Tag: আকবর আলী

  • সৈয়দপুর বিমানবন্দরে জাতীয় নায়ক আকবর আলীকে রাজকীয় সংবর্ধনা

    সৈয়দপুর বিমানবন্দরে জাতীয় নায়ক আকবর আলীকে রাজকীয় সংবর্ধনা

    শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি ॥ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট বিজয়ী বাংলাদেশ দলের অধিনায়ক আকবর আলীকে সৈয়দপুর বিমানবন্দরে রাজকীয় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

    সৈয়দপুর উপজেলা প্রশাসনের সাথে সর্বস্তরের ক্রিকেটপ্রেমী আপামর জনতা তাকে ফুলেল শুভেচ্ছায় অভিনন্দিত করেছে।

    ১৩ ফেব্রুয়ারী দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছলে তাকে ফুল ছিটিয়ে ও ফুলের মালা পরিয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়।

    ফ্লাইট নামবে সাড়ে ১২ টার দিকে। কিন্তু সকাল ১০র মধ্যে সৈয়দপুর বিমানবন্দরে মানুষ আর মানুষ। অপেক্ষা কখন আসবে জাতীয় বীর। এই অপেক্ষা বাংলাকে ১ম বিশ্বকাপের স্বাক্ষী করার সেই নায়ক আকবর আলীর জন্য। অপেক্ষা আর অপেক্ষা। অতঃপর সৈয়দপুরে নামলেন নায়ক।
    সৈয়দপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে দেওয়া হয় সংবর্ধনা। ব্যাজ পরিয়ে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নাসিম আহমেদ।

    উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবু হাসনাত সহ অন্যান্য কর্মকর্তারা।

    এসময় তিনি অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন, আমি সত্যিই অভিভুত এবং এ অভিজ্ঞতা খুবই আনন্দের এবং খুবই ভালো লাগছে আজ।
    পরে সবার ভালোবাসায় সিক্ত হয়ে জাতীয় নায়ক রংপুর বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা হন।

    এসময় বিমানবন্দর থেকে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল পর্যন্ত রাস্তার দু’ধারে সর্বস্তরের মানুষ পতাকা হাতে তাকে শুভেচ্ছা জানায়।

  • আকবরদের ফুলের মালায় বরণ

    আকবরদের ফুলের মালায় বরণ

    চ্যাম্পিয়নরা আসছে, তাই বিমানবন্দরে ঘণ্টা তিনেক আগেই ক্রিকেট ভক্তদের জটলা। চ্যাম্পিয়ন দলকে বরণ করে নিতে তর সইছে না তাদের। অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। চারবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে জেতা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সোনালি ট্রফিটি নিয়ে বেরিয়ে এলেন। বিকেল ৫ টায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামে চ্যাম্পিয়নদের বহন করা বিমানটি। পরে ভিআইপি লাউন্ঞ্জে যুব ক্রিকেট দলকে ফুল দিয়ে বরণ করে নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান। নাজমুল হাসানের সঙ্গে ছিলেন বিসিবির পরিচালকেরা। প্রায় একসঙ্গে মিষ্টিমুখও করানো হয় ক্রিকেটারদের।

    ক্রিকেটারদের বরণ করে নিতে প্রস্তুত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুরে স্টেডিয়াম জুড়ে আলোকসজ্জা করা হয়েছে। প্রধান ফটকের সামনে ঝুলছে বিশাল আকৃতির ব্যানার। বড় অক্ষরে লেখা- ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। এখন শুধুই আকবরদের অপেক্ষা। টাইগার যুবাদের স্বদেশ প্রত্যাবর্তনে বিমানবন্দর থেকে ক্রিকেট বোর্ড পর্যন্ত বিশেষ বাসের ব্যবস্থা করেছে বিসিবি।

    গত ৯ ফেব্রুয়ারি আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতের ছেলেদের কোণঠাসা করে বিশ্বকাপের ট্রফিটা নিজেদের দেশে নিয়ে এসেছ আকবর আলীরা। দেশের প্রথম বিশ্বজয়ের আনন্দে মেতে উঠেছে ক্রিকেটাঙ্গন। তাইতো বিশ্বজয়ী যোদ্ধাদের বরণ করে নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিভিন্ন আয়োজন করেছে। সেই আয়োজনের অংশ হিসেবে টাইগার যুবাদের বহণ করার জন্য বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে, যেটির গায়ে লাল-সবুজে সাকিব-অভিষেকদের বিশ্বজয়ের চিত্র অঙ্কিত হয়েছে।

    চ্যাম্পিয়নদের বিশ্বজয়ের উপলক্ষে বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে কাটা হবে বিশাল কেক। সেখান থেকে ভিআইপি প্রোটোকলে খেলোয়াড়দের ক্রিকেট বোর্ডে নিয়ে আসবে বিসিবি। সেখানে ক্রিকেটারদের নিয়ে আলাদা কথা বলবেন বিসিবি সভাপতি। এরপর সন্ধ্যা সাতটায় অধিনায়ক আকবর, বিসিবি সভাপতি পাপন ও কোচ নাভিদ নেওয়াজ সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন।

  • বিশ্বকাপের সেরা একাশের নেতৃত্বে আকবর আলী

    বিশ্বকাপের সেরা একাশের নেতৃত্বে আকবর আলী

    ভারতকে হারিয়ে বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। রোববার দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে অনুষ্ঠিত ফাইনালে ভারতকে ২৩ বল আগেই ৩ উইকেটে হারিয়ে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ।

    অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা সেরা ক্রিকেটারদের নিয়ে বিশ্ব একাদশ সাজিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

    বাংলাদেশকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন অধিনায়ক আকবর আলী। দৃঢ় মনোবল নিয়ে শক্ত হাতে দল সামলানোর পাশাপাশি ফাইনালে খেলেছেন ম্যাচ জেতানো ইনিংস, যা একইসাথে জিতিয়েছে শিরোপাও। সেই আকবরকেই বিশ্বকাপ একাদশের অধিনায়ক হিসেবে বাছাই করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

    আকবর ছাড়াও একাদশে রয়েছেন ৩ জন বাংলাদেশি ক্রিকেটার। আসরে দ্বিতীয় হওয়া ভারতেরও ৩ জন ক্রিকেটার রয়েছেন একাদশে। এছাড়া আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ থেকে ২ জন করে এবং শ্রীলঙ্কা থেকে ১ জন ক্রিকেটার একাদশে ঠাই পেয়েছেন।

    আকবর ছাড়াও বাংলাদেশ থেকে রয়েছেন সেমিফাইনালের নায়ক মাহমুদুল হাসান জয় ও তিনটি ম্যাচে অপরাজিত থাকা শাহাদাত হোসেন। আসরে ৬ জন ব্যাটসম্যানকে ডিসমিসালে পরিণত করা আকবরকে অধিনায়কত্বে পাশাপাশি উইকেটরক্ষক হিসেবেও দেখেছে আইসিসি।

    আইসিসির সেরা একাদশ: যশস্বী জাসওয়াল, ইবরাহিম জাদরান, রাভিন্দু রাসান্থা, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন, নিম ইয়ং, আকবর আলী (অধিনায়ক ও উইকেটরক্ষক), শফিকউল্লাহ ঘাফারি, রবি বিষ্ণই, কার্তিক ত্যাগি, জায়ডেন সিলস।

    দ্বাদশ খেলোয়াড়: আকিল কুমার