Tag: আগুন

  • সিলেটগামী পারাবত এক্সপ্রেসে আগুন

    সিলেটগামী পারাবত এক্সপ্রেসে আগুন

    ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেন (৭০৯) বি-বাড়ীয়া স্টেশন পৌঁছালে ট্রেনটির পাওয়ার কারে আগুনের সূত্রপাত ঘটে।

    শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সোয়া ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। পাওয়ার কারের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে।

    শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে পারাবত এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে ঢোকার সময়ই এর পাওয়ার কারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর কাজ শুরু করে। পাওয়ার কারটিতে এক হাজার লিটার ডিজেল মজুদ ছিল বলে জানা যায়।

    পারাবত এক্সপ্রেসের ক্ষতিগ্রস্থ পাওয়ার কার

    আগুন লাগার পরপরই পাওয়ার কারের বগি থেকে সামনের কোচগুলো আলাদা করে নেয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এতে কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

    ওই ট্রেনের যাত্রী মোরশেদ বলেন, হঠাৎ আগুন আগুন চিৎকারে বাইরে বেরিয়ে আসি। দেখতে পাই, পাওয়ার কারে আগুন জ্বলছে। এরপরই ফায়ার সার্ভিস আগুন নেভাতে ছুটে আসে। এসময় পাওয়ার কারের সামনের কোচগুলো খুলে নেওয়া হয়। তবে পেছনের বগিগুলো তখনো সংযুক্ত ছিল ট্রেনে। তবে ইঞ্জিনের আগুন বগিগুলোতে ছড়িয়ে পড়ার আগেই ফায়ার সার্ভিস সক্রিয় হয়।

    মোরশেদ আরও জানান, ঠিক কী কারণে আগুন লেগেছে, সেটা কেউ বলতে পারছেন না। তবে আগুনে কোনো যাত্রীর ক্ষতি হয়েছে বলে আমরা দেখিনি।

    ঘটনাস্থল থেকে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস স্টেশনের ম্যানেজার জাকারিয়া হায়দার জানান, স্টেশনে ঢোকার মুহূর্তেই পারাবত ট্রেনের পাওয়ার কারে আগুন লাগে— এমন সংবাদ পেয়ে দ্রুত ছুটে যান তারা।

    তিনি জানান, ইঞ্জিন (পাওয়ার কার) থেকে ধোঁয়া বের হলেও আগুন মূলত নিয়ন্ত্রণে এসেছে। কুলিংয়ের জন্য পানি ছিটিয়ে দেওয়া হচ্ছে। ইঞ্জিন থেকে তেল চুঁয়ে পড়ে যেকোনো সময় বড় অগ্নিকাণ্ড ঘটতে পারে। সে কারণে ফায়ার সার্ভিসের আরও টিম প্রস্তুত রাখা হয়েছে বলে জানান তিনি।

    পারাবত এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ৬টায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে গিয়েছিল।

  • ফিশারিঘাটে আগুনে পুড়ল ৯ ব্যবসা প্রতিষ্ঠান, ১০ লাখ টাকার ক্ষতি

    ফিশারিঘাটে আগুনে পুড়ল ৯ ব্যবসা প্রতিষ্ঠান, ১০ লাখ টাকার ক্ষতি

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর পাথরঘাটা ফিশারিঘাটে বৃহস্পতিবার ভোরে আগুন লাগার ঘটনা ঘটে। এতে বিভিন্ন হোটেলসহ অন্তত ৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।

    বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোর ৬টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও ৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গিয়ে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ও অন্তত ৫০ লক্ষ টাকার মালামাল উদ্ধারের তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

    তথ্যটি নিশ্চিত করে ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান বলেন, বৃহস্পতিবার ভোরে আগুন লাগার খবর পেয়ে নন্দনকানন ও লামারবাজার স্টেশন থেকে ৪টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘন্টার চেষ্টায় সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

  • গুজরাটে ৭ তলা বিশিষ্ট টেক্সটাইল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

    গুজরাটে ৭ তলা বিশিষ্ট টেক্সটাইল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

    ২৪ ঘন্টা ডট নিউজ। আন্তর্জাতিক ডেস্ক : ভারতের গুজরাটে’র সুরাতে ৭ তলা বিশিষ্ট রঘুবীর টেক্সটাইল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

    মঙ্গলবার ২১ জানুয়ারি ভোর চারটার সময় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫৭টি দমকল ইঞ্জিন কাজ করছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

    ভারতীয় বিভিন্ন গণমাধ্যম সূত্রে তথ্য নিশ্চিত করা গেলেও ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণও এখনো জানাতে পারেনি কর্তৃপক্ষ।

    জানা গেছে, পুণে কুম্ভরিয়া রোডে রয়েছে রঘুবীর টেক্সটাইল মার্কেট। সাততলা সেই বাজারে অধিকাংশ দোকানই জামাকাপড়ের। সেখানেই খুব সকালে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। আগুনের ধোঁয়ায় ভরে যায় চারিদিক। খবর পেয়ে দমকল বাহিনী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।বারতে টেক্সটাইল মার্কেটে আগুন

    সুরাতের ডেপুটি মিউনিসিপ্যাল কমিশনার এনভি উপাধ্যায় জানান, ‘আগুন লাগার সময় বাজারের দোকানপাট বন্ধ ছিল, তাই কোনও ব্যক্তির আটকে পড়া বা প্রাণহানির ঘটনা ঘটার সম্ভাবনা তেমন একটা নেই। যদিও বাজারে প্রচুর জামা কাপড় মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।’

    উল্লেখ্য, ২০১৯ সালের মে মাসে সুরাতেরই একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ২০ জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছিল। নিহত শিক্ষার্থীরা আগুন লাগার আগে তক্ষশীলা আর্কেড বিল্ডিং তিনতলায় পড়তে গিয়েছিলেন। পড়া শেষে বের হওয়ার সময় আগুন রুদ্ধ হয়ে যাওয়ায় ভয়ে প্রাণ বাঁচাতে উপর থেকে লাফ দিয়েছিল অনেকে।

  • পটিয়ার হাবিলাসদ্বীপে আগুনে পুড়ল ৫ বসতঘর

    পটিয়ার হাবিলাসদ্বীপে আগুনে পুড়ল ৫ বসতঘর

    ২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরখানা এলাকার কাজী রশিদ আহমেদের বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও আগুনে দুটি কাঁচা ও ৩টি সেমিপাকা বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

    সোমবার (৭ জানুয়ারি) মধ্যরাত ৩টার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

    তথ্যটি নিশ্চিত করেন পটিয়া ফায়ার স্টেশন অফিসার সুমেন বড়ুয়া। তিনি বলেন, সোমবার মধ্যরাতে হাবিলাসদ্বীপে আগুন লাগার খবর পেয়ে পটিয়া ও বোয়ালখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ৩টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

    তিনি এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি জানিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বললেন। তবে স্থানীয়রা জানিয়েছে আগুনে মো. ফারুক, মো. শাহজাহান মিয়া, জসিম উদ্দিন, নুরুল ইসলাম ও মো. হোসেনের ৩টি সেমিপাকা ও ২টি দ্বীতল কাঁচা বসতঘর আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে।

    এদিকে মঙ্গলবার সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থান সরেজমিনে পরিদর্শন করে ও ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারের মাঝে নগদ ২ হাজার টাকা করে অর্থ ও ৩ টি করে কম্বল বিতরণ করেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান।

  • চট্টগ্রামের ইপিজেডে মুন বেকারির কারখানায় আগুন

    চট্টগ্রামের ইপিজেডে মুন বেকারির কারখানায় আগুন

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকার স্টিলমিল বাজারের মুন বেকারির কারখানায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। সোমবার ৬ জানুয়ারি দুপুর আড়াইটার সময় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

    এতে বেকারির কারখানা ছাড়াও আগুনে পুড়ে গেছে একটি সেলুন, একটি তুলার দোকান ও লোকমানের মালিকানাধিন একটি ডিপার্টমেন্টাল স্টোর।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক মো. জসীম উদ্দিন বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ৯টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় বিকেল সোয়া ৩টার সময় আগুন নিয়ন্ত্রণে আনেন।

    এ ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে মুন বেকারির কারখানাসহ চারটি দোকান। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তাৎক্ষনিক তিনি জানাতে পারেনি।

  • পতেঙ্গা সৈকত এলাকার সায়মা শপিং সেন্টারে আগুন : দোকান কর্মচারির মৃত্যু

    পতেঙ্গা সৈকত এলাকার সায়মা শপিং সেন্টারে আগুন : দোকান কর্মচারির মৃত্যু

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর বিনোদনের অন্যতম প্রধান স্পট পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকার সায়মা শপিং সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    বুধবার গভীররাতে ওই শপিং সেন্টারের ফারুক স্পিড বোট সার্ভিস নামক একটি প্রতিষ্ঠানে আগুনের সূত্রপাত ঘটে। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের কর্মচারি মো. জাবেদ (১৮) আগুনে দগ্ধ হয়ে মারা যায়।

    নিহত জাবেদ কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার নোয়াপাড়া এলাকার আব্দুল লতিফের ছেলে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

    চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসীম উদ্দিন ঘটনার সত্যতা ও একজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, বুধবার গভীররাত সোয়া ১টার সময় পতেঙ্গার সায়মা শপিং সেন্টারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পতেঙ্গা ইউনিটের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। পরে ফারুক স্পিড বোট সার্ভিসিং সেন্টারের ভেতর থেকে এক যুবকের পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়।

    তিনি আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তাৎক্ষনিক জানাতে না পারলেও নিহত যুবকের পরিচয় নিশ্চিত করেছেন। নিহত যুবকের নাম মো. জাবেদ। সে ওই প্রতিষ্ঠানের কর্মচারি। রাতে সে প্রতিষ্ঠানের ভেতর ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে মারা যায়।

  • চট্টগ্রামের চান্দগাঁও থানা বাহির সিগন্যাল এলাকায় আগুন

    চট্টগ্রামের চান্দগাঁও থানা বাহির সিগন্যাল এলাকায় আগুন

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ওই এলাকার আল আমিন বারিয়া মাদরাসার সামনের সড়ক সংলগ্ন একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। 

    খবর পেয়ে কালুরঘাট ও চন্দনপুরা ফায়ার স্টেশনের তিনটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপনে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

    তথ্যটি নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন। তিনি বলেন, (সন্ধ্যা সাড়ে ৬টা) আগুন এখানো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

    অগ্নি নির্বাপনে ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি তবে গ্যাস লাইন থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন।

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে এ ঘটনায় অন্তত ১০ থেকে ১২টি দোকান ক্ষতিগ্রস্থ হবে।

  • পটিয়ার মুজাফরাবাদে আগুনে ৩ বসত ঘর পুড়ে ছাই

    পটিয়ার মুজাফরাবাদে আগুনে ৩ বসত ঘর পুড়ে ছাই

    সনজয় সেন,পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়া উপজেলার মুজাফরাবাদ ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুকান্ত চৌধুরীর বাড়িতে আগুন লেগে ১টি পাকা ২টি দোতলা মাটির ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

    বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

    আগুনে সুকান্ত চৌধুরী, সুধীর রঞ্জন চৌধুরি ও মৃনাল চৌধুরির ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

    পটিয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার সৌমেন বড়ুয়া ২৪ ঘন্টা ডট নিউজকে জানান,আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ৫ লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে।

    ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইউএনও

    অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করেছেন পটিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল হাসান। তিনি অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি পর্যবেক্ষন করে ক্ষতিগ্রস্তদের সান্তনা দেন এবং সরকারি ভাবে সাহায্য সহযোগীতার আশ্বাস দেন।

  • চকবাজারের এস এ টাওয়ারে আগুন

    চকবাজারের এস এ টাওয়ারে আগুন

    ২৪ ঘন্টা ডট নিউজ।চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার বহুতল ভবন এস এ টাওয়ারে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোর সোয়া ৪টার দিকে ছয় তলা ভবনের নিচ তলার বৈদ্যুতিক সরঞ্জামের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

    তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি জানিয়ে চট্টগ্রাম ফায়ার স্টেশনের সহকারী পরিচালক জসীম উদ্দিন বলেন, আগুন লাগার খবর পেয়ে নন্দনকানন ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় পৌণে ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

    তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে বৈদ্যুতিক সরঞ্জামের একটি দোকানের মালামাল পুড়ে গিয়ে ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

  • পেট্রোল ঢেলে পুলিশই পুড়িয়েছে বাস (ভিডিও)

    পেট্রোল ঢেলে পুলিশই পুড়িয়েছে বাস (ভিডিও)

    নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভে বাস পোড়ানোর ঘটনায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
    সামাজিক যোগাযোগমাধ্যমে রবিবার বিকেলের ঘটনার একাধিক ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে। যাতে দাবি করা হচ্ছে, শিক্ষার্থীরা নয়, বাস পুড়িয়েছে পুলিশ নিজেই।

    এদিকে একই দাবি করেছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। টুইটার বার্তায় বাস পোড়ানোর একাধিক ছবি প্রকাশ করে মনীশ সিসোদিয়ার অভিযোগ, ‘নোংরা রাজনীতির অংশ হিসেবে পুলিশকে দিয়ে এমন কর্মকাণ্ড ঘটিয়েছে বিজেপি সরকার। ’

    ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, বাসের ভেতর সাদা ও হলুদ ক্যানে করে পেট্রোল ঢালছে পুলিশ ও সাদা পোশাকধারী লোক। এরপরে বাসগুলো জ্বলে উঠে।

    সিসোদিয়া জানান, ‘বাসের ভেতরে পুলিশ সাদা ও হলুদ ক্যান করে কী ঢালছিল তার নিরপেক্ষ তদন্ত করা উচিত। ’

    যদিও নয়াদিল্লি পুলিশ দাবি করে, ক্যানের ভেতরে পেট্রোল নয় পানি ছিল। আগুন নেভাতে তারা বাসের ভেতরে পানি ঢালছিল।

    তবে বাসে আগুন ধরার আগেই এর ভেতরে পানি ঢালা নিয়ে পুলিশের এমন বক্তব্যও সমালোচিত হয়েছে।

    পুলিশের অভিযোগ, বাসে আগুন ধরিয়েছে জামেয়া মিল্লিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যদিও মিল্লিয়ার ছাত্র সংসদ জানায়, তাদের বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। তাদের আন্দোলনে যোগ দিয়েছিল বাইরের অনেক মানুষও।

    এদিকে রাতে মিল্লিয়ার ভেতরে অভিযান চালিয়েছে পুলিশ। কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা, ভাংচুর চালায় চালায় পুলিশ। এতে অন্তত ১০০ শিক্ষার্থী আহত হয়েছে।

  • আগুন : ওয়ার্কশপে পুড়ল দুই বাস, বোয়ালখালীতে পুড়েছে ২টি বসতঘর

    আগুন : ওয়ার্কশপে পুড়ল দুই বাস, বোয়ালখালীতে পুড়েছে ২টি বসতঘর

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকার একটি ওয়ার্কশপে এবং বোয়ালখালী উপজেলার বড়ুয়ার টেক এলাকায় পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

    শনিবার ভোর ৫টার দিকে চট্টগ্রাম নগরীর বন্দর থানার নিমতলা এলাকায় সৈকত ফিলিং স্টেশন সংলগ্ন একটি ওয়ার্কশপে অগ্নিকাণ্ডের ঘটনায় ওয়ার্কশপে থাকা দুটি বাস পুড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

    আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের দুইটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে পৌনে একঘন্টার চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও গ্যারেজে থাকা দুটি বাস আগুনে পুড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।

    এদিকে একই দিন জেলার বোয়ালখালী উপজেলার বড়ুয়ার টেক এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়ে দুটি বসতঘর পুড়ে অন্তত চার লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন।

    তিনি বলেন, ভোর রাত সোয়া ৩টার সময় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীদের ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

  • সীতাকুণ্ডে অবৈধ তেলের ডিপুতে আগুন : এ যাত্রায় ৫শ পরিবার রক্ষা

    সীতাকুণ্ডে অবৈধ তেলের ডিপুতে আগুন : এ যাত্রায় ৫শ পরিবার রক্ষা

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে একটি কালো তেলের ডিপোতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের সালেহ কাপেট এলাকায় সালাম চৌধুরীর ডিপোতে এ আগুনের ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিস দ্রুত গতিতে ঘটনাস্থলে যাওয়ায় প্রানে রক্ষা পায় পাঁচ শত পরিবার ও তাদের মূল্যাবান সম্পদ।

    জানা যায়, উপজেলার ভাটিয়ারি ইউনিয়ন সালেহ্ কাপের্ট এর পশ্চিমে ঘন বসতি এলাকায় স্থানীয় সালাম চৌধুরী প্রায় বিশ ফুট উচ্চতার টিনের ঘেরা দিয়ে এবং ৫০ ফুট উপরে বিষাক্ত কালো দূয়ার চুঙ্গি বসিয়ে কালো তেলের কারখানা গড়ে তুলে।

    প্রতি রাতে এই ডিপোতে পুরাতন জাহাজের ফেলে দেওয়া তেলগুলো এনে রাতভর বিভিন্ন মেডিসিন দিয়ে আগুন জ্বালিয়ে রিপারিং করে। আর এ ডিপোর বিষাক্ত ধোঁয়ায় আশে-পাশে এলাকাবাসি ও শিশুরা বিভিন্ন রোগে আক্তান্ত হচ্ছে।

    বৃহস্পতিবার ভোরে তেল রিপারিং করার সময় আগুন লেগে যায়। সাথে সাথে আগুনের লেলিহান শিখা দ্বিক-বিদ্বিক ছুড়াছড়ি করে। এ সময় স্থানীয়রা আতংকিত হয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিস ঘটনার সাথে সাথে ঘটনাস্থলে আসলে স্থানীয় প্রায় পাঁচশত পরিবার প্রাণে রক্ষা পায় এবং মূল্যাবান জিনিসপত্র।

    ঘন বসতি এলাকায় বিপদজনক এই কালো তেলের ডিপোর বিষয়ে একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ দেওয়ার পর প্রশাসন সিলগালা করে দেন। কিন্তু অদৃশ্য কারণে মাস না যেতেই এই অবৈধ কালো তেলের ডিপো শুরু হয়ে যায়।কদমরসুলে তেলের ডিপো

    এ বিষয়ে জানতে চাইলে ডিপো সংলগ্ন রেনুয়ারা বেগম ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, ‘প্রশাসন এসে কয়েকবার এই অবৈধ ডিপো বন্ধ করে দিয়েছে, কিন্তু কেন আবার শুরু হয় আমরা জানি না। ডিপোর পাশে বাড়ি হওয়ায় আমরা সারাক্ষণ আতংকে থাকি। বিষাক্ত ধোঁয়ায় আমর ভাইয়ের তিন ছেলে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আমরা এই অবৈধ ডিপোর স্থায়ী উচ্ছেদ চাই।

    সীতাকুণ্ডের কুমিরা ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করে ২৪ ঘন্টা ডট নিউজকে  বলেন, ‘আমরা দ্রুত ঘটনাস্থলে যাওয়ায় ডিপোর আশে-পাশে প্রায় পাঁচশত পরিবারকে রক্ষা করি।

    এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নিবার্হী কর্মকর্তা মিল্টন রায় ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, ‘আমি শুনেছি এর আগেও ডিপোটি বন্ধ করেছিল প্রশাসন। আগুনের বিষয়টি আমি শুনেছি, ঘটনাস্থল পরিদর্শন শেষে আইনগত ব্যবস্থা নেবো।