Tag: আক্রান্ত

  • ২৪ ঘণ্টায় করোনায় ২৩ জনের মৃত‌্যু

    ২৪ ঘণ্টায় করোনায় ২৩ জনের মৃত‌্যু

    বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৩ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৭ হাজার ৫১০ জন।

    ২৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ৩০ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত ৮৬০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৫৫ হাজার ৯১১ জন।

    বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

    উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৯৭৯ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ১৫ হাজার ৯৪১ জন।

    গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩ দশমিক ২৪ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৫ দশমিক ৯৯ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৪৩ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

    করোনায় মৃতদের মধ‌্যে ঢাকা বিভাগের ৬ জন, চট্টগ্রাম বিভাগের ৭ জন, জন, বরিশাল বিভাগের ১ জন, সিলেট বিভাগে ৪ জন, রংপুর বিভাগের ১ জন এবং ময়মনসিংহ বিভাগের ৪ জন। গত ২৪ ঘণ্টায় রাজশাহী ও খুলনা বিভাগে করোনায় কারও মৃত‌্যু হয়নি।

    এন-কে

  • হৃদরোগের ঝুঁকি কমাবে কোন সবজির জুস?

    হৃদরোগের ঝুঁকি কমাবে কোন সবজির জুস?

    কে কখন হৃদরোগে আক্রান্ত হবেন জানেন না কেউ। আর এটি এমন এক রোগ, যাতে খুব অল্প সময়েই ঘটে যেতে পারে অঘটন। তাই আগে থেকেই শরীরকে রাখতে হবে ফিট।

    হৃদরোগের ঝুঁকি কমাতে পারে রান্নায় ব্যবহৃত সবজি টমেটো। তবে এজন্য জানতে হবে কী উপায়ে খেতে হবে তা।

    রান্না করে খেলে উপকার পাওয়া যাবে না, বিষয়টা এমন নয়। তবে টমেটোর জুস হৃদরোগের ঝুঁকি কমাতে বেশি সহায়, বলছে ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন জার্নালের একটি প্রতিবেদন। সেখানে বলা হয়েছে, টমেটো হার্টের অসুখ নিয়ন্ত্রণই শুধু নয়, আক্রান্তের ঝুঁকিও কমিয়ে দেয়। বিশেষ করে লবন ছাড়া টমেটোর জুস।

    জাপানের টোকিও মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দাবি করেছেন টমেটোর জুস উচ্চ রক্তচাপ কমায়। এছাড়া এতে ফাইবার থাকায় কোলেস্টেরল কমাতেও সাহায্য করে।

    টমেটো শুধু জুস করে খাওয়া যেতে পারে। আবার এরসঙ্গে অন্য সবজি যেমন- গাজর এবং শশাও মিশিয়ে জুস করা যেতে পারে। তবে এই জুস তৈরি করে রেখে দেয়া যাবে না, খেতে হবে সঙ্গে সঙ্গেই।

    এন-কে

  • চট্টগ্রামে একদিনে ১৭১৮ টি নমুনায় ৬২ জনের করোনা শনাক্ত

    চট্টগ্রামে একদিনে ১৭১৮ টি নমুনায় ৬২ জনের করোনা শনাক্ত

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে একদিনে নতুন করে আরো ৬২ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। গত সোমবার ২৪ ঘন্টায় চট্টগ্রামের ল্যাবগুলোতে মোট এক হাজার ৭১৮টি নমুনা পরীক্ষা করার ফলাফলে পজিটিভ শনাক্ত হয় ৬২ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৫৮৬ জন।

    মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়। নতুন শনাক্তদের মধ্যে ৪৮ জন নগরী ও ১৪ জন উপজেলার বাসিন্দা বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। তবে এসময়ের মধ্যে জেলায় করোনা আক্রান্ত রোগীদের মধ্যে নতুন করে কারো মৃত্যুর খবর জানা যায়নি।

    চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৩৬৯ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ২৬৮ এবং উপজেলায় ১শ ১ জন। এখন পর্যন্ত করোনা থেকে ৩১ হাজারেরও বেশি লোক সুস্থ হয়েছেন বলে জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে।

    জানা গেছে, ২৪ ঘন্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৬৪টি নমুনা পরীক্ষা করে ৯ জনের ও বিআইটিআইডি ল্যাবে ৮৩৩টি নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

    ৬৪০ জনের নমুনা পরীক্ষার পর ৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে। সিভাসু ল্যাবে ১০২টি নমুনা পরীক্ষা করে ১৬ জন, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৪ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়।

    তবে এদিন জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে ৪টি নমুনা পরীক্ষায় সবগুলোতে নেগেটিভ ফল আসে এবং শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে কোনো নমুনা পরীক্ষা করা হয়নি বলে জানা গেছে।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • এবার করোনায় আক্রান্ত হলেন পটিয়ার সাংসদ ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক

    এবার করোনায় আক্রান্ত হলেন পটিয়ার সাংসদ ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক

    চট্টগ্রাম ডেস্ক : এবার প্রাণঘাতী করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ পটিয়া আসনের সাংসদ সামশুল হক চৌধুরীর শরীরেও।

    নানা ব্যস্ততায় থাকা হুইপের শারীরিক অসুস্থতা দুর্বল হওয়ায় গত ২৩ ডিসেম্বর করোনা পরীক্ষার জন্য স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে তার নমুনা সংগ্রহ করা হয়। ফলাফলে তার করোনা পজেটিভ আসে।

    হুইপের করোনা পজেটিভ হওয়ার তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সাংসদ সামশুল হকের ছেলে ও চট্টগ্রাম চেম্বার পরিচালক নাজমুল করিম চৌধুরী শারুন।

    তিনি জানান, বর্তমানে তিনি চট্টগ্রাম শহরের নিজ বাসায় আইসোলেশনে আছেন। তার শারিরীক অবস্থা আগের চেয়েও ভাল মন্তব্য করে তার পিতার সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেছেন নাজমুল করিম শারুন।

    উল্লেখ্য হুইপ সামশুল হক চৌধুরী এমপি সর্বশেষ গত ২০ ডিসেম্বর বন্দর উপদেস্টা কমিটির সভায় অংশ গ্রহণ করেছিলেন।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • হাসপাতাল ছেড়ে বাসায় ফিরলেন সাবেক মেয়র আ জ ম নাছির

    হাসপাতাল ছেড়ে বাসায় ফিরলেন সাবেক মেয়র আ জ ম নাছির

    চট্টগ্রাম ডেস্ক : করোনা আক্রান্ত হয়ে নগরীর পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধিন থাকা চট্টগ্রামের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনের শারিরীক অবস্থা এখন আগের চেয়েও ভাল। চিকিৎসকরাও জানিয়েছে তিনি এখন শঙ্কামুক্ত।

    চিকিৎসকদের এমন আশ্বাস পেয়ে হাসপাতাল ছেড়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। হাসপাতালে ভর্তির আটদিন পর আজ বুধবার (১১ নভেম্বর) সকাল ১১ টার দিকে তিনি হাসপাতাল ছেড়ে নিজের বাসায় ফিরে গেছেন।

    আ জ ম নাছির উদ্দীনের ব্যক্তিগত সহকারী রায়হান ইউসুফ এ তথ্যটি নিশ্চিত করেছেন। এ বিষয়ে পার্ক ভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. রেজাউল করিম জানিয়েছেন সাবেক মেয়র আ জ ম নাছির এখন আগের তুলনায় অনেকটা সুস্থ আছেন। বাসায় থেকে কিছুদিন রেস্ট নিলে পুরোপুরি শঙ্কামুক্ত হয়ে যাবেন আশা করছেন তিনি।

    এর আগে শরীরে সামান্য জ্বর অনুভব ও এক সপ্তাহ ধরে কমার কোন লক্ষণ না দেখা যাওয়ায় গত (৩ নভেম্বর) সকালে নগরীর পার্ক ভিউ হাসপাতালে ভর্তি হয়েছিলেন চট্টগ্রামের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন।

    ভর্তি হওয়ার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে তার নমুনা পাঠানো হলে সন্ধ্যায় তার করেনা পজেটিভ রিপোর্ট আসে। তাছাড়া একই দিন সিটি স্ক্যান রিপোর্টে তাঁর ফুসফুসেও ১০ শতাংশ ইনফেকশন ধরা পড়ে।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • চট্টগ্রামে বাড়ছে করোনা রোগীর সংখ্যা, নতুন আরো একজনের মৃত্যু

    চট্টগ্রামে বাড়ছে করোনা রোগীর সংখ্যা, নতুন আরো একজনের মৃত্যু

    চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে বেড়েই চলেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। প্রায় প্রতিদিন বিরতিহীনভাবে তালিকা বৃদ্ধি পাচ্ছে শনাক্তের খাতায়।

    সর্বশেষ গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১০৭ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। এসময়ে মধ্যে একজনের মৃত্যু হয়েছে বলে জানায় চট্টগ্রাম সিভিল সার্জন।

    বুধবার (১১ নভেম্বর) সকালে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ৯২১টি নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১০৭ জন। আক্রান্তদের মধ্যে নগরের ৮৮ জন এবং উপজেলায় ১৯ জন।

    এ নিয়ে মোট আক্রান্তেে সংখ্যা দাঁড়ালো ২২ হাজার ১১৫ জন। অন্যদিকে এসময়ের মধ্যে নতুন একজনসহ জেলায় মোট ৩০৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নগরের ২১৫ এবং উপজেলায় ৯৪ জন।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফের এবার স্ত্রীরও করোনা পজেটিভ

    সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফের এবার স্ত্রীরও করোনা পজেটিভ

    চট্টগ্রাম ডেস্ক : প্রাণঘাতী করোনার নমুনা পরীক্ষার পর এবার পজেটিভ রিপোর্ট আসে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের স্ত্রী আয়েশা সুলতানার। 

    সোমবার (১২ অক্টোবর) করোনা টেস্টে করার পর একই দিন রাতে প্রকাশিত ফলাফলে তার করোনা সংক্রমণ ধরা পড়ে।

    বর্তমানে তিনি চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং সুস্থ আছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছেলে মাহবুবুর রহমান রুহেল।

    স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, ৮ অক্টোবর আমার আব্বার করোনা শনাক্ত হওয়ার পর আজ সোমবার (১২ অক্টোবর) আমার আম্মার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে।

    আম্মা এখন চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন এবং আল্লাহ পাকের অসীম কৃপায় ভালো আছেন। সবার প্রতি আমার আব্বা-আম্মার জন্য দোয়ার আর্জি থাকলো।

    দয়া করে সবাই করোনা প্রতিরোধে সচেতন হোন এবং করোনা বিস্তার রোধে সর্বোচ্চ মনোযোগ দিন, যেমন শারীরিক দূরত্ব বজায় রাখা, নিয়মিত হাত ধোয়া, মাস্ক পরা ইত্যাদি| আমরা সচেতন থাকলে করোনা ভাইরাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে জয়ী হবো ইনশাআল্লাহ।

    উল্লেখ্য, বৃহস্পতিবার (০৮ অক্টোবর) বিআইটিআইডি ল্যাবে নমুনা পরীক্ষা শেষে রাত ১০টায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

    ওদিন রাতেই চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। পরের দিন প্রধানমন্ত্রীর পরামর্শে চট্টগ্রাম থেকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচে) পাঠানো হয় তাঁকে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ইঞ্জিনিয়ার মোশাররফ। বর্তমানে শারীরিক অবস্থা ভালো বলেই তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • চট্টগ্রামে নতুন ৭৯ জনসহ মোট আক্রান্ত ১৯৩২৭, ২৪ ঘণ্টায় আরো ২ মৃত্যু

    চট্টগ্রামে নতুন ৭৯ জনসহ মোট আক্রান্ত ১৯৩২৭, ২৪ ঘণ্টায় আরো ২ মৃত্যু

    চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন আরো দুজনের মৃত্যুতে জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৯৭। 

    তাছাড়া বুধবার (৭ অক্টোবর) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় কক্সবাজারসহ মোট ৮টি ল্যাবে জেলার ৯৭৬টি নমুনা পরীক্ষা করে নতুন করে ৭৯ জনের দেহে করোনার অস্তিত্ব মিলেছে।

    চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৭৯ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৫৮ জন এবং উপজেলায় ২১ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৯ হাজার ৩২৭ জন।

    গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৭৬টি নমুনা পরীক্ষা করে ১৯ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩৭৩টি নমুনা পরীক্ষা করে ৮ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৩২৬টি নমুনা পরীক্ষা করে ১৭ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৫৯টি নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

    তাছাড়া বেসরকারি হাসপাতাল ইম্পেরিয়াল ল্যাবে ৩১টি নমুনা পরীক্ষা করে ১০ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি ল্যাবে ২৬টি নমুনা পরীক্ষা করে ৭ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৫টি নমুনা পরীক্ষা করে ৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।

    অন্যদিকে কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রাম জেলার ৬৮টি নমুনা পরীক্ষা করে মাত্র ১ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেলেও এদিন জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২টি নমুনা পরীক্ষায় একজন করোনা আক্রান্ত ধরা পড়েনি।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • করোনা/চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৪ ল্যাবে ৫৫৯ জনের নমুনায় ৫৮ জন শনাক্ত,একজনের মৃত্যু

    করোনা/চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৪ ল্যাবে ৫৫৯ জনের নমুনায় ৫৮ জন শনাক্ত,একজনের মৃত্যু

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরো একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তাছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের চারটি সরকারি ল্যাবে মোট ৫৫৯ জনের নমুনা পরীক্ষায় নতুনভাবে শনাক্ত হয়েছেন আরো ৫৮ জন করোনা রোগী।

    নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৫১জন এবং উপজেলায় ৭ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এখন ১৭ হাজার ছাড়িয়ে ১শত ১০ জনে দাড়িয়েছে। গত২৪ ঘণ্টায় উপজেলা পর্যায়ে নতুনভাবে করোনা শনাক্ত ৭ জন সবাই হাটাহাজারী উপজেলার।

    জেলা সিভিল সার্জন সূত্র বলছে চট্টগ্রামে মোট আক্রান্তের মধ্যে সিংহভাগই নগরের। নগরে মোট আক্রান্তের সংখ্যা ১২ হাজার ১শত ৯৮ জন। তাছাড়া চার হাজার ৯শ ১২ জন মানুষ চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় করোনা আক্রান্ত হয়েছেন।

    মৃতের সংখ্যায় নতুন একজনসহ মোট সংখ্যা দাড়িয়েছে ২৭২ জন। যার মধ্যে ১৮৯ জন চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা এবং ৮৩ জন চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।

    অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সোমবার (৩১ আগস্ট) চট্টগ্রামের বেসরকারি শেভরন ও ইম্পেরিয়াল এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়নি। তাছাড়া গত দুদিনের মতোই গত ২৪ ঘণ্টাতেও করোনা আক্রান্ত রোগীর সুস্থতার কোন তথ্য জানা যায়নি। ফলে আক্রান্তদের মধ্য থেকে সুস্থতার সংখ্যা চার হাজার ৯০ জনেই স্থির আছে।

    আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেছেন।

    তাছাড়া সোমবার (৩১ আগস্ট) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের প্রধান করোনা পরীক্ষাগার ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)-ল্যাবে মোট ৩ শত ১ জনের নমুনা পরীক্ষা করে ২৩ জনের দেহে করোনা সংক্রমন ধরা পড়েছে। আত্রান্তরা সকলেই চট্টগ্রাম নগরের বাসিন্দা বলে জানা গেছে।

    চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব ৬৯টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ২১ জন করোনা রোগী শনাক্ত হয়। শনাক্ত করোনা রোগীদের মধ্যে একজন চট্টগ্রাম উপজেলার এবং বাকি সবাই নগরের বাসিন্দা।

    তাছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৫৪ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৫ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের শরীরে করোনাভাইরাসের জীবাণু পাওয়া যায়।

    চমেক ল্যাবে শনাক্ত রোগীদের মধ্যে ৭ জন নগরের ও ১ জন উপজেলার এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে নতুন করে শনাক্ত ৬ জন করোনা রোগীর মধ্যে ৫ জন উপজেলার এবং ১ জন চট্টগ্রাম নগরের বাসিন্দা বলে জানা গেছে।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • সম্মুখ যোদ্ধা শহীদ কন্যা ডা. নুজহাত স্বামী সন্তানসহ করোনা আক্রান্ত

    সম্মুখ যোদ্ধা শহীদ কন্যা ডা. নুজহাত স্বামী সন্তানসহ করোনা আক্রান্ত

    ২৪ ঘণ্টা ডট নিউজ। ডেস্ক নিউজ : শহীদ আলিম চৌধুরীর কন্যা চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার নুজহাত চৌধুরী তার স্বামী ডাক্তার মাহতাব ও অষ্টম শ্রেণি পড়ুয়া সন্তানসহ করোনা আক্রান্ত হয়েছেন। তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কর্মরত চিকিৎসক দম্পতি।

    নুজহাতের স্বামী মাহতাব জানান, “চার দিন হল আমি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছি। আমার স্ত্রী ও অষ্টম শ্রেণি পড়ুয়া ছেলেটি গত তিন দিন আগে আক্রান্ত হয়েছে। আমরা সবাই বাসাতেই চিকিৎসা নিচ্ছি। এমনিতে তেমন কোনো সমস্যা নেই।

    বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের লিভার বিভাগের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) এবং মুক্তিযুদ্ধে শহীদ ডা. আলিম চৌধুরীর কন্যা নির্মূল কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. নুজহাত চৌধুরী শম্পা বাংলাদেশে করোনা সংক্রমণের সূচনাকাল থেকে তাদের সব ছুটি বাতিল করে করোনায় আক্রান্ত ও অন্যান্য রোগীদের বিরামহীন চিকিৎসা সেবা দিতে গিয়ে নিজেরাই করোনায় আক্রান্ত হয়েছেন।

    হাসপাতালে রোগীদের দেখার পাশাপাশি টেলিভিশনের বিভিন্ন আলোচনায় নিয়মিত অংশগ্রহণ এবং গণমাধ্যমে লেখার মাধ্যমে করোনাভাইরাস সংক্রমণের বিরুদ্ধে স্বাস্থ্যসচেতনতা সৃষ্টির কার্যক্রমে যুক্ত রয়েছেন তারা দুজন।

    একাত্তরের শহীদ ডা. আলীম চৌধুরীর ছোট মেয়ে ডা. নুজহাত চৌধুরী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং প্রজন্ম একাত্তরের প্রতিষ্ঠাতা সাংস্কৃতিক সম্পাদক।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • করোনাভাইরাসে আক্রান্ত বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

    করোনাভাইরাসে আক্রান্ত বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

    ২৪ ঘণ্টা ডট নিউজ। জাতীয় ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বুধবার মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা লতিফ বকশী গণমাধ্যমে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

    ২০১৮ সালে ৩০ ডিসেম্বর টানা তৃতীয়বারের মতো এমপি হিসেবে নির্বাচিত হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব দেন।

    রাজনৈতিক অঙ্গণের একটি পরিচিত নাম টিপু মুনশি। পোশাক শিল্পের ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত।

    প্রসঙ্গত, ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত টিপু মুনশি বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক এবং ২০১৪ সালের দশম জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।

    এ ছাড়াও অন্যতম উদ্যাক্তা হিসাবে সিপাল গ্রুপের এমডি পদে রয়েছেন। তিনি দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন।

    এদিকে গতকাল মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়েছেন দুই সংসদ সদস্য। তারা হলেন সাবেক প্রধান হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ এবং গণফোরামের নেতা মোকাব্বির খান। বাণিজ্যমন্ত্রীকে নিয়ে মোট ১২ সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

    এর আগে ১৪ জুন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।

    দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৯৮ হাজার ৪৮৯ জন। আর এখন পর্যন্ত এ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৩০৫ জন।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সাংবাদিক অনিন্দ্য টিটো

    হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সাংবাদিক অনিন্দ্য টিটো

    ২৪ ঘণ্টা ডট নিউজ। গণমাধ্যম ডেস্ক : চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও বেসরকারি টেলিভিশন গাজী টিভির চট্টগ্রামের বিভাগীয় প্রধান অনিন্দ্য টিটো হৃদরোগে আক্রান্ত হয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাসেবা নিচ্ছেন।

    বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম। তিনি বলেন, সাংবাদিক অনিন্দ্য টিটো মঙ্গলবার (১৬ জুন) ভোরে বুকের ব্যাথা অনুভব করেন।

    দুপুরে সহকর্মী তৌহিদুল আলমকে নিয়ে চিকিৎসকের কাছে গেলে পরীক্ষা-নীরিক্ষা করে তার হৃদরোগ শনাক্ত হয়। তিনি একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতেতে আছেন। তার শারীরিক অবস্থা বর্তমানে ভালো আছে।

    সিইউজের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম চিকিৎসাধীন অনিন্দ্য টিটোর আশু আরোগ্য কামনা করে পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছেন।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স