Tag: আগুন

  • বোয়ালখালীতে আগুনে পুড়ল ১৪ বসতঘর

    বোয়ালখালীতে আগুনে পুড়ল ১৪ বসতঘর

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে ২৩ পরিবারের ১৪ বসতঘর। সোমবার (২৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার পশ্চিম শাকপুরা জামসেদ মুন্সির বাড়ীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

    বোয়ালখালী ও পটিয়া ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিট চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি নিরুপণ করা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপ-পরিচালক মো. ফরিদ আহমদ।

    তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন। তবে সরু রাস্তা ও গাড়ী চলাচলে মতো উপযুক্ত না থাকায় কর্মীদের আগুন নিয়ন্ত্রণে কাজ করতে হিমসিম খেতে হয়েছে।

    অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থরা হলেন ফাতেমা বেগম, মধু মিস্ত্রী, আবুল হাশেম, মো. আবু, আবু জাকের, এনাম, আলী আকবর, ফজল কাদের, চনসু, দিদার মাষ্টার, ইসহাক, মাসুদ, তসলিম, নুর ইসলাম, আলী আসগর, আলী আকবর, ইদ্রিস, আমিনুল হক, নুরুল আজাদ, সাইদুল ইসলাম, শফি, মফিজ ও শাহ আলম।

    ক্ষতিগ্রস্থরা জানান আগুনে নগদ টাকা, স্বর্ণালংকার, মূল্যবান আসবাবপত্রসহ প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

    ২৪ ঘণ্টা/পূজন

  • সীতাকুণ্ডে মোটর সাইকেলে আগুন লেগে ২ আরোহী দগ্ধ

    সীতাকুণ্ডে মোটর সাইকেলে আগুন লেগে ২ আরোহী দগ্ধ

    কামরুল ইসলাম দুলু : সীতাকুণ্ডে চলন্ত মোটর সাইকেলে আগুন লেগে দুই আরোহী আহত হয়েছে। তাদেরকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

    আজ বুধবার (৬ জানুয়ারী) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার সিরাজ ভুঁইয়া রাস্তার মাথা এলাকায় এঘটনা ঘটে। আহত দুইজনের নাম ইমন ও মুজাহিদ। তাদের বাড়ী উপজেলার মুলিপাড়া এলকায় বলে জানা গেছে।

    স্থানীয় প্রত্যক্ষ্যদর্শী মো.ইসমাইল জানান, সন্ধ্যা ৭ টার দিকে সিরাজ ভুঁইয়া রাস্তার মাথা এলাকায় মহাসড়কে চট্টগ্রামমূখী ১৭ নং একটি চলন্ত মিনিবাসের পেছনে একটি দ্রুতগামী মোটর সাইকেল ধাক্কা দেয়। এসময় মোটর সাইকেলটিতে আগুন ধরে যায়। এতে মোটর সাইকেলের দুই আরোহী আগুনে দগ্ধ হয়। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তাদের মধ্যে একজনের শরীরে বেশিরভাগ অংশ পুড়ে যায়। মোটর সাইকেলটি সম্পুর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

    এব্যাপারে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশান অফিসার মঈন উদ্দিন বলেন, আমরা অন্য জায়গা থেকে ডিউটি করে আসার সময় সিরাজ ভুঁইয়া রাস্তার মাথায় মহাসড়কে একটি মোটর সাইকেলে আগুন জ্বলতে দেখে আগুন নেভাতে চেষ্টা করি তবে তার আগেই গাড়িটি পুড়ে যায়। শুনেছি দুইজন আহত হয়েছে, তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

  • চট্টগ্রামে কম্পিউটার অ্যক্সোসোরিজ বিক্রি প্রতিষ্ঠানে আগুন

    চট্টগ্রামে কম্পিউটার অ্যক্সোসোরিজ বিক্রি প্রতিষ্ঠানে আগুন

    নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা চৌমুহনী এলাকায় একটি কম্পিউটার অ্যক্সোসোরিজ বিক্রির প্রতিষ্ঠানে আগুন লাগার ঘটনা ঘটেছে।

    গতকাল শনিবার ( ৭ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২ টার দিকে চৌমুহনী এলাকার কম্পিউটার সিটিতে মো. জাবেদ হোসেনের মালিকানাধীন দোকানে অগ্নিকা-ের ঘটনাটি ঘটে। এতে মোবাইল, ল্যাপটপ ও কম্পিউটার এক্সেসরিজ পুড়ে গেছে।

    খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের ৬টি গাড়ি ঘটনাস্থলে পৌছে ৩০ মিনিটের চেষ্টায় রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

    তথ্যটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিস স্টেশন জোন ২ এর উপ সহকারি পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী। তিনি এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান।

    তবে আগুনে প্রতিষ্ঠানটির বেশ কিছু সামগ্রী পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে যোগ করেন তিনি।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • মিরসরাইয়ে অগ্নিকান্ডে পুড়ে গেছে ৫ বসতঘর

    মিরসরাইয়ে অগ্নিকান্ডে পুড়ে গেছে ৫ বসতঘর

    ২৪ ঘণ্টা ডট নিউজ। মিরসরাই প্রতিনিধি ॥চট্টগ্রামের মিরসরাইয়ের করেরহাট এলাকায় অগ্নিকান্ডে একই বাড়ির ৫টি বসতঘর পুডে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার সম্পদ হানি হয়েছে।

    আজ শুক্রবার (১০ এপ্রিল) সাড়ে ৫টার দিকে করেরহাটের সরকারতালুক গ্রামের একটি বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

    করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাঁচটি পরিবার সম্পূর্ণ রূপে ভস্মিভূত হয়ে গেছে। পরনের কাপড় ছাড়া তারা তাদের সবকিছু হারিয়ে ফেলেছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সার্বিক সহযোগিতার বিষয়টি দেখছি।

    এ ঘটনায় আরমি সাহাবুদ্দিনের পরিবার, মোহাম্মদ ছোটনের পরিবার, মোহাম্মদ ডালিম হোসেনের পরিবার এবং মোসাম্মৎ হনুবিয়ার পরিবার ক্ষতিগ্রস্থ হয়। এই ক্ষতির পরিমান ১৫ লাখ টাকা বলে জানিয়েছেন সেখানকার চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন।

    পাশে থাকা অন্য পরিবারগুলো আপাতত আগুন নিয়ন্ত্রণে আসায় নিরাপদে আছে বলেও জানান তিনি।

    ২৪ ঘন্টা/আর এস পি

  • মেয়ের বিয়ের জমানো টাকার সাথে মাথা গোঁজার ঠাঁইটুকুও কেড়ে নিল আগুন

    মেয়ের বিয়ের জমানো টাকার সাথে মাথা গোঁজার ঠাঁইটুকুও কেড়ে নিল আগুন

    ২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : মেয়ের বিয়ের জন্য ঘরের আলমিরায় নগদ দেড় লক্ষ টাকা রেখেছিলেন চট্টগ্রামের রাউজান উপজেলা উরকিরচর আবুরখীল গ্রামের আলী মিয়া দফাদার বাড়ির মোঃ লোকমান।

    আজ ১৬ মার্চ রবিবার ভোরে তার জমানো সব টাকা পুঁড়িয়ে ছাঁই করে দিয়েছে নিষ্ঠুর আগুন। শুধু টাকা নয়, আগুনের লেলিহান শিখায় ভস্মিভূত হয়েছে তার মাঁথা গোঁজার ঠাঁইটুকুও। মেয়ের বিয়ের জন্য জমানো টাকাগুলো পুড়ে যাওয়ায় চোখেমুখে এখন অন্ধকার দেখছেন মো. লোকমান।

    অন্যদিকে একই আগুনের ঘটনায় নাজিম উদ্দীন চৌকিদারের নগদ ২ লক্ষ টাকা,৪ ভরি স্বর্ণালংকারসহ ঘরের আরো বেশকিছু মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া আগুণে একটি রাইসমিলও সম্পূর্ণ পুড়েে গেছে।

    আজ ১৬ মার্চ রবিবার ভোরে উপজেলার ১২ নং উরকিরচর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আবুরখীল গ্রামের আলী মিয়া দফাদারের বাড়িতে ঘটে অগ্নিকাণ্ডের ঘটনাটি।

    স্থানীয় প্রত্যক্ষদর্শী লোকজন জানান, ভোর আনুমানিক চারটার দিকে নাজিম উদ্দিন চৌকিদার ও মোঃ লোকমান আগুণের লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজন ছুটে এসে আগুণ নেভাতে ঝাঁপিয়ে পড়ে।

    পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে এসে আগুণ নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে নাজিম উদ্দিন চৌকিদার ও মোঃ লোকমানের বসত ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় উভয় পরিবারের ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে জানালেন স্থানীয়রা। তবে আগুণের সূত্রপাত সম্পর্কে কেউ নিশ্চিত করে বলতে পারেনি।

    স্থানীয় ইউপি সদস্য অমিত বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, আগুণের সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই। পরে চেয়ারম্যানের পক্ষ থেকে ইউপি সচিব ও মহিলা মেম্বারসহ নগদ অর্থ, চাউল ও প্রয়োজনীয় কিছু জিনিষপত্র ক্ষতিগ্রস্থ পরিবার সমূহকে প্রদান করেছি।

    উরকিরচর ইউপি চেয়ারম্যান সৈয়্যদ আব্দুল জব্বার সোহেল ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, অগ্নিকান্ডের ঘটনার সংবাদ পেয়ে আমি তাৎক্ষনিকভাবে ক্ষতিগ্রস্থ পরিবারসমূহের মাঝে নগদ অর্থ, বস্ত্র, চাউলসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করেছি।

    ২৪ ঘন্টা/ নেজাম রানা/ আর এস পি…

  • বোয়ালখালীতে আগুনে পুড়লো ৬ দোকান

    বোয়ালখালীতে আগুনে পুড়লো ৬ দোকান

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বোয়ালখালী উপজেলার পশ্চিম শাকপুরা গোলক মুন্সিরহাটে আগুনে পুড়ে গেছে ৬টি দোকান।

    শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

    বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার কিরীটী রঞ্জন বড়ুয়া।

    তিনি জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে যায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

    অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ফুল, মুরগী, পেঁয়াজ, ওয়ার্কশপ ও চায়ের দোকান ছিলো বলে জানান তিনি।

  • চট্টগ্রামে আগুনে দুজনের মৃত্যু

    চট্টগ্রামে আগুনে দুজনের মৃত্যু

    চট্টগ্রাম নগরীর হালিশহরের একটি কলোনিতে আগুনে পুড়ে দুজনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও একজন। রোববার দিবাগত রাত দেড়টার দিকে বড়পোল এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- কুমিল্লার মোহন (৩৫) ও চাঁদপুরের জাকির হোসেন (৩৫)। আগুনে দগ্ধ কবির হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে, রাত ১টা ২৫ মিনিটে তারা ওই আগুন লাগার সংবাদ পায়। আগুন নেভাতে ঘটনাস্থলে ছয়টি গাড়ি নিয়ে যায় ফায়ার সার্ভিস। এক ঘণ্টা ১০ মিনিটে তারা আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে ছয়টি কাঁচা দোকান ও কয়েকটি ভাড়া বাসা পুড়ে যায়। পরে দগ্ধ অবস্থায় দুজনের মরদেহ উদ্ধার করা হয়। দগ্ধ হয়ে আহত কবির হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ উদ্দিন আহমদ বলেন, আগুন লাগার পর ঘর থেকে বের হতে পারেনি হতাহত ব্যক্তিরা। ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানানো হবে।

  • চাক্তাই ভেড়া মার্কেটে আগুন

    চাক্তাই ভেড়া মার্কেটে আগুন

    চট্টগ্রাম মহানগরীর চাক্তাই ভেড়া মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। শুক্রবার গভীর রাতে বাকলিয়ায় থানার ওই মার্কেটে এ ঘটনা ঘটে।

    নন্দনকানন ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল মান্নান জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

    এর আগে গত বছরের ১৬ ফেব্রুয়ারি ও ২০ জুন চাক্তাই ভেড়া মার্কেটে দুই দফা ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। ১৬ ফেব্রুয়ারী আগুনে পুড়ে ৯ জনের মৃত্যু হয়। পুড়ে ছাই হয় প্রায় ২০০ ঘর।

  • মগবাজারে ভবনে আগুন, শিশুসহ নিহত ৩

    মগবাজারে ভবনে আগুন, শিশুসহ নিহত ৩

    রাজধানীর মগবাজারে দিলু রোডে একটি পাঁচতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ তিনজন নিহত হয়েছে। এতে দগ্ধ হয়েছে আরো পাঁচজন। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

    খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করে ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

    ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন সংবাদমাধ্যমকে জানান, পাঁচতলা ভবনের গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত। আগুন নিয়ন্ত্রণের পর সেখান থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়।

    তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি। এছাড়া নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

    আগুনে দগ্ধ হয়েছেন শহিদুল ইসলাম (৪০) ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস (৩৫)। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে শহিদুলের শরীরের ৪৩ ভাগ ও জান্নাতুলের শরীরের ৯৫ ভাগ পুড়ে গেছে বলে জানা গেছে।

    আর আগুনে সৃষ্ট ধোঁয়ায় অসুস্থ তিনজন হলেন সুমাইয়া আক্তার (৩০), মাহাদি (৯) ও মাহমুদুল হাসান (৯ মাস)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে সেখানে থাকা একটি গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে বলেও জানা গেছে।

  • চট্টগ্রামে ক্যানের গুদাম আগুন

    চট্টগ্রামে ক্যানের গুদাম আগুন

    চট্টগ্রাম : চট্টগ্রামে একটি খালি ক্যানের গুদাম আগুনে ভস্মিভূত হয়েছে।

    বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) পৌনে ৩টায় নগরীর ডবলমুরিং থানার কদমতলি এলাকায় এ অগ্নিকান্ড ঘটে। আগুনে পুরাতন মোবিলের ক্যান, কাটুন ও প্লাসটিকে মালামাল পুড়ে গেছে।

    খবর পেয়ে নগরীর আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে তিনি গাড়ি ঘটনাস্থলে গিয়ে ৩টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

    আগ্রাাবাদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রেজাউল কবির জানান, কদমতলির মতিয়ারপুল পিয়ার আলী মসজিদের পাশে পাঁচতলা একটি ভবনের নিচতলায় লেগেছে।

    আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্ষয়ক্ষতির পমিরাণ ও কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

  • মাঝিরঘাট এসআরবি বস্তিতে আগুনে  পুড়ল ২ শতাধিক ঘর

    মাঝিরঘাট এসআরবি বস্তিতে আগুনে পুড়ল ২ শতাধিক ঘর

    চট্টগ্রামের মাঝিরঘাট এলাকার এসআরবি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই শতাধিক ঘর পুড়ে ছাই হয়েছে।

    সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৫টা ১০ মিনিটের দিকে নগরীর মাঝিরঘাট এলাকায় নাহার বিল্ডিয়ের পাশে মাদারবাড়ির এসআরবি বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    খবর পেয়ে আগ্রাবদ, চন্দনপুরা, নন্দনকানন ও চকবাজার ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ১৫টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

    আগ্রাবাদ ফায়ার সার্ভিসের আঞ্চলিক কার্যালয়ের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী জানান, ভোর ৫টা ১০ মিনিটের দিকে নগরীর মাঝিরঘাট এলাকায় নাহার বিল্ডিয়ের পাশে মাদারবাড়ির এসআরবি বস্তিতে আগুন লাগে।

    খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ১৫টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

    ধারণা করা হচ্ছে, এতে ক্ষতিগ্রস্ত হয়েছে দুই শতাধিক পরিবার। বর্তমানে খোলা আকাশের নিচে অবস্থান করছে নারী-শিশুসহ হাজারো মানুষ।

    তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

  • বার আউলিয়ায় আগুনে পুড়ে গেছে তিন বসত ঘর, তিন লক্ষ টাকার ক্ষতি

    বার আউলিয়ায় আগুনে পুড়ে গেছে তিন বসত ঘর, তিন লক্ষ টাকার ক্ষতি

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের বার আউলিয়ায় আগুনে পুড়ে গেছে তিনটি বসত ঘর।

    শুক্রবার (৩১ জানুয়ারী) রাত সাড়ে সাতটার সময়
    শিয়ারীপুল এলকার দলাইয়ারপাড়া গ্রামে আবসার আলী দফাদার বাড়িতে উক্ত আগুন লাগার ঘটনা ঘটে। এতে প্রায় তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস।

    আগুনে জানে আলম, মহিউদ্দিন ও জামাল উদ্দিনের তিনটি ঘর পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

    এব্যাপারে কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মোহাম্মদ সাদেক বলেন, ঘরে আগুন লাগার সময় কেউ ছিলেন না। তারা একটি বিয়ের অনুষ্ঠানে যায়। ধারনা করা হচ্ছে বিদ্যুতিক শর্টসাকিট থেকে আগুন লাগার সূত্রপাত। আগুনে আনুমানিক তিনলক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্রম হয়।