Tag: আকবরশাহ

  • চট্টগ্রাম নগরীতে পাহাড় কাটার দায়ে ১ জনের কারাদণ্ড : এস্কেভেটর জব্দ

    চট্টগ্রাম নগরীতে পাহাড় কাটার দায়ে ১ জনের কারাদণ্ড : এস্কেভেটর জব্দ

    চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানাধীন বেলতলী ঘোনা এলাকায় পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে হালিশহর ইদগাঁও এলাকার মো: শাহজাহান (৪০) নামে ১ জনকে আটকসহ এস্কেভেটর জব্দ করেছে জেলা প্রশাসন। আটককৃত ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

    শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।

    তিনি জানান, পাহাড়কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত পূর্বক নিয়মিত মামলা করা হচ্ছে। রেকর্ডীয় ভিত্তিতে পাহাড়টি প্রায় ১১ একর জায়গায় অগ্রণী ব্যংক অফিসার্স কোঅপারেটিভ হাউজিং সোসাইটির নামে চট্টগ্রাম মহানগরের আকবর শাহ এলাকার লট নয় পাহাড়তলি মৌজায় অবস্থিত।

    সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক আরও বলেন, সরেজমিনে দেখা গেছে- আকবরশাহ এলাকার বেলতলীঘোনায় রাস্তা করার নিমিত্তে ব্যপকভাবে পাহাড় কেটেছে। অভিযানকালে পাহাড়কাটা অবস্থায় এস্কেভেটরসহ একজনকে আটক করা হয়। মোবাইল কোর্টে পাহাড়কাটার দায়ে অভিযুক্তকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় ও পাশাপাশি এস্কেভেটরটি জব্দ করা হয়।

    চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ইতিমধ্যেই আমরা পাহাড় কাটার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছি।পাহাড় কাটার দায়ে জড়িত ব্যাক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক নিয়মিত মামলার ব্যবস্থাসহ মোবাইল কোর্টে পরিবেশ আইনে জেল জরিমানা করা হয়েছে। পাহাড় কাটার বিষয়ে আমি জিরো টলারেন্স নীতি গ্রহন করেছি।পরিবেশের ভারসাম্য রক্ষায় পাহাড় কাটার দায়ে ভূমিদস্যুদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    অভিযানে আরও ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আহমেদ ও আকবর শাহ থানার সাব ইন্সপেক্টর আলাউদ্দিন ও এএসআই রায়হান উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স।

  • চট্টগ্রামে বেলার প্রধান নির্বাহী রিজওয়ানা হাসানের ওপর হামলা

    চট্টগ্রামে বেলার প্রধান নির্বাহী রিজওয়ানা হাসানের ওপর হামলা

    চট্টগ্রাম নগরীতে পাহাড় কাটা ও দখল পরিদর্শনে গিয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়ি লক্ষ্য করে পাথর নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে।

    বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) নগরীর আকবর শাহ থানার উত্তর পাহাড়তলি সুপারি বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

    এ ঘটনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯ নম্বর উত্তর পাহাড়তলি ওয়ার্ডের কাউন্সিলর ও উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জসিমসহ আরও কয়েকজনকে অভিযুক্ত আকবর শাহ থানায় মামলা করেছেন রিজওয়ানা হাসান। আকবরশাহ থানার ওসি ওয়ালি উদ্দিন আকবর বিষয়টি নিশ্চিত করেছেন।

    মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, চট্টগ্রামের সমন্বয়কারী মনিরা পারভিন, কর্মসূচি প্রধান ফিরোজুল ইসলাম, চট্টগ্রামের ফিল্ড অফিসার ফারমিন এলাহী, দৈনিক আমাদের নতুন সময়ের বিশেষ প্রতিনিধি ও বেলার নেটওয়ার্ক মেম্বার আলীউর রহমানে এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি কাজী আবুল মনসুরসহ বেশ কয়েকজন আকবর শাহ থানার উত্তর পাহাড়তলীর সুপারি বাগান এলাকায় যান। তারা মূলত অবৈধভাবে পাহাড় কাটা এবং কালির ছড়াখাল ভরাট ও স্থাপনা নির্মাণ সরেজমিনে পরিদর্শনে গিয়েছিলেন। যাওয়ার পথে স্থানীয় ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল আলম জসিমের নেতৃত্বে বেশ কয়েকজন ব্যক্তি বাধা দেয়। এবং আক্রমণাত্মক অঙ্গভঙ্গী প্রদর্শন করে। বার বার পরিদর্শনকারীদের কাছে জানতে চায় তারা কেন এসেছেন? কোথা থেকে এসেছেন? একই সময় কাউন্সিলর জসিম পরিদর্শনকারী বেলা নেটওয়ার্ক মেম্বার আলীউর রহমানসহ অন্যান্য উপস্থিত সাংবাদিকদেরকে ফোন করে তার সঙ্গে রিজওয়ানা হাসানকে কথা বলাতে চাপ প্রয়োগ করতে থাকে। একপর্যায়ে রিজওয়ানা হাসানের ভাড়া করা গাড়িটি লেকসিটি আবাসিকের প্রধান গেটে আটকে দিয়ে ধারালো অস্ত্রের মুখে জোরপূর্বক সেটিকে আবাসিকের অফিসে নিয়ে যায়। তাদের আক্রমণের প্রস্তুতি দেখে পরিদর্শনকারীরা পথ পরিবর্তন করে বায়েজিদ লিংক রোডে অবস্থান নিয়ে পুলিশকে ফোনে বিষয়টি অবহিত করে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকসহ গাড়িটি উদ্ধার করে। গাড়িটি লিংক রোডে যাওয়ার সময় পিছু ধাওয়া করে ইট পাটকেল ছোঁড়া হয়।

    এর আগে গত ১৬ জানুয়ারি চট্টগ্রাম সিটি গেট এবং কাট্টলী এলাকার পানিপ্রবাহের একমাত্র মাধ্যম কালীর ছড়া খাল উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলন, বাংলাদেশ পরিবেশ ফোরাম ও আমরা আকবর শাহবাসী নামের কয়েকটি সংগঠন। সংগঠনগুলো দাবি করছে, পানিপ্রবাহের পথ বন্ধ করে সেখানে গরুর খামার গড়ে তুলেছেন স্থানীয় কাউন্সিলর।

    অভিযোগে আরও জানা যায়, উত্তর পাহাড়তলীতে অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে কাউন্সিলর জসিমের বিরুদ্ধে ইতিমধ্যে আকবরশাহ থানায় মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর। এর আগে ২০১৫ সালেও তার বিরুদ্ধে একটি মামলা করেছিলো পরিবেশ অধিদপ্তর।

    জানতে চাইলে আকবর শাহ থানার পরিদর্শক (তদন্ত) এম শাকের আহমেদ বলেন, সৈয়দা রিজওয়ানা হাসান থানায় এজাহার জমা দিয়েছেন। কাউন্সিলর মো. জহুরুল আলম জসিমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

  • আকবরশাহ থানার এসআই মোস্তাফিজুর রহমান মারা গেছেন

    আকবরশাহ থানার এসআই মোস্তাফিজুর রহমান মারা গেছেন

    নগরীর আকবরশাহ থানার পুলিশ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান গতকাল সোমবার ৮ নভেম্বর সকালে সাড়ে ৯ টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউ—তে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। এ পুলিশ কর্মকর্তার মৃত্যুতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়সহ সংশ্লিষ্ট থানা ও নগর পুলিশের অন্যান্য কর্মকর্তারা শোক প্রকাশ করেছেন।

    মোস্তাফিজুর রহমান গত ৬ নভেম্বর বিকাল ৫ টার সময় হালিশহর থানাধীন বড়পুল মোড় সংলগ্ন ওয়াপদা মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

    এসআই মোস্তাফিজুর রহমানের মরদেহ দুপুর ২ টায় আকবরশাহ্ থানায় আনা হবে। জানাজা নামাজ শেষে তার মৃতদেহ দাফনের জন্য ময়মনসিংহ জেলার পাগলা থানা এলাকায় তার গ্রামের বাড়ীতে নিয়ে যাওয়া হবে।

    মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি ২২ বছর ও ১৯ বছর বয়সী দুই কন্যা সন্তান এবং ১২ বছর বয়সী এক ছেলে সন্তানের জনক।

    ২৪ঘণ্টা/জেআর

  • চট্টগ্রামে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২

    চট্টগ্রামে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২

    চট্টগ্রাম নগরীর আকবরশাহ এলাকায় নারীর শ্লীলতাহানির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হল- আকবরশাহের লতিফপুর এলাকার সতীশ দাশের ছেলে জয় দাশ (২১) এবং একই এলাকার সুমন দাশের ছেলে অপু দাশ (২১)।

    বৃহস্পতিবার (২ জুন) বিকাল ৪টায় আকবরশাহ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী তরুণীর অভিযোগের ভিত্তিতে তাদের ধরতে অভিযান চালানো হয়।

    বিষয়টি নিশ্চিত করেছেন আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালী উদ্দিন।

    তিনি বলেন, বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টায় আকবরশাহের বেড়িবাঁধ এলাকা দিয়ে ওই তরুণীকে অনুসরণ করতে থাকে দুই বখাটে। একপর্যায়ে চাকরির প্রলোভন দেখিয়ে তাকে পাশের ব্রিকফিল্ডের ভেতর নিয়ে যায়। সেখানে তার শ্লীলতাহানির চেষ্টা করলে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় সে। আশপাশের লোকজনকে বিষয়টি জানালে তারা পুলিশকে খবর দেন। পরে ওই তরুণীর দেওয়া আসামিদের দৈহিক বর্ণনা অনুসারে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

  • জাতীয় শোক দিবস উপলক্ষে আকবরশাহ থানা আ.লীগের আলেচনা সভা ও ত্রাণ বিতরণ

    জাতীয় শোক দিবস উপলক্ষে আকবরশাহ থানা আ.লীগের আলেচনা সভা ও ত্রাণ বিতরণ

    সীতাকুণ্ড প্রতিনিধিঃ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আকবর শাহ থানা আওয়ামীলীগের উদ্যেগে মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা এবং গরীব অসহায় মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

    শনিবার বেলা ১১টায় আকবর শাহ থানার বিশ্ব কলোনীস্থ বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আকবর শাহ থানা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব সুলতান আহমেদ চৌধুরীর।

    সহ-সভাপতি লোকমান আলীর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক কাজী আলতাফ হোসেন, আমানত উল্লাহ মাস্টার, শাহাবুদ্দিন আহমেদ জাহিদ, মোজাফফর আহমদ মাসুম, কাউন্সিল জহুরুল আলম জসিম, আ.লীগ নেতা এরশাদ মামুন, থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মুজিবুর রহমান শরীফ, ফেরদৌস খোকন, মিলি চৌধুরী, এডভোকেট আব্দুল কাদের, রুবেল ভান্ডারী, লোকমান আলী,নুরুল আলম, ডাক্তার শরিফ উদ্দিন, নুরুল আমিন জিকু, মোহাম্মদ জামাল,আবুল কাশেম, হাজী ইউসুফ, আবু তাহের, সবিতা বিশ্বাস, মিলি চৌধুরী, মোহাম্মদ মনসুর, বাবু সুভাষ চন্দ্র, শাহাবুদ্দিন আহমেদ, বাবুল,হাজী ইউসুফ, যুবলীগ নেতা আবু সুফিয়ান, আকবর শাহ থানা ছাত্রলীগ সভাপতি জুয়েল সিদ্দিকী,ওয়ার্ড ছাত্রলীগ নেতা রিমন চৌধুরী, আওলাদ হোসেন সুমন, মোঃ আকাশ, যুবলীগ নেতা মোঃ দেলোয়ার হোসেন, ফারুক, মোস্তফা, বাদশা,আব্দুল হামিদ, সাইফুল, সোহেল সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • আকবরশাহ এলাকার শীর্ষ সন্ত্রাসী নুরু গ্রেফতার

    আকবরশাহ এলাকার শীর্ষ সন্ত্রাসী নুরু গ্রেফতার

    চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নুরে আলম প্রকাশ নুরুকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। আজ শনিবার (৯ জানুয়ারি) সন্ত্রাসী নুরুকে গ্রেফতারের তথ্যটি পুলিশের পক্ষ থেকে জানানো হয়। নুরু নগরীর আকবরশাহ থানা এলাকায় ডন নুরু হিসেবে পরিচিতি।

    গতকাল শুক্রবার (০৮ জানুয়ারি) রাতে নোয়াখালীর বেগমগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় কাউসার নামের তার এক সহযোগীকে গ্রেফতার করা হয়।

    চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

    সন্ত্রাসী নুরু নগরীর আকবরশাহর পূর্ব ফিরোজশাহ এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে সরকারি জায়গা, পাহাড় দখল-কাঠ পাচার-অস্ত্রবাজি পুলিশের ওপর হামলা সহ অনেক অন্তত ১৭টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

    আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিহর হােসেন সন্ত্রাসী নুরুকে গ্রেফতারের বিষয়টি স্বীকার করলেও ‍বিস্তারিত জানাতে পারেন নি। তিনি জানান, নুরে আলম প্রকাশ নুরুকে গ্রেফতারের বিষয়ে সিএমপির উপ-কমিশনার (পশ্চিম) কার্যালয়ে ব্রিফিংয়ের আয়োজন করেছে পুলিশ। ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে।

    এদিকে খবর নিয়ে জানাগেছে, নানা অপরাধে নুরুর বিরুদ্ধে নগরীর আকবরশাহ ও খুলশী থানায় ২৮টি মামলা রয়েছে। এরমধ্যে অস্ত্র আইনের একটি মামলায় দুই বছর আগে ২০১৯ সালের ১৭ আগস্ট তার বিরুদ্ধে ১৭ বছর সাজার আদেশ হলেও সেই সাজা পরোয়ানা থানার নথিতে নেই।

    পুলিশের দাবি- নুরুর বিরুদ্ধে ১৭ বছরের সাজা হয়েছে এ ধরনের কোন পরোয়ানা বিগত দুই বছরে থানায় আসেনি। অথচ সাজা পরোয়ানা মাথায় নিয়ে পুর্ব ফিরোজশাহ নাছিয়াঘোনা এলাকায় সরকারি পাহাড় দখল করে গড়ে তুলেছে নিজস্ব সাম্রাজ্য।

    সিএমপির পুলিশের পশ্চিম জোনের অতিরিক্ত উপ-কমিশনার হুমায়ন কবির জানান, নুরুর বিরুদ্ধে ১৭ বছরের সাজা পরোয়ানার বিজ্ঞ আদালতের আদেশের কপি আমাদের থানায় আসেনি। দুই বছরেও সাজা পারোয়ানা থানায় না পৌঁছায় বিস্ময় প্রকাশ করেছেন মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ ফখরুদ্দিন

    তিনি বলেন, নিয়ম অনুযায়ী যে আদালত সাজা দিয়েছে সেই আদালত থেকে সাজা পরোয়ানা দণ্ডিত আসামি যে থানা এলাকায় থাকেন সেই থানায় যাবে। দুইশো বছর ধরে এটাই হয়ে আসছে। কিন্তু থানা বলছে একজন আসামির ১৭ বছরের সাজা পরোয়ানা তাদের কাছে নেই। বিষয়টি তদন্ত করে দেখার প্রয়োজন আছে।

    মামলার রায়ের আদেশে বলা হয়েছে, কুমিল্লার চৌদ্দগ্রাম জেলার গুনবতী থানার চাঁপাচো হাজি বাড়ির তনু মিয়া ভাণ্ডারির ছেলে নুর আলম প্রকাশ নুরু বর্তমানে নগরীর আকবরশাহ থানার পুর্ব ফিরোজশাহ ১ নম্বর ঝিল এলাকায় থাকেন। তাকে অস্ত্র আইন ১৮৭৮ এর ১৯ এ ধারায় দশ বছর সশ্রম ও ১৯ (এফ) ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হল। পলাতক আসামি নুরু যে দিন আদালতে হাজির হবেন কিংবা পুলিশের হাতে ধরা পড়বেন সেদিন থেকে তার সাজার মেয়াদ গণনা করা হবে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ সাজা পরোয়ানা ইস্যু করা হোক।

  • সামাজিক সংগঠন মিরেজ ফাউন্ডেশনের উদ্যোগে গরীবদের মাঝে শীত বস্ত্র বিতরণ

    সামাজিক সংগঠন মিরেজ ফাউন্ডেশনের উদ্যোগে গরীবদের মাঝে শীত বস্ত্র বিতরণ

    সীতাকুণ্ড প্রতিনিধি : সামাজিক সংগঠন মিরেজ ফাউন্ডেশনের উদ্যোগে গরীবদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

    শুক্রবার বিকালে নগরীর আকবর শাহ থানার বিশ্ব কলোনিতে শীত বস্ত্র বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    সংগঠনের সভাপতি নোবেল দাশ এর সভাপতিত্বে ও মুন্না দাশের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর পাহাড়তলী ৯নং ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসিম।

    এতে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সি-ব্লক সমাজ কল্যাণ পরিষদের সভাপতি হাজী এমরান মিয়া, সাধারণ সম্পাদক শামীম আহম্মদ সুমন, জি-ব্লক সভাপতি সাইদুর রহমান, এইচ-ব্লক সাধারণ সম্পাদক ফারুক, মিরেজ ফাউন্ডেশনের সহ -সভাপতি আব্বাস হোসেন রনী, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রনী, সাংগঠনিক সম্পাদক আজনাইন এনাম, অর্থ সম্পাদক ফারুক আহমেদ,সহ-অর্থ সম্পাদক মোঃ আল মামুন, প্রচার সম্পাদক শাউন ভৌমিক, কার্যকরী সদস্য {১) মাইনুদ্দিন ইসলাম, কার্যকরী সদস্য (২), কাজী আব্দুল্লাহ প্রমূখ।

    প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সাহায্য ও সহযোগিতা করা মহত কাজ, সমাজের অবহেলিত ও গরীবদের পাশে সামাজিক সংগঠনের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসলে তাদের অন্তত কিছুটা হলেও কষ্ট লাঘব হয়।