Tag: আগুনে

  • মিরসরাইয়ে তুন্দু‌লের আগু‌নে ৫টি দোকান পুড়ে ছাই

    মিরসরাইয়ে তুন্দু‌লের আগু‌নে ৫টি দোকান পুড়ে ছাই

    চট্টগ্রামের মিরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকার ভোরের বাজারে এক‌টি রু‌টি তৈ‌রির দোকা‌নে তুন্দুল থে‌কে সৃষ্ট অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

    শুক্রবার (৪ মার্চ) দিবাগত মধ্যরাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নগদ টাকাসহ প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা দোকানীরা।

    ক্ষতিগ্রস্তরা হলেন, চায়ের দোকান মালিক খোকন, হোরা মিয়া, মুদির দোকান মালিক মফিজ, আমজাদ এবং নুরুল হুদা।

    প্রত্যক্ষদর্শী দোকানদার আব্দুল গাফফার জানান, গভীর রাতে চায়ের রুটি বানানো তুন্দুল থেকে আগুনের সূত্রপাত হয়। পরে পুরো দোকানে ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী আরো চার দোকান পুড়ে ছাই হয়ে যায়।

    মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, শনিবার রাত ৩টার দিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়।

    আমরা দীর্ঘ এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খোকনের চায়ের দোকানের তুন্দুল থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

    ২৪ ঘন্টা/আশরাফ/রাজীব

  • ইউনাইটেড হাসপাতালে এসি বিস্ফোরণের আগুনে ৫ করোনা রোগীর মৃত্যু

    ইউনাইটেড হাসপাতালে এসি বিস্ফোরণের আগুনে ৫ করোনা রোগীর মৃত্যু

    ২৪ ঘণ্টা ডট নিউজ। ঢাকা ডেস্ক : রাজধানীর গুলশান-২ এর ইউনাইটেড হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এসি বিস্ফোরণের আগুনে দগ্ধ হয়ে ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত পাঁচজনই করোনায় আক্রান্ত রোগী ছিলেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

    বুধবার (২৭ মে) রাত ৯টা ৫৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

    ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের মোবাইল রিং অফিসার মো. কামরুল ইসলাম তথ্যটি নিশ্চিত করে জানান, ইউনাইটেড হাসপাতালের নিচতলায় আইসোলেশন রুমে আগুন লাগে। ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী।

    আগুনের সুত্রপাত বিষয়ে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের এক কর্মী বলেন, এসি বিস্ফোরণের ফলে এ আগুন লেগেছে। রাত ১০টার কিছু পরই আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

    তিনি বলেন, করোনা রোগীর জন্য নিচতলায় চারটি আইসোলেশন কক্ষ ছিল। সামনের কক্ষের রোগীরা বের হতে পারলেও ভেতরে একটি কক্ষ থেকে ৫ জন রোগী বের হতে পারেননি। তারা এ দুর্ঘটনায় মারা গেছেন।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • বাঁশখালীতে আগুনে পুড়ল ২ বাড়ি, করোনাকালে নিঃস্ব হল ৫ পরিবার

    বাঁশখালীতে আগুনে পুড়ল ২ বাড়ি, করোনাকালে নিঃস্ব হল ৫ পরিবার

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : প্রাণঘাতী করোনা আতংকে মানুষ যখন এমনিতেই দিশেহারা তার মধ্যেও গ্যাস সিলিণ্ডার থেকে সৃষ্ট আগুন গ্রাস করে নিল ৫টি পরিবারের সবকিছুই।

    গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রামের বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড়ের আমির হামজার টেক নামক স্থানে আগুন লাগার ঘটনাটি ঘটে।

    স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে মোহাম্মদ রবিউল আলমের বাড়ির রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। মুহূর্তে
    আগুনের লেলিহান শিখা পাশের আরো একটি বাড়িতে ছড়িয়ে পড়ে।

    খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে যাওয়ার আগে স্থানীয়দের প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ছনুয়া ইউনিয়নের চেয়ারম্যান এম. হারুনুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষনিক ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।

    তিনি বলেন, এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে স্থানীয়দের তৎপরতায় রবিউলের বাড়িতে থাকা একজন প্যারালাইসিস রোগী অল্পের জন্য রক্ষা পেয়েছে। তাছাড়া আগুনে ২টি বাড়ির অন্তত ৫ পরিবার খুব ক্ষতিগ্রস্থ হয়েছে।

    আগুনে ক্ষতিগ্রস্থ মোহাম্ছমদ রবিউল আলমের পরিবার জানায়, করোনার কারণে এমনিতেই আমরা ঘরবন্দি। খুব কষ্টে ছিলাম। যা কিছু সঞ্চয় ছিল এবং সংগ্রহে ছিলো আগুনে তাও পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল ও বেশ কিছু স্বর্ণালংকার পুড়ে গেলে বলে তারা জানায়।

    অন্যদিকে একই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ অন্য পরিবারের ৪ ভাইয়ের মজুদ করা চলতি বোরো মৌসুমের মোট ৬০০ আঁড়ি ধান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

    তাছাড়া তাদের ৪ পরিবারের প্রয়োজনীয় আসবাবপত্র ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল আগুনে পুড়ে প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • মিরসরাইতে ত্রাণের চাল মজুদ করে আগুনে পুড়ালো সরকারি সিলমারা বস্তা, আটক ২

    মিরসরাইতে ত্রাণের চাল মজুদ করে আগুনে পুড়ালো সরকারি সিলমারা বস্তা, আটক ২

    ২৪ ঘণ্টা ডট নিউজ। মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে সরকারি ত্রাণের ৬০ বস্তা মজুদকৃত চালসহ দু জনকে আটক করেছে র‌্যাব ৭ এর (ফেনী) একটি দল।

    গতকাল বুধবার (১৩ মে) রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের ছোটকমলদহ দক্ষিণ ওয়াহেদপুর গ্রামের একটি গোডাউন থেকে চালগুলো উদ্ধার করা হয়েছে।

    মিরসরাইতে র‌্যাবের হাতে আটক ২ চাল চোর
    মিরসরাইতে র‌্যাবের হাতে আটক ২ চাল চোর

    এসময়ে আটককৃতরা হলো দক্ষিণ ওয়াহেদপুর এলাকার হাফিজুর রহমানের পুত্র নুরুজ্জামান নুরু (৩৮) ও জাকির হোসেনের পুত্র আলা উদ্দিন (২৮)। আটককৃত নুরুজ্জামান ওয়াহেদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও ছোট কমলদহ বাজার কমিটির যুগ্ম সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এই বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    র‌্যাব ৭ এর (ফেনী) ভারপ্রাপ্ত অধিনায়ক মোঃ নুরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলা ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর গ্রামে অভিযান পরিচালনা করেছি।

    এসময় সরকারি চাল মজুদ রাখার সাথে জড়িত নুরুজ্জামান ও তার সহযোগী আলা উদ্দিনকে আটক করেছি। নুরুজ্জামানের বাড়ির সামনে অবস্থিত গোডাউন থেকে ৬০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত চালের পরিমান ১৫৮৩ কেজি।

    তিনি আরো বলেন, কিছু চালের বস্তায় সরকারি দপ্তরের সিল রয়েছে। বেশির ভাগ চালের বস্তা পরিবর্তন করে আগুনে পুড়িয়ে ফেলেছে বলে স্বীকার করেন আটককৃত নুরুজ্জামান।

    চালগুলো সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী না জনপ্রতিনিধি থেকে নিয়েছেন কি না তা আমরা খতিয়ে দেখছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুজ্জামান চাল ছাড়াও বিভিন্ন পন্য লুটের সাথে জড়িত রয়েছে।

    মিরসরাইতে উদ্ধারকৃত ত্রাণের চাল
    মিরসরাইতে উদ্ধারকৃত ত্রাণের চাল

    গাড়ী চালকদের সাথে আঁতাত করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচল করা বিভিন্ন গাড়ি থেকে রড, সয়াবিন তেল, ডাল, চিনি সহ বিভিন্ন পণ্য লুট করে। এছাড়া চোরাই তেল পেট্রোল ব্যবসার সাথেও জড়িত থাকার কথা নুরুজ্জামান র‌্যাবের কাছে স্বীকার করেছে। এই ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

    মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান ২৪ ঘণ্টা ডট নিউজকে বলেন র‌্যাব এখনো আমাদের আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি তাই বিস্তারিত বলতে পরছি না। চাল উদ্ধার ও দুইজনকে আটক করার কথা শুনেছি।

    কে এই নুরুজ্জামান?
    এক সময় পদ পদবীতে না থাকলেও বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিল। ২০১২ সালে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন নুরুজ্জামান। এরপর থেকে কমলদহ এলাকায় গাড়ি থেকে বিভিন্ন পন্য লুট করেন।

    এ কাজের জন্য তার একটি সিন্ডিকেট রয়েছে।শুধু তাই নয়, সে এলাকায় পুলিশের সোর্স হিসেবেও কাজ করেন। মানুষকে বিভিন্ন সময় হয়রানি করে। মামলার ভয়ে মানুষ মুখ খুলার সাহস পায় না। সে সরকারি চালসহ আটক হওয়ায় এলাকার মানুষের মাঝে স্বস্তি পেয়েছে।

    ২৪ ঘণ্টা/আশরাফ উদ্দিন/রাজীব প্রিন্স

  • পটিয়ায় আগুনে পুড়লো ৫ ঘর, ঘটনাস্থল পরিদর্শণ করে সহায়তার আশ্বাস ইউএনও‘র

    পটিয়ায় আগুনে পুড়লো ৫ ঘর, ঘটনাস্থল পরিদর্শণ করে সহায়তার আশ্বাস ইউএনও‘র

    ২৪ ঘণ্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলার খরনা ইউনিয়ের ৮নং ওয়ার্ডে আগুন লাগার ঘটনায় পুড়ে গেছে ৫টি বসতঘর।

    আজ ২৭ এপ্রিল সোমবার দুপুর ২টার সময় ওই ওয়ার্ডের ইশান বৈদ্য বাড়ির রান্না ঘরের চুলা হতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    জানা যায়, দুপুরে তাৎক্ষনিক জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে আগুন লাগার খবরটি পটিয়া ফায়ার সার্ভিস জানতে পারে। সাথে সাথে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ৩০ মিনিটের চেষ্টায় আগুনে নেভাতে সক্ষম হয়।

    এর আগেই ওই বাড়ির যুদুষ্টি সিকদার, অমল সিকদার, সুমন সিকদার, রাজু বৈদ্য ও সুনিল বৈদ্যের বসতঘর আগুনে পুড়ে ছাঁই হয়ে যায়।

    পটিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার সোমেন বড়ুয়া তথ্যটি নিশ্চিত করে বলেন, আজ দুপুর ২টার দিকে জাতীয় জরুরী সেবা ৯৯৯ হতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছি।

    রান্নার চুলা হতে আগুনের সুত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতি পরিমাণ আনুমানিক তিন লক্ষ টাকা হবে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

    তবে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলে জানা গেছে, তাদের কিছু অবশিষ্ট নেই, সব পুড়ে ছাই হয়ে গেছে। তাদের পরিবার পরিজনদের নিয়ে এখন খোলা আকাশের নীচে অবস্থান করছে।পটিয়া আগুনে পুড়ল ৫ বসতঘর

    পরে খবর পেয়ে পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফারহানা জাহান উপমা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের হাতে ত্রাণ তুলে দেন। তাছাড়া আগামীতে আরো সাহায্য প্রদানের আশ্বাস প্রদান করেন।

    ২৪ ঘণ্টা/সঞ্জয় সেন/আর এস পি

  • বান্দরবান থানচিতে আগুনে পুড়ল ৩ শতাধিক বসতবাড়ি ও দোকান

    বান্দরবান থানচিতে আগুনে পুড়ল ৩ শতাধিক বসতবাড়ি ও দোকান

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : বান্দরবানের থানচি উপজেলার প্রধান বাজারে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে।

    আজ সোমবার (২৭ এপ্রিল) ভোর ৫টার দিকে সৃষ্ট আগুনে পুড়ে গেছে ৩ শতাধিক বসতবাড়ি ও দোকান। প্রায় কয়েক কোটি টাকা ক্ষতির তথ্য জানিয়েছে ক্ষতিগ্রস্থরা।

    ভোর ৫ টার পর থানচি বাজারে একটি দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত বাজারে ছ‌ড়ি‌য়ে পড়‌লে স্থানীয়রা ফায়ার সা‌র্ভিস‌কে খবর দেন।

    পরে বান্দরবান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় প্রায় ২ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।তবে আগুন নিয়ন্ত্রণের আগেই প্রায় ৩ শতাধিক দোকান ও বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষনিক তিনি জানাতে পারেনি।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • আগুনে পুড়ল লামা ত্রিপুরা পল্লীর ৯ বসতঘর, ক্ষতি ২৫ লাখ টাকা

    আগুনে পুড়ল লামা ত্রিপুরা পল্লীর ৯ বসতঘর, ক্ষতি ২৫ লাখ টাকা

    ২৪ ঘন্টা ডট নিউজ। লামা প্রতিনিধি : বান্দরবানের লামা উপজেলায় দুর্গম পাহাড়ি এলাকার একটি ত্রিপুরা পল্লীর ৯ কাঁচা বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

    আজ ১৮ মার্চ বুধবার দুপুরে উপজেলার গজালিয়া ইউনিয়নের আকিরাম ত্রিপুরা পাড়ায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে বসতঘর মালিকের প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয় বলে দাবী করা হয়েছে।

    পাড়ার সোনা চন্দ্র ত্রিপুরার ঘর থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা। খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা ঘটনাস্থল পরিদর্শনসহ আগুন নিভানোর কাজে দিক নির্দেশনা প্রদান করেন।

    সূত্র জানায়, বুধবার বেলা ১২টার দিকে আকিরাম ত্রিপুরা পাড়ার বাসিন্দা সোনা চন্দ্র ত্রিপুরার ঘর থেকে আগুন জ্বলে ওঠে। দ্রুত আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

    ততক্ষণে পাড়ার হাবুইতি ত্রিপুরা, খেমাজন ত্রিপুরা, আকিরাম ত্রিপুরা, মিহির ত্রিপুরা, বলি চন্দ্র ত্রিপুরা, ফিলিরাম ত্রিপুরা, সাধুরাম ত্রিপুরা, নয়ারাম ত্রিপুরার বসতঘরসহ ঘরের জিনিসপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

    স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক পরিষদ সদস্য প্রিতমা ত্রিপুরা, ক্ষতিগ্রস্ত নয়ারাম ত্রিপুরা ও বলিচন্দ্র ত্রিপুরা বলেন, সোনা চন্দ্র ত্রিপুরা ছোট ছেলে মেয়েদেরকে ঘরে রেখে সকালে জুমে কাজ করতে যান। তার ছেলে মেয়েরা খেলারচ্ছলে ঘরের মশারীতে আগুন ধরিয়ে দেয়। এতে করে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় এবং ঘরগুলো পাহাড়ের ওপর থাকায় ৯টি বসতঘরের কোন জিনিসপত্র রক্ষা করা সম্ভব হয়নি।

    এ বিষয়ে লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ মো. মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতা আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে দুর্গম পাহাড়ি পথ ও ঘরগুলো পাহাড়ের ওপরে হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা কিছুটা সমস্যা হয়েছে।

    আগুনে ৯ বসতঘর পুড়ে ছাই হওয়ার সত্যতা নিশ্চিত করে গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা বলেন, ঘটনাটি খুবই দু:খ জনক। আগুনে প্রাথমিকভাবে ৯ বসতঘর মালিকের প্রায় ২৫লাখ টাকার অধিক ক্ষতি হয়েছে।

    তাৎক্ষনিকভাবে ক্ষতিগ্রস্তদেরকে পরিষদের পক্ষ থেকে ২০ কেজি করে চাউল, হাড়ি পাতিলসহ যাবতীয় সহায়তা করা হয়েছে।

    ২৪ ঘন্টা/রফিক সরকার/আরএসপি

  • সীতাকুণ্ডে আগুনে পুড়ে গেছে ৩২টি ঘর, ৩৫ লক্ষ টাকার ক্ষতি

    সীতাকুণ্ডে আগুনে পুড়ে গেছে ৩২টি ঘর, ৩৫ লক্ষ টাকার ক্ষতি

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অনন্তপূর এলাকায় আগুনে বসতঘরসহ ৩২টি টিনের ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

    বুধবার (৪ মার্চ) বিকাল পৌনে ৩টার সময় এলাকার জহুরলাল এর ভাড়াটিয়া হাসান এর তুলার গোডাউনে গ্যাসের রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটেছে ধারনা করা হচ্ছে।

    সীতাকুণ্ড ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকাল পৌনে ৩টার সময় আমরা খবর পেয়ে বাড়বকুণ্ড অনন্তপূর গ্রাম এলাকায় ফারুক বড়ূয়ার বাড়ীতে ছুটে যায়। এসময় চারদিকে মানুষ ছুটে এসে যে যার মত আগুন নেভানোর চেষ্টা করে।

    সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আগুনে মৃত মনমোহন বড়ূয়ার সন্তান অশোক বড়ূয়ার বসত ঘরসহ জহুরলাল বড়ূয়া ও প্রিয়লাল বড়ূয়ার ৩২টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থদের দাবি আগুনের ঘটনায় ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।সীতাকুণ্ডে আগুনে পুড়ে গেছে ৩২ ঘর ক্ষতি ৩৫ লক্ষ টাকা

    ক্ষতিগ্রস্থ বাড়বকুণ্ড অগ্নিকুণ্ডের পৌরহিত নির্মল ভট্টাচায্য এবারের শিব চতুদর্শী মেলায় দক্ষিনা ও জায়গা বিক্রয়ের নগদ ৭ লক্ষ টাকা অপর দিকে মুদি দোকান দার শ্যামল চৌধুরীর ৫লক্ষ টাকা সহ পুড়ে ছাই হয়ে যায়।

    সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ তাশারফ হোসেন জানান, আগুনে ৩২টি টিন সেডের কাঁচাঘর পুড়ে গেছে। এতে আনুমানিক ২০ থেকে ২৫ লাক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। গ্যাসের রান্নার চুলার আগুন থেকে এই ভয়াবহ আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারনা করছি।

  • আনোয়ারায় আগুনে পুড়েছে ১৯ বাড়ি : ২৫ লক্ষ টাকার ক্ষতি

    আনোয়ারায় আগুনে পুড়েছে ১৯ বাড়ি : ২৫ লক্ষ টাকার ক্ষতি

    ২৪ ঘন্টা ডট নিউজ। আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারায় আগুনে পুড়ে গেছে ১৯ টি বাড়ি। এতে অন্তত ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

    গতকাল মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি রাতে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড শিলালিয়া গ্রামের ইউপি সদস্য রক্ষিতের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৭টার সময় আগুন লাগার খবর চারিদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ‘৯৯৯ ‘ কল দিলে আগুন লাগার খবর জানায়। খবর পেয়ে আনোয়ারা উপজেলা ফায়ার সিভিল সার্ভিসের স্টেশনে একটি ইউনিট ঘটনাস্থানে এসে দীর্ঘ দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

    আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশনে ইনচার্স দুলাল মিত্র জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও আগুনে ১৯টি বাড়ি পুড়ে গিয়ে অন্তত ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করছেন তিনি।

  • সাতকানিয়ায় আগুনে ভস্মীভূত দুই প্রাইভেট কার ও এক মাইক্রোবাস

    সাতকানিয়ায় আগুনে ভস্মীভূত দুই প্রাইভেট কার ও এক মাইক্রোবাস

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের সাতকানিয়ায় আগুনে পুড়ে দুটি প্রাইভেট কার ও একটি মাইক্রোবাস ভস্মিভূত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে তিনটার সময় উপজেলার ডলুব্রিজ এলাকার একটি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

    সাতকানিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. মাহবুবুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে গণমাধ্যমকে বলেন, মধ্যরাতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

    বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে ধারণা করলেও তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির পরিমাণ তিনি জানাতে পারেনি। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে তিনি নিশ্চিত করেছেন।

  • সাতকানিয়ায় আগুনে পুড়ল ঘর, ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু

    সাতকানিয়ায় আগুনে পুড়ল ঘর, ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের সাতকানিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ল কাঁচা একটি বসতঘর। এ ঘটনায় আনোয়ারা বেগম (৭০) নামে এক বৃদ্ধা ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেছে।

    সোমবার (৩ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ফলাইয়াবাদ গ্রামের মো. ইউনূসের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহত আনোয়ারা ওই বাড়ির ফজল আহমেদের স্ত্রী।

    ফায়ার সার্ভিসের নগরীর আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে উপজেলার ফলাইয়াবাদ গ্রামের মো. ইউনূসের বাড়িতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে ভোর ৪টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

    আগুনে কাঁচা বসতঘরটি পুড়ে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয় এবং আগুনে পুড়ে যাওয়া ঘরের ভেতর থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করার তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

    সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে ক্ষতিগ্রস্থ পরিবারের বরাতে বলেন, বৃদ্ধা আনোয়ারা বেগম প্যারালাইসিসে আক্রান্ত ছিলেন। তাছাড়া অগ্নিকাণ্ডের সময় বৃদ্ধা ঘুমে ছিলেন। যার কারণে আগুন লাগার পর সবাই ঘর থেকে বের হতে পারলেও তিনি দ্রুত বের হতে পারেননি। কাঁচা বসতঘরটিতেই আগুনে পুড়ে তার মৃত্যু হয়।

    বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এমন তথ্য নিশ্চিত করেছেন সাতকানিয়া ফায়ার স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা পরিদর্শক মাহবুব আলম।

  • আগুনে ক্ষতিগ্রস্থ ১৭২ পরিবারকে মশারি ও মাদুর দিলেন পুলিশ

    আগুনে ক্ষতিগ্রস্থ ১৭২ পরিবারকে মশারি ও মাদুর দিলেন পুলিশ

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ১৭২ পরিবারের পাশে দাড়িয়েছে পুলিশ। ক্ষতিগ্রস্থ প্রত্যক পরিবারের মাঝে পুলিশের পক্ষ থেকে ম্যাজিক মশারি ও মাদুর বিতরণ করা হয়।

    পাঁচলাইশ থানার বিট পুলিশ-৫৩ এবং কমিউনিটি পুলিশিংয়ের যৌথ উদ্যোগে গত রবিবার সন্ধ্যায় থানা এলাকার ডেকোরেশন গলিতে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

    এসময় চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর মো. মোরশেদ আলম, পাঁচলাইশ থানার কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সচিব মোহাম্মদ সেলিম, পাঁচলাইশ থানার ৫৩-বিট পুলিশ সমন্বয় কমিটির সভাপতি জসিমুল আনোয়ার খানসহ সংশ্লিষ্ট পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

    এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, ‘মানুষ মানুষের জন্য’ এই স্লোাগানে উদ্বুদ্ধ হয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার উদ্দ্যেশে এ আয়োজন। পর্যায়ক্রমে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

    তিনি সমাজের প্রতিটি বিত্তবান লোকদের ক্ষতিগ্রস্থ ও দুঃখী মানুষের সেবায় এগিয়ে আসার জন্য আহবান জানান।