Tag: আগুন

  • হাইকোর্টের সামনে মোটরসাইকেলে আগুন

    হাইকোর্টের সামনে মোটরসাইকেলে আগুন

    দুর্বৃত্তরা রাজধানীর হাইকোর্টের সামনে তিনটি মোটরসাইকেলে আগুন দিয়েছে।

    বুধবার বিকাল পাঁচটার দিকে এই ঘটনা ঘটে। তবে কারা এই আগুন ধরিয়েছে তাদের এখনো নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

    ডিএমপির শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছে।

    ওসি বলেন, ‘দুর্বৃত্তরা তিনটি মোটরসাইকেল জ্বালিয়েছে দিয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। ধারণা করা হচ্ছে, আগামীকাল খালেদা জিয়ার জামিন শুনানিকে কেন্দ্রে এই ঘটনা ঘটেছে। তদন্ত করে বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।’

    এর আগে ২৭ নভেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর হাইকোর্টের সামনে গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। একই দিন ৩০ জনের নাম উল্লেখ করে বিএনপির ৫০০ নেতাকর্মীর নামে মামলা করা হয়।

    এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাত বছর দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানি আগামীকাল বৃহস্পতিবার হওয়ার কথা রয়েছে। শুনানিকে কেন্দ্র করে এই ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

  • রাউজানে মুক্তিযোদ্ধা কমান্ডারের ঘরে দুর্বৃত্তের আগুন : পুড়ে ছাই মুক্তিযোদ্ধা বিষয়ক গুরুত্বপূর্ণ নথি

    রাউজানে মুক্তিযোদ্ধা কমান্ডারের ঘরে দুর্বৃত্তের আগুন : পুড়ে ছাই মুক্তিযোদ্ধা বিষয়ক গুরুত্বপূর্ণ নথি

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে মুক্তিযোদ্ধা কমান্ডার আবু জাফর চৌধুরীর ঘরে আগুণ দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোর চারটার দিকে উপজেলার রাউজান ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে এই ঘটনা ঘটে।

    রাউজান উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু জাফর চৌধুরী সাংবাদিকদের জানান, আমাকে স্ব-পরিবারে পুড়িয়ে মারার উদ্দেশ্যে ভোর পৌণে চারটার দিকে আমার বসতঘরে আগুণ দেয় দুর্বৃত্তরা। তবে সৌভাগ্যক্রমে আমিসহ পরিবারের সদস্যরা চট্টগ্রাম শহরে অবস্থান করায় আমরা বেঁচে গেছি।রাউজানে আগুন

    তিনি আরো বলেন, আগুণে আমার বসতঘরের চারটি কক্ষ সম্পূর্ণ পুড়ে গেছে। আগুণে ঘরের আলমিরায় রক্ষিত মুক্তিযোদ্ধা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি ও কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়।

    তিনি আরো বলেন, ভোরে আমার ঘরে আগুণ দেখে ঘর থেকে আমার ভাতিজা বের হয়ে যায়। এ সময় আমার প্রতিবেশীরা ছুটে এসে আগুণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে রাউজান ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুণ নিয়ন্ত্রণে আনলেও চারটি কক্ষ পুড়ে যায়।

    রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আশরাফুল ইসলাম ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, ভোর রাতে মুুক্তিযোদ্ধা কমান্ডারের ঘরে আগুণ লাগার সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনি। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি।

    খবর পেয়ে রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল অফিসের সহকারি পুলিশ সুপার মো: আবুল কালাম চৌধুরী, রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) কেফায়েত উল্লাহ ও রাউজান থানার পরিদর্শক (তদন্ত) মীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    এ বিষয়ে রাউজান থানার পরিদর্শক (তদন্ত) মীর হোসেন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, খবর পেয়ে সকালে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে টিনসেডের ঘরের কয়েকটি কক্ষে আগুনে বিভিন্ন জিনিষপত্র পুড়া অবস্থায় দেখি।

    এ রিপোর্ট লেখার সময় (রাত সাড়ে সাতটা) এই বিষয়ে থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

  • চট্টগ্রামের কেইপিজেড-এ আগুন

    চট্টগ্রামের কেইপিজেড-এ আগুন

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের কেইপিজেড এর এইচকেডি ইনোভেশন কারখানার ইউনিট ১ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বুধবার ভোর ৬টার দিকে কারখানাটির আউটডোরে আগুন লাগার ঘটনাটি ঘটে।

    আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের ৫টি গাড়ি ঘটনাস্থলে পৌছে প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

    চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন আগুনের ঘটনার সত্যতা নিশ্চিত করলেও আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষনিক জানাতে পারেনি। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে তিনি জানিয়েছেন।

  • খুলনায় শীতের পোশাকের দোকান পুড়ে ছাই

    খুলনায় শীতের পোশাকের দোকান পুড়ে ছাই

    খুলনায় পুরাতন কাপড়ের মার্কেটের শীতের পোশাকের ছোট-বড়ো ৩৫টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

    মঙ্গলবার সকাল ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

    প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে পুরাতন কাপড়ের মার্কেটের শীতের পোশাকের দোকানে আগুনের ধোঁয়া দেখা যায়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো মার্কেটে।

    ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ইকবাল বাহার বুলবুল জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে তারা ফেরিঘাট মোড়ের পুরনো কাপড়ের দোকানে আগুন লাগার খবর জানতে পারেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টুটপাড়া ও বয়রা স্টেশন থেকে আটটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তারা আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৩৫টি দোকান পুড়ে গেছে।

    তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি।

    খুলনা সদর থানার এসআই ইকবাল জানান, পুরানো কাপড়ের এই মার্কেটের প্রায় ৩০-৩৫টি দোকানই পুড়ে গেছে।

  • আছাদগঞ্জের শুটকিপল্লীতে আগুন : পুড়ল ব্যবসায়ি সমিতির অফিস

    আছাদগঞ্জের শুটকিপল্লীতে আগুন : পুড়ল ব্যবসায়ি সমিতির অফিস

    চট্টগ্রামের বৃহৎ পাইকারী শুটকির বাজার আছাদগঞ্জের শুটকি পল্লীর একটি ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

    বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়ে বড় ক্ষয়ক্ষতির ঘটনা না ঘটলেও আগুনে পুড়ে গেছে শুঁটকি ব্যবসায়ী সমিতির কার্যালয়।

    আজ রবিবার সকাল ৭টার দিকে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। খবর পেয়ে নগরীর লামাবাজার ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে লামার বাজার ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার জাকির হোসেন বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে শুটকিপল্লীর ৫ তলা একটি ভবনের তৃতীয় তলায় থাকা আছাদগঞ্জ শুঁটকি ব্যবসায়ি সমিতির কার্যালয়ে আগুন লাগে।

    খবর পেয়ে আমার স্টেশনের ২টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে ঘন্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও আগুন নিয়ন্ত্রণে আসার আগে সমিতির কার্যালয় পুড়ে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানালেন পায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

  • মিরসরাইতে আগুনে পুড়ল ১০ বসতঘর, কোটি টাকার ক্ষতি

    মিরসরাইতে আগুনে পুড়ল ১০ বসতঘর, কোটি টাকার ক্ষতি

    চট্টগ্রামের মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়নের একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ১০টি বসতঘর আগুনে পুড়ে অন্তত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থ পরিবারের।

    রবিবার রাতে ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া ঘোনা এলাকার হৈয়া মিয়া বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

    আগুন লাগার খবর পেয়ে মিরসরাই ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তা নিয়ে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই আমান উল্লাহ, লিয়াকত আলী, শহিদুল উল্লাহ, মফিজুল হক, গোলাম কাদের, ইঞ্জিনিয়ার হামিদ হক, কামাল উদ্দিন, শাফায়েত উল্লাহ ও মকসুদ আহম্মেদের ১০টি কাঁচা ও আধাপাকা ঘর পুড়ে ছাই হয়ে যায়।

    আগুনে অন্তত কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি করে ক্ষতিগ্রস্থরা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্ত্বেই আগুন ছড়িয়ে পড়ে চারপাশ। এতে একটি ঘরে থাকা গ্যাস সিলেন্ডার বিস্ফোরিত হলে আগুনের লেলিহান শিখা আরো প্রকট হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছালে হয়তো ক্ষয়ক্ষতির পরিমান কিছুটা কম হতো বলে মনে করেন ক্ষতিগ্রস্থরা।

    মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তানভির আহম্মদ জানায়, রবিবার রাতে আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার সার্ভিসের একটি টিম রওনা দেন। তবে ওই এলাকার যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকায় এবং রাস্তাটি সরু হওয়ায় ঘটনাস্থলে পৌছাতে একটু দেরি হয়। এরপরও স্থানীয়দের সহায়তায় কোন হতাহত ছাড়ায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

    ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শণ করেন সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী। তিনি জানান, ইউনয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের তাৎক্ষণিক সাহায্য প্রদান করা হয়েছে।

  • চট্টগ্রামের জহুর হকার্স মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১৫টি ইউনিট

    চট্টগ্রামের জহুর হকার্স মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১৫টি ইউনিট

    চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন জহুর হকার্স মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি স্টেশনের ১৫টি ইউনিট।

    আজ শনিবার ভোর পৌনে ৪টার দিকে এ আগুন লাগে।

    ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, দিবাগত রাত ৩টার দিকে জহুর হকার্স মার্কেটের পাশে জালালাবাদ মার্কেটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় বিকট শব্দে দুটি বিস্ফোরণের পর আগুনের শিখা দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। এ দুটি মার্কেটের সরু পথে গড়ে উঠা পাইকারি কাপড়ের দোকানের পাশাপাশি কম্বলের কারখানা ও গুদামসহ বিভিন্ন কাপড়ের খুচরা দোকান রয়েছে।

    ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন জানান, আগুন লাগার খবর পেয়ে নন্দনকানন, চন্দনপুরা, আগ্রাবাদ ও কালুরঘাট ফায়ার স্টেশনের ১৫টি ইউনিট পাঠানো হয়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।

    ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, ক্ষয়ক্ষতি পরিমাণও কম নয়। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে।

    জহুর হকার্স মার্কেট চট্টগ্রাম নগরের সবচেয়ে বড় হকার্স মার্কেট। প্রায় কয়েক কিলোমিটার জুড়ে বিস্তৃত এ মার্কেটে কয়েক হাজার কাপড়ের দোকান ও টেইলার্স রয়েছে। নগরের নিম্ন ও মধ্যবিত্তের কেনাকাটার অন্যতম পছন্দের স্থান এ জহুর হকার্স মার্কেট।

    ব্যবসায়ীরা জানান, শীতের মৌসুমকে সামনে রেখে দোকান ও গুদামগুলোতে বিপুল পরিমাণ পণ্য মজুদ ছিল। আগুনে জালালাবাদ মার্কেটের পাশাপাশি জহুর হকার্স মার্কেটের অর্ধশত দোকান পুড়ে যায়।

    ব্যবসায়ীদের দাবি, আগুনে কমপক্ষে ১ কোটি টাকা ক্ষতি হয়েছে।

  • পটিয়ায় আগুনে দোতলা মাটির ঘর ভস্মিভূত, ক্ষয়ক্ষতি ৫ লাখ টাকা

    পটিয়ায় আগুনে দোতলা মাটির ঘর ভস্মিভূত, ক্ষয়ক্ষতি ৫ লাখ টাকা

    পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের বনফুল ফ্যাক্টরির পাশে মূদুল চৌধিুরি ১টি মাটির দোতলা ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

    গতকাল দিবাগত রাত ৩ টার সময় আগুন লেগে এই দূর্ঘটনা ঘটে। তবে আগুন কি কারণে লেগেছে সঠিক জানাতে পারেনি পটিয়া ফায়ার সার্ভিস।

    এলাকাবাসী জানায় রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানাীয়রা পটিয়া ফায়ার সার্ভিস কে খবর দিলে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট আধ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পটিয়া ষ্টেশন অফিসার সৌমেন বড়ুয়া ক্ষয়ক্ষতির পরিমান ৫ লাখ টাকা হবে বলে জানান।

  • নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের পাশে আগুন, বিদ্যুৎ বিচ্ছিন্ন

    নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের পাশে আগুন, বিদ্যুৎ বিচ্ছিন্ন

    রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং মিডওয়ে হোটেলের মাঝখানের গলিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা ১১ টা ৩০ মিনিটে এই আগুনের সূত্রপাত হয়।

    এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার লীনা খানম। তিনি  জানিয়েছেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে অগ্নি নির্বাপনের কাজে অংশ নেয়। সকাল ১১টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক লাইন থেকে এই আগুন লাগে বলে জানান লীনা।

    আগুনের ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয় নি। কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।

    তবে আগুন নিয়্ন্ত্রণে আনতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং মিডওয়ে হোটেলের বিদ্যুৎ সংযোগ বিছিন্ন রয়েছে।

  • চান্দগাঁওতে আগুন : দগ্ধ ১ জনের মৃত্যু, ৫ জন হাসপাতালে

    চান্দগাঁওতে আগুন : দগ্ধ ১ জনের মৃত্যু, ৫ জন হাসপাতালে

    চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় অগ্নিকান্ডের ঘটনায় তিন নারী ও এক শিশুসহ একই পরিবারের ৬ সদস্য দগ্ধ হয়েছে। হাসপাতালে নেয়ার পর দগ্ধ নজরুল ইসলাম (৫৫) চিকিৎসাধিন অবস্থায় দুপুর আড়াইটায় মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

    সোমবার দুপুরে সময় কে বি আমান আলী সড়কের বাদশা মিয়া চেয়ারম্যান ঘাটা এলাকার হাজী মফিজুর রহমান আবাসিক এলাকার বেদার মিয়া চৌধুরী টাওয়ারের তৃতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহত নজরুল ইসলাম ছোটন (৫৫) চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডের একটি প্রতিষ্ঠানে চাকরি করেন।

    এ ঘটনায় দগ্ধ অন্য সদস্যরা হলেন, নজরুলের মা মনোয়ারা বেগম (৭০), নজরুলের স্ত্রী জোবাইদা (৩৫), নজরুলের বোন সেলিনা কলি (৩২), নজরুলের ২ ছেলে হাজ্জাজ (৩) ও আজবির (১৩)।

    দগ্ধ ৬ জনেরই শরীরে বিভিন্ন অংশে ১৫ শতাংশ থেকে ৬৫ শতাংশ পুড়ে গেছে বলে চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন।

    হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, সোমবার দুপুরে নগরীর চান্দগাঁও থানা এক কিলোমিটার এলাকা থেকে আগুনে দগ্ধ একই পরিবারের ৬ সদস্যকে চমেক হাসপাতালে আনা হলে একজনের মৃত্যু ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। বাকিরাও আশংকাজনক জানিয়ে ২জনকে ঢাকায় প্রেরণ করে বাকি তিনজনকে চমেক হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।

    চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করলেও তাৎক্ষনিক বিস্তারিত জানাতে পারেনি তিনি। তবে তিনি প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট বা গ্যাসের লাইন লিক হয়ে অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে।

    পরিবারের লোকজন বলছে বাইরে থেকে আগুনের পুলকি ভেতরে ঢুকেছে। ঘরের কাঠের মূল দরজা এবং সিঁড়ির জানালার কাঁচ ভাঙ্গা দেখে তারা ধারণা করছে বজ্রপাত বা আগুনের ফুলকি বাইরে থেকে এসেছে।

  • ক্যাসিনোকাণ্ডে ফেঁসে যাচ্ছে শাকিব-মিতুর ‘আগুন’

    ক্যাসিনোকাণ্ডে ফেঁসে যাচ্ছে শাকিব-মিতুর ‘আগুন’

    সরকারের চলমান শুদ্ধি অভিযানের কারণেই এ ঝামেলার মুখোমুখি হয়েছে সিনেমাটির প্রযোজনা সংস্থা। ইতিমধ্যে ছবিটির ৩০ শতাংশের কাজও সম্পন্ন হয়ে গেছে বলে জানা গেছে। আর এরই মধ্যে অনিশ্চয়তার হুমকিতে পড়েছে ছবিটি। সম্প্রতি বেশ ঘটা করে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বলরুমে মহরত হয়ে গেল শাকিব-মিতু জুটির ছবি ‘আগুন’।

    জানা গেছে, বদিউল আলম খোকন পরিচালিত ছবিটির প্রযোজনায় রয়েছে দেশবাংলা মাল্টিমিডিয়া। সংস্থাটির মালিকানায় রয়েছেন ঢাকা দক্ষিণের প্রভাবশালী যুবলীগ নেতা এনামুল হক আরমান। ক্যাসিনোবাণিজ্যে যাকে গুরু হিসেবে মানেন যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন সম্রাট।

    সম্রাট ঘনিষ্ঠ যুবলীগের একাধিক নেতা জানিয়েছেন, আরমানই প্রথম নিজের টাকায় ক্যাসিনোর সরঞ্জাম কিনে আনেন ঢাকায়। এর পর সম্রাটকে মতিঝিল ক্লাবপাড়ার ক্যাসিনোবাণিজ্যে প্রবেশ করান তিনি। সম্রাটকে সামনে রেখে ক্যাসিনোবাণিজ্যের ক্যাশিয়ার হিসেবে কাজ করতে থাকেন।

    সূত্র জানায়, বিএনপি শাসনামলে হাওয়া ভবনে যাতায়াতের কারণে মতিঝিল ক্লাবপাড়ায় প্রভাবশালী হয়ে ওঠেন আরমান। সেই প্রভাব খাটিয়ে বিএনপি আমলেই ফকিরাপুলের কয়েকটি ক্লাবের ক্যাসিনোর নিয়ন্ত্রণ নেন আরমান। এর পর আওয়ামী লীগ ক্ষমতায় এলে সম্রাটের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে ঢাকা দক্ষিণ যুবলীগের সহসভাপতির পদটি বাগিয়ে নেন।

    সূত্র জানায়, দেশবাংলা মাল্টিমিডিয়ার কর্ণধার আরমান হলেও এর নেপথ্য মালিক হিসেবে শুরু থেকেই প্রচার হয়েছে যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন সম্রাটের নাম। আর বর্তমানে ক্যাসিনোকাণ্ডে এ দুই যুবলীগ নেতা রয়েছেন গোয়েন্দা নজরদারিতে। এখন ‘আগুন’ ছবির অর্থের জোগান নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। চলচ্চিত্রপাড়ায় ঘুরেফিরে যে প্রশ্ন উঠেছে, ছবিটির প্রযোজনা সংস্থা চলমান শুদ্ধি অভিযানে দেশবাংলা মাল্টিমিডিয়ার কার্যক্রম থাকবে কী? অর্থের জোগান দিয়ে যাবে কী সংস্থাটি? শেষ হবে কী ‘আগুন’ ছবির শুটিং?

    জানা যায়, আরমান প্রযোজিত ‘আগুন’ ছবির মহরত অনুষ্ঠানটি প্যান প্যাসিফিকে বেশ জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান।

    ইসমাইল হোসেন সম্রাট ও এনামুল আরমানও উপস্থিত ছিলেন সেখানে। ছবিতে চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশের প্রথম আসরের রানারআপ জাহারা মিতু। ছবিটি নিয়ে অনেক প্রত্যাশাই তৈরি হয়েছে। কারণ এই ছবি দিয়ে দীর্ঘদিন পর আবারও সিনেমায় ফিরছেন পরিচালক-নায়কের সুপারহিট জুটি খোকন-শাকিব। এ বিষয়ে এখন পর্যন্ত আশাবাদী পরিচালক বদিউল আলম খোকন।

    তিনি বলেন, ‘দেশের পরিস্থিতি যাই থাকুক, ছবিটির শুটিং চলবে। প্রায় ৩০ শতাংশ কাজ শেষ হয়েছে ‘আগুন’ ছবির। এবার শুক্রবার (২৭ সেপ্টেম্বর) থেকে কক্সবাজারে একটানা শুটিং চলবে। বাকি থাকবে গানের শুটিং। সেগুলো নতুন তারিখ ঠিক করে দৃশ্যায়ন করা হবে।

    পরিকল্পনামাফিকই কাজ এগিয়ে চলেছে। দেশের চলমান পরিস্থিতির সঙ্গে এর সম্পর্ক নেই।’ প্রসঙ্গত দেশবাংলা মাল্টিমিডিয়ার দ্বিতীয় ছবি ‘আগুন’। ছবিটিতে শাকিব খান ও জাহারা মিতু জুটি ছাড়াও মিশা সওদাগর, আলীরাজ, সুচরিতা, সাদেক বাচ্চু, রেবেকা, আফজাল শরীফ, সুব্রত প্রমুখ অভিনয় করছেন।