Tag: আগমন ঘটবে

  • সীতাকুণ্ডে কাল শুরু হচ্ছে ঐতিহ্যবাহী শিব চতুদর্শী মেলা : আগমন ঘটবে ২০ লক্ষ পুণ্যার্থীর

    সীতাকুণ্ডে কাল শুরু হচ্ছে ঐতিহ্যবাহী শিব চতুদর্শী মেলা : আগমন ঘটবে ২০ লক্ষ পুণ্যার্থীর

    ২৪ ঘন্টা ডট নিউজ। কামরুল দুলু, সীতাকুণ্ড : হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান সীতাকুণ্ডে কাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী শিবচতুর্দশী মেলা। চলবে শনিবার পর্যন্ত।

    মেলা উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সংগঠন গীতাযজ্ঞ, নামসংকীর্তন, ধর্মসভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। মূল মেলা তিন দিন (২০-২২ ফেব্রুয়ারি) হলেও প্রায় ১৫ দিন পর্যন্ত এই মেলা চলবে।সীতাকুণ্ডে ঐতিহ্যবাহী শিব চতুর্দশী মেলা কাল থেকে শুরু

    প্রতি বছর এ মেলা চলাকালে সীতাকুণ্ডের চন্দ্রনাথ দর্শনের জন্য ভারত, নেপাল, শ্রীলংকাসহ বিভিন্ন দেশ থেকে পুণ্যার্থীরা ছুটে আসেন। মেলায় প্রতিবারের ন্যায় এবারও প্রায় ২০ লক্ষ লোকের সমাগম ঘটবে বলে জানান মেলা কমিটির সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী। আরো খবর : সীতাকুণ্ডের চন্দ্রনাথে ঐতিহ্যবাহী শিব চতুদর্শী মেলা

    মেলা সুন্দর,সুশৃঙ্খল, সমন্বয় ও সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য প্রতিবছরের ন্যায় এবারও সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ২০ থেকে ২২ ফেব্রুয়ারি শিব চতুদর্শী এবং ৮-৯ ফেব্রুয়ারি দোল পূর্ণিমা অনুষ্ঠিত হবে।

    সীতাকুণ্ড স্রাইন কমিটির পক্ষ থেকে পুরী লজিং এ্যাক্ট অনুযায়ী শিবরাত্রী পূজা অনুষ্ঠানে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্রাইন কমিটির পক্ষ থেকে বৈদিক সন্মেলন আয়োজন করা হবে।সীতাকুণ্ডে ঐতিহ্যবাহী শিব চতুর্দশী মেলা কাল থেকে শুরু

    মেলায় সার্বিক আইন-শৃংঙ্খলা রক্ষার জন্যে অতিরিক্ত পুলিশ সুপার সীতাকুণ্ড সার্কেল শম্পা রাণী সাহা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ আলম মোল্লা’র নেতৃত্বে প্রায় ৫৫০ জন পুলিশ এবং বিশেষ করে এবার মহিলা পুলিশের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। এছাড়া ৩০-৪০ জন মহিলা আনসার -ভিডিপি সদস্য মেলা চলাকালীন সার্বক্ষণিকভাবে নিয়োজিত থাকবে।

    মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের আগমনের সুবিধার্থে তুর্ণা নিশিতা, সুবর্ণ এক্সপ্রেস, মহানগর প্রভাতীসহ অন্যান্য আন্তনগর ট্রেন সমুহের যাত্রার ক্ষেত্রে সীতাকুণ্ডে ৩ মিনিট যাত্রা বিরতির ব্যবস্থা করা হয়েছে।সীতাকুণ্ডে ঐতিহ্যবাহী শিব চতুর্দশী মেলা কাল থেকে শুরু ২

    তীর্থের মন্দিরসহ মেলায় স্থাপিত দোকান,স্টল, বিনোদন কেন্দ্র সমূহকে অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা করা ও অসুস্থ তীর্থযাত্রীদের জরুরী ভিত্তিতে সেবা দেয়ার জন্য মেডিকেল বোর্ডসহ ফায়ার সার্ভিস বিভাগ সার্বক্ষণিকভাবে নিয়োজিত থাকবে।