Tag: আটক

  • ডোপ টেস্টে ১২ মাদকাসক্ত আটক

    ডোপ টেস্টে ১২ মাদকাসক্ত আটক

    নাটোরে মাদক বিরোধী অভিযানে ডোপ টেস্ট শেষে ১২ মাদকসেবীকে আটক করেছে র‌্যাব।

    বৃহস্পতিবার রাতে নাটোর শহরের কানাইখালী স্টেডিয়াম মাঠ এলাকা থেকে মাদক সেবন অবস্থায় তাদের আটক করা হয়।

    র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সানরিয়া চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, মাদক সেবীরা বিভিন্ন এলাকা থেকে কানাইখালী স্টেডিয়াম মাঠ এলাকায় এসে একত্রিত হয়ে মাদক সেবন করে এবং নেশাগ্রস্থ অবস্থায় বিরক্তিকর আচরণ করে। এমন সংবাদ পেয়েই র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়।

    এসময় ১২ জনকে আটক করা হয়। পরে তাদের নাটোর সদর হাসপাতালে ডোপ টেস্ট করে পজেটিভ ফলাফল পাওয়া যায়। এরইমধ্যে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে শুকনা গাঁজা ও মাটির কোলকি সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

    এন-কে

  • নোয়াখালীতে ২৫৫০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক

    নোয়াখালীতে ২৫৫০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল আটক

    নোয়াখালী পৌরসভার জামতলা এলাকায় অভিযান চালিয়ে মো. শহীদুল ইসলাম (২৪) নামের এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে ২৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    বুধবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে তাকে আটক করা হয়। আটককৃত মো. শহীদুল ইসলাম নোয়াখালীর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের রুহুল আমিন মেম্বার বাড়ির রুহুল আমিনের ছেলে। সে কক্সবাজার জেলার মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প পুলিশ ক্যাম্পে কনস্টেবল হিসেবে কর্মরত।

    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে জামতলা এলাকায় অভিযান চালায় নোয়াখালী গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় ইয়াবা বিক্রিকালে হাতে-নাতে কনস্টেবল শহীদুল ইসলামকে আটক করা হয়। এসময় তার দেহে তল্লাশি চালিয়ে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে আরও ইয়াবা আছে বলে স্বীকার করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিনোদপুর ইউনিয়নে অভিযান চালানো হয়। অভিযানকালে নারায়ণপুর গ্রামের একটি কবরস্থান থেকে আরও ২১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    জেলা ডিবি পুলিশের ওসি মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার দুপুরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কক্সবাজার তার কর্মস্থল হওয়ায় সেখান থেকে ইয়াবা এনে নোয়াখালীতে বিক্রি করতো সে।

    এন-কে

     

  • ৫শ’ বোতল ফেন্সিডিলসহ ব্যবসায়ী আটক

    ৫শ’ বোতল ফেন্সিডিলসহ ব্যবসায়ী আটক

    ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৫শ’ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেনকে আটক করেছে র‌্যাব। এসময় মাদক ব্যবসায়ীর ব্যবহৃত একটি জিপ গাড়ী জব্দ করা হয়েছে।

    বুধবার সকালে সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী আখাউড়ার দূর্গাপুর গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র‌্যাব-১৪।

    র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিল। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

    এন-কে

  • নাটোরে ৩২ কেজি গাঁজাসহ আটক ৩

    নাটোরে ৩২ কেজি গাঁজাসহ আটক ৩

    নাটোরে ৩২ কেজি গাঁজা নিয়ে একটি এ্যাম্বুলেন্সে যাওয়ার সময় চালকসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫। আটককৃতদের নাম চালক মো. রানা (১৯), হেলপার শাহ আলম (৩১) ও আলামিন হোসেন (১৯)।

    শুক্রবার ভোর রাতে সদর উপজেলার পুর্ব হাগুরিয়া এলাকার মেসার্স এফএনএ ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়। এসময় উদ্ধারকৃত গাঁজাসহ একটি এ্যাম্বুলেন্স জব্দ করা হয়।

    লালমনিরহাট জেলার হাতিবান্ধা সীমান্ত দিয়ে চোরাচালানে আসা গাঁজাগুলো রাজশাহী নিয়ে যাচ্ছিল বলে জানান, র‌্যাব কর্মকর্তা। আটক এ্যাম্বুলেন্স চালক মো. রানা লালমনির হাট জেলার হাতিমারি উপজেলার দক্ষিন গড্ডিমারি এলাকার শহিদুল ইসলামের ছেলে, হেলপার শাহ আলম একই এলাকার আব্দুস সোবাহানের ও আলামিন হোসেন মো. দুলালের ছেলে।

    সিপিসি-২, র‌্যাব-৫, নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. সানরিয়া চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার ভোর রাতে র‌্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী ১টি সাদা রংয়ের এ্যাম্বুলেন্স কারে মাদকদ্রব্যসহ নাটোর হয়ে রাজশাহী দিকে আসছে। ওই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোল্লাপাড়া ক্যাম্পের র‌্যাবের একটি অপারেশন দল নাটোর সদর উপজেলার পুর্ব হাগুরিয়া এলাকার মেসার্স এফএনএ ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার ওপর চেকপোষ্ট বসিয়ে যানবাহন তল্লাশী করে। ভোর ৬টার দিকে নাটোরের দিকে ১টি সাদা রংয়ের এ্যাম্বুলেন্স চেকপোষ্টের সামনে আসলে তাকে সিগন্যাল দিয়ে গতিরোধ করা হয়।

    এসময় এ্যাম্বুলেন্সের চালক, হেলপারসহ ৩ জন গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। এসময় আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ্যাম্বুলেন্সের ভেতর ৬টি পোটলায় খাকি ক্রসটেপ দিয়ে মোড়ানো প্রায় ১২ লাখ টাকা মূল্যের গাঁজা উদ্ধার করা হয়। পরে নাটোর থানায় একটি মাদক মামলা রুজু করার পর আটককৃতদের থানায় পুলিশের কাছে সোপর্দ করা হয় বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

    এন-কে

  • র‌্যাবের অভিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী আটক

    র‌্যাবের অভিযানে মাদকসহ ৪ ব্যবসায়ী আটক

    সাতক্ষীরায় পৃথক অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা ও ৬শ’ ১০ পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব-৬ সদস্যরা। পাটকেলঘাটা থানার বাইগুনি, কলারোয়া থানার শাকদাহ এবং শার্শা থানার উলাশী বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক দ্রব্যসহ আসামীদের আটক করা হয়।

    গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে র‌্যাবের একটি দল পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়নের বাইগুনি এলাকায় অভিযান পরিচালনা করে।

    এসময় পাটকেলঘাটার তৈলকুপি গ্রামের মৃত. আনসার আলী সরদারের ছেলে কামরুল ইসলাম (৩২)কে ৯০ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ আটক করা হয়। এঘটনায় পাটকেলঘাটা থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ৮(৯)২১।

    অপর অভিযানে রাত ৮টার দিকে কলারোয়া থানার শাকদাহ বাজারের মতলব মার্কেটের মনজেল সাইকেল স্টোর ও মেশিনারী হার্ডওয়ার দোকানের সামনে অভিযান চালোনো হয়। এ সময় যশোরের ঝিকরগাছা থানার বাকড়া গ্রামের লেয়াকত আলী কারিগরের ছেলে মোঃ ইদ্রিস আলী (৩০)কে ২৩০ পিস ইয়াবসহ আটক করা হয়। এ ঘটনায় কলারোয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১৬(৯)২১।

    এর আগে সোমবার বিকেলে যশোরের শার্শা থানার পূবালী ব্যাংক নাভারন বাজার শাখার সামনে অভিযান চালিয়ে শার্শা থানার বৃত্তিবাড়িপোতা গ্রামের মতলেব হোসেনের ছেলে বিপ্লব হোসেন (২৫) ও একই গ্রামের নাসির হোসেনের ছেলে রাজু হোসেন (২১)কে ২৯০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় শার্শা থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১৮(৯)২১।

    আটককৃতরা সকলেই দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে মাদকের ব্যবসার করে আসছিল বলে জানিয়েছে র‌্যাব।

    এন-কে

  • আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরকে আটক করেছে র‍্যাব

    আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরকে আটক করেছে র‍্যাব

    আজ বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে পৌনে ১২টার দিকে র‌্যাবের একটি দল তাঁর গুলশানের বাসায় অভিযান চালায়। এসময় তাঁর বাসায় বিপুল পরিমাণ মাদক পাওয়া যায়। মাদক উদ্ধারের ঘটনায় তাকে আটক করে র‍্যাব সদর দফরে নেওয়া হবে বলে জানিয়ে র‍্যাবের একটি সূত্র।জানা গেছে, গুলশান-২ এর ৩৬ নম্বর রোডের ৫ নম্বর ভবনটির তৃতীয় তলায় থাকেন হেলেনা জাহাঙ্গীর। রাত ৮টায় তার বাসায় অভিযান শুরু করে র‍্যাব।

    গুলশানের হেলানা জাহাঙ্গীর বাসা ঘিরে র‍্যাবের বিপুল সংখ্যক গোয়েন্দা সদস্য অবস্থান নিয়েছে। এছাড়া বাড়িটির ভিতরে প্রবেশ করে তল্লাশি চালাচ্ছেন র‍্যাব সদস্যরা। এর আগে রাত সাড়ে আটটার দিকে র‍্যাবের নারী সদস্যরা ভেতরে প্রবেশ করেন।সম্প্রতি ফেসবুকে ‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ নামের একটি সংগঠনের সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীর-এর নাম আসায় তাঁকে উপকমিটির পদ থেকে অব্যাহতি দেওয়া হয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি।

    চুমকি বলেন, ‘তিনি (হেলেনা) এগুলো আমাদের না জানিয়ে করেছেন। আমি ইতিমধ্যে আমাদের দপ্তরে জানিয়েছি তাকে অব্যাহতির চিঠি দিয়ে দেয়ার জন্য। আমাদের উপকমিটিতে যেহেতু তিনি নিয়মনীতি ভঙ্গ করেছেন, তাই তার সদস্যপদ আমরা বাতিল করে দিয়েছি।’হেলেনা জাহাঙ্গীর কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন। সেখান থেকেও তাকে অব্যাহতি দেয়া হয়েছে।র‍্যাব সূত্র জানায়, অভিযানে বিপুল পরিমাণ মাদক ও হরিণের চামড়া ক্যাসিনো সরন্জাম বিদেশী মদ,ওয়াকিটকি সহ অবৈধ জিনিস উদ্ধার করা হয়েছে। কোথা থেকে এই মাদক এলো সে বিষয় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এজন্য তাকে র‍্যাব সদর দফতরে নেওয়া হচ্ছে।

    ২৪ঘণ্টা /রাসেল

  • সীতাকুণ্ডে লবণভর্তি ট্রাকে মিলল ২৬ হাজার ইয়াবা, চালক-হেলপার আটক

    সীতাকুণ্ডে লবণভর্তি ট্রাকে মিলল ২৬ হাজার ইয়াবা, চালক-হেলপার আটক

    ২৪ ঘণ্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডে র‌্যাবের বিশেষ অভিযানে লবণভর্তি ট্রাকে মিলল এক কোটি ৩০ লাখ টাকা মূল্যের ২৬ হাজার পিস ইয়াবা।

    সোমবার (৮ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড থানাধীন বাড়বকুণ্ড এলাকার বিএন সোনারগাঁ ফিলিং স্টেশনের সামনে লবণ বোঝাই ট্রাকে তল্লাশী চালিয়ে এসব ইয়াবা উদ্ধার হয়।

    এসময় ইয়াবা কারবারের সাথে জড়িত থাকার অভিযোগে ট্রাক চালক ও হেলপারকে আটক করে র‌্যাব। তাছাড়া ইয়াবা পরিবহনে ব্যবহৃত ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-১৩৩৯)টি জব্দ করা হয়।

    আটককৃতরা হলেন, ট্রাক চালক পাবনা জেলার সাথিয়া আতরশোভা এলাকার মো. ইদালী হোসেনের ছেলে ও ট্রাক চালক মো. মাসুদ রানা (২৮) এবং একই জেলা সদরের লস্করপুর এলাকার মো. আফজাল মোল্লার ছেলে মো. ফরিদ মোল্লা (২০)।

    র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী এএসপি মাশকুর রহমান বলেন, গোপন সূত্রে খবর পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় বিশেষ চেক পোস্ট স্থাপন করে র‌্যাবের বিশেষ টিম।

    রাত সোয়া ১১ টার সময় লবণভর্তি একটি ট্রাকের গতিবিধি সন্দেহ হলে সেটি থামিয়ে তল্লাশী করা হয়। এসময় চালক ও হেলপার কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দুজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে ট্রাকের চালক ও হেলপারের সিটের পিছনে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ২৬ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

    ইয়াবাসহ দুজনকে আটক দেখিয়ে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে জানালেন র‌্যাবের এ কর্মকর্তা।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • কোতোয়ালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইয়ের অভিযোগে যুবক আটক

    কোতোয়ালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইয়ের অভিযোগে যুবক আটক

    চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ি এবং ছিনতাইয়ের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে।

    গতকাল বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাত ১০ টা থেকে ১১টার মধ্যে পৃথক দুটি অভিযানে তাদেরকে আটক করা হয়।

    পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত ১০টা দিকে নিউমার্কেট মোড় থেকে ছিনতাইয়ের অভিযোগে মো. জুয়েল ওরফে মামা জুয়েল (২২) নামে এক যুবককে আটক করা হয়। জুয়েল চাঁদপুর সদর থানার বোগলতলী গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

    তার কাছ থেকে ছিনতাই করা একটি মোবাইল উদ্ধার করে মোবাইলটির প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়। পরে আটক জুয়েলের বিরুদ্ধে মোবাইল ছিনতাইয়ের শিকার ওই ব্যাক্তি বাদী হয়ে একটি ছিনতাই মামলা দায়ের করেছে জানায় পুলিশ।

    এদিকে একইদিন রাত ১১টার দিকে নগরীর আন্দরকিল্লা ব্যাংক এশিয়ার সামনে থেকে এক হাজার ৭শ ৫০ পিস ইয়াবাসহ মো. হোসেন (২৬) নামে অপর এক যুবককে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। আটক হোসেন টেকনাফের পুরান পল্লানপাড়া গ্রামের মনতাজ ইসলামের ছেলে।

    পৃথক অভিযানে দুজনকেেআটকের তথ্যটি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন। তিনি বলেন, ইয়াবাসহ আটক মো. হোসেনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

    তাছাড়া এক ভুক্তভোগীর মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে আটক জুয়েলের বিরুদ্ধে থানায় একটি ছিনতাই মামলা করা হয়েছে বলে জানায় ওসি মহসীন।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • চট্টগ্রামে কোতোয়ালিতে ৮৮ ভরি স্বর্ণসহ পাচারকারী আটক

    চট্টগ্রামে কোতোয়ালিতে ৮৮ ভরি স্বর্ণসহ পাচারকারী আটক

    চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে ৮৮ ভরি স্বর্ণসহ জোসেফ উদ্দিন রুবেল নামের ২২ বছর বয়সী এক যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

    গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে নগরীর স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে এসব স্বর্ণসহ পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।

    আটক রুবেল রাঙ্গুনিয়ার উত্তর পদুয়ার জহির আহমদের ছেলে। তথ্যটি নিশ্চিত করে কোতোয়ালি থানা ওসি মোহাম্মদ মহসিন।

    তিনি জানান, চট্টগ্রাম থেকে বিপুল স্বর্ণ নিয়ে পাচারকারীরা ঢাকার উদ্দ্যেশে রওনা দিতে চট্টগ্রাম স্টেশন রোডে অবস্থান করছে এমন খবরে অভিযান চালানো হয়। এসময় রুবেল নামের ওই যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে চ্যালেঞ্জ করে পুলিশ।

    রুবেল নিজেকে মোবাইল সেটের ব্যবসায়ি দাবি করলেও তার দেহ তল্লাশী করে ৮টি স্বর্ণের বার, দুইটি স্বর্ণের চেইন ও দুইটি কানের দুল পাওয়া যায়। যার আনুমানিক ওজন প্রায় ৮৮ ভরি।

    ওসি বলেন আটকের পর রুবেলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে মোবাইল সেটের ব্যবসার আড়ালে স্বর্ণ চোরাচালানে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তার সাথে স্বর্ণ পাচারের চক্রে আরো কয়েকজন সদস্যের নাম প্রকাশ করে।

    তাদেরকে আটকের চেষ্টা চলছে বলে জানায় ওসি মহসীন।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • চন্দনাইশ ও সীতাকুণ্ড উপজেলায় পৃথক অভিযানে ৪ ইয়াবা কারবারি আটক

    চন্দনাইশ ও সীতাকুণ্ড উপজেলায় পৃথক অভিযানে ৪ ইয়াবা কারবারি আটক

    চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের চন্দনাইশ ও সীতাকুণ্ড উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ৪ ইয়াবাকারবারিকে আটক করেছে র‌্যাব-৭। এসময় তাদের কাছ থেকে ৩০ হাজার ৯শ ৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    আজ শনিবার (৭ নভেম্বর) সকালে র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয় গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টার মধ্যে পৃথক অভিযান দুটি পরিচালিত হয়। এসব অভিযানে মাদক পাচারে ব্যবহৃত একটি মিনি ট্রাক ও ২টি মোটরসাইকেল জব্দ করা হয়।চন্দনাইশ সীতাকুণ্ড অভিযান

    র‌্যাব জানায়, গতকাল সকাল সাড়ে ৯টার সময় সীতাকুন্ড উত্তর বাঁশবাড়িয়া কানন গোমস্তার জামে মসজিদের সামনের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে দুটি মোটরসাইকেলকে থামানোর নির্দেশ দেন।

    র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল রেখে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে কক্সবাজারের লারপাড়ার শহর মুল্লুকের ছেলে মো. ইসমাইল (২৩) ও চকরিয়া পাহাড়িয়াপাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে রাকিবুল ইসলাম রাহাত (২৪)কে আটক করে র‌্যাব সদস্যরা।

    পরে তাদের ব্যবহৃত মোটরসাইকেল দুটির সিটের নিচে বিশেষ কায়দায় রাখা ১১ হাজার ৬শ ৮০ পিস ইয়াবা উদ্ধার করে দুজনকে আটক দেখায় র‌্যাব।

    একই দিন পৃথক আরো একটি ইয়াবার চালান জব্দ করে র‌্যাব-৭। শুক্রবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ খানহাট এলাকার ছিদ্দিক বাছুরা শপিং কমপ্লেক্স সামনে একটি মিনি ট্রাক ধাওয়া করে আটক করে র‌্যাবের আভিযানিক টিম।

    এ অভিযানে ১৯ হাজার ৩শ ৫ পিস ইয়াবা উদ্ধার হয়। এসময় মো. ফারুক (২৯) ও মো. সেলিম (২৪) নামে দুই ইয়াবা কারবারিকে আটক করে এবং ইয়াবা পাচারে ব্যবহৃত মিনি ট্রাকটি জব্দ করে র‌্যাব।

    পৃথক দুটি অভিযানে ৪ ইয়াবা কারবারি আটকের তথ্যটি নিশ্চিত করে র‌্যাবের সহকারি পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, দুটি অভিযানে উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত আলামতসহ আটক ইয়াবা কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • আনোয়ারায় পৃথক অভিযানে আটক ২, চার হাজার পিস ইয়াবা উদ্ধার

    আনোয়ারায় পৃথক অভিযানে আটক ২, চার হাজার পিস ইয়াবা উদ্ধার

    ২৪ ঘণ্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে ২ মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

    আজ রবিবার (১৮ অক্টোবর) উপজেলার কালা বিবির দীঘির মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। দুজনের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ।

    আটককৃতরা হলেন, নড়াইল জেলার কালিয়া এলাকার শেখ জুলফিকার আলীর ছেলে মারুফ শেখ ২১) ও কক্সবাজার জেলার উখিয়া বটতলী গ্রামের রশিদ আহমদের ছেলে আব্দুল আজিজ (২৮)।

    দুই ইয়াবা কারবারিকে আটকের তথ্যটি নিশ্চিত করেন আনোয়ারা থানার সেকেন্ড অফিসার শামসুজ্জামান। তিনি বলেন, গোপনে সংবাদ পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের একটি প্রতিনিধি দল পৃথক দুটি অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ তাদেরকে আটক করে।

    পরে দুজনের বিরুদ্ধে ইয়াবা সংরক্ষণ ও বহনের অপরাধে থানায় পৃথক দু’টি মামলা করেন।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • বিয়ের আশ্বাসে বন্ধুর সাথে হোটেলে উঠে গণধর্ষণের শিকার তরুণী, হোটেল ম্যানেজারসহ গ্রেফতার ৬

    বিয়ের আশ্বাসে বন্ধুর সাথে হোটেলে উঠে গণধর্ষণের শিকার তরুণী, হোটেল ম্যানেজারসহ গ্রেফতার ৬

    কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড : সীতাকুণ্ডে বিয়ের করার কথা বলে হোটেলে নিয়ে গণধর্ষণের শিকার হয়েছে এক তরুণী। এ ঘটনায় পুলিশ হোটেল ম্যানেজারসহ অভিযুক্ত ৬ জনকে গ্রেফতার করে।

    গত শনিবার বিকেলে থেকে রোববার রাত ২টা পর্যন্ত সীতাকুণ্ডের জলসা আবাসিক হোটেলে গণধর্ষণের ঘটনাটি ঘটে।

    থানায় মামলা সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার মধ্যম ভাটেরখীল গ্রামের কাসেম মিস্ত্রির ছেলে নয়নের (২২) সাথে এক মাস আগে একটি বিয়ের অনুষ্ঠানে পরিচয় হয় মিরসরাই উপজেলার ওই তরুণীর।

    এরপর থেকে মোবাইল ফোনে নয়নের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ হয়। নয়ন গত শনিবার বিকাল ৪টার সময় মোবাইলে বিয়ে করার কথা বলে ওই তরুণীকে সন্ধ্যা ৬ টার মধ্যে সীতাকুণ্ডে আসতে বলে।

    তরুণী সীতাকুণ্ডে আসলে বিশ্রামের কথা বলে নয়ন তাকে পৌর সদরের জলসা আবাসিক হোটেলের ৪র্থ তলার ৪০১ নম্বর কক্ষে নিয়ে যায়। এসময় নয়ন তরুণীকে জোর করে নেশা জাতীয় ট্যাবলেট খাওয়ায়। এরপর তাকে পর পর তিনবার ধর্ষণ করে।

    রাত ১০ টার দিকে নয়ন খাবার আনার কথা বলে হোটেলের নিচে যায়। এরপর রাত সাড়ে ১০ টার দিকে আরো ৫ যুবক পর্যায়ক্রমে রুমে গিয়ে রাত দেড়টা পর্যন্ত তাকে ধর্ষণ করে। এরপর তারা বাহিরে চলে যায়।

    রাত দুইটার দিকে হোটেল ম্যানেজার তরুণীকে জানান, আরো তিনজন যুবক হোটেলে আসবে। এ কথা শুনার পর তরুণী আরেকটি রুমে গিয়ে লুকিয়ে থাকে। তিন যুবক তখন তরুণীকে না পেয়ে নিচে চলে যায়।

    মামলা সুত্রে আরো জানা যায়, রাত দুইটার পর ঐ তরুণী হোটেল থেকে বের হয়ে বাড়ির উদ্যেশ্যে রওয়ানা দিলে গভীর রাত হওয়াতে বাড়ি যাওয়ার গাড়ি না পেয়ে সারারাত পৌরসদর বাসস্ট্যান্ডেই কাটায়। পরদিন সকালে বাড়ি ফিরে যায়।

    এরপর আজ সোমবার সকালে তরুণী সীতাকুণ্ড মডেল থানায় গিয়ে বিষয়টি পুলিশকে জানায়। অভিযোগ পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশের একটি টিম হোটেল জলসা ও পৌর সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে।

    আটকরা হলেন- উপজেলার ভাটেরখীল গ্রামের মো. নুর নবীর ছেলে মোহাম্মদ আলীম হোসেন (২২), গুলিয়াখালী খালিদ মেম্বারের বাড়ির মোহাম্মদ জামাল উল্লাহ মোহাম্মদ রিফাত (১৯), দক্ষিণ ভাটেরখীল গ্রামের আবদুল মালেকের ছেলে মোহাম্মদ ইমন ইসলাম (২০), একই এলাকার নেছার আহমেদের ছেলে রনি (২০), জসিম উদ্দিনের ছেলে বারেক (২২), আবুল কাসেম মিস্ত্রির ছেলে নয়ন (২২) এবং জলসা হোটেলের ম্যানেজার নুর উদ্দিন (৩৮)।

    এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক বলেন, ধর্ষণের শিকার তরুণীর সাথে এক মাস আগে বিয়ের অনুষ্ঠানে নয়নের পরিচয় হয়। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে মোবাইল ফোনে ডেকে এনে নেশা জাতীয় ট্যাবলেট খাইয়ে নয়নসহ তার বন্ধুরা পালাক্রমে ধর্ষণ করে।

    ভুক্তভোগী তরুণীর অভিযোগ পাওয়ার কয়েক ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

    ২৪ ঘণ্টা/রাজীব