২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির একদিন পরেই না ফেরার দেশে চলে গেলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আরো এক সদস্য।
আজ ২ জুন মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মারা যাওয়া পুলিশ সদস্যের নাম মর্তুজা আবদুল কাইয়ুম (৩৮)।
তিনি সিএমপির সদরঘাট থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) পদে কর্মরত ছিলেন। তার বাড়ি ফেনী জেলার পরশুরাম এলাকায়।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বক্কর সিদ্দিক আরো এক পুলিশ সদস্যের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনা ভাইরাসজনিত কোভিড-১৯ এর উপসর্গ নিয়ে চট্টগ্রাম নগর পুলিশের এক সদস্যের মৃত্যু হয়েছে।
তিনি বলেন, এর আগেও গত ১৯ মে থেকে জ্বর-সর্দি নিয়ে বিভাগীয় পুলিশ হাসপাতালের চিকিৎসাধীন ছিলেন এএসআই মর্তুজা।
গত ২৭ মে তাকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ৩১ মে সে নিজ কর্মস্থল সদরঘাট থানায় আসেন। তখন তার একবার নমুনা পরীক্ষা করা হলে করোনা পরীক্ষার নেগেটিভ ফল আসে। আরো পড়ুন : করোনার উপসর্গ নিয়ে মারা গেল সিএমপির পুলিশ কনেস্টেবল
তবে সোমবার (১ জুন) সকাল ১১ টার দিকে তার শরীরে ফের করোনার উপসর্গ দেখা দিলে তাকে আবারো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। আজ মঙ্গলবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ও জনসংযোগ কমকর্তা আবু বকর সিদ্দিক বলেন,মৃত্যুর আগে এএসআই মর্তুজার শরীরে“কোভিড-১৯ এর উপসর্গ থাকায় মৃত্যুর পর তার ফের নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা রিপোর্ট আসলেই জানা যাবে।
সদরঘাট থানা সূত্রে জানা গেছে করোনা উপসর্গ নিয়ে তাদের থানার এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। বিকেলে সদরঘাট থানায় তার নামাযে জানাজা শেষে লাশ গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন।
এর আগের দিন সোমবার সকাল ১১টার সময় প্রাণঘাতী করোনা উপসর্গ নিয়ে আরো এক পুলিশ সদস্য মৃত্যুবরণ করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি}‘র পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) কন্সটেবল হিসেবে কর্মরত ছিলেন বলে সিএমপি সূত্রে জানা গেছে।
সিএমপি সূত্রে জানা যায়, গতকাল ১ জুন সোমবার পর্যন্ত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মোট ১৬৬ জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যে ৪৪ জন সুস্থ হয়ে পুনরায় কর্মস্থলে যোগ দিলেও দুঃখজনক হলেও সত্যি যে দুজন সদস্য আর বেঁচে নেই।
২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স