Tag: আগুনে পুড়েছে

  • চট্টগ্রামের লোহাগাড়ায় আগুনে পুড়েছে ৫ দোকান

    চট্টগ্রামের লোহাগাড়ায় আগুনে পুড়েছে ৫ দোকান

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের লোহাগাড়ায় আগুনে পুড়ে গেছে ৫টি দোকান। এতে অন্তত ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে জানিয়েছন ফায়ার সার্ভিস।

    আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোররাত ৩টার দিকে উপজেলার দরবেশ হাট রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

    আগ্রাবাদ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোররাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

    এ ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে ৩টি মুদির দোকান, একটি লন্ড্রি ও একটি চায়ের দোকান পুড়ে গেছে।

  • আনোয়ারায় আগুনে পুড়েছে মাদ্রাসা ও দোকান

    আনোয়ারায় আগুনে পুড়েছে মাদ্রাসা ও দোকান

    আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারায় চুলার আগুনে পুড়ে গেছে ৫টি বসতঘর, হোটেল ও দোকান। ক্ষতিগ্রস্থ হয়েছে একটি মাদ্রাসা। বৃহস্পতিবার ভোররাত সোয়া ৩টার সময় উপজেলার বৈরাগ ইউনিয়নের শাহাদাত নগর এলাকার চার রাস্তার মোড়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

    খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘন্টা চেষ্টার পর ভোর সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনী।

    চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দিন তথ্যটি নিশ্চিত করে জানান, চুলা থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও আগুনে পুড়ে গেছে মুদির দোকান, পাঁচটি বসতঘর ও হোটেল। এছাড়াও আগুনে মাজ্জাতুল তাক্বাওয়া মাদিনাতুল উলুম মাদ্রাসার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

    সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩ লক্ষ টাকা। এ ঘটনায় ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ১০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করেছে বলে জানান জসীম উদ্দিন।

  • পটিয়াতে আগুনে পুড়েছে ৭ বসতঘর,ক্ষতি ৫ লক্ষ টাকা

    পটিয়াতে আগুনে পুড়েছে ৭ বসতঘর,ক্ষতি ৫ লক্ষ টাকা

    চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সামশু সওদাগরের বাড়ীতে এক অগ্নিকান্ডের ঘটনায় পুড়ে গেছে ৭টি বসতঘর।

    রোববার সকাল সাড়ে সাতটায় বৈদ্যুাতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।

    স্থানীয় আশুতোষ নাথ ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, স্থানীয়রা আগুনের লেলিকান শিখা দেখতে পেয়ে প্রথমে পটিয়া ফায়ার সার্ভিস এবং লামার বাজার ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

    তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই কবির আহম্মদ সুবেদার, শাহ আলম, বদিউল আলম, মো: রফিক, মো: হাবিব সহ মোট ৭ বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়।

    পটিয়া ফায়ার সার্ভিস এর ষ্টেশন অফিসার সৌমেন বড়ুয়া ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, আগুনের খবর পেয়ে আমাদের ১টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। তবে আগুনে ৭টি বসতঘর পুড়ে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

    এদিকে আগুন লাগার খবর পেয়ে পটিয়ার সাংসদ এবং জাতীয় সাংসদের হুইপ সামশুল হক চৌধরী, পটিয়া উপজেলা চেয়ারম্যান, জিরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন এবং পটিয়া উপজেলা প্রসাশনের পক্ষ থেকে আর্থিক অনুদানসহ খাবার ও কাপড় বিতরন করা হয় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে।