Tag: আটক

  • আনোয়ারায় ইয়াবাসহ আটক ৪

    আনোয়ারায় ইয়াবাসহ আটক ৪

    আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারায় দুই’শ পিস ইয়াবাসহ চার মাদক বিক্রেতাকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ।

    শুক্রবার (২০ নভেম্বর) রাত একটার দিকে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ভরারচর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বটতলী ইউনিয়নের নঈম উদ্দিন (২২), জাফর (৩৮), খোকন (১৯), মবিন হোসেন (১৮)।

    আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুই’শ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • দশ লক্ষ টাকা মূল্যের দুটি স্বর্ণবারসহ আটক ভারতীয় নাগরিক

    দশ লক্ষ টাকা মূল্যের দুটি স্বর্ণবারসহ আটক ভারতীয় নাগরিক

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের দুটি স্বর্ণবারসহ রণজিৎ আচার্য্য (৫২) নামে ভারতীয় এক নাগরিককে আটক করেছে আকবর শাহ থানা পুলিশ। আটক রনজিৎ কলকাতার হাওড়া সুপারীপাড়া এলাকার বাসিন্দা।

    বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টার সময় নগরীর আকবর শাহ থানা সিটি গেইট এলাকা থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে ১৯ ভরি ১ আনা ওজনের ২টি স্বর্ণের বার ছাড়াও ২ হাজার ইন্ডিয়ান রুপি, ৩ হাজার বাংলাদেশী টাকা, ১টি ইন্ডিয়ান পাসপোর্ট ও ১টি ইউনিক বাসের টিকিট জব্দ করা হয়।

    আকবরশাহ্ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান চৌধুরী জানায়, রনজিৎ প্রায়সময় বাংলাদেশে এসে নগরীর হাজারী গলিসহ বিভিন্ন স্বর্ণকার এলাকা থেকে কমদামে স্বর্ণ কিনে ভারতে নিয়ে যায়।

    গত দু সপ্তাহের মধ্যে রনজিৎ তিনবার বাংলাদেশে এসেছেন। সর্বশেষ গত ২৫ নভেম্বর সে বাংলাদেশে আসে এবং নগরীর হাজারী গলি থেকে স্বর্ণগুলো সংগ্রহ করার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

    ওসি বলেন, বৃহস্পতিবার স্বর্ণবারগুলো নিয়ে ইউনিক পরিবহনের একটি বাসে উঠলেও সিটি গেইট এলাকায় পুলিশের নিয়মিত চেকপোস্টে কর্মরত অফিসারদের চোখ ফাঁকি দেওয়ার লক্ষ্যে সে গাড়ি থেকে নেমে পাঁয়ে হেটে সিটি গেইট পার হওয়ার চেষ্টা করে।

    কিন্তু তার গতিবিধি সন্দেহজনক মনে হলে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে আটক করে তার দেহ তল্লাশী চালায়। এসময় তার কাছ থেকে স্বর্ণবার দুটি উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৯ লক্ষ ৫০ হাজার টাকা।

    আটক ভারতীয় নাগরিক রণজিতের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে শুল্ক আইনে চোরাচালানের অভিযোগের মামলা করেছে বলে জানান ওসি মোস্তাফিজুর রহমান চৌধুরী।

  • ইয়াবা কারবারে জড়িত চন্দনাইশের সাবেক জনপ্রতিনিধি, ২ সহযোগীসহ আটক

    ইয়াবা কারবারে জড়িত চন্দনাইশের সাবেক জনপ্রতিনিধি, ২ সহযোগীসহ আটক

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে চন্দনাইশ উপজেলার সাবেক এক জনপ্রতিনিধিকে তার দুই সহযোগীসহ আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    ২৬ নভেম্বর মঙ্গলবার দুপুর ১টার সময় কোতোয়ালী থানা এলাকার হোটেল মার্টিনের সামনে রাস্তার উপর থেকে ইয়াবাসহ দুজনকে এবং তাদের দেয়া তথ্যমতে চন্দনাইশ থেকে আরো একজনকে আটক করে পুলিশ।

    আটককৃতরা হলেন, চন্দনাইশ উপজেলার ৬ নং ওয়ার্ড জামিরজুরির সাবেক ইউপি মেম্বার ও একই এলাকার মৃত হরিশ চন্দ্র ধরের ছেলে চন্দন ধর (৪৮), একই উপজেলার দক্ষিণ জেয়ারা আনু মিয়া বাড়ির আনোয়ার হোসেনের ছেলে মো. সাহেদ (৩৩) ও মাওলানা ওমর আলী মৌলভীর বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে মো. মোরশেদুল আলম (৩০)।

    পুলিশ জানায়, মাটিন হোটেলের সামনে রাস্তার উপরে ইয়াবা বিক্রির উদ্দ্যেশে কয়েকজন লোক অবস্থান করছে এমন খবরে অভিযানে যায় পুলিশ। এসময় দুজনকে আটক করে দেহ তল্লাশী করলে সাবেক জনপ্রতিনিধি চন্দন ধরের কাছ থেকে ৪ হাজার পিস এবং মো. সাহেদের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। দুজনের প্যান্টের ব্যাল্টে বিশেষ কায়দায় লুকানো ছিলো ইয়াবা গুলো।

    আটকে পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা কারবারে তাদের সাথে জড়িত মূল হোতা মো. মোরশেদুল আলমের তথ্য পেয়ে চন্দনাইশ উপজেলার দক্ষিণ জেয়ারা মাওলানা ওমর আলী মৌলভীর বাড়িতে অভিযান চালিয়ে তাকেও আটক করতে সক্ষম হয় পুলিশ। তার বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে ঢাকার উত্তরা পশ্চিম থানায় একটি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

    এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মো. মহসীন জানায়, আটক তিনজনই ইয়াবা কারবারে সক্রিয়ভাবে জড়িত। মঙ্গলবার ইয়াবাসহ তিনজনকে আটকের পর কোতোয়ালি থানার এসআই আব্দুর রব বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।

  • চট্টগ্রামে ১৬ কোটি টাকার ১ কেজি কোকেনসহ আটক মাদক ব্যবসায়ি

    চট্টগ্রামে ১৬ কোটি টাকার ১ কেজি কোকেনসহ আটক মাদক ব্যবসায়ি

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে র‌্যাবের অভিযানে ধরা পড়েছে মো. আনোয়ার হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ি। তার কাছ থেকে এক কেজি কোকেইন উদ্ধার করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য ১৬ কোটি টাকা।

    সোমবার দুপুর আড়াইটার সময় চট্টগ্রাম নগরীর হালিশহর বড়পুল এলাকার পিসি রোডস্থ মেসার্স মজুমদার এন্টারপ্রাইজের সামনে অভিযান চালিয়ে কোকেনসহ তাকে আটক করে র‌্যাব।

    আটক আনোয়ার ফেনী জেলার ছাগলনাইয়া সওদাগর বাড়ির মো. কামাল হোসেনের ছেলে। বর্তমানে নগরীর আকবর শাহ থানা বিশ্বকলোনীর নুরুল বিল্ডিংয়ে ভাড়া বাসায় বসবাস করে এ কোকেন ব্যবসা পরিচালনা করে আসছে।

    র‌্যাব জানায়, কতিপয় মাদক ব্যবসায়ী মাদক দ্রব্য ক্রয়-বিক্রির উদ্দেশ্যে বর্ণিত স্থানে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে অভিযান চালায় র‌্যাবের অভিযানিক টিম। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে আনোয়ারকে আটক হয়।

    পরে তার দেহ তল্লাশী করে তার হাতে থাকা খবরের কাগজে সাদা কসটেপে মোড়ানো অবস্থায় ১ কেজি সাদা পাউডার জাতীয় মাদক কোকেইন উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১৬ কোটি টাকা।

    র‌্যাবের সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান মামুন জানান, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য কোকেনসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসার কথা স্বীকার করে।

    তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত কোকেনসহ আনোয়ারকে নগরীর হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে জানালেন র‌্যাবের এ কর্মকর্তা।

  • সীতাকুণ্ডে ফেনসিডিলসহ আটক ২, প্রাইভেটকার জব্দ

    সীতাকুণ্ডে ফেনসিডিলসহ আটক ২, প্রাইভেটকার জব্দ

    সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : সীতাকুণ্ডে র‌্যাব-৭ এর অভিযানে ৩৮৯ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে। এসময় দুইজনকে আটক করা হয়।

    রবিবার (২৪নভেম্বর) ভোর ৫ টায় ফৌজদারহাট লিংক রোডে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৮৯ বোতল ফেনসিডিল ও একটি প্রাইভেট কারসহ দু’জনকে আটক করে র‌্যাব ৭ ।

    আটককৃত দু’জন হল, আবুল ফয়সাল (২১) পিতা-আবুল কালাম ও শাহীন আলম(২২) পিতা-রুহুল আলম। তারা প্রত্যেকে ফেনী জেলার ছাগলনাইয়া থানার মোকামিয়া ও দক্ষিণ মটুয়া গ্রামের বাসিন্দা। এসময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার (চট্টমেট্রো-১১-০৯৫০)জব্দ করা হয়।

    এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (ইন্টালিজেন্ট) সুমণ বনিক বলেন, র‌্যাব-৭ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে ৩৮৯ ফেন্সিডিল একটি প্রাইভেটকারসহ দু’জনকে আটক করে মডেল থানায় সোপর্দ করে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

  • শিক্ষার্থীরা কোচিংয়ের নামে ঘর থেকে বের হয়ে যুক্ত হচ্ছে হিযবুত তাহরীরে

    শিক্ষার্থীরা কোচিংয়ের নামে ঘর থেকে বের হয়ে যুক্ত হচ্ছে হিযবুত তাহরীরে

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগর জুড়ে আবারো সক্রিয় হয়ে উঠছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর। গোয়েন্দা সূত্রে এমন খবরে জঙ্গিবিরোধী অভিযানে নামে পুলিশ।

    ২২ নভেম্বর শুক্রবার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত সিএমপির দক্ষিণ জোন নগরীর আন্দরিকল্লা শাহী জামে মসজিদ, চান্দগাঁও আবাসিক এলাকা ও বায়েজিদ এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে পুলিশ শীর্ষস্থানীয় ‘জঙ্গি নেতা’সহ হিযবুত তাহরীরের ১৫ সদস্যকে আটক করতে সক্ষম হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ প্রচারপত্র, নগদ দুই লাখ ৮২ হাজার টাকা, দুটি ল্যাপটপ, ইলেক্ট্রনিক ডিভাইস, সংগঠনের গঠনতন্ত্র ও ট্রেনিং ম্যানুয়াল উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

    শনিবার (২৩ নভেম্বর) সকালে নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে সংবাদ সম্মেলনে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত কমিশনার (অপরাধ) আমেনা বেগম।

    তিনি বলেন, তাদের কাছে গোপন তথ্য ছিলো বেশকিছুদিন ধরে নগর জুড়ে ফের সক্রিয় হয়ে উঠছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর। বিভিন্ন স্থানে তারা গোপন বৈঠকে মিলিত হচ্ছে। এসব তথ্যের ভিত্তিতে সিএমপির দক্ষিণ জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শাহ মুহাম্মদ আবদুর রউফের নেতৃত্বে ২২ নভেম্বর শুক্রবার দুপুর থেকেই অভিযান শুরু হয়।

    আটক করা হয় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের চট্টগ্রাম মহানগরীর প্রধান (আঞ্চলিক প্রধান) আবুল মোহাম্মাদ এরশাদুল আলমসহ এ সংগঠনের আরো ১৪ সদস্য।

    সংবাদ সম্মেলনে আমেনা বেগম বলেন, জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের আটক হওয়া সদস্যদের অধিকাংশই বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী। তারা যে পড়াশুনার নাম করে এ সংগঠনে সক্রিয় হচ্ছে এসব তথ্য তাদের পরিবারের কাছে জানা ছিলোনা। তারা প্রতিদিন কোচিং এ যাওয়ার নাম করে বাসা থেকে বের হয়ে নগরীর কোন না কোন এলাকায় জঙ্গি সংগঠনটির গোপন বৈঠকে মিলিত হতেন।

    এদিকে হিযবুত তাহরীরের ১৫ সদস্যকে আটকের বিস্তারিত জানিয়েছেন অভিযানে নেতৃত্ব দেওয়া সিএমপির দক্ষিণ জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) শাহ মুহাম্মদ আবদুর রউফ। তিনি বলেন, গোপন সূত্রের খবরে শুক্রবার দুপুরে প্রথম অভিযান পরিচালনা করেন নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ এলাকায়। সেখানে লিফলেট ও প্রচারপত্র বিলির সময় ওয়ালিদ ইবনে নাজিম ও মো. ইমতিয়াজ ইসমাইল নামে হিযবুত তাহরীরের ২ জন সক্রিয় কর্মীকে আটক করা হয়।

    তাদের জিজ্ঞাসাবাদে পুলিশকে তারা চান্দগাঁও এলাকার খদিজা ম্যানশনে একটি গোপন বৈঠকের তথ্য দেন। তথ্যমতে পুলিশ ওই বৈঠকে অভিযান চালিয়ে চট্টগ্রামের ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের শিক্ষক ও নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের চট্টগ্রাম মহানগরীর প্রধান (আঞ্চলিক প্রধান) আবুল মোহাম্মাদ এরশাদুল আলম এবং নোভারটিস ফার্মাসিউটিক্যালসের চট্টগ্রামের টেরিটরি ম্যানেজার ও এ সংগঠনের অন্যতম শীর্ষনেতা আবদুল্লাহ আল মাহফুজ (৩০)সহ ১১জনকে আটক করা হয়। আটককৃতদের স্বীকারোক্তিমূলে রাতে নগরীর পাঁচলাইশ থানা এলাকা ও পলিটেকনিক এলাকা থেকে আরো ২জনকে আটক করে পুলিশ।

    তিনি জানান, এরশাদুল আলম বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের গুনাগরী এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি বায়েজিদ চক্রেসো কানন আবাসিক এলাকায় বসবাস করার সুবাধে নগরীর বিভিন্ন এলাকায় প্রচারপত্র ও লিফলেট বিতরণের মাধ্যমে দলটি সক্রিয় করার চেষ্টা চালিয়ে আসছেন।

    এ সংগঠনের আটক অন্য সদস্যরা হলেন, মো. ইমতিয়াজ ইসমাইল (২৫), মো. নাছির উদ্দিন চৌধুরী (২২), মোহাম্মদ নাজমুল হুদা (২৭), মো. লোকমান গনি (২৯), মো. করিম (২৭), আব্দুল্লাহ আল মুনিম (২২), কামরুল হাসান প্রকাশ রানা (২০), মো. আরিফুল ইসলাম (২০), মো. আজিম উদ্দিন (৩১), ফারহান বিন ফরিদ প্রকাশ রাফি (২৩), মো. আজিমুল হুদা (২৪), ওয়ালিদ ইবনে নাজিম (১৫), মো. স¤্রাট (২২)।

    এদের প্রত্যেকের বিষয়ে খোঁজ খবর নিয়ে যাঁচাই বাঁচাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছেন এডিসি শাহ মুহাম্মদ আবদুর রউফ।

  • রাউজানের পাহাড়ে অস্ত্রের কারখানার সন্ধান : ডাকাত সর্দার আটক,অস্ত্র উদ্ধার

    রাউজানের পাহাড়ে অস্ত্রের কারখানার সন্ধান : ডাকাত সর্দার আটক,অস্ত্র উদ্ধার

    ২৪ ঘন্টা চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের রাউজান উপজেলার ঘেড়া সামশু টিলা নামক দুর্গম পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। গোপন সূত্র ধরে আজ ২০ নভেম্বর বুধবার ভোরে অস্ত্র তৈরির কারখানাটিতে অভিযান পরিচালনা করে জেলা পুলিশের একটি টিম।

    অভিযানে ডাকাত সর্দার আলমগীরকে আটকের পাশাপাশি দেশিয় তৈরি অন্তত ২০টি অস্ত্র উদ্ধারের তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে পূর্ব রাউজানের রাবার বাগান সংলগ্ন ঘোড়া সামশুু টিলা এলাকায় অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে দুস্কৃতকারীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে।

    এক পর্যায়ে দুস্কৃতিকারিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মোহাম্মদ আলমগীর নামে একজনকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার আলমগীরের নামে বিভিন্ন থানায় ১৭টি মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

    রাউজান থানা সূত্রে জানা যায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কেপায়েত উল্লাহ অস্ত্র উদ্ধার অভিযানে দুস্কৃতিকারীদের হাতে আহত হন। ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি ১০টি শর্টগান, ৬টি দেশীয় তৈরি পাইপ গান, তিনটি দেশীয় তৈরি এক নলা বন্দুক, ১টি গ্যাস গান সদৃশ অস্ত্র, পুরাতন ম্যাগজিন ১টি, ৭টি কার্তুজ, ৭টি কার্তুজের খোসাসহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

  • কুমিরা ঘাটঘর থেকে অস্ত্র ও ইয়াবাসহ সন্দ্বীপের যুবক আটক

    কুমিরা ঘাটঘর থেকে অস্ত্র ও ইয়াবাসহ সন্দ্বীপের যুবক আটক

    সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘর এলাকা থেকে ২১ পিস ইয়াবা, ১ টি দেশীয় তৈরী ওয়ান গান ও ২ টি কার্তুজসহ আকবর হোসেন (৩৭) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব ৭।

    গোপন সংবাদে গতরাত সাড়ে ৮ টার দিকে কুমিরা-সন্দ্বীপ ঘাটঘরের পরশমনি হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়।

    আটক আকবর হোসেন সন্দ্বীপের হারামিয়া গ্রামের আলাউদ্দিনের বাড়ির আজিজুল হকের পুত্র। তার বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় একটি অস্ত্র আইনে, (মামলা নং১৯) তাং১৩/১১/১৯ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ( ২০১৮ ধারায় মামলা নং২০) দায়ের করা হয়েছে।

    এ ব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ আলম মোল্লা ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, আকবর অস্ত্র ও মাদক নিয়ে বিক্রিয়ের উদ্যেশ্য অবস্থান করছে এমন সংবাদের সূত্রে র‌্যাব তাকে আটক করে। পরে তার শরীর তল্লাশী চালিয়ে ২১ পিস ইয়াবা, ১টি দেশীয় তৈরী ওয়ানগান ও ২ টি কার্তুজ উদ্ধার করে।

    পরে উদ্ধার হওয়া ইয়াবা ও অস্ত্রসহ আকবর হোসেনকে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করে র‌্যাব। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

  • বহদ্দারহাট থেকে ইয়াবার চালানসহ ব্যবসায়ী আটক

    বহদ্দারহাট থেকে ইয়াবার চালানসহ ব্যবসায়ী আটক

    ২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা বহদ্দারহাট এলাকা থেকে ইয়াবার একটি চালানসহ জসিম উদ্দিন সিরাজ (৩০) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে র‌্যাপিড অ্যকশন ব্যাটেলিয়ন র‌্যাব। এসময় তার কাছ থেকে ১৯ হাজার ৫শ ৭৫ পিস ইয়াবা ও ইয়াবা পরিবহণে ব্যবহৃত মোটর সাইকেলটি (ঢাকা মেট্্েরা ল- ২৭-৯৯৫৬) জব্দ করা হয়।

    ১১ নভেম্বর সোমবার দুপুর পৌণে ২টার সময় বহদ্দারহাটের নিউ ম্যানিলা হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক জসিম গাজীপুর জেলার শ্রীপুর বরমী ছিটপাড়া গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে।

    র‌্যাবের সহকারি পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান মামুন তথ্যটি নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম থেকে একটি মোটর সাইকেলে করে ইয়াবার একটি চালান নিয়ে ঢাকার উদ্দ্যেশে যাচ্ছে এমন সংবাদে বর্ণিত স্থানে বিশেষ চেকপোস্ট স্থাপন করে র‌্যাবের একটি টিম।

    সোমবার দুপুরে চেকপোস্টে একটি মোটর সাইকেলকে থামানোর সংকেত দিলে মোটরসাইকেলটি দ্রুত পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে মোটর সাইকেলসহ জসিমকে আটক করা হয়। এসময় জসিমের দেহ তল্লাশী করে তার কাঁধে থাকা কালো ব্যাগের ভিতর সুকৌশলে লুকানো অবস্থায় ১৯ হাজার ৫শ ৭৫ পিস ইয়াবা উদ্ধারসহ মোটর সাইকেলটি জব্দ করা হয়।

    আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম দীর্ঘদিন ধরে চট্টগ্রাম, কক্সবাজারের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলে বিক্রি করে আসছেন বলে স্বীকার করেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য নগরীর চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে জানালেন র‌্যাবের এ কর্মকর্তা।

  • পটিয়ায় ইয়াবাসহ ব্যবসায়ি আটক

    পটিয়ায় ইয়াবাসহ ব্যবসায়ি আটক

    পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় গোপন সূত্রে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক ব্যবসায়িকে আটক করেছে 
    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম খ সার্কেল।

    ১০ নভেম্বর রবিবার সকালে উপজেলার মনসা বাদামতল এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ১শ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

    আটক মাদক ব্যবসায়ির নাম নিয়ামত উল্লাহ। তিনি কক্সবাজার জেলার টেকনাফ শাহ পরীরদ্বীপ ডেইল পাড়ার আব্দুর শুক্কুরের ছেলে।

    রবিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জনসংযোগ শাখা থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে এতে বলা হয় আটক মাদক ব্যবসায়ির বিরুদ্ধে পটিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

  • রাউজানে পৃথক অভিযানে অস্ত্র ও ইয়াবা উদ্ধার, আটক ৫

    রাউজানে পৃথক অভিযানে অস্ত্র ও ইয়াবা উদ্ধার, আটক ৫

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে পৃথক দুটি অভিযানে পাঁচ জনকে আটক করেছে রাউজান থানা পুলিশ। এ সময় একটি দেশীয় তৈরী অস্ত্র, কার্তুজসহ ইয়াবা উদ্ধার করা হয়।

    আটককৃতরা হলেন, আব্দুর রাজ্জাক প্রকাশ ছোট মনা (২৪), খলিলাবাদ মনু গোমস্তার বাড়ির বাবু শাহাদাতের ছেলে আবু তৈয়্যব (২৬), একই এলাকার খালেক সওদাগর বাড়ির লেদু মিয়ার ছেলে আবু সৈয়্যদ (২১), আমিনুর রহমান মেম্বারের বাড়ির মৃত দিল মোহাম্মদের ছেলে জানে আলম (৫০) প্রকাশ ননাইয়া ও কদলপুর পোস্ট মাস্টার বাড়ির আবুল হোসেনের ছেলে জানে আলম বাদল (২৫)।

    রাউজান থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া দুইটার সময় চট্টগ্রাম-কাপ্তাই সড়কের নোয়াপাড়া পথেরহাটের পূর্ব পার্শ্বে মিয়া মার্কেট সংলগ্ন গোল্ডেন পার্ক কমিউনিটি সেন্টারের সামনে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে কিছু লোক অবস্থান করছে এমন সংবাদ পায় পুলিশ।

    এসময় রাউজান থানার উপ পরিদর্শক মৃদুল বড়ুয়া, সহকারি উপ পরিদর্শক আবু সালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে গিয়ে শতপিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ।

    একই রাতে ভোর আনুমানিক ৪ টার দিকে নোয়াপাড়া ইউনিয়নের কর্তার দীঘির পাড়স্থ আবুল হাশেমের বাড়ির সামনে এক অস্ত্রধারী যুবক অবস্থান করছে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে যুবকটিকে আটক করে।

    এ সময় তার হাতে থাকা সাদা প্লাস্টিকের বাজারের থলেতে মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরী বন্দুক, একটি কার্তুজ উদ্ধার করা হয়।

    রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) কেফায়েত উল্লাহ ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাউজান থানায় মামলা রুজু হয়েছে।

  • লামায় চালককে খুন করে মোটর সাইকেল ছিনতাই : দুই ঘাতক আটক

    লামায় চালককে খুন করে মোটর সাইকেল ছিনতাই : দুই ঘাতক আটক

    বান্দরানের লামা উপজেলায় এক চালককে খুন করে মোটর সাইকেল নিয়ে পালানোর সময় দুই ঘাতককে আটক করেছে পুলিশ।

    বুধবার সন্ধ্যায় উপজেলার লামা-সুয়ালক সড়কের টংকাবতী এলাকার রহিম কন্ট্রাকটরের বাগানের পাশে এ ঘটনা ঘটে। নিহত আকরাম হোসেন (২২) লামা পৌরসভা এলাকার সাবেক বিলছড়ি গ্রামের বাসিন্দা তফজল হোসেন তবুর ছেলে।

    এ ঘটনায় আটকরা হলো- লামা সদর ইউনিয়নের বৈল্লারচর গ্রামের বাসিন্দা তোফাজ্জল হোসেনের ছেলে বেলাল হোসেন (২০) ও রুপসীপাড়া ইউনিয়নের হ্লাচাই পাড়া গ্রামের আবুল কাসেমের ছেলে মো. নুর হোসেন (১৯)।

    স্থানীয সূত্র জানায়, বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে বেলাল হোসেন ও নুর হোসেন যাত্রী সেজে বান্দরবান জেলার মাঝেরপাড়া যাওয়ার নাম করে লামা বাজার থেকে আকরাম হোসেনের মোটর সাইকেল ভাড়া করে।

    মোটর সাইকেলটি সড়কের রহিম কন্ট্রাক্টরের বাগানের পাশে গেলে দুই যাত্রী সংঘদ্ধ হয়ে খুর দিয়ে আকরাম হোসেনের গলা কেটে দেয়। এতে ঘটনাস্থলেই চালক আকরামের মৃত্যু হয়।

    পরে মোটর সাইকেল নিয়ে পালানোর সময় সড়কের পথচারীরা ঘটনাটি দেখে স্থানীয় ক্যয়াজুপাড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জকে জানায়। তাৎক্ষনিক অভিযান চালিয়ে ছিনতাইকৃত মোটর সাইকেলসহ দুই ঘাতককে আটক করেন পুলিশ।

    ক্যায়াজুপাড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ মনিরুল ইসলাম সরকার ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, চালক আকরাম হোসেনকে খুন করে মোটর সাইকেল নিয়ে পালানোর সময় দুই জনকে আটক করা হয়েছে। আটকদের প্রাথমিক জিঙ্গাসাবাদ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।