Tag: আগুনে পুড়ে

  • গাজীপুরে আগুনে পুড়ে স্বামী-স্ত্রী নিহত

    গাজীপুরে আগুনে পুড়ে স্বামী-স্ত্রী নিহত

    গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার সিকদারপাড়া এলাকায় আগুনে পুড়ে স্বামী-স্ত্রী মারা গেছেন।

    শনিবার (১৭ ডিসেম্বর) সকালে তাদের মরদেহ উদ্ধার করেছে কোনাবাড়ী থানা পুলিশ।

    নিহতরা হলেন- নীলফামারীর ডিমলা থানার ভাঙ্গারহাট এলাকার মোহাম্মদ আলীর ছেলে সুফিয়ান রহমান (৪০) ও তার স্ত্রী নাসরিন আক্তার (৩৬)।

    স্থানীয়রা জানান, শুকুর শিকদারের ছয়তলা ভবনের নিচতলায় ভাড়া থাকতেন স্বামী-স্ত্রী। বাসার নিরাপত্তার দায়িত্বে থাকা দারোয়ান শনিবার নিচতলার ফ্ল্যাট থেকে আগুন দেখতে পেয়ে স্থানীয়দের সংবাদ দেয়। পরে ভেতর থেকে লাগানো স্টিলের দরজা ভেঙে খাটের ওপর থেকে স্ত্রী ও ফ্লোরে থাকা স্বামীর মরদেহ উদ্ধার করা হয়।

    কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আশরাফ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কীভাবে আগুন লেগেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিস্তারিত পরে জানানো হবে।

  • সীতাকুণ্ডের সলিমপুরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

    সীতাকুণ্ডের সলিমপুরে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে আগুনে পুড়ে শুপ্রভা বড়ুয়া নামে ছয় মাসের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার সলিমপুর এলাকায় এঘটনা ঘটে।

    সীতাকুণ্ড মডেল থানার জিডি সূত্রে জানা যায়, সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর ছিন্নমূল এলাকার বৌদ্ধ মন্দির পাহাড়ের উপরে ওমান প্রবাসী স্বপন বড়ুয়া তার স্ত্রী সুমী বড়ুয়া, তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে বসবাস করে আসছিলেন।

    সুমি বড়ুয়া শনিবার সকালে ঘর থেকে বের হলে দুই মেয়ে ও এক ছেলে চুলার আগুন নিয়ে খেলাধুলা করার সময় অসাবধানতাবশত তাদের টিনসেড ঘরে আগুন লেগে যায়।

    দুই মেয়ে ও এক ছেলে ঘর থেকে বের হয়ে চিৎকার করলে আশপাশের লোকজন পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু পাহাড়ের উপর পানি স্বল্পতার কারনে আগুন নেভাতে দেরী হওয়ায় ঘরের ভিতর খাটের উপর শুয়ে থাকা শিশু কন্যা শুপ্রভা বড়ুয়া আগুনে পুড়ে মৃত্যু বরন করেন।

    সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) শামিম শেখ জানান, এ ঘটনায় বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

  • খাগড়াছড়ির নানা বাড়িতে বেড়াতে এসে আগুনে পুড়ে নিহত ভাই-বোন

    খাগড়াছড়ির নানা বাড়িতে বেড়াতে এসে আগুনে পুড়ে নিহত ভাই-বোন

    ২৪ ঘন্টা ডট নিউজ। ডেস্ক : খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে নানা বাড়ি বেড়াতে এসে আগুনে পুড়ে মারা গেছে দুই ভাই বোন। গতকাল বুধবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার লিখেয়াপাড়ায় আগুনের ঘটনাটি ঘটে। আগুনে রান্নাঘরসহ একটি টিনের ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

    রান্নার চুলা থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডের ঘটনায় ঘুমন্ত অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। নিহতরা হলেন মানিকছড়ির বাটনাতলীর লিখেয়াপাড়ার মেম্যাং মারমার সন্তান মংসালো মারমা (১২) উম্রা মারমা (৬)।

    স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন ওই গ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়েছেল মংসালো মারমা ও উম্রা মারমা। রাতের খাওয়া ধাওয়া শেষ করে তাদের এক মাসির সাথে ঘুম পাড়িয়ে নানা ও নানি পাশের একটি চায়ের দোকানে টেলিভিশন দেখতে যান।

    কিছুক্ষণ পরে তাদের ঘরের রান্না ঘরে আগুন দেখতে পেয়ে ছুটে আসেন। ততক্ষনে ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা যায় তাদের দুই নাতনি। আগুন লাগার পর থেকে নিখোঁজ রয়েছেন ওই মাসি।

    এলাকাটি দুর্গম এলাকায় হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছাতে পারেননি বলে জানা গেছে।

    মানিকছড়ি থানার ওসি (তদন্ত) আমজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার রাতে রান্নার চুলার আগুন থেকে তাদের ঘরে আগুন লাগে। এ সময় ঘুমন্ত অবস্থায় দুই ভাইবোনের মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ভাইবোনের লাশ উদ্ধার করে।

  • চট্টগ্রামে আগুনে পুড়ে শিশুর মৃত্যু, চমেকের বার্ন ইউনিটে বাবা-মা ও বোন

    চট্টগ্রামে আগুনে পুড়ে শিশুর মৃত্যু, চমেকের বার্ন ইউনিটে বাবা-মা ও বোন

    চট্টগ্রামে আগুনে পুড়ে মারা গেছে মো. আশরাফুল নামে ৫ বছর বয়সী এক শিশু। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়েছেন নিহত শিশুর বাবা-মা ও বড় বোন। বর্তমানে তারা চমেক হাসপাতালের ৩৬ নং বার্ন ইউনিটে চিকিৎসাধিন আছেন।

    শনিবার ভোরে নগরীর ডবলমুরিং থানাধীন মোল্লাপাড়ার নিরিবিলি আবাসিক এলাকার একটি বাসায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগে একই পরিবারের চারজন দগ্ধ হয়। তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সকালে চিকিৎসাধিন অবস্থায় পরিবারের শিশু পুত্র আশরাফুল মারা যায়।

    ঘটনার সত্যতা নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার। তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, শনিবার ভোরে নগরীর ডবলমুরিং থানা এলাকা থেকে আগুনে দগ্ধ একই পরিবারের চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

    তাদেরকে চমেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সকাল ৭টার দিকে চিকিৎসাধিন অবস্থায় শিশু আশরাফুলের মৃত্যু হয়। হাসপাতালের ৩৬ নং ওয়ার্ডের বার্ন ইউনিটে নিহত শিশুটির পিতা আমীর হোসেন (৪৫), মা খালেদা আক্তার (৩০) ও তার বড়বোন অনিয়া (০৭) বর্তমানে চিকিৎসাধিন বলে তিনি জানিয়েছেন।

    এদিকে বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা আহতদের অবস্থাও গুরুতর জানিয়ে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় প্রেরনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন।