ফটিকছড়ি প্রতিনিধি: আধ্যাত্ম শরাফতের অন্যতম প্রাণপুরুষ হযরত শাহসুফী মাওলানা সৈয়দ মুহাম্মদ আছমত উল্লাহ শাহ রহ.’র বার্ষিক ১৪০ তম ওরশ শরীফ আগামীকাল ১২ ফেব্রুয়ারী (বুধবার) উপজেলার ফটিকছড়ি পৌরসভাধীন উত্তর রাঙ্গামাটিয়া গ্রামের ১ নং ওয়ার্ডে মাজার প্রাঙ্গনে মহাসমারোহে অনুষ্ঠিত হবে। এতে দিনব্যাপী নানা কর্মসূচী হাতে নিয়েছে ওরশ পরিচালনা কমিটি।
কর্মসূচীর মধ্যে রয়েছে বাদে ফজর গিলাপ পড়ানো, পুস্পস্তবক অর্পণ, মাজার জিয়ারত, খতমে কোরআন, খতমে গাউছিয়া, সন্ধ্যায় হযরতের জীবন ও দর্শনের ওপর আলোচনা সভা।
হযরত মাওলানা সরোয়ার উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি থাকবেন ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ আবু তৈয়ব। প্রধান আলোচক থাকবেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফটিকছড়ি থানার ওসি বাবুল আকতার।
প্রধান ওয়ায়েজিন হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমাইর রিজভী।
এতে জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন ওরশ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।