২৪ ঘণ্টা ডট নিউজ। মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইতে করোনাকালেও ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত। এমন খবর পেয়ে র্যাবের একটি টহল টিমঅভিযানে গেলে ডাকাত সদস্যদের সাথে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
এতে র্যাব সদস্যদের ছোঁড়া গুলিতে এক ডাকাত নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গুলিবিদ্ধ লাশের পাশ থেকে দুটি দেশিয় এলজি ও ৮ রাউন্ড গুলি উদ্ধারের তথ্য জানিয়েছে র্যাব।
গতকাল (১০ জুন) রাত সাড়ে বার টায় উপজেলার নয় দুয়ারিয়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ অপারেশন এসপি আমির উল্লাহ ২৪ ঘণ্টা ডট নিউজকে বলেন, আমাদের নিয়মিত টহল দল গোপন সংবাদে জানতে পারে নয় দুয়ারিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছে একদল ডাকাত।
খবর পেয়ে টহল দল নয় দুয়ারিয়া এলাকায় পৌছলে ঢাকাত দল টহল দলের উপর গুলি চালাতে থাকে। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় র্যাবের টহল দল। গোলাগুলির এক পর্যায়ে ঢাকাত দলের পক্ষ থেকে কোন সাড়া না পেয়ে ঘটনাস্থল তল্লাশি চালালে গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাত সদস্যকে উদ্ধার করা হয়।
পরে আহত ডাকাত সদস্যকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত ডাকাত সদস্যের কোন পরিচয় পাওয়া যায়নি। এর আগে বন্দুকযুদ্ধের ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও আট রাউন্ড অব্যবহৃত গুলি উদ্ধার করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান ২৪ ঘণ্টা ডট নিউজকে বলেন, র্যাবের তথ্য অনুযায়ী নিহতের লাশ পোস্টমর্টেমের জন্য চমেকের মর্গে রয়েছে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলি এখনো র্যাবের হেফাজতেই রয়েছে। নিহতের কোন তথ্য বা পরিচয় জানা যায়নি বলে তিনিও জানান।
২৪ ঘণ্টা/আশরাফ উদ্দিন/আর এস পি