২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার একটি ওয়াজ মাহফিলে কয়েকজন ইসলামি বক্তাকে উদ্দ্যেশ্য করে অশ্লীল ভাষায় গালাগাল ও আক্রমণাত্মক বক্তব্য রেখে পুলিশের জালে আটকা পড়েছে মাহবুবুল হক আল কাদেরী ওরফে নূরে বাংলা নামে অপর এক ইসলামি বক্তা।
দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসার মহাপরিচালক শাহ আহমদ শফী, মিজানুর রহমান আজহারীসহ কয়েকজন ইসলামী চিন্তাবিদকে উদ্দেশ্যে করে অশ্লীল ভাষায় গালাগাল ও তাদেরকে নিয়ে আক্রমণাত্মক বক্তব্য রাখার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টার দিকে সাতকানিয়ার মৌলভীর দোকান এলাকা থেকে সাতকানিয়া থানা পুলিশ নুরে বাংলা (৪৮)কে গ্রেফতার করে। নুরে বাংলা সাতকানিয়া উপজেলার ৯নং পৌর ওয়ার্ড আশেকের পাড়ার মৃত মো. সিরাজুল ইসলাম প্রকাশ সিরাজ কাউয়ালির ছেলে এবং রসুলাবাদ হযরত মহুরী মুল্লুক শাহ জামে মসজিদের খতিব বলে জানা গেছে।
পুলিশ জানায়, গত ৩ ডিসেম্বর সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে একটি ইসলামী মাহফিলে আল্লামা শাহ আহমদ শফি, আল্লামা হাফিজুর রহমানসহ কয়েকজন ইসলামী চিন্তাবিদকে উদ্দেশ্যে করে আক্রমনাত্বক মিথ্যা প্রভাকান্ড বলিয়া তাহাদেরকে হেয় প্রতিপন্ন করার অভিপ্রায়ে অকথ্য ভাষায় গালমন্দ করেন।
তার বক্তব্যের এ ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় ধর্মীয় অনুভূতিতে আঘাত সহ আলেম সমাজ ও তাওহীদি জনতার মধ্যে বিবাদ সৃষ্টি হয়। মঙ্গলবার ৭ জানুয়ারি রাতে সাতকানিয়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলা নং-০৫।
এ মামলায় মঙ্গলবার রাত ১০টার দিকে মাহবুবুল হক আল কাদেরী নুরে বাংলাকে গ্রেফতার করে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবির।