Tag: আটক

  • আনোয়ারায় ইয়াবাসহ ২ জন আটক

    আনোয়ারায় ইয়াবাসহ ২ জন আটক

    ২৪ ঘন্টা ডট নিউজ। আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারায় দুই হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ।

    শুক্রবার বিকেলে উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিউরী মাজার গেইট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সা জব্দ করে পুলিশ।

    গ্রেফতারকৃতরা হলেন, আনোয়ারা উপজেলার জুইদন্ডী গ্রামের আলী মাঝি বাড়ির আবুল কাশেমের পুত্র মো. আবছার (২২) ও লোহাগাড়া উপজেলার জঙ্গল পদুয়া গ্রামের আবুল হোসেনের পুত্র জয়নাল আলম (২৯)।

    আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঝিউরী মাজার গেট থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা এবং একটি সিএনজি জব্দ করা হয়।

    এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

  • চট্টগ্রাম বিমানবন্দরে ৪১৩ কার্টন নিষিদ্ধ সিগারেট জব্দ, আটক ২

    চট্টগ্রাম বিমানবন্দরে ৪১৩ কার্টন নিষিদ্ধ সিগারেট জব্দ, আটক ২

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানী নিষিদ্ধ ৪১৩ কার্টন সিগারেট জব্দ করেছে আইন শৃঙ্খলা বাহিনী।

    রবিবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বিদেশ ফেরত দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশী করে এসব সিগারেট জব্দ করে বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই টিম ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

    বিমান বন্দর সূত্র জানায় শারজাহ থেকে আসা বিদেশে ফেরত যাত্রীরা বেশ কিছু আমদানী নিষিদ্ধ সিগারেট নিয়ে চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে প্রবেশ করেছে এমন গোপন সংবাদ পেয়ে বিদেশ ফেরত যাত্রীদের ব্যাগেজ তল্লাশী শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।

    চট্টগ্রামের সাতকানিয়ার বাসিন্দা যাত্রী মোহাম্মদ আবদুর রহিম এবং আব্দুল জব্বারে কাছ থেকে এসব বিদেশী সিগারেট উদ্ধার করা হয়। যার প্রতি কার্টন সিগারেটের বাজার মূল্য ২ হাজার টাকা।

    শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা আরিফুল ইসলাম চৌধুরী তথ্যটি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার জি৯-৫২৩ ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ তল্লাশী করা হয়।

    এসময় স্ক্যানিং ছাড়াই ব্যাগেজ নিয়ে দ্রুত বিমান বন্দর থেকে সরে পড়ার চেষ্টা করেন সাতকানিয়ার আবদুর রহিম ও আব্দুল জব্বার। এ সময় তাদেরকে চ্যালেঞ্জ করে ব্যাগেজে ডানহিল, ৩০৩ ও ইজি ব্রান্ডের ৪১৩ কার্টন সিগারেট পাওয়া যায়।

    উদ্ধার করা সিগারেটের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

  • সৈয়দপুরের কুখ্যাত মাদক সম্রাট ভন্ড কালাম সহ ৩ জন আটক

    সৈয়দপুরের কুখ্যাত মাদক সম্রাট ভন্ড কালাম সহ ৩ জন আটক

    শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি ॥ নীলফামারীর সৈয়দপুর শহরের কুখ্যাত মাদক সম্রাট ভন্ড কালামসহ ৩ মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড প্রদান করা হয়েছে।

    ২০ জানুয়ারি (সোমবার) বিকালে তাদেরকে সৈয়দপুর শহরের রেলওয়ে কারখানা সংলগ্ন সাহেবপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকালে গাজা সেবনরত অবস্থায় আটক করা হয়।

    আটককৃতরা হলো সাহেবপাড়ার পিতা- মৃত আফতাব উদ্দিনের ছেলে দেওয়ানবাগী পীরের স্থানীয় খলিফা ও মাদক সম্রাট মোঃ আবুল কালাম (৬২ বছর), একই মহল্লার মৃত সোলায়মানের ছেলে মোঃ মিন্টু (৫০) এবং নয়াটোলা মহল্লার নজরুল ইসলামের ছেলে মোজাহিদুল ইসলাম মামুন (৩৩)। আাবুল কালাম তার নিজ বাড়িতে অন্য দুইজনকে নিয়ে গাজা সেবন করছিলেন। এসময় তাদের কাছ থেকে প্রায় ১০০ গ্রাম গাজা পাওয়া যায় যা পরে ধ্বংস করা হয়।

    এ অপরাধের কারণে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার আটক মোঃ আবুল কালামকে ৬ মাস এবং অন্য দুইজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। মোবাইল কোট চলাকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের কর্মচারীরা ও সৈয়দপুর থানার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, মাদক সম্রাট কালাম দীর্ঘ দিন থেকেই সৈয়দপুর শহরের প্রকাশ্যে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। নিজেকে দেওয়ানবাগী পীরের খলিফা বলে পরিচয় দিলেও সে মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িত থাকার কারণে তাকে লোকজন ভন্ড কালাম বলেই আখ্যায়িত করেছে।

  • সীতাকুণ্ডে ৩ লক্ষ টাকার চোরাই সেগুন কাঠসহ কাভার্ডভ্যান আটক

    সীতাকুণ্ডে ৩ লক্ষ টাকার চোরাই সেগুন কাঠসহ কাভার্ডভ্যান আটক

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে চোরাই গোল সেগুন কাঠসহ একটি মিনি কভার্ডভ্যান আটক করেছে ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশন চট্টগ্রাম উত্তর বন বিভাগ।

    বৃহস্পতিবার ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাটের সলিমপুর ওভার ব্রীজ থেকে কাঠ বোঝায় মিনি কভার্ডভ্যানটি আটক করা হয়। বন কর্মকর্তারা জানিয়েছে কভার্ডভ্যানটিতে অনুমানিক ৩ লক্ষ টাকার চোরাই সেগুন কাঠ ছিল।

    জানা যায়, চট্টগ্রাম শহর থেকে চোরাই গোল সেগুন কাঠ বোঝায় করে ঢাকার উদেশ্যে নিয়ে যাচ্ছিল (চট্ট মেট্রো ড ১১-১৪-৬১) একটি মিনি কভার্ডভ্যান। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম উত্তর বন বিভগের বিভাগীয় উর্ধতন বন কর্মকর্তার নির্দেশে ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তারা মাদামবিবির হাট ফরেস্ট অফিসের সামনে অবস্থান নেন।

    বৃহস্পতিবার ভোর রাতে কাঠবোঝাই কাভার্ডভ্যানটি দেখতে পেয়ে স্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ ও মনিরুল করিম (ফরেস্টার) স্টেশনের অন্যান্য সহযোগী কর্মকর্তাসহ কাঠ বোঝাই মিনি কভার্ডভ্যানটিকে থামার সংকেত দেন।

    কভার্ডভ্যানটির চালক ব্যরিকেট উপেক্ষা করে গাড়ি ঘুরিয়ে পুনরায় চট্টগ্রামের উদ্দেশ্যে পালানোর চেষ্টা করলে বন কর্মকর্তারা ধাওয়া করে ফকিরহাট ওভার ব্রিজের উপর থেকে কভ্যার্ডভ্যানটি আটক করতে সক্ষম হয়। পরে কাভার্ডভ্যানটি মাদাম বিবির হাট ফরেস্ট অফিসে নিয়ে যান।

    ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ (ফরেস্টার) এ তথ্য নিশ্চিত করে বলেন, ১৯৮৭ সনের (২০০০১৬) সংশোধনে ৪১ ও ৪২ ধারা বন আইনে বিভাগীয় মামলা দায়ের করা হবে।

  • সীতাকুণ্ডে পুলিশ পরিচয়ে ব্যাবসায়ীর টাকা ছিনতাই,আটক ৩

    সীতাকুণ্ডে পুলিশ পরিচয়ে ব্যাবসায়ীর টাকা ছিনতাই,আটক ৩

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের কুমিরায় পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীকে পিটিয়ে নগদ ৩৭ হাজার ৫০০ শত টাকা ছিনিয়ে নিয়েছে একটি চাঁদাবাজ চক্র। এঘটনায় তিন ছিনতাইকারীকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকালে তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

    আটককৃত ছিনতাইকারীরা হল আকাশ (প্রকাশ সুমন ৩২) জেবল হোসেন (৩০) মোশারফ হোসেন (৩০)। তাদের বাড়ি বাড়বকুণ্ড ও উপজেলার মুরাদপুর এবং একই ইউনিয়নের গুপ্তাখালী এলাকায়। ছিনতাইয়ের শিকার আহত ফল ব্যবসায়ী জানে আলম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

    মামলা সূত্রে জানা যায়, গত ১০ডিসেম্বর সন্ধা ৭টার দিকে বড় কুমিরা বাজারের ফল ব্যবসায়ী মোঃ জানে আলমের দোকানে গিয়ে মোশারফ ও তার সাথে থাকা একটি ছিনতাইকারী চক্র নিজেদেরকে সীতাকুণ্ড থানার পুলিশ পরিচয় দিয়ে তার নামে ওয়ারেন্ট আছে বলে তাকে জোরপূর্বক একটি সিএনজি টেক্সিতে তোলে নেয়। পরে কিছুদূর গিয়ে তাকে এলোপাতারি রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে রাস্তায় ফেলে দেয়।

    এসময় তার সাথে থাকা ৩৭ হাজার ৫০০ শত টাকা ছিনিয়ে নেয় পুলিশ পরিচয়ের ছিনতাইকারীরা।

    এ ব্যাপারে সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ হোসেন মোল্লা বলেন, ছিনতাইকারীরা নিজেদের সীতাকুণ্ড থানার পুলিশ পরিচয় দিয়ে এক ফল ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার দায়ে মঙ্গলবার ফল ব্যবসায়ী বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় একটি মামলা দায়ের করলে তিন ছিনতাইকারীকে আটক করে কোর্টে প্রেরণ করা হয়।

  • আগ্রাবাদে বাসের নিচে মোটর সাইকেল আরোহী, বাস চালক আটক

    আগ্রাবাদে বাসের নিচে মোটর সাইকেল আরোহী, বাস চালক আটক

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ ব্যস্ততম সড়কে দ্রুতগামী বাসের নিচে চাপা পড়ে মোস্তাফা কামাল (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে।

    মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে হোটেল ল্যান্ড মার্কের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ হয়েছে মোটর সাইকেল। বাস ও বাস চালককে আটক করেছে পুলিশ।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে হঠাৎ করে দ্রুতগামী একটি বাসের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলসহ এক আরোহী বাসের সামনের দিকের চাকার নিচে ঢুকে যায়। স্থানীয়রা দ্রুত বাসের নিচে থেকে আরোহীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

    খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করে বাস ও বাস চালককে আটক করেছে বলে তথ্য নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার সাব ইন্সপেক্টর মো. শরিফুল আলম। তিনি বলেন, দ্রুতগামী বাসটি হঠাৎ করে ব্রেক ফেল করলে দুর্ঘটনাটি ঘটে।

  • টেকনাফে ৮ লাখ ইয়াবা ও ৬টি অস্ত্র উদ্ধার, ৮ মাদককারবারি ও সন্ত্রাসী আটক

    টেকনাফে ৮ লাখ ইয়াবা ও ৬টি অস্ত্র উদ্ধার, ৮ মাদককারবারি ও সন্ত্রাসী আটক

    ২৪ ঘন্টা ডট নিউজ। কক্সবাজার প্রতিনিধি : টেকনাফের রঙ্গীখালীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও অস্ত্র-গুলিসহ তালিকাভূক্ত ৮ জন মাদক কারবারী এবং সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব।

    ১৩ ডিসেম্বর (শুক্রবার) ভোরে র‌্যাব-৭ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকায় অভিযান চালায়।

    স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভূক্ত ইয়াবা কারবারী ইয়ার মোহাম্মদের পুত্র নুর হাফেজ, দলিলুর রহমানের পুত্র ছৈয়দ আলম প্রকাশ কালু, ছৈয়দ হোসেনের পুত্র ছৈয়দ নুর, সব্বির আহমদের পুত্র মোহাম্মদ সোহেলকে আটক করা হয়।

    পরে আটককৃতদের স্বীকারোক্তিতে তাদের আস্তানায় তল্লাশী চালিয়ে ৮ লাখ ১০হাজার পিস ইয়াবা, ৬টি অস্ত্র ও ৭০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

    র‌্যাব-৭ চট্টগ্রামের অপারেশন অফিসার এএসপি মাশেকুর রহমান জানান, দীর্ঘদিন ধরে তাদের কার্যক্রমের উপর নজর রাখার পর শুক্রবার ভোররাতে তাদের এসব অস্ত্র ও ইয়াবাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ শেষে থানায় সোর্পদ করার প্রস্তুতি চলছে।

    সংঘবদ্ধ সিন্ডিকেট চক্রের লোকজন আটকের খবরে জনমনে স্বস্থি দেখা দিলেও ফেরারী হয়ে থাকা অপর অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবী উঠেছে। পাশাপাশি আটককৃতদের মদতদাতা কতিপয় জনপ্রতিনিধি এবং রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জোর দাবি জানাচ্ছে সাধারণ মানুষ।

    অপর দিকে ভোর রাতে র‌্যাব ১৫ এর একটি টহল টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের হাবিবছড়া গ্রামস্থ মেরিনড্রাইভ সড়কে ইয়াবা ক্রয় বিক্রয়কালে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবা সহ চার মাদক ব্যবসায়ী আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হচ্ছে হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার মকতুল হোছেনের ছেলে কামাল হোসেন (২৯), আক্তার হোসেন (৩২), মো. নুর (২০), ও আবুল হোছেনের ছেলে আব্দুল মালেক (২৬)।

    র‌্যাবের সহকারী পরিচালক, পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সীতাকুণ্ডে অস্ত্রসহ ২ জনকে আটক করেছে র‌্যাব ৭

    সীতাকুণ্ডে অস্ত্রসহ ২ জনকে আটক করেছে র‌্যাব ৭

    সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : সীতাকুণ্ডে দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম। আটককৃতদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও আটাশ রাউন্ড এয়ার গানের গুলি উদ্ধার করা হয়।

    আজ সোমবার রাত সাড়ে ৭টার সময় উপজেলার বাড়বকুণ্ড সেবা ফিলিং ষ্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার বাড়বকুণ্ড নয়া পাড়া এলাকার মো.জালাল আহাম্মদের পুত্র মো.কবির (৩২) ও হাটহাজারী উপজেলার খাইরুল বশরের পুত্র মো. সালাউদ্দিন চৌধুরী (৩১)।

    র‌্যাব-৭ সহকারী মিডিয়া অপারেশন মো. মাশকুর রহমান ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাড়বকুণ্ড সেবা ফিলিং ষ্টেশন পূর্ব পাশের ব্রীজের নিচে অভিযান পরিচালনা করি। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সুকৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে দুজনকে আটক করে।

    পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদেরকে দেহ তল্লাশি করলে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও আটাশ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করি।

    গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দীর্ঘদিন যাবত চট্টগ্রাম নগরীর ও চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলার অস্ত্র পাচার করে আসছিল।

    আটককৃত আসামী ও উদ্ধাকৃত অস্ত্রসহ গ্রেফতার দেখিয়ে সীতাকুণ্ড থানায় মামলা পরবর্তী জেল হাজতে প্রেরণ করা হবে জানিয়েছেন র‌্যাবের এ কর্মকর্তা।

  • চট্টগ্রাম বিমান বন্দরে কোটি টাকার স্বর্ণবারসহ যাত্রী আটক

    চট্টগ্রাম বিমান বন্দরে কোটি টাকার স্বর্ণবারসহ যাত্রী আটক

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় কোটি টাকার ২০টি স্বর্ণবারসহ দুবাই ফেরত এক বিমান যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ ও এনএসআই সদস্যরা।

    ৮ ডিসেম্বর রবিবার সকালে দুবাই থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে চট্টগ্রাম বিমানবন্দরে আসা যাত্রী অহিদুল আলম (৩০)’র কাছ থেকে স্বর্ণগুলো উদ্ধার করার পর তাকে আটক করা হয়। অহিদুল চট্টগ্রামের হাটহাজারী উপজেলার স্থায়ী বাসিন্দা বলে জানা গেছে।

    চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারি ম্যানেজার খায়রুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, অহিদুল যে ফ্লাইটে চট্টগ্রাম আসেন সেটি ছিলো কানেক্টিং ফ্লাইট। এটি দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় যাবার কথা। অহিদুল চট্টগ্রামের ছেলে হয়েও সে ঢাকা যাওয়ার উদ্দ্যেশে ফ্লাইটে অবস্থান করছিলো।

    এদিকে গোপন সংবাদের ভিত্তিতে দোতলার বোর্ডিং লাউঞ্জে তল্লাশির সময় অহিদুল আলমের জ্যাকেটের ভেতর কৌশলে লুকানো ২০টি সোনার বার পাওয়া যায়। যার ওজন দুই কেজি ৩শ ৪০ গ্রাম এবং বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।

    উদ্ধারকৃত স্বর্ণের কোন বৈধ কাগজপত্র না তাকায় বিমান যাত্রী অহিদুলকে আটক করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান বিমানবন্দরের সহকারি ম্যানেজার খায়রুল কবির।

  • কোতোয়ালিতে পথচারীর মোবাইল ছিনিয়ে নিতে গিয়ে ধরা পড়ল তিন যুবক

    কোতোয়ালিতে পথচারীর মোবাইল ছিনিয়ে নিতে গিয়ে ধরা পড়ল তিন যুবক

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা সরকারী মুসলিম উচ্চ বিদ্যালয়ের সামনে এক পথচারীকে মারধর করে তার মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে জনতার হাতে ধরা পড়েছে তিন যুবক। পরে কোতোয়ালি থানা পুলিশের হাতে তিনজনকে সোপর্দ করা হয়।

    মঙ্গলবার ৩ ডিসেম্বর রাত ১০টার সময় পথচারীদের সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে। আটককৃতরা হলেন কোতোয়ালি তুলাতলি লিজা বিল্ডিংয়ের আব্দুর রহমান রকি ও সৎপিতা মো. রুবেলের ছেলে মো. মেহেরাজ রহমান রাকিব (১৯), নগরীর আলকরণ দোভাষ কলোনীর মামুনের ভাড়াটিয়া মো. আলমগীরের ছেলে মো. রানা ও ফিরিঙ্গিবাজার বংশাল রোডের শাহজাহান ড্রাইভার বাড়ির মো. জামাল হোসেনের ছেলে মো. মিরাজ হোসেন (১৯)।

    পুলিশ জানায়, নগরীর জেল রোডস্থ রিফাত রেক্সিন নামক একটি দোকানের কর্মচারী মো. নাছির মঙ্গলবার রাতে ডিউটি শেষ করে নিজ বাড়ি পটিয়ার উদ্দ্যেশে যাচ্ছিলেন। রাত ১০ টার সময় সরকারী মুসলিম উচ্চ বিদ্যালয়ের সামনে গেলে নাছিরের পথরোধ করে অপরিচিত তিন যুবক।

    কিছু বুঝে উঠার আগেই তারা তিনজনে মিলে নাছিরকে মারধর করে তার মোবাইলটি কেড়ে নেওয়ার চেষ্টা করে। এসময় নাছিরের সাথে থাকা তার অপর দুই বন্ধু পথচারীদের সহায়তায় তিনজনকেই ধরে ফেলে। পরে পাশ্বস্থ কোতোয়ালি থানা পুলিশ ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে।

    সিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোতোয়ালি থানা পুলিশ আটক তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে গ্রেফতার দেখায়।

  • ফটিকছড়িতে জনতার হাতে গরু চোর আটক,পুলিশে সোপর্দ

    ফটিকছড়িতে জনতার হাতে গরু চোর আটক,পুলিশে সোপর্দ

    ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি :  ফটিকছড়িতে বেলাল উদ্দিন নামের এক গরু চোর’কে আটক করে পুলিশে দিল জনতা।

    ২ ডিসেম্বর সকালে উপজেলার খিরাম গ্রাম হতে ওই চোরকে আটক করা হয়।

    ধৃত বেলাল উদ্দিন রোশাংগীরি ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ মুন্সেফ বাড়ির সোনা মিয়ার পুত্র।

    খিরাম ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, ধৃত বেলাল গরু নিয়ে খিরাম চৌমুহনী বাজার দিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।

    প্রথমে অস্বীকার করলেও পরে চুরির কথা স্বীকার করে সে জানায়, লেলাং ইউনিয়নের কুতুবছড়িস্থ তার ভাইয়ের খামার থেকে গরুটি চুরি করে বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। উক্ত গরুটির বাজার মূল্য আনুমানিক ৭৫হাজার টাকা হবে।

    পরে গরুর মালিককে গরুটি হস্তান্তর করে গ্রাম পুলিশ দিয়ে বেলালকে ফটিকছড়ি থানায় সোপর্দ করে স্থানীয় জনতা।

  • লামায় গভীর রাতে ইয়াবাসহ আটক ১

    লামায় গভীর রাতে ইয়াবাসহ আটক ১

    লামা প্রতিনিধি : বান্দরবানের লামা উপজেলায় ইয়াবাসহ মো. রাজু ইসলাম (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা ব্রিজের পূর্ব পাশ থেকে তাকে আটক করা হয়।

    রাজু ইসলাম চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার জাফরাবাদ ইউনিয়নের জঙ্গল ছলিমপুর গ্রামের মো. হারুনুর রশিদের ছেলে।

    সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে রাজু ইসলাম ইয়াংছা ব্রীজ এলাকায় ঘুরাফেরা করছিল। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পরে পুলিশের সহকারী উপ-পরিদর্শক আবদুল আলীমের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে জিঙ্গাসাবাদ করেন। জিঙ্গাসাবাদের এক পর্যায়ে তার কাছ থেকে ৯৭ পিস ইয়াবা উদ্ধার করেন পুলিশ।

    ইয়াবাসহ রাজু ইসলামকে আটকের সত্যতা নিশ্চিত করে ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা বলেন, এ ঘটনায় আটকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।