Tag: আক্রান্ত

  • চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে মারা গেল করোনা আক্রান্ত নারী

    চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে মারা গেল করোনা আক্রান্ত নারী

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে করোনা আক্রান্ত এক নারী। আজ ২৮ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় তার মৃত্যু হয়।

    তথ্যটি নিশ্চিত করে জেনারেল হাসপাতালে মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব বলেন, মৃত নারী আগে থেকেই কিডনি রোগে ভুগছিলেন। এরমধ্যেই করোনা আক্রান্ত হলে গত ২০ মে তিনি জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন।

    পরে তার অবস্থার অবনতি হলে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ)তে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার সময় তার মৃত্যু হয়। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৬২ জনে।

    প্রসঙ্গত : এর আগে ২৭ মে বুধবার পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীর সংখ্যা ছিলো ৬১ জন। আক্রান্ত হয়েছে ২ হাজার ২শ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯১ জন।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • চট্টগ্রামে আরো একজনের মৃত্যুর পর নমুনায় মিলেছে করোনার অস্তিত্ব

    চট্টগ্রামে আরো একজনের মৃত্যুর পর নমুনায় মিলেছে করোনার অস্তিত্ব

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : প্রাণঘাতী করোনার ছোবলে দিশেহারা হয়ে পড়ছে চট্টগ্রাম। প্রায় প্রতিদিনই আক্রান্তের সংখ্যায় গড়ছে রেকর্ড। করোনার থাবায় মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে একের পর এক নমুন নাম। মৃত্যু ঠেকাতে পারছেনা দেশের শীর্ষ শিল্পপতিরাও।

    করোনায় চট্টগ্রাম জেলায় মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরো একটি নাম। তবে গত সোমবার তার মৃত্যুর পর সংগ্রহ করা নমুনা পরীক্ষার ফলে করোনা সংক্রমণ ধরা পড়ে গতকাল ২৭ মে বুধবার।

    নাম আরাফাত হোসেন (৩৩)। তিনি গত ২৫ মে সোমবার করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর সংগ্রহ করা নমুনায় বুধবার করোনা পজেটিভ আসে।

    মৃত্যুবরণকারী আরাফাত চট্টগ্রামের স্থানীয় দৈনিক পূর্বকোণ লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান নিউজ ফ্রন্টের হিসাব বিভাগের কর্মী ছিলেন বলে জানা গেছে। এদিকে ২৭ মে বুধবারের ফলাফলে পত্রিকাটির ৪২ বছর বয়সী আরো একজন সংবাদকর্মীর শরীরে করোনার জীবাণু মিলেছে। তিনি পত্রিকাটির ফটো সাংবাদিক হিসেবে কর্মরত।

    এর আগে মঙ্গলবার (২৬ মে) বিআইটিআইডি ল্যাবে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন দৈনিক পূর্বকোণ পত্রিকার বার্তা বিভাগের এক জ্যেষ্ঠ সাংবাদিক।

    চট্টগ্রামে এখন পর্যন্ত ১৪ জন গণমাধ্যমকর্মী প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ জন। ৪ জন আজ-কালকের মধ্যেই করোনা মুক্ত হবেন বলে জানা গেছে।

    প্রসঙ্গত : চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২ হাজার ২শ জনে। এরমধ্যে মৃত্যু বরণ করেছে ৬১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯১ জন।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • মাক্স, পিপিই, হ্যান্ড গ্ল্যাভস পড়েও রক্ষা হয়নি/ আক্রান্ত প্রেসক্লাব সম্পাদক,সুস্থতা কামনায় টিজেএ চট্টগ্রাম

    মাক্স, পিপিই, হ্যান্ড গ্ল্যাভস পড়েও রক্ষা হয়নি/ আক্রান্ত প্রেসক্লাব সম্পাদক,সুস্থতা কামনায় টিজেএ চট্টগ্রাম

    ২৪ ঘণ্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : করোনা ভাইরাস চট্টগ্রামে আক্রান্ত হবার আগ থেকে আমি ক্লাবে এবং পেশাগত দায়িত্ব পালনে খুবই সতর্ক ছিলাম। মাক্স, পিপিই, হ্যান্ড গ্ল্যাভস সবসময় ছিল। এসব নিয়ে আমার অনেক সহযোদ্ধা সাংবাদিক বন্ধুরা কত টিপ্পনীও দিয়েছে। তারপর মহান আল্লাহর ইচ্ছা এবং হুকুম এর বাইরে নয়।’

    বুধবার (২৭ মে) ভোর চারটায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট করে ঠিক এভাবেই মনের ভাব প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও টিভি জানালিস্টস্ এসোসিয়েশন চট্টগ্রাম’র সহ-সভাপতি চৌধুরী ফরিদ।

    মঙ্গলবার (২৬ মে) বিআইটিআইডি ল্যাবে ৩৩১টি নমুনা পরীক্ষায় চট্টগ্রাম জেলায় ৫১ জন করোনা পজিটিভ রোগীর মধ্যে নগরীর যে ৪৫ জন রোগী শনাক্ত হয়েছে তার মধ্যে প্রেস ক্লাব সম্পাদক চৌধুরী ফরিদও রয়েছেন।

    তাছাড়া একই দিন বিআইটিআইডি ল্যাব প্রধান, চট্টগ্রামের আঞ্চলিক দৈনিক পূর্বকোণ,কর্ণফুলি, সময় টিভি, জাতীয় দৈনিক দেশ রুপান্তর পত্রিকার আরো ৬ জন সাংবাদিক করোনায় আক্রান্ত হয়েছেন।

    জানা যায়, চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)র যৌথ উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবে ১৯ মে থেকে সাংবাদিকদের করোনা টেস্টের নমুনা সংগ্রহ শুরু হয়। গত ২৪ মে রোববার যেসব সাংবাদিকদের নমুনা সংগ্রহ করা হয়েছে ২৬ মে মঙ্গলবার রাতে প্রকাশিত ফলাফলে প্রেস ক্লাব সম্পাদকসহ ৭ জন গণমাধ্যমকর্মীর ফলাফল পজেটিভ আসে।

    চৌধুরী ফরিদ তার ফেসবুক পোস্টে তিনি তার স্ত্রী, সন্তান ও করোনা আক্রান্ত সহকর্মীদের জন্য দোয়া কামনা করে লেখেন,‘পরম দয়ালু, অফুরন্ত রহমতের ভান্ডার মহান আল্লাহর উপর আস্তা, বিশ্বাস এবং ভরসা রেখে করোনাকে জয় করার সংগ্রাম শুরু করলাম ইনশাল্লাহ।

    আমার সকল শুভানুধ্যায়ীদের প্রতি বিনীত অনুরোধ, আমি এবং আমার স্ত্রী ও ৩ অবুঝ শিশু সন্তানের জন্য আপনারা হৃদয় থেকে দোয়া ও আশীর্বাদ করবেন। একই সাথে আমার অনেক সাংবাদিক বন্ধু আজ এ রোগে আক্রান্ত, তাদের জন্যও আপনারা দোয়া-আশীর্বাদ করবেন।

    করোনা আক্রান্ত হওয়ার তথ্যটি নিজেই গণমাধ্যমকে জানিয়ে তিনি বলেন, ‘সামান্য জ্বরের উপসর্গ থাকলেও শারীরিক অন্য কোনো সমস্যা নেই আমার। করোনা জয় করেই ফিরবো ইনশাল্লাহ। সবার দোয়া চাই।’

    করোনা আক্রান্ত চট্টগ্রাম প্রেস ক্লাব সম্পাদক চৌধুরী ফরিদ বর্তমানে বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল (চ্যানেল আই) চট্টগ্রাম ব্যুরো প্রধান হিসেবে কর্মরত আছেন।

    এদিকে টিভি জানালিস্টস্ এসোসিয়েশন চট্টগ্রাম’র সহ-সভাপতি ও অর্থ সম্পাদকসহ করোনা আক্রান্ত সকল গনমাধ্যম কর্মীর সুস্থতা কামনা করেছেন টিজেএসি’র সভাপতি এবং সাধারণ সম্পাদক।

    বুধবার এক বিবৃতিতে করোনা বিরুদ্ধে এই যুদ্ধে সামনের কাতারে থেকেই আক্রান্ত গনমাধ্যমকর্মীরা আবার কাজে ফিরবেন বলে আশা প্রকাশ করা হয়।

    সংগঠনের সভাপতি নাসির উদ্দিন তোতা এবং সাধারণ সম্পাদক লতিফা আনসারী রুনা যৌথ বিবৃতিতে জানান, ‘এই মহামারীর শুরু থেকে গনমাধ্যমকর্মীরা ফ্রন্টলাইনার হিসেবে বুক চিতিয়ে লড়াই করছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দেশবাসীর জন্য প্রতিনিয়ত সংগ্রহ করতে ঝুঁকি নিয়ে বিভিন্নস্থানে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় অনেকেই করোনা আক্রান্ত হচ্ছেন।

    সম্প্রতি চট্টগ্রাম টিভি জার্নালিস্টস্ এসোসিয়েশনের সহ-সভাপতি ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ এবং অর্থ সম্পাদক আরিফুর সবুজও আক্রান্ত হয়েছেন। আমরা তাঁদের সুস্থতার জন্য পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি।

    এর বাইরেও চট্টগ্রামের আরও বেশ কয়েকটি টেলিভিশন এবং সংবাদপত্রের কর্মীরা আক্রান্ত হয়েছেন। তাঁরা খুব শীঘ্রই সুস্থ হয়ে কাজে ফিরবেন বলে আমরা বিশ্বাস করি। পাশাপাশি এই মহামারীকে মোকাবিলায় টেকসই উদ্যোগ নেওয়ার জন্য সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষন করছি’।

    মহান সৃষ্টিকর্তার অপরিসীম দয়া ও সবার সম্মিলিত প্রয়াসে এই দূর্যোগ কেটে যাবে বলেও আশা প্রকাশ করেন তাঁরা।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • ২৬ মে চট্টগ্রামে একদিনে করোনা আক্রান্ত ৯৮/মোট সংখ্যা ২ হাজার ছুঁই ছুঁই

    ২৬ মে চট্টগ্রামে একদিনে করোনা আক্রান্ত ৯৮/মোট সংখ্যা ২ হাজার ছুঁই ছুঁই

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের করোনা পরীক্ষার তিন ল্যাবে এবং কক্সবাজার ল্যাবে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম নগর ও জেলায় ৯৮ জন করোনা আক্রান্ত রোগী নতুন করে শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের মোট সংখ্যায় ২ হাজার ছুঁতে চলেছে।

    মঙ্গলবার (২৬ মে) চারটি ল্যাবে চট্টগ্রামের মোট ৫০৭টি নমুনা পরীক্ষায় মোট ১০১ জন করোনা পজিটিভ শনাক্ত হন। এর মধ্যে ৮৮ জন চট্টগ্রামমহানগরের এবং বিভিন্ন উপজেলার ১০ জন রয়েছে।

    জেলার মধ্যে লোহাগাড়ায় ১ জন, চন্দনাইশে ১ জন, পটিয়ায় ১ জন, রাউজানে ২ জন, ফটিকছড়িতে ২ জন ও সন্দ্বীপে ৩ জন। তাছাড়া দ্বিতীয় দফা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ আসে তিনজনের।

    ২৬ মে মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৯৮ জন নতুন করে শনাক্ত হয়েছেন।

    নতুন শনাক্তদের মধ্যে র‌্যাব, পুলিশ ডাক্তারের পাশাপাশি করোনা আক্রান্তদের তালিকায় আছেন বিআইটিআইডির ল্যাব প্রধান, চট্টগ্রাম প্রেস ক্লাবের শীর্ষ এক কর্মকর্তাসহ আরো ২ সংবাদকর্মী। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৯৮৫ জন।

    সিভিল সার্জনের দেওয়া তথ্য অনুযায়ী চট্টগ্রামে সবচেয়ে বেশি নমুনা পরীক্ষা হয় চট্টগ্রামে করোনাভাইরাসের প্রধান পরীক্ষাগার বিআইটিআইডি ল্যাবে। একদিনে ৩৩১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রামে নতুন করে ৫০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মহানগরে ৪৫ জন ও বিভিন্ন উপজেলার ৬ জন রয়েছেন। তবে এর মধ্যে একজনের দ্বিতীয় দফা পরীক্ষায় করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।

    একই দিন চমেক ল্যাবে ৬৭ নমুনা পরীক্ষায় ৪৬ জনের পজিটিভ শনাক্ত হয়। ৪৪ জন নগরের ও দুই জন৷ উপজেলার বাসিন্দা।

    এছাড়া চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১০০টি নমুনা পরীক্ষার ফলাফলে ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এর একটিও নগরের নয়। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবেও ৯ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের ১ জনের শরীরে করোনা মিলেছে। তিনি লোহাগাড়া উপজেলার বাসিন্দা বলে নিশ্চিতকরেছেন জেলা সিভিল সার্জন।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • করোনা: ২৪ ঘণ্টার মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্রকে ছাড়াল ব্রাজিল/সারা বিশ্বে করোনার শিকার ৫৬ লাখ

    করোনা: ২৪ ঘণ্টার মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্রকে ছাড়াল ব্রাজিল/সারা বিশ্বে করোনার শিকার ৫৬ লাখ

    ২৪ ঘণ্টা আন্তর্জাতিক ডেস্ক : পুরো বিশ্বের অদৃশ্য শত্রু করোনা ভাইরাসকে কোন ভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। যার প্রকোপে এখনও প্রতিদিনই কোন না কোন দেশে রেকর্ড গড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায়।

    প্রায় প্রতিদিনই স্বজনদের কাছ থেকে হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে প্রাণঘাতী এ মহামারি। এশিয়া থেকে ইউরোপ, আমেরিকা থেকে আফ্রিকা সবখানে আঘাত হেনে দাপট অব্যাহত রয়েছে ভাইরাসটির। ইতিমধ্যে করোনার শিকার হয়েছেন বিশ্বের প্রায় ৫৬ লাখ মানুষ।

    করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় বিশ্বের শীর্ষ অবস্থানে থাকা দেশ যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে গত ২৪ ঘণ্টার হিসেবে এগিয়ে গেলেন দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। একদিনে করোনায় আক্রান্ত হয়ে ব্রাজিলে মারা গেছেন ৮০৭ জন। যেখানে যুক্তরাষ্ট্রে গত একদিনে করোনা ভাইরাসে নতুন করে ৫৩২ জনের মৃত্যু হয়েছে।

    ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, দেশটিতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭৪ হাজার ৮৯৮ জন। করোনা ভাইরাস আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। ব্রাজিলে এ পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছেন ২৩ হাজার ৪৭৩ জন।

    রোগটি নিয়ন্ত্রণ করতে না পারায় ব্রাজিলের প্রশাসন চাপে আছে। অভিশংসনের ঝুঁকিতে রয়েছেন স্বয়ং প্রেসিডেন্ট জাইর বলসোনারো। তবে এসবের দায় তিনি নিতে নারাজ।

    মৃত্যুর সংখ্যা বাড়তে থাকার কথা বলসোনারোকে স্মরণ করিয়ে দিলে সোমবার সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি তো মিরাকল কাজ করতে পারি না। আমাকে দিয়ে কী করাতে চান?’

    আজ বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনার শিকার হয়েছেন ৫৫ লাখ ৮৪ হাজার ২৬৭ জন।

    এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯০ হাজার ১৮৪ জন। নতুন করে প্রাণ গেছে ৩ হাজার ৯৬ জনের। এ নিয়ে করোনারাঘাতে পৃথিবী থেকে গত হয়েছেন বিশ্বের ৩ লাখ ৪৭ হাজার ৬১৩ জন মানুষ।

    বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার শিকার বেড়ে হয়েছে ১৭ লাখ ৬ হাজার ২২৬ জনে। এর মধ্যে গত একদিনেই ১৯ হাজার ৭৯৮ জন মানুষের দেহে শনাক্ত হয়েছে ভাইরাসটি। এখন পর্যন্ত ট্রাম্পের দেশে প্রাণহানি ৯৯ হাজার ৮০৪ জনে ঠেকেছে।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • সীতাকুণ্ডে করোনায় নারীর মৃত্যু, উপসর্গ নিয়ে চমেকে মারা গেছে তরুণ চিকিৎসক

    সীতাকুণ্ডে করোনায় নারীর মৃত্যু, উপসর্গ নিয়ে চমেকে মারা গেছে তরুণ চিকিৎসক

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : দিন যতই যাচ্ছে করোনার থাবায় দিশেহারা হয়ে উঠছে বাণিজ্যিক নগর চট্টগ্রাম। আক্রান্তের তালিকায় ইতিমধ্যে দেশের রাজধানী ঢাকার পরেই এখন চট্টগ্রামের অবস্থান। রীতিমতো করোনা মহামারির হটস্পটে পরিণত হয়েছে।

    সোমবার (২৫ মে) সকাল পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭১০ জন। এর মধ্যে চট্টগ্রাম মহানগরে ১ হাজার ৩০৬ ও উপজেলায় ৩০৪ জন।

    গত ২৪ ঘণ্টার রিপোর্টে মৃত্যুবরণকারীর তালিকায় যোগ হলো আরো একজনের নাম। করোনাভাইরাসে (কোভিড-১৯ এ) আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায়।

    গতকাল ২৪ মে রবিবার সকালে উপজেলার সলিমপুর ইউনিয়নে করোনার উপসর্গ নিয়ে ৭০ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়। রাতে পাওয়া নমুনা পরীক্ষার প্রতিবেদনে তাঁর করোনা সংক্রমণ ধরা পড়ে। সীতাকুণ্ডে করোনা সংক্রমণ শুরুর দেড় মাস পর প্রথমবারের মৃত্যুর ঘটনা ঘটল।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ বলেন, ওই নারীর জ্বর ও শ্বাসকষ্ট থাকায় গত শনিবার দুপুরে তাঁর নমুনা সংগ্রহ করা হয়। রোববার সকালে তিনি মারা যান। সরকারি স্বাস্থ্যবিধি মেনে তাঁর লাশ দাফন করা হয়।

    ২৪ মে রবিবার রাতে পাওয়া নমুনা পরীক্ষার ফলে তাঁর করোনা পজিটিভ আসে। এছাড়া একই দিনের নমুনা পরীক্ষার ফলাফলে আরও পাঁচজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে তিনি জানান। এ মৃত্যুটিসহ চট্টগ্রামে এখন পর্যন্ত সরকারি তালিকায় ৫৪ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

    করোনা উপসর্গ নিয়ে তরুণ চিকিৎসকের মৃত্যু : আজ সোমবার (২৫ মে) ভোর ৬টার দিকে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে ৩৪ বছর বয়সী তরুণ চিকিৎসক ডা. এস এম জাফর হোসাইন রুমি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।

    মৃত্যুবরণকারী তরুণ চিকিৎসক ডা. এস এম জাফর হোসাইন রুমি বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের ৩য় ব্যাচের সাবেক শিক্ষার্থী এবং আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের শিশুরোগ বিভাগের চিকিৎসক ছিলেন।

    আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের পরিচালক ডা. নুরুল হক তথ্যটি নিশ্চিত করে বলেন, গত ১৬ মে শনিবার তরুণ এ চিকিৎসকের শ্বাসকষ্ট দেখা দিলে তিনি আমাদের হাসপাতালের কেবিনে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নেন। শারিরীক অবস্থা খারাপের দিকে গেলে ওইদিন দুপুরেই তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ)তে নেওয়া হয়।

    গত ১৯ মে তার অবস্থা আরো খারাপ হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণের উদ্দ্যেশে এয়ার অ্যাম্বুলেন্স তৈরি করা হলেও করোনা উপসর্গ জানতে পেরে এয়ার অ্যাম্বুলেন্সটি তাকে না নিয়ে ফিরে যায়। পরে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোর ৬ টার দিকে তার মৃত্যু হয়।

    হাসপাতাল সূত্রে জানা গেছে এর আগেও চিকিৎসক জাফর হোসাইনের করোনা পরীক্ষার নমুনা নেওয়া হয়েছে। প্রথম বার নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছিল। পরে পরীক্ষার জন্য আবারও নমুনা নেওয়া হয়েছে।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • চট্টগ্রামে মারা গেল এনএসআই মাঠ কর্মকর্তা, করোনায় মৃত্যু বেড়ে ৫৩/আক্রান্ত ১৬৪৫

    চট্টগ্রামে মারা গেল এনএসআই মাঠ কর্মকর্তা, করোনায় মৃত্যু বেড়ে ৫৩/আক্রান্ত ১৬৪৫

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরো একজনের মৃত্যুর খবর জানা গেছে। গতকাল ২৩ মে শনিবার রাত সাড়ে ১১টার সময় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    চট্টগ্রামে করোনায় মৃত্যু হওয়া ৫৩ তম ব্যাক্তিটির নাম মো. নাছির উদ্দীন (৫৮)। সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া ইউনিয়নে তার গ্রামের বাড়ি হলেও তিনি নগরীর খুলশী থানা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

    চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব মাসুম তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে তিনি জানান, মো. নাছির উদ্দিন করোনা আক্রান্ত হয়ে গত ১৯ মে দুপুর ১২টার দিকে ভর্তি হন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে। শনিবার (২৩ মে) রাত সাড়ে ১১টার সময় চিকিৎসাধিন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

    এদিকে সন্দ্বীপ উপজেলার স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছ থেকে জানা যায়, নিহত মো. নাছির উদ্দিন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মাঠ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

    উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মহানগর ও জেলায় নতুন করে ১৬৬ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ঠেকেছে ১ হাজার ৬৪৫ জনে। তাছাড়া জেলা সিভিল সার্জনের তথ্যমতে এখন পর্যন্ত চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা ৫৩ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন দেড়শ জন।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • আক্রান্ত হলেও মনোবলে চিড় ধরেনি পুলিশ সদস্যদের, সুস্থ হয়ে আবারও করোনাযুদ্ধে নামতে চায়!

    আক্রান্ত হলেও মনোবলে চিড় ধরেনি পুলিশ সদস্যদের, সুস্থ হয়ে আবারও করোনাযুদ্ধে নামতে চায়!

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : শরীরে প্রাণঘাতী ভাইরাস। তবুও দমে যাননি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের করোনা আক্রান্ত পুলিশ সদস্যরা।

    সুস্থ হয়ে আবারও করোনার বিরুদ্ধে লড়তে চান তারা। আজ ২৪ মে রবিবার দুপুরে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। উপহার গ্রহণ শেষে তারা এ প্রত্যয় ব্যক্ত করেন।পুলিশ সদস্য

    কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনারের পক্ষ থেকে আজ রবিবার করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য ঈদ উপহার প্রদান করা হয়। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ২১ জনসহ মোট ৪৮ জনকে এই উপহার প্রদান করা হয়।

    তিনি বলেন, করোনা আক্রান্ত হলেও আমাদের পুলিশ সদস্যদের মনোবলে চিড় ধরেনি। এসময় তারা সুস্থ হয়ে আবারও করোনার বিরুদ্ধে লড়াইয়ে নামার প্রত্যয় ব্যক্ত করেন।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • করোনা/নতুন ‘হটস্পট’ ভারত, আক্রান্তের নতুন রেকর্ড

    করোনা/নতুন ‘হটস্পট’ ভারত, আক্রান্তের নতুন রেকর্ড

    ২৪ ঘণ্টা আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাসে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, বিশ্বে সর্বোচ্চ হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ আক্রান্তের তালিকায় বিশ্বে নতুন হটস্পট হিসেবে তালিকায় যুক্ত হচ্ছে ভারত।

    প্রতিনিয়ত রেকর্ড হারে আক্রান্ত হচ্ছে ভারতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৭৬৭ জন আক্রান্ত হয়েছে। যা দেশটিতে একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ। এনিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৮৬৭ জনে দাঁড়িয়েছে।

    একদিনে নতুন করে যুক্ত হওয়া ১৪৭ জনসহ দেশটিতে মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ৩ হাজার ৮শ ৬৭ জন।

    ভারতের সবচেয়ে করোনার থাবা পড়েছে মহারাষ্ট্রে। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে ১৫শ জন। রাজ্যটিতে আক্রান্ত ছাড়িয়েছে ৪৭ হাজার।

    ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত তিন দিন ধরে দেশটিতে প্রতিনিয়ত আক্রান্ত হয়েছে ৬ হাজারে বেশি। দেশটিতে এনিয়ে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৮৬৭ জনে দাঁড়িয়েছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, লকডাউন শিথিল করার পর দেশটিতে চলতি সপ্তাহে রেকর্ড হারে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গত সোমবার দেশটিতে করোনা শনাক্ত হয় ৫ হাজার ২৪২ জন, বুধবার ৫ হাজার ৬১১ জন, শুক্রবার ৬ হাজার ৮৮ জন এবং গতকাল শনিবার ৬ হাজার ৬৫৪ জন। এরপর রোববার( ২৪ মে) নতুন রেকর্ড সংখ্যক আক্রান্তের খবর পাওয়া গেল।

    ভারত কী তাহলে করোনার নতুন হটস্পট, এমনটাই আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • করোনা ঝড়ে কাবু যুক্তরাষ্ট্র, মৃত্যু লাখ ছুঁই ছুঁই/ বিশ্বে ছাড়াল ৪৩ হাজার, আক্রান্ত ৫৪৩৯৭৯

    করোনা ঝড়ে কাবু যুক্তরাষ্ট্র, মৃত্যু লাখ ছুঁই ছুঁই/ বিশ্বে ছাড়াল ৪৩ হাজার, আক্রান্ত ৫৪৩৯৭৯

    ২৪ ঘণ্টা আন্তর্জাতিক ডেস্ক : করোনা ঝড়ে কাবু যুক্তরাষ্ট্র। রোজ মৃত্যুর মিছিলে যোগ দিচ্ছেন হাজারো মানুষ। কোভিড-১৯ মহামারীতে প্রাণহানিতে শীর্ষে থাকা দেশটিতে আক্রান্তের সংখ্যাও বাড়ছে সমানতালে।

    সবশেষ ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ১১শ’র বেশি মানুষ মারা গেছেন করোনাভাইরাসে। স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টা) কভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন বলে তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়।

    আক্রান্ত ও মৃতের সংখ্যায় সবার উপরে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৮ হাজার ৬৮৩ জনের। আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১৬ লাখ ৬৬ হাজার ৮২৮ জন এবং সুস্থ হয়েছেন ৪ লাখ ৪৬ হাজার ৯১৪ জন।

    এদিকে রোববার (২৪ মে) সকাল পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারের সূত্র অনুসারে, সারা বিশ্বে ৫৪ লাখ ৩ হাজার ৯৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন তিন লাখ ৪৩ হাজার ৯৭৫ জন।

    আক্রান্তের তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ব্রাজিল, সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪২ হাজার ৪১০ জন। মৃত্যু হয়েছে ২১ হাজার ৯৩৪ জনের।

    আক্রান্তের তালিকায় তৃতীয়স্থানে আছে রাশিয়া, সেখানে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩৫ হাজার ৮৮২ জন। মৃত্যু হয়েছে ৩৩৮৮ জনের। মৃতের তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে যুক্তরাজ্য। তবে আক্রান্তের তালিকায় দেশটি রয়েছে চতুর্থস্থানে। সেখানে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ৩৬ হাজার ৭শরও বেশি মানুষ। আর আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৮ হাজার।

    মৃত্যুতে বিশ্বে তৃতীয়স্থানে আছে ইতালি সেখানে ৩২ হাজার ৭০০ ছাড়িয়েছে মৃত্যুর সংখ্যা। আটাশ হাজার ৬৭৮ জন মৃত্যু নিয়ে চতুর্থস্থানে আছে স্পেন। স্পেনে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮২ হাজার ৩৭০ জন। চারশোর মতো মৃত্যু কম নিয়ে পঞ্চমস্থানে আছে ফ্রান্স। ২২ ছাড়ানো মৃত্যু নিয়ে ষষ্ঠস্থানে আছে ব্রাজিল।

    আক্রান্ত ও মৃত্যু দুটোই বেড়েছে ভারতে। আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার ৪০০; মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮৬৮ জন।

    চীনে প্রথম ৪১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছিল চলতি বছরের ১০ জানুয়ারি পর্যন্ত। পরে ভাইরাসজনিত অতি সংক্রামক রোগটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। ১ এপ্রিলের মধ্যেই বিশ্বজুড়ে শনাক্ত হওয়া আক্রান্তের সংখ্যা ১০ লাখে পৌঁছে যায়।

    তারপরের ১০ লাখে সংক্রমিত হতে লাগে দুই সপ্তাহ। আর তার পরের ১০ লাখে পৌঁছাতে লেগেছিল ১২ দিন। আরও ১০ লাখ বাড়তে লেগেছিল ১৩ দিন। কিন্তু এর পরের ১০ লাখ সংক্রমণ হতে সময় লাগে সবচেয়ে কম সময় ১০ দিন।

    শনিবার পর্যন্ত বাংলাদেশে আক্রান্ত সংখ্যা ৩২ হাজার ৭৮ জন; মৃতের সংখ্যা ৪৫২ জন।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • ২১ মে বিআইটিআইডিতে-২২,চমেকে-৬৯ এবং কক্সবাজার ল্যাবে ২৬ জনের করোনা শনাক্ত

    ২১ মে বিআইটিআইডিতে-২২,চমেকে-৬৯ এবং কক্সবাজার ল্যাবে ২৬ জনের করোনা শনাক্ত

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের ১ম ল্যাব ফৌজদারহাটস্থ বিআইটিআইডি, চমেক ও কক্সবাজার ল্যাবে গত ২৪ ঘণ্টায় নতুন করে মোট ৯১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাছাড়া বিআইটিআইডি ল্যাবে চট্টগ্রাম মহানগরের পুরাতন এক রোগী নতুন করে আবার পজেটিভ এসেছে।

    তবে চট্টগ্রামে করোনা পরীক্ষার ২য় ল্যাব চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ল্যাবে (সিভাসু)র ফলাফল হাতে না আসায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ২২ মে শুক্রবার সকালে পূর্ণাঙ্গ ফল প্রকাশ করার কথা জানিয়েছেন।

    ২১ মে বৃহস্পতিবার চট্টগ্রামের ১ম ল্যাব ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে ২৪ ঘণ্টায় ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চিকিৎসক, র‌্যাব ও পুলিশ সদস্য এবং ২ মাসের একজন শিশুও রয়েছে বলে জানা গেছে।

    বৃহস্পতিবার (২১ মে) রাতে বিআইটিআইডির ল্যাব সূত্র জানা যায়, ২২ জনের মধ্যে চট্টগ্রাম মহানগরে নতুন ৯ জন এবং পুরাতন একজন রোগীর করোনা পজেটিভ আসে। আর চট্টগ্রামের চার উপজেলা মিলে এ ল্যাবে মোট ১২ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলে।

    চট্টগ্রাম মহানগরের নতুন ৯ জনের মধ্যে ৩১ বছর বয়সী র‌্যাব-৭ এর পুরুষ সদস্য, ৩০ বছর বয়সী পুরুষ পুলিশ সদস্য, চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে ২ মাসের শিশু, সবুজবাগ পুরুষ বয়স (৩৬), শেরশাহ কলোনি পুরুষ বয়স (৪০), হালিশহর পুরুষ বয়স (৫২), কোরবানিগঞ্জ পুরুষ বয়স (৪৬), হালিশহর পুরুষ বয়স (৭৪) ও সাগরিকা মহিলা বয়স (৪৫)।

    একই ল্যাবে চট্টগ্রামের ৪ উপজেলায় নতুন করে যে ২২ জনের শরীরে করোনার উপস্থিতি মিলেছে তার মধ্যে হাটহাজারীতে ৬ জন ( ২৮, ২৫,৩০,৫৭, ও ৩৪ একজনের বয়স জানা যায়নি) সন্দীপ উপজেলার ২৬,৩০ ও ৪২ বছর বয়সী তিনজন পুরুষ। রাউজান উপজেলায় ৪০ ও ৪৪ বছর বয়সী দুজন পুরুষ এবং সীতাকুন্ড উপজেলার বারককুন্ড পুরুষ বয়স (২৬)।

    এদিকে ২১ মে বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের ৩য় ল্যাব চট্টগ্রাম মেডিকেল কলেজের পিসিআর ল্যাব সূত্রে জানা গেছে গত ২৪ ঘণ্টায় ১২৯ জনের নমুনা পরীক্ষায় চট্টগ্রামের আরও ৬৮ জনসহ মোট ৬৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ২১ মে রাতে নমুনা পরীক্ষার ফলাফলে আক্রান্ত ৬৯ জনের মধ্যে শুধুমাত্র একজন ফেনীর ছাগলনাইয়ার হলেও বাকি ৬৮ জন চট্টগ্রামের।

    চট্টগ্রামের এ ৬৮ জনের মধ্যে ৬১ জন চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকার বাসিন্দা ও জেলার বিভিন্ন উপজেলার ৭ জন করোনা পজেটিভ রোগী রয়েছে। উপজেলার মধ্যে সীতাকুণ্ডের দারোগার হাটের ৩ জন, কর্ণফুলী, পটিয়া, ফটিকছড়ি ও সাতকানিয়ার একজন করে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে।

    তাছাড়া বৃহস্পতিবার (২১ মে) কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ১৬২ জন সন্দেহভাজন রোগীর টেষ্ট করে ২৬ জনের পজিটিভ আসে। যাদের মধ্যে কক্সবাজার সদরে ১২ জন, উখিয়া উপজেলায় ৪ জন ও চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার একজন রোগী রয়েছে। তবে সীতাকুন্ডের পজিটিভ আসা রোগী কক্সবাজার জেলা সদর হাসপাতাল থেকে নমুনা পাঠানো হয়েছিল।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • করোনা আক্রান্ত হয়ে ওমানে মারা গেলেন রাউজান পূর্বগুজরার লোকমান

    করোনা আক্রান্ত হয়ে ওমানে মারা গেলেন রাউজান পূর্বগুজরার লোকমান

    ২৪ ঘণ্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ সুলতানাত অব ওমানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন রাউজানের মো. লোকমান হোসেন (৪৮)।

    সে উপজেলার ১০ নং পূর্ব গুজরা ইউনিয়নের আধার মানিক গ্রামের এনায়েত ফকির বাড়ির মৃত নজির আহমেদ এর ১ম পুত্র।

    প্রবাসী মো. লোকমান হোসেন দীর্ঘদিন যাবত ডায়বেটিস রোগে ভুগছিলেন। করোনা আক্রান্ত হওয়ার পর ওমানের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ মে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

    বিষয়টির সত্যতা নিশ্চিত করে রাউজানের ১০ নং পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ দিদারুল আলম বলেন, করোনা ভাইরাসে মৃত্যুর বিষয়টি আমি মো. লোকমানের পরিবারের সদস্যদের দ্বারা নিশ্চিত হয়েছি।

    বিবাহিত জীবনে সে দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক। লোকমানের আবুধাবী প্রবাসী ছোট ভাই মো. হারুণ (৪০)ও করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছে। সেও দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক।

    ২৪ ঘণ্টা/নেজাম রানা/আর এস পি