Tag: আটক

  • সীতাকুণ্ডে যুবতীকে গণধর্ষণ, শিশুকে ধর্ষন চেষ্টা-আটক ৬

    সীতাকুণ্ডে যুবতীকে গণধর্ষণ, শিশুকে ধর্ষন চেষ্টা-আটক ৬

    ২৪ ঘণ্টা সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে এক যুবতী গণধর্ষণের শিকার হয়েছে। এছাড়া এক শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টা চালানো হয়। এসব অভিযোগে পুলিশ ৬ জনকে আটক করেছে। উক্ত ঘটনায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।

    জানা যায়, উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের তুলাতুলি গ্রামে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শাকিব নামের (১৬) এক কিশোর কে আটক করা হয়েছে।

    অপরদিকে উপজেলার পৌরসভা জলসা হোটেল থেকে এক যুবতীকে গণধর্ষণের দায়ে হোটেলের ম্যানেজারসহ ৫ জনকে আটক করা হয়েছে।

    সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক জানান, পৌরসদরের জলসা হোটেল এক যুবতী গণধর্ষণের শিকার হয়। এ ঘটনায় হোটেল ম্যানেজারসহ ৫ জনকে আটক করা হয়েছে। অপরদিকে ভাটিয়ারী তুলাতলী গ্রামের এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টা চালায় শাকিব নামে এক কিশোর।

    শিশুটির মায়ের অভিযোগের প্রেক্ষিতে শাকিবকে দুপুরে আটক করা হয়েছে। দুটি ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে এবং পৃথক দুটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

    ২৪ ঘণ্টা/কামরুল/রাজীব

  • বঙ্গোপসাগরে কোস্টগার্ডের অভিযান : অস্ত্রধারী ৫ ডাকাত আটক, উদ্ধার ৭ জেলে

    বঙ্গোপসাগরে কোস্টগার্ডের অভিযান : অস্ত্রধারী ৫ ডাকাত আটক, উদ্ধার ৭ জেলে

    চট্টগ্রাম ডেস্ক : বঙ্গোপসাগরের টেকনাফের মোহনায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড।

    সোমবার (১২ অক্টোবর) গভীর রাত ৩টার সময় টেকনাফ থানাধীন নোয়াখালীপাড়া হতে ১২ নটিক্যাল মাইল দূরে সমুদ্র থেকে তাদেরকে আটক করা হয়।

    এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দেশীয় ২টি একনলা বন্দুক, ৮ রাউন্ড কার্তুজ, ১০ টি বিভিন্ন ধরনের বার্মিজ ধারালো অস্ত্র।

    তাছাড়া ডাকাতি কাজে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা জব্দ করা হয় এবং ওই নৌকায় ডাকাতদের হাতে জিম্মি থাকা ৭ বাংলাদেশী জেলেকে উদ্ধার করে কোস্টগার্ড। উদ্ধারকৃত জেলেরা সকলেই টেকনাফের নোয়াখালীপাড়ার বাসিন্দা।

    আটক ডাকাতরা হলেন, মো. বাকগুল্লা (২২), মো. শুকুর (২০), রবি আলম (২২), নুরুল আমিন (৩০) ও শফি আলম (২০)। এরা সবাই মায়ানমারের আকিয়াব জেলার আড়িপাড়া অঞ্চলের বাসিন্দা।

    বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা এম হায়াত ইবনে সিদ্দিক বলেন, বঙ্গোপসাগরের টেকনাফ থানা এলাকায় জেলেদের জিম্মি করে ডাকাতি হচ্ছে এমন খবরে অভিযানে নামে কোস্টগার্ড পূর্ব জোন টেকনাফ বিজিসি স্টেশনের একটি টিম।

    গভীর রাত ৩টার সময় সমুদ্রে ভাসমান একটি ইঞ্জিন চালিত নৌকার গতিরোধ করে ৫ জন অস্ত্রধারী ডাকাতকে আটক করা হয় এবং একই নৌকা থেকে ৭ জেলেকে উদ্ধার করা হয়।

    তাছাড়া উদ্ধারকৃত বাংলাদেশী জেলেদের ডুবে যাওয়া একটি নৌকা উদ্ধার করার কথা জানিয়েছে কোস্টগার্ডের এ কর্মকর্তা।

    তিনি বলেন, আটককৃত ডাকাতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উদ্ধার জেলে এবং জব্দকৃত অস্ত্র ও অন্যান্য মালামালসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

    ২৪ ঘণ্টা,রাজীব

  • মাইক্রোবাসে চালকের সিটের নিচে মিলল ৬৭ লক্ষ টাকার ইয়াবা, আটক ২

    মাইক্রোবাসে চালকের সিটের নিচে মিলল ৬৭ লক্ষ টাকার ইয়াবা, আটক ২

    চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের দোহাজারী পৌরসভা এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশী চালিয়ে চালকের সিটের নিচ থেকে ১৩ হাাজার ৫শ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব

    এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটি (চট্ট-মেট্রো-চ-১১-৩৯৮১) জব্দ করার পাশাপাশি ইয়াবা পাচারে জড়িত দুজনকে আটক করা হয়।

    আটককৃত দুজন হলেন, কক্সবাজার জেলা টেকনাফের সাবরাং রুহুল্লারডেবা এলাকার মৃত ফজল আহমেদেও ছেলে মো. আলম (৪৩) ও একই জেলার উখিয়া রাজাপালং তুতুরতলি এলাকার নুর মোহাম্মদেও ছেলে মো. আইয়ুব (১৯)।

    তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব ৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান মামুন। তিনি বলেন, কতিপয় মাদক ব্যবসায়ী একটি মাইক্রোবাসযোগে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার হতে চট্টগ্রামের দিকে আসছে।

    এমন সংবাদ পেয়ে আজ সোমবার (১২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার সময় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের দোহাজারী বাজার মেসার্স কাসেম এন্ড ব্রাদার্স নামক একটি পেট্রোল পাম্প এর সামনে বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে র‌্যাব সদস্যরা।

    এসময় একটি মাইক্রোবাসের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা থামানোর সংকেত দেয়। গাড়িটি র‌্যাবের চেকপোস্টের সামনে রেখে গাড়ি থেকে নেমে দ্রুত পালানোর চেষ্টা করে দুজন।

    পরে র‌্যাব সদস্যরা ধাওয়া করে মাইক্রোবাস চালক আলমসহ দুজনকে আটক করতে সক্ষম হয়। আটককৃতদের উপস্থিতিতে মাইক্রোবাসের চালকের বাম পাশের সিটের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৩ হাজার ৫শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৬৭ লক্ষ ৫০ হাজার টকা।

    পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য উদ্ধারকৃত ইয়াবাসহ আটক দুজনকে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে বললেন র‌্যাবের এ কর্মকর্তা।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • চান্দগাঁওয়ে এক নারীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ : আটক ৮

    চান্দগাঁওয়ে এক নারীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ : আটক ৮

    ২৪ ঘণ্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় এক নারীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৮ জনকে আটক করেছে চান্দগাঁও থানা পুলিশ।
    শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাতে চান্দগাঁও থানার মৌলভী পুকুর পাড় এলাকায় ধর্ষণের ঘটনাটি ঘটে। পরে ওই তরুণীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে নেয়ার পর খবর পেয়ে অভিযানে নামে পুলিশ। পালাক্রমে ধর্ষণের সাথে জড়িত ৮ জনকে আটক করতে সক্ষম হয়।
    আটককৃতরা হলেন গনধর্ষন ঘটনার মূল আসামী জাহাঙ্গীর (৩৮), মোঃ ইউসুফ (৩২), মোঃ রিপন (২৭), মোঃ সুজন (২৪), দেবু বড়ুয়া প্রকাশ জোবায়ের হোসেন (৩১), মো. শাহেদ (২৪), রিন্টু দত্ত প্রকাশ বিপ্লব (৩০) ও মনোয়ারা বেগম প্রকাশ লেবুর মা (৫৫)।
    চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৮ জনকে আটকের তথ্য নিশ্চিত করেছেন।
    তিনি বলেন ভুক্তভোগী ওই নারী গতকাল রাত সাড়ে ১০টার দিকে রাঙ্গুনিয়া থেকে সিএনজি অটোরিকশায় করে শহরে চকবাজারের বাসায় ফিরছিলেন।
    পথে মৌলভী পুকুর পাড়ে অটোরিকশা থামিয়ে ৮ জনের একটি দল তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। রাতে নির্জন স্থানে ওই নারীকে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে ৮-১০ জনের দলটি।
    খবর পেয়ে শুক্রবার ভোর থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে ৮ জনকে আটক করা হয়েছে। বিস্তারিত আরো তথ্য বিকেল ৫টায় সংবাদ সম্মেলনে জানানো হবে এমনটাই জানিয়েছেন তিনি।
    ২৪ ঘণ্টা/এন এম রানা
  • গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ১৩ হাজার ইয়াবাসহ আটক ৩

    গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে ১৩ হাজার ইয়াবাসহ আটক ৩

    চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের চান্দগাঁও এবং কর্ণফুলি থানা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে ৩ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

    এসময় তাদের কাছ থেকে ১৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক। আটককৃতরা হলেন মো. তারেক (২০), মো. বাবলা (২৫) ও মো. ইব্রাহিম (২৪)।

    মহানগর গোয়েন্দা পুলিশের অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মির্জা সায়েম মাহমুদ পৃথক অভিযানে ৩ জনকে আটক করার তথ্যটি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় কর্ণফুলী থানার নতুন ব্রীজ সংলগ্ন এলাকায় একটি মিনি ট্রাকে তল্লাশী চালানো হয়। ট্রাকটিতে ৮ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এসময় তারেক ও বাবলা নামে দুজন ইয়াবা কারবারিকে আটক করার পাশাপাশি ইয়াবা পরিবহনে ব্যবহৃত মিনি ট্রাকটিও জব্দ করা হয়।

    অন্যদিকে আজ সোমবার (৫ অক্টোবর) নগরীর চান্দগাঁও থানার মোড় থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ মো. ইব্রাহিম (২৪) নামে এক যুবককে আটক করে নগর গোয়েন্দা পুলিশ।

    আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত ইয়াবা ও জব্দ ট্রাকসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • মানব পাচারের অভিযোগে এমপি শহীদ কুয়েতে গ্রেফতার

    মানব পাচারের অভিযোগে এমপি শহীদ কুয়েতে গ্রেফতার

    মানবপাচারে যুক্ত থাকার অভিযোগে লক্ষ্মীপুর-২ আসনের এমপি কাজী শহীদ ইসলাম পাপুলকে গ্রেফতার করেছে কুয়েত ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি।

    রোববার (৭ জুন) বিকেলে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এসএম আবুল কালাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    তার বিরুদ্ধে মানবপাচারের মাধ্যমে হাজার কোটি টাকার কারবারের অভিযোগ রয়েছে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ৯টার দিকে কুয়েতের মাশরিফ আবাসিক এলাকায় নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

    কুয়েতের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম ফোনে গণমাধ্যমকে  জানান, কুয়েতের সিআইডি তাকে গ্রেফতার করেছে। তবে এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসকে এখন পর্যন্ত কোন তথ্য দেয়া হয় নি। সংসদ সদস্যের বিরুদ্ধে কোন মামলা আছে কিনা খোঁজ নেয়া হচ্ছে।

    একাধিক সূত্রে জানা যায়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর কুয়েতের গোয়েন্দা সংস্থাগুলো মানব পাচার ও মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িত বিভিন্ন দেশের শতাধিক নাগরিককে গ্রেফতার করেছে। শহীদ ইসলামের নামও ওই তালিকায় ছিল। কুয়েতে তার বড় আকারের ব্যবসা বাণিজ্য রয়েছে বলে জানা যায়।

    এমপি শহীদ আলম গত মার্চ থেকেই কুয়েতে অবস্থান করছেন। গত ফেব্রুয়ারিতে কুয়েতের বিভিন্ন গণমাধ্যমে তার বাংলাদেশ থেকে মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ সম্পর্কিত খবর বের হয়। গণমাধ্যমের খবরে বলা হয়, অবৈধ ভিসা ব্যবসার সঙ্গে জড়িত বাংলাদেশী এক সংসদ সদস্যকে খুঁজছে কুয়েতের নিরাপত্তা সংস্থা।

    খবরে আরো বলা হয়, অভিবাসী শ্রমিক আনার সরকারি ঠিকাদারি পেতে তিনি সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাঁচটি বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছেন।

    স্থানীয় পত্রিকা আল কাবাস কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে জানায়, গত ফেব্রুয়ারিতে এক বাংলাদেশীকে মানবপাচার ও মানি লন্ডারিংয়ে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে। তবে তার পরিচয় জানাননি তিনি। শুধু তিনি বলেন, তিন জনের একটি গ্যাং এ কাজ করে। বাকি দুজন দেশ থেকে পালিয়েছে। এরা তিনজনই তিনটি বড় কোম্পানির গুরুত্বপূর্ণ পদে আছেন। তারা বাংলাদেশ থেকে ২০ হাজারেও বেশি শ্রমিক কুয়েতে পাচার করেছেন। বিনিময়ে সব মিলিয়ে ৫ কোটি দিনারেরও বেশি টাকা হাতিয়ে নিয়েছেন। আটক ওই বাংলাদেশীই জিজ্ঞাসাবাদে লক্ষ্মীপুরের এমপির নাম বলেছেন বলে জানায় পত্রিকাটি।

    খোঁজ নিয়ে জানা গেছে, মারাফি কুয়েত গ্রুপের একজন অংশীদার, ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিই্ও) শহীদ ইসলাম। এ প্রতিষ্ঠানটির কুয়েত ছাড়াও ওমান ও জর্ডানে কার্যক্রম রয়েছে।

    শহীদ ইসলাম প্রথম কুয়েত যান ১৯৯২ সালে। যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি ভেক্টর মার্কেটিংয়ে যোগ দেয়ার পরই সেখানে যান তিনি। এরপর তিনি মারাফি কুয়েতিয়া কোম্পানিতে মহাব্যবস্থাপক হিসেবে যোগ দেন, পরে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হন। এ কোম্পানির ভারী যন্ত্রপাতি, সামরিক সরঞ্জাম সরবরাহ, প্রকৌশল থেকে শুরু করে মানবসম্পদ সহায়তা সেবাসহ বিভিন্ন ব্যবসা রয়েছে।

    এ ছাড়া তিনি বেসরকারি খাতের ব্যাংক এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ভাইস চেয়ারম্যান এবং এনআরবি সিকিউরিটিজ এক্সচেঞ্জ কোম্পানির চেয়ারম্যান। স্বতন্ত্র এই সংসদ আওয়ামী লীগ কুয়েতের প্রধান পৃষ্ঠপোষক, বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটি সদস্য, বাংলাদেশ কমিউনিটি কুয়েতের প্রতিষ্ঠাতা সভাপতি। বিগত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্রভাবে নির্বাচন করে জয়লাভ করেন।

    ২৪ ঘণ্টা/এম আর

  • মিরসরাইতে ত্রাণের চাল মজুদ করে আগুনে পুড়ালো সরকারি সিলমারা বস্তা, আটক ২

    মিরসরাইতে ত্রাণের চাল মজুদ করে আগুনে পুড়ালো সরকারি সিলমারা বস্তা, আটক ২

    ২৪ ঘণ্টা ডট নিউজ। মিরসরাই প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে সরকারি ত্রাণের ৬০ বস্তা মজুদকৃত চালসহ দু জনকে আটক করেছে র‌্যাব ৭ এর (ফেনী) একটি দল।

    গতকাল বুধবার (১৩ মে) রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের ছোটকমলদহ দক্ষিণ ওয়াহেদপুর গ্রামের একটি গোডাউন থেকে চালগুলো উদ্ধার করা হয়েছে।

    মিরসরাইতে র‌্যাবের হাতে আটক ২ চাল চোর
    মিরসরাইতে র‌্যাবের হাতে আটক ২ চাল চোর

    এসময়ে আটককৃতরা হলো দক্ষিণ ওয়াহেদপুর এলাকার হাফিজুর রহমানের পুত্র নুরুজ্জামান নুরু (৩৮) ও জাকির হোসেনের পুত্র আলা উদ্দিন (২৮)। আটককৃত নুরুজ্জামান ওয়াহেদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও ছোট কমলদহ বাজার কমিটির যুগ্ম সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এই বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    র‌্যাব ৭ এর (ফেনী) ভারপ্রাপ্ত অধিনায়ক মোঃ নুরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলা ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর গ্রামে অভিযান পরিচালনা করেছি।

    এসময় সরকারি চাল মজুদ রাখার সাথে জড়িত নুরুজ্জামান ও তার সহযোগী আলা উদ্দিনকে আটক করেছি। নুরুজ্জামানের বাড়ির সামনে অবস্থিত গোডাউন থেকে ৬০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত চালের পরিমান ১৫৮৩ কেজি।

    তিনি আরো বলেন, কিছু চালের বস্তায় সরকারি দপ্তরের সিল রয়েছে। বেশির ভাগ চালের বস্তা পরিবর্তন করে আগুনে পুড়িয়ে ফেলেছে বলে স্বীকার করেন আটককৃত নুরুজ্জামান।

    চালগুলো সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী না জনপ্রতিনিধি থেকে নিয়েছেন কি না তা আমরা খতিয়ে দেখছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুজ্জামান চাল ছাড়াও বিভিন্ন পন্য লুটের সাথে জড়িত রয়েছে।

    মিরসরাইতে উদ্ধারকৃত ত্রাণের চাল
    মিরসরাইতে উদ্ধারকৃত ত্রাণের চাল

    গাড়ী চালকদের সাথে আঁতাত করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচল করা বিভিন্ন গাড়ি থেকে রড, সয়াবিন তেল, ডাল, চিনি সহ বিভিন্ন পণ্য লুট করে। এছাড়া চোরাই তেল পেট্রোল ব্যবসার সাথেও জড়িত থাকার কথা নুরুজ্জামান র‌্যাবের কাছে স্বীকার করেছে। এই ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

    মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান ২৪ ঘণ্টা ডট নিউজকে বলেন র‌্যাব এখনো আমাদের আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি তাই বিস্তারিত বলতে পরছি না। চাল উদ্ধার ও দুইজনকে আটক করার কথা শুনেছি।

    কে এই নুরুজ্জামান?
    এক সময় পদ পদবীতে না থাকলেও বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিল। ২০১২ সালে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন নুরুজ্জামান। এরপর থেকে কমলদহ এলাকায় গাড়ি থেকে বিভিন্ন পন্য লুট করেন।

    এ কাজের জন্য তার একটি সিন্ডিকেট রয়েছে।শুধু তাই নয়, সে এলাকায় পুলিশের সোর্স হিসেবেও কাজ করেন। মানুষকে বিভিন্ন সময় হয়রানি করে। মামলার ভয়ে মানুষ মুখ খুলার সাহস পায় না। সে সরকারি চালসহ আটক হওয়ায় এলাকার মানুষের মাঝে স্বস্তি পেয়েছে।

    ২৪ ঘণ্টা/আশরাফ উদ্দিন/রাজীব প্রিন্স

  • স্বর্ণ চুরি চক্রের হোতা সাবেক মহিলা শ্রমিক লীগ নেত্রী আটক

    স্বর্ণ চুরি চক্রের হোতা সাবেক মহিলা শ্রমিক লীগ নেত্রী আটক

    খুলনা মহানগর মহিলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক সাদিয়া আক্তার মুক্তাকে (৩২) আটক হয়েছেন।

    তার বিরুদ্ধে স্বর্ণ চুরি চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, সাদিয়া আক্তার মুক্তা ওই স্বর্ণ চুরি চক্রের মূল হোতা।

    মঙ্গলবার রাত সাড়ে ৯টায় খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিসি সাউথ মো. এহসান শাহ এই মহিলা শ্রমিক লীগ নেত্রীর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

    জানা যায়, মুক্তার বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে ১২ ভরি ৩ আনা চোরাই স্বর্ণ এবং স্বর্ণ বিক্রির ২ লাখ ৮২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে খিলগাঁ থানাতেও স্বর্ণালঙ্কার চুরির মামলা রয়েছে।

    গত সোমবার মুক্তাকে আটক করা হলেও অভিযান অব্যাহত থাকার কারণে তথ্য প্রকাশ করা হয়নি। এখন পর্যন্ত চোরাই স্বর্ণালঙ্কার চক্রের সহযোগী ফারুক ও আব্দুল আলীমকে আটক করা হয়েছে। চক্রের অন্যান্য সহযোগীদের আটকের চেষ্টা চলছে।

    মুক্তা নগরীর সোনাডাঙ্গা গুহা রেষ্টুরেন্টের মালিক শুকুর আলীর স্ত্রী।

    জাতীয় শ্রমিক লীগের খুলনা মহানগরের সাধারণ সম্পাদক রণজিত কুমার ঘোষ বলেন, মুক্তা মহিলা শ্রমিক লীগ মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক। বর্তমানে তার কোন পদ নেই। এমনকি রাজনীতির সাথে সম্পৃক্ত নয়।

  • বাংলাদেশের জলসীমায় মাছ শিকারের সময় ২৪ শ্রীলংকান জেলে আটক

    বাংলাদেশের জলসীমায় মাছ শিকারের সময় ২৪ শ্রীলংকান জেলে আটক

    ২৪ ঘন্টা ডট নিউজ। নিজস্ব প্রতিবেদক : বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় ৪টি মাছ ধরার নৌকাসহ ২৪ শ্রীলংকান জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

    গত ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে তাদেরকে আটক করা হলেও আজ ২২ ফেব্রুয়ারি শনিবার সিএমপির জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা যায়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে অচোনা, সানজু পুঠা, সি হর্স ও ডেনান মেরিন আচোনা নামে চারটি মাছ ধরার নৌকাকে দেখতে পাই বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা ওমর ফারুক।

    এসময় অপরিচিত মাছ ধরার বোটগুলোকে ধাওয়া করে আটক করে নৌবাহিনী। পরে মাছ ধরার নৌকাগুলো থেকে বোট কর্মী ও চালকসহ মোট ২৮ জনকে আটক করে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ সুরভীকে খবর দেওয়া হয়। পরে বানৌজা সুরভী ঘটনাস্থলে গিয়ে আটককৃতদের নগরীর পতেঙ্গা মডেল থানায় আনা হয়।

    এরপর নৌ কর্মকর্তা শফিকুল ইসলাম বাদি হয়ে গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বৈদেশিক নাগরিক সম্পর্কিত আইনে পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় ২৪ জনকে গ্রেফতার দেখানো হয়।

    গ্রেফতারকৃতরা হলেন, টি মানজুলা ডি সিলভা (২৯), কে জানাত (৪৭), জিহান (২২), টি পেসান্না (২৪), পি আনতুনি (২৩), নিমেষ (২২), ডিনেশ ডামিরা (৩৬), সামন্তকুমার (৩৬), লর্ড জান্দিমার (২৮), টি নিরোশন (২৬), ডি মানচ (৩০), ডিনেশ লাসাংতে (২৮), প্রদীপ (৩১), লীসান্তাজায়া (৩৩), সামন কুমার (৩১), গায়ান (৩৮), আরপি ডিপপি (৩৬), নিশান (৩১), নিদুশান (৩২), ওয়াচিরে (৩৪), জুসান্ত কুমার (৩৪), উদয় কুমার (৪০), দানুকা প্রভা (৪০) ও দিপাল কুমার (৪১)।

    এ ঘটনায় গ্রেফতারকৃতদের কাছ থেকে চারটি ফিশিং বোট, ইঞ্জিন ও মালামাল জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সত্যতা স্বীকার করেন সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) মো. আরেফিন জুয়েল। তিনি বলেন, বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে মাছ ধরার সময় চারটি মাছ ধরার নৌকাসহ শ্রীলংকার ২৪ নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

    এ বিষয়ে পতেঙ্গা থানার ওসি উৎপল বড়ুয়া বলেন, বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় আটক ২৪ জন শ্রীলংকান জেলেকে শুক্রবার গভীর রাতে পতেঙ্গা থানায় হস্তান্তর করেছে নৌবাহিনী।

    তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন নৌ কর্মকর্তা শফিকুল ইসলাম। শনিবার দুপুরে সকলকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করার কথা জানিয়েছেন ওসি উৎপল বড়ুয়া।

  • ফটিকছড়িতে মদসহ ৩ জন আটক

    ফটিকছড়িতে মদসহ ৩ জন আটক

    ২৪ ঘন্টা ডট নিউজ। ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়িতে থানা পুলিশের বিশেষ অভিযানে চোলাইমদসহ আটক হয়েছে ৩ জন।

    গতকাল ১১ ফেব্রুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় এসআই মুহাম্মদ আরিফুল আলম অপু সঙ্গীয় এ এস আই মোঃ মিজানুর রহমান, এ এস আই মোঃ হাবিবুর রহমান, এ এস আই মোঃ জামাল হোসেন, এ এস আই নুরুল হাকিমের সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে ২৯ লিটার দেশীয় চোলাই মদসহ তাদেরকে আটক করা হয়।

    আটককৃতরা হলেন, লক্ষিছড়ি মগাইছড়ি নতুনপাড়ার মৃত মোজাম্মেল হকের ছেলে মোঃ আলম (২৬), মেরাথই মার্মার ছেলে বাবু মার্মা (১৮) এবং মেজর পাড়া চাইল্যা মার্মার ছেলে পাইসে মার্মা (২১)।

    ফটিকছড়ি থানা অফিসার ইনচার্জ বাবুল আকতার বলেন, দেশীয় চোলাই মদসহ আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

  • সীতাকুণ্ডে সাড়ে তিনলক্ষ টাকার ইয়াবা উদ্ধার : আটক ২

    সীতাকুণ্ডে সাড়ে তিনলক্ষ টাকার ইয়াবা উদ্ধার : আটক ২

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে তিনলক্ষ ত্রিশ হাজার টাকা মূল্যের ১১শ’ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

    সোমবার রাত ১১টায় উপজেলার ভাটিয়ারী এলাকায় মহাসড়কের পাশে বাস কাউন্টারের সামনে থেকে দুজনকে আটক করা হয়।

    পুলিশ জানায়, গোপন সংবাদের সূত্রে খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার এসআই আবদুল মজিদ সরকারেরর নেতৃত্বে দুইজনকে আটক করে তাদের শরীর তল্লাশী করলে একজনের কাছ থেকে ৬শ ও আরেকজনের কাছ থেকে ৫শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য তিন লক্ষ তিরিশ হাজার টাকা।

    আটককৃতরা হলেন- লক্ষ্মীপুর জেলার দিঘলী বাজার ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে মো. মোবারক হোসেন (২৪) ও চট্টগ্রাম জেলার পটিয়া থানার দক্ষিণ শ্রীমাই উত্তরপাড়া গ্রামের মো. শামছুল আলমের ছেলে মো. মহিউদ্দিন (৩০)। তারা উভয়ে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম জেলার পাহাড়তলী থানায় একটি ভাড়া বাসায় বাস করে আসছিলেন।

    সীতাকুণ্ড থানার ইন্সপেক্টর (ইন্টেলিজেন্স) সুমন বণিক ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, বিশেষ অভিযানে ভাটিয়ারী এলাকা থেকে দুইজনকে ইয়াবাসহ আটক করা হয়। জিজ্ঞাসাবাদে দুজনই মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেন।

    আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১),১০ এর (ক) ধারায় মামলা রুজু করে কোর্টে প্রেরন করা হয় বললেন এ পুলিশ কর্মকর্তা।

  • সীতাকুণ্ডে ৫ লক্ষ টাকার গামারীকাঠসহ কাভার্ডভ্যান আটক

    সীতাকুণ্ডে ৫ লক্ষ টাকার গামারীকাঠসহ কাভার্ডভ্যান আটক

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে চোরাই চিরানো গামারীকাঠসহ একটি মিনি কভার্ডভ্যান আটক করেছে ফৌজদার হাট বিট-কাম-চেক ষ্টেশন চট্টগ্রাম উত্তর বন বিভাগ।

    শনিবার ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের বন কর্মকর্তারা বার আউলিয়া এলাকা থেকে কাঠ বোঝায় মিনি কভার্ডভ্যানটি( মৃধা পরিবহণ ঢাকা মেট্টো-ন ২০-০০৬৬) আটক করে নিয়ে আসেন। কভার্ডভ্যানটিতে অনুমানিক ৫ লক্ষ টাকার চোরাই চিড়ানো গামারী কাঠ ছিল বলে জানায় বন কর্মকতারা।

    জানা যায়, চট্টগ্রাম শহর থেকে চোরাই কাঠ বোঝায় করে ঢাকার উদেশ্যে নিয়ে যাচ্ছিল একটি মিনিকভার্ডভ্যান। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম উত্তর বন বিভগের বিভাগীয় উর্ধতন বন কর্মকর্তার নির্দেশে ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ ও মনিরুল করিম (ফরেস্টার) স্টেশনের অন্যান্য সহযোগী কর্মকর্তাসহ কাঠ বোঝাই মিনি কভার্ডভ্যানটি মাদামবিবির হাট ফরেস্ট অফিসের সামনে ব্যরিকেট দিয়ে আটকের চেষ্টা করেন কর্মকর্তারা।

    পরে কভার্ডভ্যানটির চালক ব্যরিকেটের কেটে ঢাকার উদ্দেশ্যে চলে যায়। এক পর্যায়ে বন কর্মকর্তারা কভ্যার্ডভ্যানের পিছনে ধাওয়া করে বার আউলিয়ায় গিয়ে কভার্ডভ্যানটি আটক করে মাদাম বিবির হাট ফরেস্ট অফিসে নিয়ে আসে। কভার্ডভ্যানটির চালক পালিয়ে যায়।

    এই বিষয়ে চেক ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ (ফরেস্টার) বলেন, গামারী কাঠ সংগ্রহ ও পাচারের অপচেষ্টা করায় ১৯২৭ সনের বন আইনের (যাহা ২০০০ সালে সংশোধিত ) এর ৪১ ও ৪২ এবং বনজদ্রব্য পরিবহন (নিয়ন্ত্রন) বিধিমালা ২০১১ এর ১৪ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় মামলা দায়ের করা হবে।