Tag: আকবর শাহ থানা

  • দশ লক্ষ টাকা মূল্যের দুটি স্বর্ণবারসহ আটক ভারতীয় নাগরিক

    দশ লক্ষ টাকা মূল্যের দুটি স্বর্ণবারসহ আটক ভারতীয় নাগরিক

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের দুটি স্বর্ণবারসহ রণজিৎ আচার্য্য (৫২) নামে ভারতীয় এক নাগরিককে আটক করেছে আকবর শাহ থানা পুলিশ। আটক রনজিৎ কলকাতার হাওড়া সুপারীপাড়া এলাকার বাসিন্দা।

    বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টার সময় নগরীর আকবর শাহ থানা সিটি গেইট এলাকা থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে ১৯ ভরি ১ আনা ওজনের ২টি স্বর্ণের বার ছাড়াও ২ হাজার ইন্ডিয়ান রুপি, ৩ হাজার বাংলাদেশী টাকা, ১টি ইন্ডিয়ান পাসপোর্ট ও ১টি ইউনিক বাসের টিকিট জব্দ করা হয়।

    আকবরশাহ্ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান চৌধুরী জানায়, রনজিৎ প্রায়সময় বাংলাদেশে এসে নগরীর হাজারী গলিসহ বিভিন্ন স্বর্ণকার এলাকা থেকে কমদামে স্বর্ণ কিনে ভারতে নিয়ে যায়।

    গত দু সপ্তাহের মধ্যে রনজিৎ তিনবার বাংলাদেশে এসেছেন। সর্বশেষ গত ২৫ নভেম্বর সে বাংলাদেশে আসে এবং নগরীর হাজারী গলি থেকে স্বর্ণগুলো সংগ্রহ করার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

    ওসি বলেন, বৃহস্পতিবার স্বর্ণবারগুলো নিয়ে ইউনিক পরিবহনের একটি বাসে উঠলেও সিটি গেইট এলাকায় পুলিশের নিয়মিত চেকপোস্টে কর্মরত অফিসারদের চোখ ফাঁকি দেওয়ার লক্ষ্যে সে গাড়ি থেকে নেমে পাঁয়ে হেটে সিটি গেইট পার হওয়ার চেষ্টা করে।

    কিন্তু তার গতিবিধি সন্দেহজনক মনে হলে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে আটক করে তার দেহ তল্লাশী চালায়। এসময় তার কাছ থেকে স্বর্ণবার দুটি উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৯ লক্ষ ৫০ হাজার টাকা।

    আটক ভারতীয় নাগরিক রণজিতের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে শুল্ক আইনে চোরাচালানের অভিযোগের মামলা করেছে বলে জানান ওসি মোস্তাফিজুর রহমান চৌধুরী।