Tag: আকবরশাহতে

  • কোতোয়ালি থানার মামলার আসামি আকবরশাহতে গ্রেফতার,অস্ত্র উদ্ধার

    কোতোয়ালি থানার মামলার আসামি আকবরশাহতে গ্রেফতার,অস্ত্র উদ্ধার

    নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর আকবরশাহ বিজয় নগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিদেশী পিস্তল,গুলি ও ককটেলসহ দুই যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

    গত ২৪ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় দায়ের করা একটি মামলার আসামির অবস্থান শনাক্ত করার পর মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত পৌণে ১২টার সময় পুলিশ অভিযানটি পরিচালনা করে। এসময় দুজন গ্রেফতার হয়।

    গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লা জেলার বাংগরা বাজার পূর্বধৈইর মো. আব্দুল খলিল মিয়া প্রকাশ খলিলুর রহমানের ছেলে মো. ওসমান মিয়া প্রকাশ উসমান (২৯) এবং ফেনী জেলার দাগনভুইঁয়া দক্ষিণ করিমপুর গ্রামের আনোয়ার হোসেন প্রকাশ কাজলের ছেলে মো. আরিফ (১৯)। বর্তমানে দুজনই নগরীর আকবরশাহ বিজয় নগর এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে।

    কোতোয়ালি থানার ওসি মো. মহসীন অস্ত্রসহ দুজনকে গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কোতোয়ালি থানায় দায়ের হওয়া একটি মামলার তদন্ত করতে গিয়ে তথ্যপ্রযুক্তির মাধ্যমে আকবরশাহতে আসামির অবস্থান শনাক্ত হয়।

    মঙ্গলবার রাত ১২টার সময় আকবরশাহ থানা এলাকার বিজয় নগর এলাকা থেকে উসমান মিয়া ও মো.আরিফকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ টি বিদেশী পিস্তল, ১ রাউন্ড গুলি, ১ টি ককটেল এবং ১১টি রামদা পাওয়া যায়।

    ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এবং আকবরশাহ থানা এলাকায় অবৈধভাবে জমি দখলে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে।

    গ্রেফতারকৃতদের মধ্যে উসমান মিয়ার বিরুদ্ধে নগরীর কোতোয়ালি, খুলশী ও আকবরশাহসহ বিভিন্ন থানায় অন্তত ১০টির অধিক মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে জানিয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে আকবরশাহ থানায় নতুন একটি এজাহার দায়ের করার কথা জানিয়েছেন ওসি মহসীন।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • আকবরশাহতে রেলের জমির অবৈধ দখল উচ্ছেদে অভিযান চলছে

    আকবরশাহতে রেলের জমির অবৈধ দখল উচ্ছেদে অভিযান চলছে

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : বাংলাদেশ রেলওয়ের জমি উদ্ধারে অবৈধ দখলদার উচ্ছেদে অভিযান শুরু করেছে রেলওয়ে ভূসম্পত্তি বিভাগ। সোমবার সকাল ১০টা থেকে চট্টগ্রাম নগরীর আকবর শাহ এলাকা থেকে শুরু হয় এ উচ্ছেদ অভিযান।

    রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. মাহবুবুল করিমের নেতৃত্বে পরিচালিত অভিযানটি বিকেল ৫টা পর্যন্ত চলবে বলে জানা গেছে।

    রেলওয়ে সুত্র জানিয়েছে আকবর শাহ বাজার কলোনি ও তার পিছনে রেলওয়ের জায়গা দীর্ঘদিন ধরে অবৈধ দখলে রেখেছে একটি চক্র। রেলওয়ে পূর্বাঞ্চলের অধীন এসব অবৈধ দখলদারদের সরে যাওয়ার জন্য নোটিশ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলের জমি উদ্ধারে অভিযান ২

    নোটিশের কোন কর্ণপাত না করায় সোমবার সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু করে রেলওয়ে ভূসম্পত্তি বিভাগ। এসময় অবৈধ দখলদাররা জড়ো হয়ে কিছু কাগজপত্র সঙ্গে আনেন। তবে এসব কাগজপত্রে বৈধতার কোন সংশ্লিষ্টতা না পেয়ে উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রাখেন। তবে অবৈধ কয়েকজন দখলদার অভিযোগ করে বলছে নোটিশ প্রদান না করেই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।

    এসময় আকবর শাহ থানা পুলিশের পাশাপাশি রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট আশাবুল ইসলাম ও সহকারী কমান্ডেন্ট সত্যজিৎ দাসের নেতৃত্বে বাহিনীর ১৫ সদস্য অংশ নিয়ে উচ্ছেদ অভিযানে সহায়তা করেন।

    অভিযানের নেতৃত্ব দেওয়া রেলওয়ে ভূসম্পত্তি কর্মকর্তা মাহবুবুল করিম বলেন, রেলওয়ের অবৈধ স্থাপনার উচ্ছেদ ঠেকাতে একটি চক্র সক্রিয় রয়েছে। তারা সাধারণ মানুষের সাথে প্রতারণা করে টাকার বিনিময়ে কিছু কাগজপত্র দেন। যার কোন বৈধতা পাওয়া যায়নি। রেলের জমি উদ্ধারে অভিযান

    তিনি বলেন, অভিযান চলছে। দুপুর ১টা পর্যন্ত তিন ঘন্টার অভিযানে অবৈধ বসত ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান মিলে ২৫ থেকে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

    আজ বিকেল ৫টা পর্যন্ত এবং রেলের অবৈধ সম্পদগুলো উদ্ধার না হওয়া পর্যন্ত এ অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

  • আকবরশাহতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটর বাইক থেকে ছিটকে শিশুর মৃত্যু : আহত মা

    আকবরশাহতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটর বাইক থেকে ছিটকে শিশুর মৃত্যু : আহত মা

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক। রাজীব : চট্টগ্রাম নগরীর আকবর শাহ এলাকায় চলন্ত মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত হয়েছে ৫ বছর বয়সী এক শিশু। এ ঘটনায় আহত হয়েছে শিশুটির মা। সোমবার ৯ ডিসেম্বর বিকেল ৫ টার সময় নগরীর জাকির হোসেন সড়কের আকবর শাহ মসজিদ মার্কেটের সামনে দুর্ঘটনাটি ঘটে।

    আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজুর রহমান কাভার্ডভ্যানের ধাক্কায় শিশু মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন চালকসহ ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে।

    মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা-বাবার চোখের সামনেই তার শিশুর মৃত্যুতে হতবাক হয়ে গেছে প্রত্যক্ষদর্শীরাও। ঘটনাস্থলেই নিহত শিশু পুত্র মিনহাজুল ইসলামের নিথর দেহ জড়িয়ে ধরে আর্তনাথ করছে মোটর সাইকেল চালক শিশুর পিতা রিপন শেখ। তিনি নগরীর রঙ্গিপাড়া এলাকার বাসিন্দা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, পিতার মোটরসাইকেলের সামনে বসা ছিলো শিশুটি আর পেছনে ছিলেন তার মা। ‘সেনা কল্যাণ সংস্থার খাদ্য সরবরাহ কাজে নিয়োজিত’ ব্যানার লাগানো দ্রুতগামী একটি কাভার্ডভ্যান মোটর সাইকেলের পেছন থেকে ধাক্কা দিলে শিশু ও শিশুটির মা মোটর সাইকেল থেকে ছিটকে পড়েন।

    এসময় কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশুটির মাথার খুলি বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যান। এ ঘটনায় শিশুটির মাও সামান্য আহত হন। তাকে প্রত্রক্ষদর্শীরা উদ্ধার কওে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে প্রেরণ করেন।

    বাবার কোলে সন্তানের লাশ কতটা বেদনাদায়ক তা দেখেছে প্রত্যক্ষদর্শীরা। ভয়াবহ এ দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েছেন প্রত্যক্ষদর্শী আনোয়ার হোসেন। তিনি বলেন, আল্লাহ যেন শিশুটির বাবা-মাকে ধৈর্য ধারণ করার মত শক্তি দান করে।