সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্রসহ মোহাম্মদ সালাউদ্দিন(৪৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩নভেম্বর) রাত সাড়ে ৭টার সময় উপজেলার সোনাইছড়িস্থ বার আউলিয়া এলাকার রাইজিং ফিলিং স্টেশনের পাশে একটি দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
সালাউদ্দিন উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দক্ষিণ মাহমুদাবাদ গ্রামের ফছি মেম্বারের বাড়ির মৃত খোরশেদ আলমের পুত্র। গ্রেফতারকৃতের কাছ থেকে পুলিশ একটি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার তদন্ত কর্মকর্তা সুমন বনিক বলেন, গোপন সূত্রে দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে। এছাড়া তার বিরুদ্ধে আর কোন মামলা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।
২৪ ঘণ্টা/রিহাম/দুলু