Tag: আগুন

  • চট্টগ্রামের অধিকাংশ বিপণিবিতানে নেই আগুন নেভানোর ব্যবস্থা

    চট্টগ্রামের অধিকাংশ বিপণিবিতানে নেই আগুন নেভানোর ব্যবস্থা

    চট্টগ্রাম নগরীর বেশিরভাগ বিপণিবিতানে নেই নিজস্ব কোনো আগুন নেভানোর ব্যবস্থা। ফলে এখানে আগুন লাগলে বড় রকমের ক্ষতির আশঙ্কা করছেন সবাই। ফায়ার সার্ভিস বলছে, অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখতে মার্কেটগুলোকে চিঠি দেওয়া হয়েছে। আর ব্যবসায়ী নেতারা বলছেন, এসব মার্কেট প্রতিষ্ঠার সময় অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিকল্পনায় রাখা হয়নি, যার ফলে ঝুঁকিতে রয়েছে প্রতিটি মার্কেট।

    সরেজমিনে গিয়ে দেখা যায়, চট্টগ্রামের ব্যস্ততম রেয়াজুদ্দিনবাজার মোড় থেকে স্টেশনরোড পর্যন্ত ছোট-খাটো বিপণিবিতানের সংখ্যা অন্তত চার শতাধিক। এসব মার্কেটে প্রতিদিন লক্ষাধিক দোকান-কর্মচারী, মালিক ও ক্রেতার সমাগম ঘটে। রোজায় ক্রেতার সংখ্যা বাড়ে আরও কয়েকগুণ।

    কিন্তু সরু ঘিঞ্জি পরিবেশে অপরকিকল্পিতভাবে গড়ে ওঠা এসব মার্কেটে নেই অগ্নিনির্বাপণ ব্যবস্থা। কোনো কারণে এসব মার্কেটে আগুন লাগলে পরিস্থিতি কী হবে তা ভেবে শঙ্কিত ক্রেতা-বিক্রেতা সবাই।

    ক্রেতারা বলছেন, বিপণিবিতানগুলোতে নিজস্ব কোনো আগুন নেভানোর ব্যবস্থা নেই বলে আগুন লাগলে বড় ক্ষতির শঙ্কা রয়েছে।

    ব্যবসায়ীরা বলছেন, এমন ঘিঞ্জি পরিবেশে শত শত দোকান থাকায় যে কোনো সময় এখানে আগুন লাগতে পারে। মার্কেটের এক মাথায় কিছুদিন আগেও আগুন লেগেছিল।

    সম্প্রতি বিভিন্ন আগুনের ঘটনার পর বিপণিবিতানগুলোকে আগুন নেভানোর ব্যবস্থা রাখার জন্য চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহাকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ। তিনি বলেন, ‘আমরা পরামর্শ দেওয়ার পর ব্যবসায়ীরা তা না মানলে অগ্নিঝুঁকির পরিমাণ অনেকটা বেড়ে যায়। তবে আমরা আশা করছি মার্কেট কর্তৃপক্ষ আমাদের সুপারিশমালা বাস্তবায়ন করবেন।’

    এদিকে এ বিষয়ে চট্টগ্রাম তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সাধারণ সম্পাদক আহমদ কবির দুলাল জানান, এসব মার্কেট প্রতিষ্ঠার সময় যথাযথ নিয়ম মানা হয়নি। এতকাল পর এসে দ্রুত কোনো ব্যবস্থা নেওয়াও কঠিন।

    তবে এখনই ব্যবস্থা নেওয়া না হলে যে কোনো সময় বড় ধরনের অগ্নিকাণ্ডের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

  • চট্টগ্রামে টিসিবির গোডাউনে আগুন

    চট্টগ্রামে টিসিবির গোডাউনে আগুন

    চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্যের গোডাউনে আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের একটি স্টেশনের দুটি ইউনিট কাজ করছে।

    বৃহস্পতিবারবেলা ১১টা ১০ মিনিটে থানার বন্দরটিলা এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

    বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. আব্দুল হালিম। তিনি বলেন, টিসিবির পণ্যের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে কাজ চলমান আছে।

  • পুলিশ সদর দপ্তরে আগুন : জাতীয় জরুরি সেবা ৯৯৯ সাময়িক বন্ধ

    পুলিশ সদর দপ্তরে আগুন : জাতীয় জরুরি সেবা ৯৯৯ সাময়িক বন্ধ

    রাজধানীর বঙ্গবাজারের আগুন পাশের মহানগর মার্কেট ছাড়িয়ে পুলিশ হেড কোয়ার্টার ব্যারাকে ছড়িয়ে পড়েছে। এরই জেরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর সেবা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। জরুরি প্রয়োজনে স্থানীয় থানা অথবা ফায়ার স্টেশনের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে পুলিশ হেড কোয়ার্টার।

    মঙ্গলবার (৪ এপ্রিল) সবশেষ খবর পাওয়া পর্যন্ত বেলা পৌনে ১২টা দিকে পুলিশ হেড কোয়ার্টার ব্যারাকের চারতলা ভবনে আগুন ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণেন পুলিশসহ ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছে।

    পুলিশ কোয়ার্টারের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

    সরেজমিনে দেখা যায়, আগুনে প্রায় মাটির সঙ্গে মিশে গেছে বঙ্গবাজারের ৫টি মার্কেট। আগুন পুলিশ হেড কোয়ার্টারের সীমানা প্রাচীর ঘেঁষা চারতলা ব্যারাকেও ছড়িয়ে পড়েছে। আগুন ছড়িয়ে পড়তে পারে এই শঙ্কা থেকে আগেই সতর্ক ছিল পুলিশ হেডকোয়ার্টার। তবে বঙ্গবাজারের আগুন দীর্ঘ ৬ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি।

    আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কমপক্ষে ৪ জন আহত হয়ে ঢাকা মেডিকেলসহ আশপাশের হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এছাড়া ১৫ জনের বেশি সাধারণ মানুষ হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে।

    এর আগে সকাল ৬টা ১০ মিনিটের দিকে বঙ্গবাজারের দোতলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ৪৮ ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

     

  • আগুনে পুড়ছে রাবার বাগান : বিপন্ন বন্যপ্রাণী কীটপতঙ্গ

    আগুনে পুড়ছে রাবার বাগান : বিপন্ন বন্যপ্রাণী কীটপতঙ্গ

    ফটিকছড়ি প্রতিনিধি:ফটিকছড়ির কাঞ্চন নগর, রাঙ্গামাটিয়া, দাতমারা, তারাখো রাবার বাগানে সারি সারি আগুনে পুড়ছে ঝঁরে পড়া রাবার গাছের পাতা। রাবার বাগান কর্তৃপক্ষের দেয়া এবং দূর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে বিপন্ন হচ্ছে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী ও কীটপতঙ্গ। বিভিন্ন টিলার এবং সড়কের লাইন পরিষ্কার করতে রাবার বাগান কর্তৃপক্ষও আগুন দেয়ার কথা স্বীকার করেন।

    স্থানীয় সূত্র জানায়, পার্বত্য খাগড়াছড়ির বণাঞ্চল, ফটিকছড়ির বিভিন্ন চা বাগান এবং রিজার্ভ ফরেষ্ট এলাকায় সংলগ্ন ফটিকছড়ির দাতমারা, তারাখো, কাঞ্চন নগর, রাঙ্গামাটিয়া রাবার বাগান এলাকা। এখানে বিভিন্ন ধরনের পাখি, সরীসৃপ, মায়া হরিণ, মুখপোড়া হনুমান, বিরল প্রজাতির কাঠবিড়ালি, বন্য শূকর, বানর, খরগোশ, সজারু, বন মোরগ, বেজি, খেকশিয়াল, টিয়া, ময়না, ঘুঘু, শালিক, বক, বাবুইসহ বিভিন্ন প্রজাতির প্রাণীর বসবাস। রাবার বাগান কর্তৃপক্ষ প্রতি বছরই বাগান সম্প্রসারণ করতে এবং টিলা পরিস্কার করতে আগুন ধরিয়ে দেয়। আবার এক শ্রেণীর স্থানীয় দূর্বৃত্তও এসে পাতার স্তুপে আগুন লাগায়। আগুনে বনে থাকা পোকাণ্ডমাকড়, কীট-পতঙ্গ পুড়ে যায়। এ ছাড়া মারা পড়ে মাটির কেঁচো ও অণুজীব। নষ্ট হয়ে যায় পশুপাখির আবাসস্থল। স্থায়ী বাসস্থান হারিয়ে বন্যপ্রাণীরা লোকালয়ে এসেও হত্যার শিকার হয়। প্রতি বছর ফাল্গুন চৈত্র মাসে এ আগুন লাগার ঘটনা ঘটে।

    সরেজমিনে কাঞ্চন নগর রাবার বাগানের কারবারটিলা ও ডলু রাবার বাগান এলাকায় দেখা গেছে সারা সারি আগুন লাগার ঘটনা। এসময় আগুন প্রতিরোধ করতে রাবার বাগান কর্তৃপক্ষের কাউকে দেখা যায়নি।

    কাঞ্চন নগর রাবার বাগানের ব্যবস্থাপক মোহাম্মদ আমান উল্লাহ আমান মুঠোফোনে বলেন, অনেক স্থানে লাইন পরিষ্কার করতে আমরা নিজেরাই আগুন লাগাই। আবার আমরাই প্রতিরোধ করি। বন্যপ্রাণী কীটপতঙ্গ নষ্ট হবার বিষয়টি এড়িয়ে তিনি আরো বলেন, অনেক সময় দূর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয় বলে দাবী করেন এই রাবার ব্যবস্থাপক।

    এ ব্যাপারে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির রহমান সানি বলেন, বন্যপ্রাণী জীববৈচিত্র রক্ষা করা সকলের দায়িত্ব। কোন রাবার বাগান কর্তৃপক্ষ ইচ্ছে করে আগুন লাগালে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • ভারতের উড়োজাহাজবাহী রণতরিতে আগুন

    ভারতের উড়োজাহাজবাহী রণতরিতে আগুন

    ভারতের উড়োজাহাজবাহী রণতরি আইএনএস বিক্রমাদিত্যে অগ্নিকাণ্ড ঘটেছে। ভারতের কর্ণাটক রাজ্যের উপকূলে থাকা অবস্থায় এ আগুনের ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডে কোনো ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি। বুধবার ভারতের নৌবাহিনী এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

    ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, আগুন লাগার পরপরই ররণতরিতে থাকা ক্রুরা তা নিয়ন্ত্রণে আনেন। নৌবাহিনীর তরফ থেকে বলা হয়েছে, এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

    তবে, ক্ষয়ক্ষতি না হলেও অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় নৌবাহিনী।

    ২০১৪ সালে রাশিয়ার কাছ থেকে ২৩০ কোটি মার্কিন ডলার দিয়ে রণতরিটি কিনেছিল ভারতীয় নৌবাহিনী। এ রণতরিতে রাশিয়ার তৈরি মিগ–২৯কে যুদ্ধবিমান এবং কামোভ হেলিকপ্টার রয়েছে।

    আইএনএস বিক্রমাদিত্য রণতরিটি ২৮৪ মিটার লম্বা এবং প্রস্থে ৬০ মিটার।

    এন-কে

  • চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

    চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

    চট্টগ্রামের পূর্ব মাদারবাড়ি এলাকার জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (৮ জুন) ভোর ৫টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার সংবাদ পায়। এরপর ঘটনাস্থলে ৬টি ইউনিট গিয়ে সকাল ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

    বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আনিসুর রহমান।

    তিনি বলেন, মাদারবাড়ির জুতার কারখানায় আগুন লাগার খবর ভোর ৫টা ৪৫ মিনিটে পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে যায়। সকাল সাতটা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। জুতার কারখানায় জুতা তৈরির সরঞ্জাম থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে।

    তিনি আরও বলেন, জুতার কারখানাগুলোর চারদিকে দেয়াল দিয়ে ওপরে টিনশেড দেওয়া হয়েছে। আগুন লাগার পরে নিয়ন্ত্রণে টিন খুলে ভেতরে পানি দেওয়া হয়। আগুনে ছোট ছয়টি জুতার কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে।

    তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিক জানাতে পারেননি তিনি। তিনি বলেন, তদন্ত শেষে এ বিষয়ে বলা যাবে।

    এর আগে, গত শনিবার রাতে সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে আগুন ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে।

  • রাউজানে আগুনে পুড়েছে দোকান, দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি

    রাউজানে আগুনে পুড়েছে দোকান, দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে অগ্নিকান্ডের ঘটনায় একটি তেলের দোকান ভষ্মীভূত হয়েছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে রাউজান উপজেলা সদর শহীদ জাফর সড়কের আদালত ভবন ও সুলতানপুর ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মাঝামাঝি স্থানে শওকত গণির তেলের দোকানে ঘটনাটি ঘটে।

    স্থানীয় আ.লীগ নেতা মাওলানা এনাম অভিযোগ করে বলেন, রাউজান ফায়ারসার্ভিসকে কয়েকবার ফোন করলেও ফোন রিসিভ করেনি। এ সময় স্থানীয় লোকজনের প্রচেষ্টার পর ঘটনার আধঘন্টা অতিবাহিত হলে ফায়ারসার্ভিসের দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

    অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রাউজান পৌরসভার নব নির্বাচিত (বেসরকারিভাবে) মেয়র জমির উদ্দীন পারভেজ ও রাউজান থানার পুলিশের টিম।

    এই ঘটনায় প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত শওকত গণি চৌধুরী।

    ২৪ ঘণ্টা/নেজাম

  • বোয়ালখালীতে আগুনে পুড়েছে ২ দোকানঘর

    বোয়ালখালীতে আগুনে পুড়েছে ২ দোকানঘর

    বোয়ালখালী (চটগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে দুই দোকানঘর।

    বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার আহলা কড়লডেঙ্গা ইউনিয়নের দাশের দিঘীর পাড় এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

    বৈদ্যুতিক আয়রন থেকে আগুনের সূত্রপাত হয়ে সুজন বিশ্বাসের শতরুপা টেইলার্স ও শিক্ষক আমির হোসেনের খাজা এন্টারপ্রাইজ পুড়ে গেছে। এতে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আমির হোসেন।

    বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন লিডার রূপক কান্তি সরকার জানান,অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে রওনা হলেও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের খবর দিলে আমরা ফিরে এসেছি।

  • ভয়াবহ আগুনের কবলে আবুল খায়ের স্টিল মিল!

    ভয়াবহ আগুনের কবলে আবুল খায়ের স্টিল মিল!

    চট্টগ্রাম ডেস্ক : ভয়াবহ আগুনের কবলে পড়েছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মাদামবিবির হাট এলাকায় অবস্থিত আবুল খায়ের স্টিল মিল। আগুন নিয়ন্ত্রণে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ৩ ইউনিটের ৭টি গাড়ি চেষ্টা চালিয়ে যাচ্ছে।

    ফায়ার সার্ভিসের চট্টগ্রামের উপ পরিচালক আজিজুল ইসলাম জানান, আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ২ টা ৪০ মিনিটের অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

    খবর পেয়ে ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড, কুমিরা, ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের ৭টি গাড়ি আগুন দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

    তবে এখন পর্যন্ত আগুনে কোন হতাহতের ঘটনার খবর পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • আনোয়ারায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ল ৬ দোকান

    আনোয়ারায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ল ৬ দোকান

    ২৪ ঘণ্টা, আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা রায়পুর ইউনিয়নের ওয়াহেদ আলী চৌধুরী বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে ছয়টি দোকান দোকান ভস্মীভূত হয়েছে। এতে আনুমানিক ৩ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়।

    আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে চারটায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে চারদিকে ছড়িয়ে পড়ে।

    আগুন লাগার পর স্থানীয়রা উদ্ধার তৎপরতায় এগিয়ে আসে। খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৬ টি দোকান আগুনে ভস্মীভূত হয়।

    আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন মো. হেলাল উদ্দীনের কসমেটিকসের দোকান, মো. হারুনের চায়ের দোকান, মো. আয়ুবের মুদির দোকান, মো. ওসমানের মুরগী ও ইলেকট্রনিক্সির দোকান, মো. নাঈমউদ্দীনের (কসমেটিকস ও কম্পিউটারের দোকান এবং মো. দিদারের কুলিং কর্ণারের দোকান।

    আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ দুলাল কুমার মিত্র অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই ফায়ার সার্ভিসের দমকল বাহিনী।

    আগুনে হতাহতের ঘটনা না ঘটলেও ৬টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আনুমানিক ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ দুলাল কুমার মিত্র।

    ২৪ ঘন্টা/জাবেদুল ইসলাম/রাজীব

  • ফটিকছড়িতে আগুনে ১টি গাভী ও ২টি বাচুরের মৃত্যু, পুড়ে ছাঁই বসতঘর-ফার্নিচারের দোকান

    ফটিকছড়িতে আগুনে ১টি গাভী ও ২টি বাচুরের মৃত্যু, পুড়ে ছাঁই বসতঘর-ফার্নিচারের দোকান

    ২৪ ঘণ্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানা হেঁয়াকো বাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এসময় একটি গোয়ালঘরে বাঁধা অবস্থায় একটি গাভী ও তার সাথে থাকা দুটি বাচুর আগুনে পুড়ে মারা গেছে।

    তাছাড়া অগ্নিকান্ডের ঘটনায় পুড়ে গেছে দুটি বসতঘর ও একটি ফার্নিচারের দোকান। সোমবার (৮ ফেব্রুয়ারি) রাত ১১ টায় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

    আগুন লাগার খবর পেয়ে রামগড় ফায়ার স্টেশন থেকে একটি গাড়িতে করে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছালেও ওই এলাকার কাছে কোন জলাশয় না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হয়।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ‘লিডার’ মো. জসিম উদ্দিন জানান, সোমবার রাত ১১ টার দিকে আগুন লাগার খবর পেয়ে একটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌছালেও দুর থেকে পানি সংগ্রহের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় আড়াই ঘন্টা সময় লাগে। রাত প্রায় ২টার সময় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

    তিনি তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাতে না পারলেও এ ঘটনায় আবদুর রব ও আবদুল মান্নান নামে দুই ভাইয়ের দুটি মাটির দেয়ালের টিনের ছাউনির বসতঘর এবং টিনের বেড়া ও ছাউনির মিল্লাত ফার্নিচার পুড়ে যায়।

    তাছাড়া পুড়ে যাওয়া একটি বসতঘরের রান্নাঘর সংলগ্ন একটি গোয়ালঘরে একটি গাভি ও দুইটি বাছুর বাঁধা অবস্থায় পুড়ে মারা গেছে বলে তিনি নিশ্চিত করেছেন।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে ৬ দোকানঘর

    বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে ৬ দোকানঘর

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে ৬ দোকানঘর। এর মধ্যে দুই দোকানে ব্যাচেলর ভাড়াটিয়া ছিলো।

    শনিবার (৬ ফেব্রুয়ারী) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌরসভার পূর্ব কালুরঘাট বাদামতল এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

    বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ নুরুল আবেদীন জানান, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে আবু বক্কর ছিদ্দিকীর কাগজের গোডাউন, আব্দুল কন্ট্রাক্টরের দোকান, বজল সওদাগরের দোকান, আমীর হোসেনের ফার্নিচার দোকান, আকতার হোসেনের ফাইপ ফিটিংসের দোকান ও নুরুল ইসলামের কসমেটিকের দোকান পুড়ে গেছে। এতে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

    খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন প্রায় ১ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

    ২৪ ঘণ্টা/পূজন