Tag: আওয়ামী লীগের মনোনয়ন

  • সংরক্ষিত নারী আসনে যে ৪৮ প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন পেলেন

    সংরক্ষিত নারী আসনে যে ৪৮ প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন পেলেন

    সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) পদে দলীয় প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। বুধবার সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর বিকেলে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

    যারা আওয়ামী লীগের মনোনয়ন পেলেন তারা হলেনঃ

    ১. রেজিয়া ইসলাম (পঞ্চগড়)

    ২. দ্রুপদী দেবী আগারওয়াল (ঠাকুরগাঁও)

    ৩. আশিকা সুলতানা (নীলফামারি)

    ৪. ডা. রোকেয়া সুলতানা (জয়পুরহাট)

    ৫. কুহেলী কুদ্দুস (নাটোর)

    ৬. যারা জেবিন মাহবুব (চাঁপাইনবাবগঞ্জ)

    ৭. রুনি রেজা (খুলনা)

    ৮. ফরিদা ইয়াসমিন (বাগেরহাট)

    ৯. ফারজানা সুমি (বরগুনা)

    ১০. খালেদা বানু (ভোলা)

    ১১. নাজনীন নাহার রশিদ (পটুয়াখালী)

    ১২. নাদিরা বিনতে আমিন (নেত্রকোণা)

    ১৩. এরোমা দত্ত (কুমিল্লা)

    ১৪. লাইলা পারভীন (সাতক্ষীরা)

    ১৫. মুন্নুজান সুফিয়ান (খুলনা)

    ১৬. বেধুরা আহমেদ সালাম (গোপালগঞ্জ)

    ১৭. শবনম জাহান (ঢাকা)

    ১৮. সানজিদা খানম (ঢাকা)

    ২০. নাসিমা জামান ববি (রংপুর)

    ২১. শাম্মী আহমেদ (বরিশাল)

    ২২. রুনি রেজা (বরিশাল)

    ২৩. ফজিলাতুন্নেছা (মুন্সিগঞ্জ)

    ২৪. শেখ আনার কলি পুতুল (ঢাকা)

    ২৫. মাসুদা সিদ্দিক (নরসিংদী)

    ২৬. তারানা হালিম (টাঙ্গাইল)

    ২৭. মেহের আফরোজ চুমকি (গাজীপুর)

    ২৮. হাসিনা বারি (গাজীপুর)

    ২৯. নাজমা আক্তার (গাজীপুর)

    ৩০. নাজমা আক্তার (গোপালগঞ্জ)

    ৩১. ফরিদুন্নাহার লাইলী (লক্ষীপুর)

    ৩২. কানন আরা বেগম (নোয়াখালী)

    ৩৩. শামিমা হারুন (চট্টগ্রাম)

    ৩৪. দিলারা ইউসুফ (চট্টগ্রাম)

    ৩৫. ওয়াসিকা আয়শা খান (চট্টগ্রাম)

    ৩৬. সাহিদা তারেক ইতি (চট্টগ্রাম)

    ৩৭. পারুল আক্তার (চট্টগ্রাম)

    ৩৮. ফরিদা খানম (নোয়াখালী)

    ৩৯. ঝর্ণা আক্তার (শরীয়তপুর)

    ৪০. আনান আরা বেগম (১৪ দল)

    ৪১. মাসুদা সিদ্দীকি (নরসিংদী)

    ৪২. ডরোথী তঞ্চঙ্গ্যা (রাঙ্গামাটি)

    ৪৩. খালেদা রথী (খুলনা)

    ৪৪. উম্মে ফারজানা সাত্তার (ময়মনসিংহ)

    ৪৫. কল্পনা আক্তার (ঝিনাইদহ)

    ৪৬. অনিমা (লক্ষীপুর)

    ৪৭. মাহফুজা সুলতানা মলি (জয়পুরহাট)

    ৪৮. নাহিদ ইজহার খান (ঢাকা)

    কানন আরা বেগমকে ১৪ দলীয় জোটের শরিকদের থেকে বিবেচনা করা হয়েছে। তিনি গণতন্ত্রী পার্টির।

    উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদের নির্ধারিত ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে ৪৮টি (দলীয় স্বতন্ত্রদের ১০টিসহ) পাবে আওয়ামী লীগ। এই ৪৮টি আসনের বিপরীতে ১৫৪৯ নারী আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ৬-৮ ফেব্রুয়ারি প্রতিটি ৫০ হাজার টাকা মূল্যের মনোনয়ন ফরম বিক্রি করে দলের আয় হয়েছে ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা।

  • চট্টগ্রামে আ. লীগের মনোনয়ন পেলেন যারা

    চট্টগ্রামে আ. লীগের মনোনয়ন পেলেন যারা

    দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রামে যারা মনোনয়ন পেয়েছেন তাদের নাম ঘোষণা করা হয়েছে। রবিবার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

    চট্টগ্রামে যারা মনোনয়ন পেছয়েছেন তারা হলেন- চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে মনোনয়ন পেয়েছেন মাহবুবুর রহমান রুহেল, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) মনোনয়ন পেয়েছেন খদিজাতুল আনোয়ার সনি, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) মনোনয়ন পেয়েছেন মাহাফুজুর রহমান মিতা, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে মনোনয়ন পেয়েছেন এস এম আল মামুন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে মনোনয়ন পেয়েছেন আব্দুস সালাম, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে মনোনয়ন পেয়েছেন ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে মনোনয়ন পেয়েছেন ড. হাছান মাহমুদ, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসনে মনোনয়ন পেয়েছেন নোমান আল মাহমুদ, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে মনোনয়ন পেয়েছেন মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-ডবলমুরিং) আসনে মনোনয়ন পেয়েছেন মহিউদ্দিন বাচ্চু, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে মনোনয়ন পেয়েছেন এম এ লতিফ, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে মনোনয়ন পেয়েছেন মোতাহেরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে মনোনয়ন পেয়েছেন সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে মনোনয়ন পেয়েছেন নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগড়া) আসনে মনোনয়ন পেয়েছেন আবু রেজা মোহাম্মদ নদবি, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে মনোনয়ন পেয়েছেন মোস্তাফিজুর রহমান।

  • শেখ হাসিনার সাক্ষাৎ পেতে গণভবনে সাকিব আল হাসান

    শেখ হাসিনার সাক্ষাৎ পেতে গণভবনে সাকিব আল হাসান

    আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সাক্ষাৎ পেতে গণভবনে প্রবেশ করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। তিনি সকাল ৯টা ৫৫ মিনিটে গণভবনে প্রবেশ করেন।

    রোববার (২৬ নভেম্বর) সকাল থেকেই মনোনয়নপ্রত্যাশীদের গণভবনে প্রবেশ করতে দেখা যায়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

    গত শুক্রবার (২৪ নভেম্বর) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনোনয়নপ্রত্যাশীদের গণভবনে ডাকা হয়।

    বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২৬ নভেম্বর (রোববার) সকাল ১০টায় আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন।

    আরও বলা হয়, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গঠিত দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সব সদস্য এবং আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সব প্রার্থীকে (জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মনোনয়নপত্রের রিসিভ কপি, প্রযোজ্য ক্ষেত্রে অনলাইন ফরমের ফটোকপিসহ) যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

    এদিকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি চলে গত ১৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত। এই চার দিনে ৩৩৬২ জন মনোনয়নপ্রত্যাশী ফরম সংগ্রহ করেন।

  • রোববার মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করবেন শেখ হাসিনা

    রোববার মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করবেন শেখ হাসিনা

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিন হাজার ৩৬২ জন মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে মতবিনিময় করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। রোববার (২৬ নভেম্বর) সকাল ১০টায় আওয়ামী লীগ সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে৷

    শুক্রবার (২৪ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

    সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সব সদস্য এবং মনোনয়নপ্রত্যাশী সব প্রার্থীকে (জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মনোনয়নপত্রের রিসিভ কপি, প্রযোজ্য ক্ষেত্রে অনলাইন ফরমের ফটোকপিসহ) যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

    এবারের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে লড়তে তিন হাজার ৩৬২টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। তাদের মধ্য থেকে ৩০০ প্রার্থী বাছাই করতে বৈঠক করছে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড।

  • রংপুর-রাজশাহীতে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তদের তালিকা (আংশিক)

    রংপুর-রাজশাহীতে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তদের তালিকা (আংশিক)

    আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ের কাজ শুরু হয়েছে। আজ সকাল থেকে দলটির মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। প্রথম দিনের বৈঠকে রংপুর ও রাজশাহীর ৬৯ টি আসনের প্রার্থী চুড়ান্ত করা হয়েছে।

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াবদুল কাদের বলেছেন, বেশ কয়েকজন বর্তমান সংসদ সদস্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাননি।

    আগামী শনিবার (২৫ নভেম্বর) আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা প্রকাশ করবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক। বিভিন্ন সূত্র থেকে বাংলা ইনসাইডার ৬৯ টি আসনে বেশ কয়েকজন মনোনয়ন প্রাপ্তের নাম নিশ্চিত করেছেন। রাজশাহী এবং রংপুরে যারা মনোনয়ন পেয়েছেন, তারা হলেন:

    নুরুল ইসলাম সুজন পঞ্চগড়-২

    রমেশ চন্দ্র সেন ঠাকুরগাঁও-১

    খালেদ মাহমুদ চৌধুরী দিনাজপুর-২

    ইকবালুর রহিম দিনাজপুর-৩

    আবুল হাসান মাহমুদ আলী দিনাজপুর-৪

    আসাদুজ্জামান নূর নীলফামারী-২

    টিপু মুনশি রংপুর-৪

    শিরীন শারমিন চৌধুরী রংপুর-৬

    মাহাবুব আরা বেগম গিনি গাইবান্ধা-২

    উম্মে কুলসুম স্মৃতি গাইবান্ধা-৩

    আবু সাঈদ আল মাহমুদ স্বপন জয়পুরহাট-২

    শাহরিয়ার আলম রাজশাহী-৬

    জুনাইদ আহমেদ পলক নাটোর-৩

    তানভীর শাকিল জয় সিরাজগঞ্জ-১

    তানভীর ইমাম সিরাজগঞ্জ-৪

    শামসুল হক টুকু পাবনা-১

  • রাজশাহী-রংপুরে আ.লীগের বেশিরভাগ এমপিই মনোনয়ন পাচ্ছেন

    রাজশাহী-রংপুরে আ.লীগের বেশিরভাগ এমপিই মনোনয়ন পাচ্ছেন

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে রাজশাহী-রংপুর বিভাগে তেমন কোনো বড় পরিবর্তন আসছে না বলে জানা গেছে। অধিকাংশ আসনে বর্তমান সংসদ সদস্যদেরই বাছাই করা হয়েছে বলে সূত্র জানায়।

    বিশ্বস্ত সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হচ্ছে ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে। বৃহস্পতিবার দুপুরে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠকে তাকে মনোনয়ন প্রদানের সিদ্ধান্ত হয়।

    বৃহস্পতিবার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, রাজশাহী ও রংপুর বিভাগের ৬৯টি আসনের মনোনয়ন চূড়ান্ত করেছে সংসদীয় মনোনয়ন বোর্ড। কিছু বর্তমান এমপি বাদ পড়েছেন। প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তাকে প্রাধান্য দেওয়া হয়েছে। যাদের বাছাই করা হয়েছে তাদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। শনিবার নাম প্রকাশ করা হবে।

    সূত্র বলছে, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ওই বৈঠকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে রংপুর-৬ আসনে নির্বাচিত করা হয়। আগের দুই নির্বাচনে শেখ হাসিনা আসনটি ছেড়ে দিলে উপনির্বাচনে তিনি নির্বাচিত হন।

    আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, বর্তমান সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদের পরিবর্তে কুড়িগ্রাম-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলী এবার মনোনয়ন পাচ্ছেন।

    পঞ্চগড়-২ আসনে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এবং ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন বোর্ডের সদস্য ও বর্তমান সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে নেওয়া হয়েছে বলে সূত্র জানায়।

    দিনাজপুরের ছয়টি আসনে কোনো পরিবর্তন হয়নি। দিনাজপুর-১ আসনে মনোরঞ্জন শীল গোপাল, দিনাজপুর-২ আসনে বর্তমান সংসদ সদস্য ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, দিনাজপুর-৩ আসনে বর্তমান হুইপ ইকবালুর রহিম, দিনাজপুর-৩ আসনে আবুল হাসান মাহমুদ আলী, দিনাজপুর-৫ আসনে মোস্তাফিজুর রহমান এবং দিনাজপুর-৬ আসনে শিবলী-সাদীক নৌকা প্রতীক পাচ্ছেন।

    নীলফামারী-২ আসনে দলীয় টিকিট পেয়েছেন বর্তমান সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন পেয়েছেন দলীয় টিকিট।

    লালমনিরহাট-২ আসনে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, রংপুর-৪ আসনে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী, কুড়িগ্রাম-৩ আসনে এম এ মতিন, কুড়িগ্রাম-৪ আসনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, গাইবান্ধা-২ আসনে মাহাবুব আরা বেগম গিনি, গাইবান্ধা-৫ আসনে মাহমুদ হাসান মনোনয়ন পাচ্ছেন।

    সূত্র জানায়, জয়পুরহাট-২ আসনে হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে সামিল উদ্দিন আহমেদ শিমুল, নওগাঁ-১ আসনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ-২ আসনে শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৪ আসনে এমাদ উদ্দিন, নওগাঁ-৫ আসনে নিজাম উদ্দিন জলিল, নওগাঁ-৫ আসনে নিজাম উদ্দিন জলিল নৌকার মাঝি হচ্ছেন।

    রাজশাহী-৩ আসনে আয়েন উদ্দিন, রাজশাহী-৬ আসনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, নাটোর-১ আসনে শিহেদুল ইসলাম (বকুল), নাটোর-৩ আসনে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সিরাজগঞ্জ-১ আসনে তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ-৩ আসনে আবদুল আজিজ মনোনয়ন পাচ্ছেন।

    সূত্র আরও জানায়, সিরাজগঞ্জ-৪ আসনে তানভীর ইমাম, সিরাজগঞ্জ-৫ আসনে আবদুল মমিন মণ্ডল, পাবনা-১ আসনে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, পাবনা-৩ আসনে মকবুল হোসেন, পাবনা-৪ আসনে নুরুজ্জামান বিশ্বাস এবং পাবনা-৫ আসনে গোলাম ফারুক খন্দকার প্রিন্স নৌকা প্রতীক পাচ্ছেন।

  • শেখ হাসিনা আ.লীগের মনোনয়নপত্র কিনবেন শনিবার

    শেখ হাসিনা আ.লীগের মনোনয়নপত্র কিনবেন শনিবার

    প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামীকাল শনিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে নিজের মনোনয়নপত্র সরাসরি কিনবেন। এর মধ্য দিয়ে তিনি আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।

    আজ শুক্রবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে সরাসরি উপস্থিত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করবেন।’

    আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র বিক্রি ও জমা দেওয়ার কার্যক্রম চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। মনোনয়নপত্র বিক্রির জন্য দলের কেন্দ্রীয় কার্যালয়ের দোতলা ও তিনতলায় মোট ১০টি বুথ স্থাপন করা হয়েছে। জমা দেওয়ার জন্য নিচতলায় একটি বুথ থাকবে।

  • শুক্রবার দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করবেন শেখ হাসিনা

    শুক্রবার দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করবেন শেখ হাসিনা

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি আগামীকাল শুক্রবার থেকে শুরু করবে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ফরম সংগ্রহের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হবে। মনোনয়ন মূল্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করবেন তিনি।

    বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে নির্বাচন কমিশন ঘোষিত তফসিলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান।

    তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র বিতরণ কার্যক্রম শুরু হবে আগামীকাল শুক্রবার। এটি উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে আগামীকাল আওয়ামী লীগের দ্বাদশ জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

    দলীয় সূত্রে জানা গেছে, আগামীকাল শুক্রবার মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধনের সময় শেখ হাসিনা নিজের মনোনয়ন ফরম সংগ্রহ করবেন। মনোনয়ন মূল্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করবেন তিনি।

    ১৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত (প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত) দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদানের তারিখ নির্ধারণ করা হয়েছে। এই সময়ের মধ্য প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।

    এর আগে, বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

    তফসিল অনুযায়ী, ২০২৪ সালের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত।

  • চসিক নির্বাচন : চান্দগাঁও ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিলেন দেবাশীষ

    চসিক নির্বাচন : চান্দগাঁও ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিলেন দেবাশীষ

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : তফসিল ঘোষণা না হলেও চট্টগ্রাম নগরে বইছে নির্বাচনী আমেজ। চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচন করতে বর্তমান, সাবেক কাউন্সিলরসহ ফরম সংগ্রহ করেছেন নবীন প্রার্থীরাও।

    পুরানো নেতৃত্বকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার পাশাপাশি নতুন এসব প্রার্থীরা নির্বাচনী অঙ্গীকারের পুরাতন ধ্যানধারণা ভেঙ্গে বলছেন যুগোপযোগী সব অঙ্গীকার। নালা নর্দমা পরিষ্কারের গতানুগতিক নির্বাচনী প্রতিশ্রুতি বাদ দিয়ে তাদের অঙ্গীকারের মধ্যে জায়গা করে নিয়েছে মাদকের বিরুদ্ধে পদক্ষেপ, শিক্ষা ও সেবা খাত নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা।

    পরিচ্ছন্ন রাজনীতি ও সাধারণ এলাকাবাসীর আস্তাকে পুজি করে এলাকাকে ঢেলে সাজানোর চ্যালেঞ্জ নিয়ে চান্দগাঁও ৪ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করতে চাই কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য দেবাশীষ আচার্য্য। তিনি আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। চসিক নির্বাচনে চান্দগাঁও ৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদে দেবাশীষ

    চান্দগাঁও থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন ছাড়াও ৭১ এর ঘাতক দালাল নির্মুল কমিটির চট্টগ্রাম শাখার সদস্য হিসেবে কাজ করা দেবাশীষের একটা গ্রহণযোগ্যতা রয়েছে এখানকার সব শ্রেণী পেশার মানুষদের মধ্যে। নির্বাচিত হলে এই ওয়ার্ডকে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে তার। আইটি খাতে প্রশিক্ষিত জনশক্তি তৈরি করতে রয়েছে নানামুখী পরিকল্পনা।

    তিনি বলেন‘২০ বছর ধরে রাজনীতি, সামাজিক ও সাংষ্কৃতিক নানা সংগঠনের সাথে কাজ করছি। সার্বজনীনভাবে ভোটারদের কাছে আমার গ্রহণযোগ্যতা আছে। নির্বাচনে দলের সমর্থন চাইবো। জনগণকে সাথে নিয়ে শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে থাকবো।’

    আর এই ওয়ার্ডের ভোটাররা মনে করে দেবাশীষ আর্চায্য কে মনোনয়ন দেওয়া হলে এই ওয়ার্ডের উন্নয়ন এগিয়ে যাবে, কারন তিনি সবসময় সুখে দুঃখে জনগণের সাথে ছিল, তাই এই ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে জনগণের আস্থা দেবাশীষ আর্চায্য।