে আগামি ১৩ জানুয়ারি চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী মোছলেম উদ্দিন আহমদকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান বিপ্লব বড়ুয়া।

    এর আগে বক্তব্য দেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী।

    এ সময় মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএ রশিদ, মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, সাতকানিয়া পৌর মেয়র ও দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জোবায়ের, সাবেক ছাত্রলীগ নেতা আরশেদুল আলম বাচ্চুসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

  • ভিশন-২০৪১ বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা

    ভিশন-২০৪১ বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা

    ২৪ ঘন্টা ডট নিউজ। নুর মোহাম্মদ রানা : সুশাসন, গণতন্ত্র ও ক্ষমতার বিকেন্দ্রীকরণকে অগ্রাধিকার দিয়ে ‘এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ নামে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা হয়েছিল ২০১৩ সালের ২৮ ডিসেম্বর।

    ঘোষিত ইশতেহারকে শান্তি, গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির জাতীয় সনদ আখ্যায়িত করে স্বপ্ন দেখানো হয়েছে দ্বিতীয় পদ্মা সেতুর, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশের, সংসদ সদস্যদের জবাবদিহি নিশ্চিতের, ফোরজি চালু, দুর্নীতি দমন কমিশনের ক্ষমতা-দক্ষতা বাড়িয়ে এর কার্যকারিতা বাড়ানো, প্রভাবমুক্ত প্রশাসন গঠনের এবং বিশ্বাসযোগ্য নির্বাচন কমিশনকে সংহত করার।

    সে সঙ্গে রয়েছে আগের বারের ইশতেহার ‘দিনবদলের সনদে’র অসমাপ্ত কাজ শেষ করার প্রতিশ্রুতি। সরকারের ধারাবাহিকতা দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে উচ্চতর এক সোপানে পৌঁছে দেবে এবং আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নে দারিদ্র বিমোচনই আমাদের সব কর্মকা-ের মূল লক্ষ্য। কেননা দারিদ্র, অসমতা, নারীর ক্ষমতায়ন, স্যানিটেশন, মাতৃমৃত্যু, আয়ু, শিক্ষা প্রভৃতি সামাজিক সূচকে দেশের অবস্থান আরো সুদৃঢ় হয়েছে।

    তৃতীয়বারের মতো দায়িত্ব গ্রহণের পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি ও সন্ত্রাসবাদের প্রতি তার জিরো টলারেন্স নীতিকে আরও জোরদার করেছেন এবং শক্তিশালী নেতৃত্বের পাশাপাশি সুশাসন, স্থিতিশীল সরকার, অব্যাহত রাজনৈতিক স্থিতিশীলতা, সুষ্ঠু সামষ্টিক অর্থনৈতিক নীতি এবং সঠিক উন্নয়নের অগ্রাধিকার বাংলাদেশকে এক অনন্য উন্নয়নের মডেল করে তুলেছে।

    ২০০৯ সাল থেকে বাংলাদেশ আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে অভূতপূর্ব ও অসাধারণ সাফল্য অর্জন শুরু করে এবং তথাকথিত ‘তলাবিহীন ঝুড়ি’ থেকে বাংলাদেশ এখন বিস্ময়কর উন্নয়নের দেশে পরিণত হয়েছে, বিশ্বের অন্যান্য উন্নয়নশীল দেশের জন্য উন্নয়নের উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।

    ফলস্বরূপ, বিশ্ব সম্প্রদায় বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসাবে স্বীকৃতি দিতে শুরু করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে রূপান্তর করতে অঙ্গীকারাবদ্ধ। শেখ হাসিনার সরকার এখন “ভিশন ২০২১” অর্জনের কাছাকাছি।

    তাঁর সরকার ভিশন ২০২১ অর্জনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের ভিশন অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে। এই দর্শনের উপর ভিত্তি করে, বাংলাদেশে এখন একটি বিশাল আর্থ-সামাজিক রূপান্তর শুরু হয়েছে। ভিশন-২১’র পর এবার উন্নত রাষ্ট্রের স্বপ্নপূরণে তৈরি হচ্ছে ‘রূপকল্প-২০৪১’।

    এজন্য নতুন অর্থনৈতিক রূপরেখা তৈরি করছে সরকার। আগামী ২০৪১ সাল সামনে রেখেই ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার সব অর্থনৈতিক কর্মসূচী গ্রহণ করার পরিকল্পনা গ্রহণ করছে। এর সঙ্গে যুক্ত হয়েছে দুর্নীতি কমানো এবং সর্বক্ষেত্রে সুশাসন নিশ্চিত করা।

    মূলত এগুলোকে ঘিরে ভবিষ্যত অর্থনৈতিক কর্মসূচী গ্রহণ করবে সরকার। শুধু তাই নয়, আওয়ামী লীগের ২১তম সম্মেলনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত রাষ্ট্রের স্বপ্নপূরণে দিকনির্দেশনা ও এ সংক্রান্ত পরিকল্পনার কথা জানিয়েছেন।

    বাংলাদেশকে শেখ হাসিনার প্রতিশ্রুত উন্নত বাংলাদেশের লক্ষ্যে পৌঁছে দেবে যে তারুণ্যের তীর, সেই নতুন নেতৃত্ব তৈরিতে সম্মেলনে বসেছেন টানা প্রায় ১১ বছর দেশ শাসন করা আওয়ামী লীগ। এই সম্মেলন এমন এক সময়ে অনুষ্ঠিত হয়েছে যখন সংসদে আর সংসদের বাইরে আওয়ামী লীগের সামনে বড় রকমের কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই; যখন দলকে ‘অনুপ্রবেশকারী’ ও দুর্নীতিবাজমুক্ত করার কথা বলে আসছেন দলটির শীর্ষ নেতারা; যখন শুদ্ধি অভিযানের ঝড়ে সহযোগী সংগঠনগুলোর অনেক পুরনো নেতাকে ঝরে যেতে দেখা গেছে।

    এবারের সম্মেলনে তাই ভাবমূর্তি পুনরুদ্ধারের চ্যালেঞ্জও পরিলক্ষিত হয়েছে। তাই সকল পর্যায়ের নেতা কর্মীদের দৃঢ় কণ্ঠে ঘোষিত হয়েছে তিন যুগের বেশি সময় ধরে আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে আসা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার এখনও কোনা ‘বিকল্প নেই’। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে এবার নতুন নেতৃত্বে জোর দেওয়া হয়েছে।

    আর সম্মেলনের মূল লক্ষ্য ছিল গত নির্বাচনে আমাদের নেত্রী দেশ ও জাতির কাছে যে এজেন্ডা দিয়েছেন, যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতি পালনে, আমাদের নেত্রীর ভিশন বাস্তবায়নের উপযোগী শক্তি হিসেবে আমরা আওয়ামী লীগের নতুন পুরাতন মিলিয়ে ঐতিহ্য এবং প্রযুক্তি মিলিয়ে, একটা ফাইন ব্যালেন্স করে আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যাওয়া।” নির্বাচনী ইশতিহারের প্রতিশ্রুতিগুলো আওয়ামী লীগ পূরণ করবে। কিন্তু সেজন্য শুধু সরকার শক্তিশালী হলে হবে না। দলকেও শক্তিশালী থাকতে হবে। “দলকে শক্তিশালী করা, সুসংগঠিত করা আধুনিক একটা মডার্ন, স্মার্ট একটা পার্টি হিসেবে আওয়ামী লীগকে আমরা জনগণের সামনে উপহার দেয়া।”

    জানা গেছে, রূপকল্প-৪১ বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক আরও বাড়ানো হবে। বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত বিষয়গুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বহির্বিশ্বের সঙ্গে নতুন সম্পর্ক স্থাপনে জোর দেয়ার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এদিকে লক্ষ্যমাত্রা অনুযায়ী ইতোমধ্যে নিম্ন মধ্যম আয়ের দেশের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক এ মূল্যায়ন সরকারের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।

    আশা করা হচ্ছে, ২০২১ সালের মধ্যেই চূড়ান্তভাবে মধ্যম আয়ের দেশ হিসেবে জাতিসংঘের আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়া যাবে। গত ২০১২ সালে দেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করার মধ্য দিয়ে দেশের অতি দারিদ্র্যের হার দ্রুত কমে আসছে।

    জানা গেছে, ২০২১ সাল নাগাদ দেশের বিদ্যুত চাহিদা ২০ হাজার মেগাওয়াট ধরে উৎপাদন বৃদ্ধির পদক্ষেপ নেয়া হয়েছে। এছাড়া আগামী বছরের মধ্যে নিরক্ষরতামুক্ত বাংলাদেশ গড়ে তোলা, ২০২১ সালের মধ্যে সব মানুষের জন্য আবাসনের ব্যবস্থা, বেকারত্বের হার বর্তমান ৪০ থেকে ১৫ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা করা হচ্ছে। ওই সময়ের মধ্যে কৃষি খাতে শ্রমশক্তি ৪৮ থেকে ৩০ শতাংশে নিয়ে আসা, দারিদ্র্যের হার ৪৫ থেকে ১৫ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শোষণ, বঞ্চনা, দারিদ্র্য ও ক্ষুধামুক্ত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন এবং তাঁর এই স্বপ্ন ও আদর্শকে বাস্তবে রূপ দেওয়ার জন্য মাত্র সাড়ে তিন বছর সময় পেয়েছিলেন। এই অল্প সময়ের মধ্যেই সংবিধান এবং অসংখ্য আইন প্রণয়নের মাধ্যমে তিনি দেশের প্রায় সকল রাজনৈতিক, গণতান্ত্রিক এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানের আইনী রূপ দিয়েছিলেন এবং দেশকে একটি শক্তিশালী আইনি ভিত্তির উপর স্থাপন করেছেন।

    তিনি দেশে নতুন আইন তৈরি করে একটি নব্য-রাজনৈতিক এবং নব্য-অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে তাঁরই সুযোগ্য কন্যা তিন বারের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর-দর্শিতায় ও বলিষ্ট নেতৃত্বে দেশ এগিয়ে চলছে দুর্বার গতিতে। উন্নয়নের রোড মডেলে পরিণত হয়েছে দেশ যা অবাক হয়ে তাকাচ্ছে বিশ্ববাসী। আর অনুষ্ঠিত সম্মেলনে নেতৃত্বের ভার দেওয়ার হয়েছে যোগ্য লোকের হাতেই।

    কেননা আগামী ২০২১ সালের ভিশন বাস্তবায়ন শেষে ভিশন ২০৪১ এর যেই পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে সেটা বাস্তবায়িত হবে এই নেতৃত্বের মধ্যদিয়ে। আমাদের প্রত্যাশা নেতৃত্বে থাকা ব্যক্তিবর্গগণ তৃণমূল থেকে দলকে গুছিয়ে নতুন মুখ সৃষ্টি করে এবং সরকারের উন্নয়নের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছিয়ে ভিশন ২০৪১ বাস্তবায়নের পদক্ষেপ নিবে।

    লেখক: প্রাবন্ধিক, কলামিষ্ট ও সাংবাদিক।

  • আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে চট্টগ্রামের ওয়াসিকা, আমিন ও দীপঙ্কর

    আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিতে চট্টগ্রামের ওয়াসিকা, আমিন ও দীপঙ্কর

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : দেশের প্রাচীনতম রাজনৈতিক সংগঠন ক্ষমতাসীন আওয়ামী লীগের দ্বিতীয় দফায় ঘোষিত কেন্দ্রীয় কার্যকরী কমিটিতে নতুন করে বৃহত্তর চট্টগ্রাম থেকে অন্তভুক্ত হয়েছে আরো ৩ নেতা নেত্রীর নাম।

    এরমধ্যে আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান খান কায়সারের কন্যা ওয়াসিকা আয়েশা খান এমপিকে দলটির অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদকের দায়িত্ব অর্পণ করেছেন দলীয় নীতি নির্ধারকরা। ওয়াসিকা বর্তমানে ২য় বারের মতো জাতীয় সংসদের সদস্য এবং কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি পদে দায়িত্ব পালন করছেন।

    এছাড়া আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিলের পাঁচদিন পর পূর্ণাঙ্গ কমিটিতে ২য় দফার নাম ঘোষণায় আমিনুল ইসলাম আমিনকে উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক পদটিতেই বহাল রাখা হয়েছে এবং রাঙামাটির এমপি দীপঙ্কর তালুকদারকেও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদে বহাল রেখে নাম ঘোষণা করেন আওয়ামী লীগ দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ২য় দফায় পূর্ণাঙ্গ কমিটিতে পদ প্রাপ্তিদের নামগুলো ঘোষণা করেন তিনি।

    তবে পূর্ণাঙ্গ কমিটিতে একজন সাংগঠনিক সম্পাদক, একজন কোষাধ্যক্ষ, শিল্প ও বাণিজ্য সম্পাদক এবং ধর্মবিষয়ক সম্পাদকের পদ খালি রয়েছে। পরবর্তীতে আলাপ আলোচনার মাধ্যমে শূন্য এ সাতটি পদ পূরণ করা হবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।

    এদিকে দলীয় একটি সূত্র জানিয়েছে শুন্য সাতটি পদের মধ্যে বৃহত্তর চট্টগ্রামের আরো অন্তত দুই নেতার নাম অর্ন্তভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

    আওয়ামী লীগের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে নতুন করে যুক্ত হওয়া তিন নেতা-নেত্রীসহ বৃহত্তর চট্টগ্রামে ৮ জনের স্থান হয়েছে।

    এর আগে গত ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম কাউন্সিল অধিবেশনে প্রথম দফায় ঘোষিত কমিটিতে বৃহত্তর চট্টগ্রামের ৫ নেতাকে অন্তভুক্ত করা হয়।

    এদের মধ্যে সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন ও প্রণব কুমার বড়ুয়াকে আওয়ামী লীগের নতুন কমিটির উপদেষ্টা পরিষদে রাখা হয়েছে। চট্টগ্রাম-৪ মিরসরাই আসনের সাংসদ ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে প্রেসিডিয়াম সদস্য হিসেবে স্বপদে বহাল রেখে আরো দুই নেতাকে পদোন্নতি দেওয়া হয়। এরা হলেন রাঙ্গুনিয়ার সাংসদ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

    এরমধ্যে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক থেকে পদোন্নতি দিয়ে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে এবং উপ দপ্তর সম্পাদক থেকে পদোন্নতি দিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে দপ্তর সম্পাদক করা হয়। পূর্ণাঙ্গ কমিটিতে

  • বড় দলের সম্মেলন করা খুব সহজ ব্যাপার নয়, দু-একদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি : কাদের

    বড় দলের সম্মেলন করা খুব সহজ ব্যাপার নয়, দু-একদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি : কাদের

    ২৪ ঘন্টা ডট নিউজ। জাতীয় ডেস্ক : দেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের ২১তম সম্মেলনে প্রায় সাত হাজার কাউন্সিলের উপস্থিত মতামতে দ্বিতীয় বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    বিকেলে আওয়ামী লীগের ধানমন্ডিস্থ কার্যালয়ে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন আয়োজন করে সাংবাদিকদের সাথে কথা বলেন নবনির্বাচিত এ নেতা। এসময় তিনি দু-এক দিনের মধ্যে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে সাংবাদিকদের জানান। এছাড়া মন্ত্রিসভায় রদবদল হতে পারে বলেও জানান তিনি।

    তিনি বলেন, আওয়ামী লীগ বর্তমান ক্ষমতাসীন দল। আর একটি বড় দলের সম্মেলন করা খুব সহজ ব্যাপার নয়। মিডিয়া ভাইদের সহযোগীতা ও আমাদের নেতাকর্মীরা দিনরাত পরিশ্রমের ফলে আজকের সম্মেলন সফল হয়েছে।

    আগামী এক-দুই দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে মিডিয়া ভাইদের ডেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে। এসময় একটি গেট টুগেদারের আয়োজন করা হবে বললেন সেতুমন্ত্রী।

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দল হিসেবে আওয়ামী লীগের সামনে অনেক কাজ বাকি। সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। সেগুলো মোকাবিলায় এক হয়ে কাজ করতে হবে।

    কাউন্সিল অধিবেশন পরবর্তী এই সংবাদ সম্মেলনের শুরুতেই নতুন কমিটিতে স্থান পাওয়া নেতাদের অভিনন্দন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনি ইশতেহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণের কাছে তিনি অঙ্গিকার করেছেন, প্রত্যেক পরিবারে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। সেই প্রতিশ্রুতি আমরা পূরণ করবো। এগুলো আমাদের সামনে চ্যালেঞ্জ।’

    আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে দলকে আরও গতীশীল করতে কাজ করে যাব জানিয়ে তিনি বলেন, ‘আমাদের মূল ফোকাস হলো-মুজিব বর্ষের বিশাল প্রোগ্রাম সঠিকভাবে বাস্তবায়ন করা। এটা আমাদের একটা বিরাট দায়িত্ব। এছাড়া ভিশন-২০২১ ও ডেল্টাপ্ল্যান বাস্তবায়নও আমাদের চ্যালেঞ্জের মধ্যে পড়ে।

    সংবাদ সম্মেলনে তাকে দ্বিতীয়বারে মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোনীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কৃতজ্ঞতা প্রকাশ করেন বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানার প্রতিও। এছাড়া, সম্মেলনে অংশগ্রহণ করা সাড়ে সাত হাজার কাউন্সিলর, যারা অকুণ্ঠ সমর্থন দিয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন বর্ষীয়ান এই রাজনীতিক।

  • আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা,সম্পাদক কাদের

    আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা,সম্পাদক কাদের

    ২৪ ঘন্টা ডট নিউজ।জাতীয় ডেস্ক : আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনের কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ফের নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

    শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের ২১তম সম্মেলনের শেষ দিনে নবম বারের মতো সভাপতি পদে নির্বাচিত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    সভাপতি হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু। এসময় সভাপতিমণ্ডলীর আরেক সদস্য পীযুষ ভট্টাচার্য তা সমর্থন করলে পরে তা কণ্ঠভোটে পাস হয়ে যায়।

    এরপর জাহাঙ্গীর কবির নানক ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন। সমর্থন করেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান। টানা দ্বিতীয় বারের মতো ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদটিও ধরে রাখলেন ওবায়দুল কাদের।

    নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, তথ্যমন্ত্রী ডা. হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমানের নাম সাধারণ সম্পাদক পদে আলোচনায় থাকলেও আলোচনার শীর্ষে থাকা ওবায়দুল কাদেরই দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

    রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে প্রায় সাত হাজার কাউন্সিলর এতে যোগ দিয়ে তাদের মতামত প্রকাশ করে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী তিন বছর দলটির নেতৃত্ব দিবেন।

    এর আগে, সকাল সাড়ে ১০টায় দ্বিতীয় দিনের অধিবেশন শুরু হয়। কাউন্সিল অধিবেশনের উদ্বোধন ঘোষণা করেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    সূত্রে জানা যায়, আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত সাধারণ সম্পাদক পদে চারবার দায়িত্ব পালন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিল্লুর রহমান। তিনবার দায়িত্ব পালন করেছেন তাজউদ্দিন আহমেদ্।

    এছাড়াও দলের দ্বিতীয় শীর্ষ পদ ‘সাধারণ সম্পাদক’ হিসেবে আবদুর রাজ্জাক, সৈয়দ আশরাফুল ইসলাম ও সৈয়দা সাজেদা চৌধুরী দুই বার করে এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হক ও আবদুল জলিল একবার করে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

  • আওয়ামী লীগের নতুন নেতা নির্বাচন আজ : বিকেলের মধ্যেই উৎকণ্ঠা কাটবে পদপ্রত্যাশীদের!

    আওয়ামী লীগের নতুন নেতা নির্বাচন আজ : বিকেলের মধ্যেই উৎকণ্ঠা কাটবে পদপ্রত্যাশীদের!

    ২৪ ঘন্টা ডট নিউজ।জাতীয় ডেস্ক : আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনে আজ নতুন নেতা নির্বাচন করা হবে। বর্ণিল আয়োজনে গতকাল শুক্রবার বিকেলে আওয়ামী লীগের উদ্বোধনী পর্ব শেষ হয়েছে। আজ শনিবার সম্মেলনের দ্বিতীয় ও শেষ পর্বের অধিবেশন শুরু হয়েছে আজ শনিবার সকাল ১০ টা থেকে।

    রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে প্রায় সাত হাজার কাউন্সিলর এতে যোগ দিয়েছেন। আজ তাদের মতামতের ভিত্তিতে দলের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন। এ সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী তিন বছর দলটির নেতৃত্ব দিবেন।

    দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মঞ্চে রয়েছেন। নির্বাচন পরিচালনার জন্য ইতোমধ্যে তিন সদস্যের কমিশন গঠন করা হয়েছে। কমিশনের চেয়ারম্যানের দায়িত্বে আছেন দলের উপদেষ্টা কমিটির সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। অপর দুই সদস্য হলেন- উপদেষ্টা ড. সাইদুর রহমান ও ড. মসিউর রহমান।

    তবে গতকাল থেকে আওয়ামী লীগের দলীয় সিনিয়র নেতৃবৃন্দসহ বিভিন্ন জেলা থেকে আসা নেতাদের মধ্যে নানান কথা শোনা গেলেও নতুন কমিটিতে কারা থাকবেন এবং কারা বাদ পড়বেন তা কেউ সঠিকভাবে জানাতে পারছে না। এমনকি সাধারণ সম্পাদকসহ ৮১ সদস্যের কেন্দ্রীয় কমিটির বাকি ৮০ পদের মধ্যে কার কী অবস্থান হবে তা জানতে অপেক্ষা করতে হবে আরো কিছু সময়। এদিকে পদপ্রত্যাশীদের উৎকণ্ঠা আজ বিকেলের মধ্যে কেটে যাবে বলে আওয়ামী লীগ সূত্র জানিয়েছে।

    সভাপতি পদটি অপরিবর্তিত থাকছে। এ পদে বরাবরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া অন্য কাউকে ভাবছেন না আগত কাউন্সিলর ও প্রতিনিধিরা। একাধিক নেতার সাথে কথা বলে এমনটাই জানা গেছে। কেউ কেউ মনে করেন, সাধারণ সম্পাদক পদে পরিবর্তন হবে না বলেই প্রধানমন্ত্রী এখনো কোনো বার্তা দিচ্ছেন না। পুরনো কমিটির কেউ কেউ বাদ পড়বে এবং অনেকের পদোন্নতী পাওয়ারও আভাস পাওয়া গেছে।

    কাউন্সিলরদের সম্মতিতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে। এই দুই পদ ঠিক হওয়ার পর পূর্ণাঙ্গ কমিটি করার দায়িত্ব কাউন্সিলররা সভাপতিকে দিয়ে দেন। আজও একই পদ্ধতি অবলম্বন করা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।

    ইতিমধ্যে দ্বিতীয় অধিবেশন (কাউন্সিল অধিবেশন) শুরু হয়েছে। এই অধিবেশনে ৭৮টি সাংগঠনিক জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের সাংগঠনিক প্রতিবেদন পেশ করবেন। এরপর দলের সংশোধিত ঘোষণাপত্র ও গঠনতন্ত্র অনুমোদন করা হবে। এসব কার্যক্রম শেষে বর্তমান কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে দেয়া হবে। এরপর শুরু হবে নতুন নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া।

    উল্লেখ্য, এর আগে শুক্রবার বেলা ৩টায় আওয়ামী লীগের দুই দিনব্যাপী জাতীয় সম্মেলন উদ্বোধন করেন দলের সভাপতি শেখ হাসিনা। আজকের কাউন্সিল উপলক্ষে অধিবেশন স্থল ও আশপাশের এলাকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য সতর্ক অবস্থান নিয়েছেন। একই সঙ্গে এ এলাকায় যান চলাচল সীমিত করা হয়েছে।

  • চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে নৌকার মাঝি মোছলেম উদ্দিন আহমেদ

    চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে নৌকার মাঝি মোছলেম উদ্দিন আহমেদ

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমেদ। ১৯ জন প্রার্থী দলের মনোনয়ন পেতে মনোনয়ন পত্র জমা দেন।

    মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে আজ সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগের সংসদীয় বোর্ড এই ঘোষণা দেন।

    উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ মোকারম ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, দল তৃণমূলে সিদ্ধান্তকে মূল্যায়ন করেছে। উন্নয়ন ধারা অব্যাহত রাখতে দলের অন্যতম নেতা মোছলেম উদ্দিনকে মনোনয়নের প্রয়োজন ছিলো। আসন্ন নির্বাচনে এলাকাবাসী নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবে।

    এদিকে মোছলেম উদ্দিন আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় বোয়ালখালীতে উপজেলা আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপজেলা সদরে এক আনন্দ মিছিল বের করেন।

    এছাড়া নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য ভোটারদের প্রতি অনুরোধ জানান। এ সময় উপস্থিত নেতাকর্মীদের মিষ্টিমুখ করানো হয়।

  • সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত বাকের-মামুনকে গনসংবর্ধনা

    সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত বাকের-মামুনকে গনসংবর্ধনা

    সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুইয়া এবং সাধারণ সম্পাদক এস.এম আল মামুনকে গনসংবর্ধনা দিয়েছে ১০ নং সলিমপুর ইউনিয়ন আওয়ামীলীগ।

    রবিবার বিকালে সলিমপুরস্থ কালুশাহ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংবর্ধিত সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুইয়া বলেন, দীর্ঘদিন পর নতুন কমিটির মাধ্যমে সীতাকুণ্ড আওয়ামীলীগ প্রাণ ফিরে পেয়েছে। আমরা দলকে সুন্দর করে সাজাতে চাই, সুসংগত করতে চাই, আমাদের মধ্যে কোন ভেদাবেদ নেই।

    তিনি বলেন, সীতাকুণ্ডে আওয়ামীলীগের মধ্যে বিভেদ সৃষ্টি করছে আমাদেরই কিছু লোক, সব বিভেদ-বিরোধ ঝেড়ে আমরা সবাই এখন এক এবং অভিন্ন।

    নব নির্বাচিত সাধারণ সম্পাদক এস.এম আল মামুন বলেন, সকল ষড়যন্ত্রের বিরোদ্ধে আমরা এক হয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই, আমরা আওয়ামীলীগের মধ্যে আর কোন বিরোধ দেখতে চাইনা, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্ত করতে, উন্নয়নের অগ্রযাত্রাকে আরো এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।এস এম আল মামুন

    সলিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফজলে করিম নিউটনের সঞ্চলনায় উক্ত সংবর্ধনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ ম ম দিলসাদ।

    চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন রেহান উদ্দিন রেহান,তাজুল ইসলাম নিজামী, সাদাকাত উল্লাহ মিয়াজী, নাজীম উদ্দিন, সালাউদ্দিন আজিজ, উপজেলা যুবলীগ সভাপতি মোহাম্মদ শাহাজাহান, সহ-সভাপতি এস.এম আল নোমান, যুগ্ন সম্পাদক বদিউল আলম, আওয়ামীলীগ নেতা সাঈদ মিয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা আসলাম হাবীব, মহিউদ্দিন আহমেদ, শ্রমিক নেতা আজম খান, খোরশেদ আলম, ছাত্রলীগ নেতা শায়েস্তা খান, ইকবাল মাহমুদ, সরোয়ার জাহান টুটুলসহ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ডের নেতা-কর্মীবৃন্দ।

  • বোয়ালখালীতে আ.লীগের কর্মী সমাবেশে ‘দোয়া’ চাইলেন মোছলেম উদ্দিন

    বোয়ালখালীতে আ.লীগের কর্মী সমাবেশে ‘দোয়া’ চাইলেন মোছলেম উদ্দিন

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে কর্মী সম্মেলনে ‘দোয়া’ চেয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ।

    মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ দোয়া কামনা করেছেন।

    এসময় তিনি বলেন, ‘বঙ্গবন্ধু’র আদর্শের দল আওয়ামী লীগের পতাকা বুকে ধারণ করে জীবনের ৩৫ বছর ধরে জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছি। জাসদ কোনোদিন করিনি। অন্য কোনো দলের লোভ লালসায় লালায়িত হইনি।’

    ‘গত তিনবারের জাতীয় নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনে বাদলকে নির্বাচিত করতে যে পরিশ্রম করেছি তা বাদলও করেননি। আমি বাদলের মৃত্যু কামনা করিনি কোনোদিন। আমিও যেকোনো সময় চলে যেতে পারি। আজ অনাকাঙ্খিত ভাবে বাদলের মৃত্যু হয়েছে আল্লাহ তাকে জান্নাতবাসী করবেন।’

    চট্টগ্রাম-৮ আসনে আসন্ন নির্বাচন সহজ হবে না জানিয়ে তিনি বলেন, ‘বোয়ালখালী উপজেলা একটি শিক্ষা সংস্কৃতিতে সমৃদ্ধ উপজেলা। তবে অন্যান্য উপজেলার চেয়ে আশান্বিত উন্নয়ন হয়নি। এরপরও আওয়ামী লীগ সরকার এ উপজেলায় পৌরসভা, ফায়ার সার্ভিস প্রতিষ্ঠাসহ কর্ণফুলী নদীর ভাঙ্গনরোধে কাজ করেছে।

    সামগ্রিক উন্নয়নে বড় বাধা কালুরঘাটে সেতু। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সম্প্রতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবাইদুল কাদের ঘোষণা দিয়েছেন সড়ক সেতু নির্মাণের।’

    তিনি আরো বলেন ‘আমি আপনাদেরই সন্তান, আমার জন্য দোয়া করবেন। এ এলাকার উন্নয়নে মৃত্যুর আগ মুর্হুত পর্যন্ত নিজেকে সমর্পণ করতে পারি।’

    উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ মোকারমের সঞ্চালনায় কর্মী সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল আলম, ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পাদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন মোহাম্মদ এমরান, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শাহনেওয়াজ হায়দার শাহীন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক জহুরুল ইসলাম জহুর, আওয়ামী লীগ নেতা আবদুল মান্নান, উপজেলা শ্রমিক লীগ সভাপতি সাইদুর রহমান খোকা, ইউপি চেয়ারম্যান এসএম জসিম, কাজল দে, আবদুল মান্নান মোনাফ, শামসুল আলম ও পৌর প্যানেল মেয়র মিজানুর রহমান।