Tag: আওয়ামী লীগের প্রার্থী

  • চট্টগ্রামে সাংবাদিকের ওপর চড়াও হলেন আ.লীগ প্রার্থী মোস্তাফিজ

    চট্টগ্রামে সাংবাদিকের ওপর চড়াও হলেন আ.লীগ প্রার্থী মোস্তাফিজ

    সাংবাদিকের ওপর চড়াও হয়েছেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী। এ সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মোস্তাফিজ সমর্থকদের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটেছে।

    বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে সাড়ে ১১টার দিকে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে চড়াও হন তিনি। এসময় অকথ্য ভাষায় গালিগালাজ করেন সাংবাদিকদের।

    বিপুল পরিমাণ নেতা-কর্মী নিয়ে মনোনয়ন পত্র জমা দিতে আসায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে কি-না এমন প্রশ্নে তিনি প্রশ্নকর্তা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক রাকিব উদ্দিনকে ঘুষি দেন। এসময় তার কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নিয়ে মারধর শুরু করে নেতা-কর্মীরা। তারা আছড়ে ভেঙে ফেলে মাছরাঙা টেলিভিশনের মাইক্রোফোন ও ট্রাইপড। এতে দুই সাংবাদিক আহত হন।

    মারধরের শিকার সাংবাদিক রাকিব উদ্দিন বলেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ৫ জনের বেশি নেতা-কর্মী নিয়ে মনোনয়ন পত্র জমা দেওয়ার সুযোগ নেই। তিনি অনেক নেতা-কর্মী নিয়ে আসেন রিটার্নিং অফিসারের কার্যালয়ে। এ নিয়ে প্রশ্ন করায় আমার ওপর হামলা করেন এবং মাইক্রোফোন কেড়ে নিয়ে ফেলে দেন। তিনি আমাকে দেখে নেওয়ারও হুমকি দিয়েছেন। জ্যেষ্ঠ সাংবাদিকেরাও তাদের হাতে লাঞ্ছিত হন।

    জেলা প্রশাসকের কার্যালয়ের দোতলা থেকে গণমাধ্যমকর্মীদের টেনে-হিঁচড়ে নিচতলা পর্যন্ত নিয়ে যায় মোস্তাফিজুর রহমান ও তার কর্মীরা। এরপর ব্যক্তিগত গাড়িতে করে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে চলে যাওয়ার সময় আবারও সাংবাদিকদের লাঞ্ছিত করে তারা। এ ঘটনায় বেলা একটায় সাংবাদিকরা জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করে বিচার দাবি করেছেন।

    রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের কাছে সাংবাদিকরা মৌখিক অভিযোগ দিলে সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়। এসময় তিনি ভুক্তভোগী সাংবাদিককে লিখিত অভিযোগ দিতে বলেন।

    চট্টগ্রামে কর্মরত টিভি সাংবাদিকদের ওপর বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের হামলার নিন্দা জানিয়েছেন টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।

  • ২৯৮ আসনে নতুন মুখ ১০৪

    ২৯৮ আসনে নতুন মুখ ১০৪

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

    এসময় ৩০০ আসনের মধ্যে ২৯৮টির প্রার্থীর নাম ঘোষণা করেন তিনি। তার মধ্যে ১০৪ জন নতুন মুখ বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে এদের মধ্যে কেউ কেউ আছেন যারা সবশেষ সংসদে নৌকার এমপি ছিলেন না কিন্তু এর আগে এমপি হয়েছিলেন।

    নতুন করে মনোনয়ন পাওয়াদের মধ্যে আছেন ক্রিকেটার সাকিব আল হাসান, চিত্রনায়ক ফেরদৌস, ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ, হাজি সেলিমের ছেলে সোলায়মান সেলিম ও ড. সেলিম মাহমুদসহ বেশকিছু পরিচিতি ও আলোচিত মুখ।

    নতুন মুখ যারা

    পঞ্চগড়-১ নাইমুজ্জামান ভুইয়া, ঠাকুরগাঁও-২ মো.মাজহারুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ মো. ইমদাদুল হক, নীলফামারী-৩ মো. গোলাম মোস্তফা, নীলফামারী-৪ জাকির হোসেন বাবুল, লালমনিরহাট-৩ মো. মতিয়ার রহমান, রংপুর-১ রেজাউল করিম রাজু, রংপুর-৩ তুষার কান্তি মন্ডল, রংপুর-৫ রাশেক রহমান, কুড়িগ্রাম-২ জাফর আলী, কুড়িগ্রাম-৩, সৌমেন্দ্র প্রসাদ পান্ডে, কুড়িগ্রাম-৪ বিপ্লব হাসান, গাইবান্ধা-১ আফরোজা বারী, গাইবান্ধা-৪ আবুল কালাম আজাদ।

    বগুড়া-২ তৌহিদুর রহমান মানিক, বগুড়া-৩ সিরাজুল ইসলাম খান, বগুড়া-৪ হেলাল উদ্দিন কবিরাজ, বগুড়া-৫ মজিবর রহমান মজনু, বগুড়া-৭ মো. মোস্তফা আলম, নওগাঁ-৩ সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, নওগাঁ-৪ নাহিদ মোরশেদ, রাজশাহী-২ মোহাম্মদ আলী, রাজশাহী-৩ আসাদুজ্জামান আসাদ, রাজশাহী-৪ আবুল কালাম আজাদ, রাজশাহী-৫ মো. আব্দুল ওয়াদুদ, সিরাজগঞ্জ-২ জান্নাত আরা হেনরী, সিরাজগঞ্জ-৪ শফিকুল ইসলাম, সিরাজগঞ্জ-৬ চয়ন ইসলাম, পাবনা-৪ গালিবুর রহমান শরীফ, মেহেরপুর-২ আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক, ঝিনাইদহ-৩ সালাউদ্দিন মিরাজী।

    যশোর-২ তৌহিদুজ্জামান, যশোর-৪ এনামুল হক বাবু, মাগুরা-১ সাকিব আল হাসান, বাগেরহাট-৪ বদিউজ্জামাল সোহাগ, খুলনা-১ ননি গোপাল মন্ডল, খুলনা-৩ এসএম কামাল হোসেন, খুলনা-৬ মো. রশীদুজ্জামান, সাতক্ষীরা-১ ফিরোজ আহমেদ স্বপন, সাতক্ষীরা-২ মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা-৪ এসএম আতাউল হক, বরগুনা-২ সুলতানা নাদিরা, বরিশাল-২ তালুকার মোহাম্মদ ইউনুস, বরিশাল-৩ খালেদ হোসাইন, বরিশাল-৪ ড. শাম্মী আহমদ, বরিশাল-৬ আব্দুল হাফিজ মল্লিক, পিরোজপুর-২ কানাই লাল বিশ্বাস, পিরোজপুর-৩ মো. আশরাফুর রহমান।

    টাঙ্গাইল-৩ কামরুল হাসান খান, টাঙ্গাইল-৪ মো.মাজহারুল ইসলাম তালুকদার, টাঙ্গাইল-৫ মো. মামুনুর রশিদ, টাঙ্গাইল-৮ অনুপম শাহজাহান জয়, জামালপুর-১ নুর মোহাম্মদ, জামালপুর-৪ মাহবুবুর রহমান, জামালপুর-৫ আবুল কালাম আজাদ, শেরপুর-৩ শহিদুল ইসলাম, ময়মনসিংহ-৩ নিলুফা আনজুম, ময়মনসিংহ-৪ মোহাম্মদ মোহিত উর রহমান, ময়মনসিংহ-৫ আব্দুল হাই আকন্দ, ময়মনসিংহ-৮ আব্দুস সাত্তার, ময়মনসিংহ-৯ আব্দুস সালাম, নেত্রকোণা-১ মোস্তাক আহমেদ রুহী, নেত্রকোণা-৫ আহমদ হোসেন, কিশোরগঞ্জ-২ আব্দুর কাহার আকন্দ, কিশোরগঞ্জ-৩ মো. নাসিরুল ইসলাম খান, মানিকগঞ্জ-১ মো. আব্দুস সালাম, মুন্সীগঞ্জ-১ মহিউদ্দিন আহমেদ।

    ঢাকা-৭ আসনে নৌকা পেলেন হাজী সেলিমের ছেলে
    ঢাকা-৪ সানজিদা খানম, ঢাকা-৫ হারুনুর রশিদ মুন্না, ঢাকা-৬ সাঈদ খোকন, ঢাকা-৭ সোলাইমান সেলিম, ঢাকা-৮ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা-১০ ফেরদৌস আহমেদ, ঢাকা-১১ মো. ওয়াকিল উদ্দিন, ঢাকা-১৩ জাহাঙ্গীর কবির নানক, ঢাকা-১৪ মাইনুল হোসেন খান নিখিল, গাজীপুর-৩ রুমানা আলী, নরসিংদী-৩ ফজলে রাব্বী খান, নারায়ণগঞ্জ-৩ আব্দুল্লাহ আল কায়সার, ফরিদপুর-১ আব্দুর রহমান, ফরিদপুর-৩ শামীম হক, সুনামগঞ্জ-১ রনজিত চন্দ্র সরকার, সুনামগঞ্জ-২ চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, সুনামগঞ্জ-৪ মো. সাদিক, সিলেট-২ শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৫ মাসুক উদ্দিন আহমেদ।

    মৌলভীবাজার-২ শফিউল আলম চৌধুরী, মৌলভীবাজার-৩ মোহাম্মদ জিল্লুর রহমান, হবিগঞ্জ-১ ডা. মো. মুশফিক হোসেন চৌধুরী, হবিগঞ্জ-২ ময়েজ উদ্দিন শরিফ, ব্রাহ্মণবাড়িয়া-৫ ফয়জুর রহমান, কুমিল্লা-১ ইঞ্জি. আব্দুস সবুর, কুমিল্লা-৮ আবু জাফর মো. শফিউদ্দিন, চাঁদপুর-১ ড. সেলিম মাহমুদ, চাঁদপুর-২ মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ফেনী-১ আলাউদ্দিন আহমেদ চৌধুরী, ফেনী-৩ আবুল বাশার, নোয়াখালী-৬ মোহাম্মদ আলী, লক্ষ্মীপুর-৪ ফরিদুন্নাহার লাইলী, চট্টগ্রাম-১ মাহবুব উর রহমান, চট্টগ্রাম-২ খাদিজাতুল আনোয়ার, চট্টগ্রাম-৪ এসএম আল মামুন, চট্টগ্রাম-৫ মো. আব্দুস সালাম, চট্টগ্রাম-১২ মোতাহেরুল ইসলাম, কক্সবাজার-১ সালাউদ্দিন আহমেদ।

  • আ’লীগের প্রার্থীদের তালিকা দেখে নিন

    আ’লীগের প্রার্থীদের তালিকা দেখে নিন

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে আওয়ামী লীগের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।

    রোববার (২৬ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

    আওয়ামী লীগের প্রার্থী তালিকা দেখে নিন
    পঞ্চগড়-১ নাইমুজ জামান ভুইয়া
    পঞ্চগড়-২ নুরুল ইসলাম সুজন
    ঠাকুরগাঁও-১ রমেশ চন্দ্র সেন
    ঠাকুরগাঁও-২ মাজহারুল ইসলাম
    ঠাকুরগাঁও-৩ ইমদাদুল হক
    দিনাজপুর-১ মনোরঞ্জন শীল গোপাল
    দিনাজপুর-২ খালিদ মাহমুদ চৌধুরী
    দিনাজপুর-৩ ইকবালুর রহিম
    দিনাজপুর-৪ আবুল হাসান মাহমুদ আলী
    দিনাজপুর-৫ মোস্তাফিজুর রহমান ফিজার
    দিনাজপুর-৬ শিবলী সাদিক
    নীলফামারী-১ আফতাব উদ্দিন সরকার
    নীলফামারী-২ আসাদুজ্জামান নূর
    নীলফামারী-৩ গোলাম মোস্তফা
    নীলফামারী-৪ জাকির হোসেন বাবু
    লালমনিরহাট-১ মোতাহার হোসেন
    লালমনিরহাট-২ নুরুজ্জামান আহমেদ
    লালমনিরহাট-৩ মতিয়ার রহমান
    রংপুর-১ রেজাউল করিম
    রংপুর-২ আহসানুল হক চৌধুরী
    রংপুর-৩ তুষার কান্তি মন্ডল
    রংপুর-৪ টিপু মুনশি
    রংপুর-৫ এইচ এন আশিকুর রহমান
    রংপুর-৬ শিরীন শারমিন চৌধুরী
    কুড়িগ্রাম-১ আছলাম হোসেন সওদাগর
    কুড়িগ্রাম-২ জাফর আলী
    কুড়িগ্রাম-৩ সৌমিত্র পান্ডে
    কুড়িগ্রাম-৪ বিপ্লব হাসান
    গাইবান্ধা-১ আফরোজা বারী
    গাইবান্ধা-২ মাহাবুব আরা বেগম গিনি
    গাইবান্ধা-৩ উম্মে কুলসুম স্মৃতি
    গাইবান্ধা-৪ আবুল কালাম আজাদ
    গাইবান্ধা-৫ মাহমুদ হাসান রিপন
    জয়পুরহাট-১ সামছুল আলম দুদু
    জয়পুরহাট-২ আবু সাঈদ আল মাহমুদ স্বপন
    বগুড়া-১ শাহাদারা মান্নান শিল্পী
    বগুড়া-২ তহিদুল রহমান মানিক
    বগুড়া-৩ সিরাজুল ইসলাম খান
    বগুড়া-৪ রেজাউল করিম তানসেন
    বগুড়া-৫ মজিবুর রহমান
    বগুড়া-৬ রাগেবুল আহসান রিপু
    বগুড়া-৭ মো. মোস্তফা
    চাঁপাইনবাবগঞ্জ-১ সামিল উদ্দিন আহমেদ শিমুল
    চাঁপাইনবাবগঞ্জ-২ জিয়াউর রহমান
    চাঁপাইনবাবগঞ্জ-৩ আব্দুল ওদুদ
    নওগাঁ-১ সাধন চন্দ্র মজুমদার
    নওগাঁ-২ শহিদুজ্জামান সরকার
    নওগাঁ-৩ সৌরেন্দনাথ চক্রবর্তী
    নওগাঁ-৪ নাহিদ মোরশেদ
    নওগাঁ-৫ নিজাম উদ্দিন জলিল
    নওগাঁ-৬ আনোয়ার হোসেন হেলাল
    রাজশাহী-১ ওমর ফারুক চৌধুরী
    রাজশাহী-২ মোহাম্মদ আলী
    রাজশাহী-৩ আসাদুজ্জামান আসাদ
    রাজশাহী-৪ আবুল কালাম আজাদ
    রাজশাহী-৫ আব্দুল ওয়াদুদ
    রাজশাহী-৬ শাহরিয়ার আলম
    নাটোর-১ শহিদুল ইসলাম বকুল
    নাটোর-২ শফিকুল ইসলাম শিমুল
    নাটোর-৩ জুনাইদ আহমেদ পলক
    নাটোর-৪ সিদ্দিকুর রহমান পাটোয়ারী
    সিরাজগঞ্জ-১ তানভীর শাকিল জয়
    সিরাজগঞ্জ-২ জানাত আরা হেনরী
    সিরাজগঞ্জ-৩ আব্দুল আজিজ
    সিরাজগঞ্জ-৪ শফিকুল ইসলাম
    সিরাজগঞ্জ-৫ আব্দুল মমিন মন্ডল
    সিরাজগঞ্জ-৬ চয়ন ইসলাম
    পাবনা-১ শামসুল হক টুকু
    পাবনা-২ আহমেদ ফিরোজ কবীর
    পাবনা-৩ মকবুল হোসেন
    পাবনা-৪ গালিবুর রহমান শরিফ
    পাবনা-৫ গোলাম ফারুক খন্দকার প্রিন্স
    মেহেরপুর-১ ফরহাদ হোসেন
    মেহেরপুর-২ আবু সালেহ
    কুষ্টিয়া-১ সরওয়ার জাহান বাদশা
    কুষ্টিয়া-২ ঘোষিত হয়নি
    কুষ্টিয়া-৩ মাহবুবউল আলম হানিফ
    কুষ্টিয়া-৪ সেলিম আলতাফ জর্জ
    চুয়াডাঙ্গা-১ সোলায়মান হক জোয়ার্দ্দার
    চুয়াডাঙ্গা-২ আলী আজগার টগর
    ঝিনাইদহ-১ আব্দুল হাই
    ঝিনাইদহ-২ তাহজীব আলম সিদ্দিকী
    ঝিনাইদহ-৩ সালাউদ্দিন সিরাজী
    ঝিনাইদহ-৪ আনোয়ারুল আজীম
    যশোর-১ শেখ আফিল উদ্দিন
    যশোর-২ তৌহিদুজ্জামান
    যশোর-৩ কাজী নাবিল আহমেদ
    যশোর-৪ এনামুল হক বাবু
    যশোর-৫ স্বপন ভট্টাচার্য্য
    যশোর-৬ শাহীন চাকলাদার
    মাগুরা-১ সাকিব আল হাসান
    মাগুরা-২ বীরেন শিকদার
    নড়াইল-১ কবিরুল হক
    নড়াইল-২ মাশরাফি বিন মর্তুজা
    বাগেরহাট-১ শেখ হেলাল উদ্দীন
    বাগেরহাট-২ শেখ তন্ময়
    বাগেরহাট-৩ হাবিবুন নাহার
    বাগেরহাট-৪ এইচ এম বদিউজ্জামান সোহাগ
    খুলনা-১ ননি গোপাল মন্ডল
    খুলনা-২ শেখ সালাহউদ্দিন জুয়েল
    খুলনা-৩ এসএম কামাল হোসেন
    খুলনা-৪ আব্দুস সালাম মুর্শেদী
    খুলনা-৫ নারায়ন চন্দ্র চন্দ
    খুলনা-৬ মো. রশিদুজ্জামান
    সাতক্ষীরা-১ ফিরোজ আহম্মেদ স্বপন
    সাতক্ষীরা-২ মো. আসাদুজ্জামান বাবু
    সাতক্ষীরা-৩ আ. ফ. ম. রুহুল হক
    সাতক্ষীরা-৪ এস এম আতাউল হক
    বরগুনা-১ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু
    বরগুনা-২ সুলতানা নাদিরা
    পটুয়াখালী-১ আফজাল হোসেন
    পটুয়াখালী-২ আ. স. ম. ফিরোজ
    পটুয়াখালী-৩ এসএম শাহাজাদা
    পটুয়াখালী-৪ মহিববুর রহমান
    ভোলা-১ তোফায়েল আহমেদ
    ভোলা-২ আলী আজম
    ভোলা-৩ নুরুন্নবী চৌধুরী শাওন
    ভোলা-৪ আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব
    বরিশাল-১ আবুল হাসনাত আবদুল্লাহ
    বরিশাল-২ তালুকার মোহাম্মদ ইউনুস
    বরিশাল-৩ খালেদ হোসাইন
    বরিশাল-৪ ড. শাম্মী আহমদ
    বরিশাল-৫ জাহিদ ফারুক শামীম
    বরিশাল-৬ হাফিজ মল্লিক
    ঝালকাঠি-১ বজলুল হক হারুন
    ঝালকাঠি-২ আমির হোসেন আমু
    পিরোজপুর-১ শ ম রেজাউল করিম
    পিরোজপুর-২ কানাই লাল বিশ্বাস
    পিরোজপুর-৩ আশরাফ হক
    টাঙ্গাইল-১ আব্দুর রাজ্জাক ভোলা
    টাঙ্গাইল-২ তানভীর হাসান ছোট মনির
    টাঙ্গাইল-৩ আমিরুল হাসান খান
    টাঙ্গাইল-৪ মাজহারুল ইসলাম তালুকদার
    টাঙ্গাইল-৫ মামুনুর রশিদ
    টাঙ্গাইল-৬ আহসানুল ইসলাম টিটু
    টাঙ্গাইল-৭ খান আহমেদ শুভ
    টাঙ্গাইল-৮ অনুপম শাজাহান জয়
    জামালপুর-১ নুর মোহাম্মদ
    জামালপুর-২ ফরিদুল হক খান
    জামালপুর-৩ মির্জা আজম
    জামালপুর-৪ মাহবুবুর রহমান
    জামালপুর-৫ আবুল কালাম আজাদ
    শেরপুর-১ আতিউর রহমান আতিক
    শেরপুর-২ মতিয়া চৌধুরী
    শেরপুর-৩ শহিদুল ইসলাম
    ময়মনসিংহ-১ জুয়েল আরেং
    ময়মনসিংহ-২ শরীফ আহমেদ
    ময়মনসিংহ-৩ নিলুফার আনজুম
    ময়মনসিংহ-৪ মোহাম্মদ মোহিত উর রহমান
    ময়মনসিংহ-৫ আব্দুল হাই আকন্দ
    ময়মনসিংহ-৬ মোসলেম উদ্দিন
    ময়মনসিংহ-৭ হাফেজ রুহুল আমিন মাদানী
    ময়মনসিংহ-৮ আব্দুস সাত্তার
    ময়মনসিংহ-৯ আব্দুস সালাম
    ময়মনসিংহ-১০ ফাহমী গোলন্দাজ বাবেল
    ময়মনসিংহ-১১ কাজিম উদ্দিন আহম্মেদ
    নেত্রকোনা-১ মোস্তাক আহমেদ রুহী
    নেত্রকোনা-২ আশরাফ আলী খান খসরু
    নেত্রকোনা-৩ অসীম কুমার উকিল
    নেত্রকোনা-৪ সাজ্জাদুল হাসান আহমদ হোসেন
    নেত্রকোনা-৫ আহমদ হোসেন
    কিশোরগঞ্জ-১ জাকিয়া নূর লিপি
    কিশোরগঞ্জ-২ আব্দুর কাহার আকন্দ
    কিশোরগঞ্জ-৩ মো. নাসিরুল ইসলাম খান
    কিশোরগঞ্জ-৪ রেজওয়ান আহাম্মদ তৌফিক
    কিশোরগঞ্জ-৫ আফজাল হোসেন
    কিশোরগঞ্জ-৬ নাজমুল হাসান পাপন
    মানিকগঞ্জ-১ মো. আব্দুস সালাম
    মানিকগঞ্জ-২ মমতাজ বেগম
    মানিকগঞ্জ-৩ জাহিদ মালেক
    মুন্সিগঞ্জ-১ মহিউদ্দিন আহমেদ
    মুন্সিগঞ্জ-২ সাগুফতা ইয়াসমিন এমিলি
    মুন্সিগঞ্জ-৩ মৃণাল কান্তি দাস
    ঢাকা-১ সালমান এফ রহমান
    ঢাকা-২ কামরুল ইসলাম
    ঢাকা-৩ নসরুল হামিদ
    ঢাকা-৪ সানজিদা খানম
    ঢাকা-৫ হারুনুর রশিদ মুন্না
    ঢাকা-৬ সাঈদ খোকন
    ঢাকা-৭ সোলাইমান সেলিম
    ঢাকা-৮ আ ফ ম বাহাউদ্দীন নাছিম
    ঢাকা-৯ সাবের হোসেন চৌধুরী
    ঢাকা-১০ ফেরদৌস আহমেদ
    ঢাকা-১১ ওয়াকিল উদ্দিন
    ঢাকা-১২ আসাদুজ্জামান খান কামাল
    ঢাকা-১৩ জাহাঙ্গীর কবির নানক
    ঢাকা-১৪ মাইনুল হোসেন খান নিখিল
    ঢাকা-১৫ কামাল আহমেদ মজুমদার
    ঢাকা-১৬ ইলিয়াস উদ্দিন মোল্লাহ্
    ঢাকা-১৭ মোহাম্মদ আলী আরাফাত
    ঢাকা-১৮ মোহাম্মদ হাবিব হাসান
    ঢাকা-১৯ এনামুর রহমান
    ঢাকা-২০ বেনজীর আহমেদ
    গাজীপুর-১ আ. ক. ম. মোজাম্মেল হক
    গাজীপুর-২ জাহিদ আহসান রাসেল
    গাজীপুর-৩ রুমানা আলী
    গাজীপুর-৪ সিমিন হোসেন রিমি
    গাজীপুর-৫ মেহের আফরোজ চুমকি
    নরসিংদী-১ মোহাম্মদ নজরুল ইসলাম
    নরসিংদী-২ আনোয়ারুল আশরাফ খান
    নরসিংদী-৩ ফজলে রাব্বী খান
    নরসিংদী-৪ নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন
    নরসিংদী-৫ রাজিউদ্দিন আহমেদ রাজু
    নারায়ণগঞ্জ-১ গোলাম দস্তগীর গাজী
    নারায়ণগঞ্জ-২ নজরুল ইসলাম বাবু
    নারায়ণগঞ্জ-৩ আব্দুল্লাহ আল কায়সার
    নারায়ণগঞ্জ-৪ শামীম ওসমান
    নারায়ণগঞ্জ-৫ ঘোষিত হয়নি
    রাজবাড়ী-১ কাজী কেরামত আলী
    রাজবাড়ী-২ জিল্লুল হাকিম
    ফরিদপুর-১ আব্দুর রহমান
    ফরিদপুর-২ শাহদাব আকবর চৌধুরী লাবু
    ফরিদপুর-৩ শামীম হক
    ফরিদপুর-৪ কাজী জাফর উল্লাহ
    গোপালগঞ্জ-১ ফারুক খান
    গোপালগঞ্জ-২ শেখ ফজলুল করিম সেলিম
    গোপালগঞ্জ-৩ শেখ হাসিনা
    মাদারীপুর-১ নূর-ই-আলম চৌধুরী
    মাদারীপুর-২ শাজাহান খান
    মাদারীপুর-৩ আবদুস সোবহান গোলাপ
    শরীয়তপুর-১ ইকবাল হোসেন অপু
    শরীয়তপুর-২ এ কে এম এনামুল হক শামীম
    শরীয়তপুর-৩ নাহিম রাজ্জাক
    সুনামগঞ্জ-১ রনজিত চন্দ্র সরকার
    সুনামগঞ্জ-২ চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ
    সুনামগঞ্জ-৩ এম এ মান্নান
    সুনামগঞ্জ-৪ মো. সাদিক
    সুনামগঞ্জ-৫ মুহিবুর রহমান মানিক
    সিলেট-১ আবুল কালাম আব্দুল মোমেন
    সিলেট-২ শফিকুর রহমান চৌধুরী
    সিলেট-৩ হাবিবুর রহমান
    সিলেট-৪ ইমরান আহমদ
    সিলেট-৫ মাসুক উদ্দিন আহমেদ
    সিলেট-৬ নুরুল ইসলাম নাহিদ
    মৌলভীবাজার-১ শাহাব উদ্দিন
    মৌলভীবাজার-২ শফিউল আলম চৌধুরী
    মৌলভীবাজার-৩ মোহাম্মদ জিল্লুর রহমান
    মৌলভীবাজার-৪ আব্দুস শহীদ
    হবিগঞ্জ-১ ডা. মো. মুশফিক হোসেন চৌধুরী
    হবিগঞ্জ-২ ময়েজ উদ্দিন শরিফ
    হবিগঞ্জ-৩ আবু জাহির
    হবিগঞ্জ-৪ মাহবুব আলী
    ব্রাহ্মণবাড়িয়া-১ বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন
    ব্রাহ্মণবাড়িয়া-২ শাহজাহান আলম সাজু
    ব্রাহ্মণবাড়িয়া-৩ উবায়দুল মোকতাদির চৌধুরী
    ব্রাহ্মণবাড়িয়া-৪ আনিসুল হক
    ব্রাক্ষ্মণবাড়িয়া-৫ ফয়জুর রহমান
    ব্রাহ্মণবাড়িয়া-৬ এ. বি. তাজুল ইসলাম
    কুমিল্লা-১ ইঞ্জি. আব্দুস সবুর
    কুমিল্লা-২ সেলিমা আহমাদ
    কুমিল্লা-৩ ইউসুফ আবদুল্লাহ হারুন
    কুমিল্লা-৪ রাজী মোহাম্মদ ফখরুল
    কুমিল্লা-৫ আবুল হাশেম খান
    কুমিল্লা-৬ আ ক ম বাহাউদ্দিন
    কুমিল্লা-৭ প্রাণ গোপাল দত্ত
    কুমিল্লা-৮ আবু জাফর মো. শফিউদ্দিন
    কুমিল্লা-৯ তাজুল ইসলাম
    কুমিল্লা-১০ আ হ ম মোস্তফা কামাল
    কুমিল্লা-১১ মুজিবুল হক মুজিব
    চাঁদপুর-১ ড. সেলিম মাহমুদ
    চাঁদপুর-২ মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া
    চাঁদপুর-৩ দীপু মনি
    চাঁদপুর-৪ মুহম্মদ শফিকুর রহমান
    চাঁদপুর-৫ রফিকুল ইসলাম
    ফেনী-১ আলাউদ্দিন আহমেদ চৌধুরী
    ফেনী-২ নিজাম উদ্দিন হাজারী
    ফেনী-৩ আবুল বাশার
    নোয়াখালী-১ এইচ. এম. ইব্রাহিম
    নোয়াখালী-২ মোরশেদ আলম
    নোয়াখালী-৩ মামুনুর রশীদ কিরন
    নোয়াখালী-৪ মোহাম্মদ একরামুল করিম চৌধুরী
    নোয়াখালী-৫ ওবায়দুল কাদের
    নোয়াখালী-৬ মোহাম্মদ আলী
    লক্ষ্মীপুর-১ আনোয়ার হোসেন খান
    লক্ষ্মীপুর-২ নুর উদ্দিন চৌধুরী নয়ন
    লক্ষ্মীপুর-৩ গোলাম ফারুক পিংকু
    লক্ষ্মীপুর-৪ ফরিদুন্নাহার লাইলী
    চট্টগ্রাম-১ মাহবুব উর রহমান
    চট্টগ্রাম-২ খাদিজাতুল আনোয়ার
    চট্টগ্রাম-৩ মাহফুজুর রহমান
    চট্টগ্রাম-৪ এসএম আল মামুন
    চট্টগ্রাম-৫ মো. আব্দুস সালাম
    চট্টগ্রাম-৬ এ. বি. এম. ফজলে করিম চৌধুরী
    চট্টগ্রাম-৭ মোহাম্মদ হাছান মাহমুদ
    চট্টগ্রাম-৮ নোমান আল মাহমুদ
    চট্টগ্রাম-৯ মহিবুল হাসান চৌধুরী নওফেল
    চট্টগ্রাম-১০ মো. মহিউদ্দিন বাচ্চু
    চট্টগ্রাম-১১ এম. আবদুল লতিফ
    চট্টগ্রাম-১২ মোতাহেরুল ইসলাম চৌধুরী
    চট্টগ্রাম-১৩ সাইফুজ্জামান চৌধুরী
    চট্টগ্রাম-১৪ নজরুল ইসলাম চৌধুরী
    চট্টগ্রাম-১৫ আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন
    চট্টগ্রাম-১৬ মোস্তাফিজুর রহমান চৌধুরী
    কক্সবাজার-১ সালাউদ্দিন আহমেদ
    কক্সবাজার-২ আশেক উল্লাহ রফিক
    কক্সবাজার-৩ সাইমুম সরওয়ার কমল
    কক্সবাজার-৪ শাহিনা আক্তার চৌধুরী
    খাগড়াছড়ি কুজেন্দ্র লাল ত্রিপুরা
    রাঙ্গামাটি দীপংকর তালুকদার
    বান্দরবান বীর বাহাদুর উশৈ সিং
    এর আগে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় বেশির ভাগ আসনের প্রার্থীর নাম চূড়ান্ত হলেও কৌশলগত কারণে সে তালিকা প্রকাশ করা হচ্ছিল না।

    চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের আগে রোববার সকাল ১০টার পর গণভবনে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    ওই সভায় শেখ হাসিনা মনোনয়প্রত্যাশীদের বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ পাস করে আসতে পারবেন না। প্রত্যেক প্রার্থীকেই একজন করে দলীয় ডামি প্রার্থী রাখতে হবে।

    চলতি বছর আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ৩ হাজার ৩৬২ জন। সর্বশেষ গত ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তার আগের সংসদের ৫৬ জন এমপি দলীয় মনোনয়ন পাননি। আবার ২০১৪ সালের নির্বাচনে তার আগের সংসদের ৪৯ জনকে মনোনয়ন দেওয়া হয়নি।

  • উত্তরে আতিক-তাবিথের মনোনয়ন বৈধ

    উত্তরে আতিক-তাবিথের মনোনয়ন বৈধ

    আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম ও বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

    বৃহস্পতিবার (২ জানুয়ারি) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম এ তথ্য জানান।

    এদিকে ডিএনসিসি নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী জিএম কামরুল ইসলামের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।

    তিনি আরও বলেন, বাকি ৬ জন মেয়রপ্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। সকালে ঢাকার দুই সিটির নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে শুরু হয় মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ।
    রাজধানীর আগারগাঁওয়ের স্থানীয় সরকার ইনস্টিটিউট অডিটরিয়ামে প্রথমে মেয়র পদে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু করেন রিটার্নিং কর্মকর্তা।

    আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন। গত ৩১ ডিসেম্বর ছিল এই নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

    এ সিটিতে মেয়র পদে ৭ জন, ২৫টি কাউন্সিলর পদের বিপরীতে ৪০৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলদের ২৫টি পদের বিপরীতে ১০২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।