Tag: আটক

  • লামায় চোলাই মদসহ তিনজন আটক

    লামায় চোলাই মদসহ তিনজন আটক

    পাচারের সময় বান্দরবানের লামা উপজেলা থেকে চোলাই মদ তিন জনকে আটক করা হয়েছে। উপজেলা শহরের লাইনঝিরি এলাকা থেকে শনিবার দুপুরে তাদেরকে আটক করে ট্রাফিক পুলিশ।

    আটকরা হলো-কক্সবাজার পৌরসভা এলাকার মোস্তাক পাড়ার বাসিন্দা মাহাদুর রহমানের স্ত্রী শাহানা বেগম (৩০), সাইদ হোসেনের ছেলে নজরুল ইসলাম (২৫) ও মহেশখালী উপজেলার নতুন পাড়ার বাসিন্দা আশ্রাফ আলীর স্ত্রী হাসিনা বেগম (৪০)।

    সূত্র জানায়, স্থানীয়ভাবে তৈরি চোলাই মদ সংগ্রহ করে শনিবার দুপুর ২টার দিকে পাশের চকরিয়া উপজেলায় নিয়ে যাচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর ২টার দিকে সড়কে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট ফয়সাল খানের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা চকরিয়াগামী দুটি যাত্রীবাহি জীপ গাড়িতে তল্লাশি চালায়।

    এ সময় পলিথিন ভর্তি ৪০ লিটার চোলাই মদ উদ্ধারসহ পাচারে সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই নারীসহ তিন জনকে আটক করে পুলিশ।

    লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

  • জেন্টস পার্লারের আড়ালে মিনি পতিতালয়, যুবলীগ নেতা আটক

    জেন্টস পার্লারের আড়ালে মিনি পতিতালয়, যুবলীগ নেতা আটক

    সাতক্ষীরা পৌর যুবলীগের সভাপতি পদ থেকে সদ্য বহিষ্কৃত ও জেলা যুবলীগের সদস্য তুহিনুর রহমান তুহিন শহরের সংগ্রাম আবাসিক হোটেল ভাড়া নিয়ে জেন্টস পার্লারের নামে একটি মিনি পতিতালয় গড়ে তুলেছিলেন।

    গেল সাত অক্টোবর এই হোটেলটিতে অভিযান চালিয়ে নারীসহ আটজনকে আটক করেছিল পুলিশ। এ সময় হোটেলটির বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ কনডম ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

    এরই প্রেক্ষিতে মানবপাচার আইনে পুলিশের দায়েরকৃত মামলার আসামি পৌর যুবলীগের সভাপতি পদ থেকে তুহিনুর রহমান তুহিনকে বহিষ্কার করা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।

    তবে গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহর বাইপাস সড়ক থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে আজ শনিবার তাকে কারাগারে পাঠানো হয়েছে।

  • বস্তিভর্তি ইলিশ মাছসহ ৩ পুলিশ জনতার হাতে আটক

    বস্তিভর্তি ইলিশ মাছসহ ৩ পুলিশ জনতার হাতে আটক

    নিষেধাজ্ঞা অমান্য করে শিকার করা বস্তাভর্তি মা ইলিশসহ ৩ পুলিশ সদস্যকে আটক করেছে শরীয়তপুরের স্থানীয় জনতা। এ ঘটনায় তাদের সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।

    বুধবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শরীয়তপুর পুলিশ লাইনের সামন থেকে তাদের আটক করা হয়।

    আটককৃতরা হলেন- এএসআই মন্টু হোসেন, কনস্টেবল সঞ্জিত সমাদ্দার ও হৃদয়।

    পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত সাড়ে ১১ টার দিকে জেলা শহরের সদর হাসপাতালের সামনে দিয়ে ৪টি মোটরসাইকেলে আরোহীদের ইলিশ মাছ নিয়ে যেতে দেখে স্থানীয়রা। এরপর স্থানীয় জনতা তাদের পিছু নেয়। এক পর্যায়ে পুলিশ লাইনের সামনে গেলে ২টি মোটরসাইকেলের গতিরোধ করে দুই বস্তা ভর্তি ইলিশসহ পুলিশের ৩ সদস্যকে আটক করে স্থানীয় জনগণ। সে সময় অন্য দুই মোটরসাইকেলসহ পুলিশের বাকি সদস্যরা পালিয়ে যায়।

    খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তরা। আটক পুলিশ সদস্যদের পুলিশ লাইনে নিয়ে যান তারা।

    পরে পুলিশ সুপার আব্দুল মোমেন জানান, আটক ৩ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

  • চট্টগ্রামে র‌্যাবের অভিযানে ইয়াবা ব্যবসায়ি আটক

    চট্টগ্রামে র‌্যাবের অভিযানে ইয়াবা ব্যবসায়ি আটক

    চট্টগ্রাম নগরীর রেয়াজ উদ্দিন বাজারস্থ কর্ণফুলি টাওয়ারে অভিযান চালিয়েছে র‌্যাবের একটি দল। টাওয়ারের ২য তলায় জামান হোটেলের ভেতর থেকে ৩ হাজার ৮শ পিস ইয়াবাসহ প্রদীপ ধর নামে এক ইয়াবা ব্যবসায়িকে আটক করে র‌্যাব।

    মঙ্গলবার ১৫ অক্টোবর রাত ৮ টার সময় অভিযানটি পরিচালিত হয়। আটক প্রদীপ কক্সবাজারের রামু ফতেষাঁরকুল বনিকপাড়ার নীলাকান্ত ধরের ছেলে।

    র‌্যাব ৭ এর সহকারী পুলিশ সুপার মো. এাহমুদুল হাসান মামুন জানান, তাদের কাছে আগে থেকে খবর ছিল জামান হোটেলের ভিতর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় এর উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টিম অভিযানে গেলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে প্রদীপ ধর।

    পরে তাকে আটক করে তার সাথে থাকা ব্যাগ তল্লাশী করলে ৩ হাজার ৮শ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৯ লক্ষ টাকা বলে জানায় র‌্যাব।

    আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রদীপ দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে কম মূল্যে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় বেশি দামে বিক্রি করার কথা স্বীকার করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত ইয়াবাসহ নগরীর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

  • টাকায় মেলে ডিগ্রিযুক্ত সার্টিফিকেট! আটক ২

    টাকায় মেলে ডিগ্রিযুক্ত সার্টিফিকেট! আটক ২

    প্রযুক্তির যতো উন্নত হচ্ছে দিন দিন বেড়ে চলছে নানা রকমের অপরাধ যুক্ত কাজ। শুধুই কি তাই পড়াশোনা না করে ভূয়া সার্টিফিকেট বানিয়ে রাতারাতি অর্জন করে নিছে গ্রাজুয়েশন সার্টিফিকেট। কিচু অসাধু চক্রের কল্যাণে টাকায় মিলছে এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স এর মতো ডিগ্রি যুক্ত সার্টিফিকেট!

    এতে দেশের শিক্ষার উন্নয়ন ও অগ্রগতি মান দিন দিন ছোট হয়ে পড়েছে। তাঁদের সাথে যুক্ত হয়েছে কিছূ অসৎ লোক যারা এসব ভূয়া সার্টিফিকেটধারী লোকজনকে চাকরি দিতে নানাভাবে সহযোগিতা করেন। ফলে দেশের মেধাবী শিক্ষার্থীরা চাকরির বাজারে কোনো চাকরি হচ্ছেনা। বেড়ে চলেছে বেকারত্ব।

    এছাড়াও কিছু কম্পিউটার প্রিন্টের দোকান রয়েছে যারা মোটা অংকের টাকার বিনিময়ে এসব এডুকেশন সার্টিফিকেট, সনদপত্র, জম্মনিবন্ধসহ সবকিছু জাল স্বাক্ষর ও সীলমোহর আসল কপির মতো করে তৈরি করে আসছে।

    এসব বানানো জাল কাগজপত্র অফিস আদালতে বুঝা মুশকিল। কেউ এসব সার্টিফিকেট চ্যালেঞ্জ করলে তখনই ধরা পরে এটা আসল নাকি নকল। এছাড়াও জাল কাগজপত্র দিয়ে চলে নানা অনৈতিক ও অপরাধমুলক কর্মকান্ড।

    ওরা সংখ্যায় কতজন তা জানা না গেলেও ওদের দলের দু’জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে রাউজান থানা পুলিশ। গত ১০ অক্টোবর রাতে পৃথক অভিযানে নগরীর দুটি দোকান থেকে তাদের আটক করা হয়।

    আটককৃত জাল সনদ কারবারি হলো রাউজান উপজেলার উরকিচর ইউনিয়নের আবুল কালামের পুত্র মোহাম্মাদ মাহাফুজ (৩৬) ও পূর্ব মাদার বাড়ি এলাকার মৃত জাফর আহম্মদের পুত্র রাজু আহম্মদ হিরু (৩২)।

    একজনকে মোহরা গোলাপের দোকান তমা প্রিন্টার্স থেকে অপরজনকে মাদারবাড়ি নিজ বাসা থেকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে বিপুল পরিমান জাল সনদসহ ব্যবহৃত কম্পিউটার, প্রিন্টিং মেশিন, লেমিনেশন মেশিন উদ্ধার করে।

    অভিযানে নেতৃত্ব দেন রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহ ও এসআই কাজী মাসুদ ইবনে আনোয়ারসহ একদল চৌকস পুলিশ সদস্য।

    রাউজান থানার ওসি কেপায়েত উল্লাহ ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, উরকিচর ইউনিয়নের অপ্রাপ্ত বয়সী কন্যার জম্মনিবন্ধে স্থানীয় চেয়ারম্যান সৈয়দ আবদুর জব্বার সোহেলের জাল স্বাক্ষর করে প্রাপ্ত বয়স বানানোর ঘটনায় পুলিশের জালে আটকা পরে এসব মূল হোতারা।

    তিনি জানান, উরকিচর ইউনিয়নে আবুল করিম ও নাদিয়া আলম নামে একটি বিয়েতে জম্ম নিবন্ধন নিয়ে এ ঘটনা ঘটে। এই বিয়ের নকল জম্ম নিবন্ধন করে তারা ফেঁসে যায়।

    এই জম্ম নিবন্ধ সোহেল চেয়ারম্যান চ্যালেঞ্জ করলে বেরিয়ে আসে থলের বিড়াল। তাদের বিরুদ্ধে জালিয়াতি মামলা রুজু করা হয়েছে। আসামীদের ১২ অক্টোবর শনিবার চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি কেপায়েত উল্লাহ।

  • আনসার আল ইসলামের ৪ সদস্য আটক

    আনসার আল ইসলামের ৪ সদস্য আটক

    রাজধানীর যাত্রাবাড়ী থেকে আনসার আল ইসলামের চার সদস্যকে আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

    শুক্রবার সকালে তাদের আটকের বিষয়টি জানানো হয়। তাৎক্ষণিকভাবে আটককৃতদের পরিচয় জানা যায়নি।

    ডিএমপির উপ-কমিশশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে যাত্রাবাড়ী এলাকা থেকে আনসার আল ইসলামের চার সদস্য আটক করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

  • পতাকা বৈঠকের পর র‌্যাবের তিন সদস্যসহ ৫ জনকে হস্তান্তর

    পতাকা বৈঠকের পর র‌্যাবের তিন সদস্যসহ ৫ জনকে হস্তান্তর

    কুমিল্লার ব্রা‏হ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকার ভারত সীমান্তের ২০৫৯ পিলারের কাছ থেকে বৃহস্পতিবার সকাল সাতটায় র‌্যাবের তিন সদস্য ও দুই মহিলা সোর্সসহ ৫ জনকে ধরে নিয়ে যায় বিএসএফ।

    পরে বিকাল চারটায় ওই সীমান্তের ভারত-বাংলাদেশের বিএসএফ-বিজিবি’র এক ঘন্টা পতাকা বৈঠকের পর ফেরত দেয়া হয়।

    তিন র‌্যাব সদস্য হলেন, র‌্যাব-১১ এর কনস্টেবল আবদুল মজিদ, কনস্টেবল রিগেন বড়–য়া এবং সৈনিক ওয়াহিদ মিয়া ও র‌্যাবের দুই মহিলা সোর্স কুমিল্লা মহানগরীর শুভপুরের খুকি লিজা ও সুজানগরের মনি আক্তার।

    বিজিবি,পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লার ব্রা‏হ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকায় র‌্যাব-১১,সিপিসি-২ এর সহকারী পুলিশ সুপার (এ.এস.পি) মহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল বৃহস্পতিবার সকালে মাদক উদ্ধার অভিযান চালায়। সকাল আনুমানিক সোয়া সাতটায় অভিযান চলাকালীন সময়ে র‌্যাব এর তিন সদস্যসহ দুইজন সোর্স ভারত সীমান্তবর্তী আশাবাড়ি এলাকার ২০৫৯ নং আন্তর্জাতিক সীমানা পিলারের কাছে বাংলাদেশের সীমানা অতিক্রম করে ভারতের আবুল খায়ের মিয়ার বাড়িতে গিয়ে তাকে আটকের চেষ্টা চালায়।

    এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে র‌্যাব সদস্যদের আটকে তাদের উপর পাল্টা হামলা চালিয়ে মারধোর করে। পরে তাদের ভারতীয় সীমান্তরক্ষীবাহিনী বিএসএফ’র সদস্যদের কাছে হস্তান্তর করে। এরপর তাদেরকে বিএসএফ ক্যাম্পে ধরে নিয়ে যায়।

    খবর পেয়ে বিজিবির সংকুচাইল ক্যাম্পের সুবেদার নুরুল ইসলাম র‌্যাবের তিন সদস্যসহ একটি পিস্তল, বুলেট ৭টা, ম্যাগজিন একটা এবং তিনজনের পরিচয়নপত্রসহ তাদেরকে ফেরত পেতে বিএসএফকে চিঠি দেন। ওই চিঠির প্রেক্ষিতে বেলা চারটার দিকে আশাবাড়ি এলাকায় ২০৫৯ পিলারের কাছে নোম্যান্সল্যান্ড এলাকায় বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক করেন। ৫টা পর্যন্ত চলে এ বৈঠক। বৈঠক শেষে র‌্যাবের তিন সদস্যসহ ৫জনকে ফেরত দিয়েছেন বিএসএফ।

    পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নের্তৃত্ব দিয়েছেন সংকুচাইল বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার নুরুল ইসলাম এবং ভারতের বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ভারতের ৭৪ বিএসএফ পরিদর্শক আর কে মিঠু।

  • লামায় অগ্নেয়াস্ত্রসহ মিয়ানমার নাগরিক আটক

    লামায় অগ্নেয়াস্ত্রসহ মিয়ানমার নাগরিক আটক

    বান্দরবানের লামা উপজেলায় একটি বন্দুক ও ধারালো ছুরিসহ আবুল হোসেন (৩২) নামের এক মিয়ানমার নাগরিককে আটক করেছে সেনাবাহিনী।

    মঙ্গলবার সকালে উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি লুলাইং বাংলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আবুল হোসেন লুলাইং বাংলা বাজার এলাকার আবদুল হামিদের ছেলে।

    সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় সেনাবাহিনীর একটি টহল দল মঙ্গলবার সকাল ৬টার দিকে লুলাইং বাংলা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় একটি দেশিয় তৈরি কাটা বন্দুক ও একটি ধারালো ছুরিসহ আবুল হোসেনকে তার নিজ বাড়ী থেকে আটক করা হয়। প্রাথমিক জিঙ্গাসাবাদের পর আটককৃতকে পুলিশে সোপর্দ করেন সেনাবাহিনী।

    আগ্নেয়াস্ত্রসহ এক মিয়ানমার নাগরিককে আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • আবরার হত্যা : ২ ছাত্রলীগ নেতা আটক

    আবরার হত্যা : ২ ছাত্রলীগ নেতা আটক

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে (২১) পিটিয়ে হত্যার ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ।

    এরা হলেন, বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল এবং যুগ্ম সাধারণ সম্পাদক মুহতাসিম ফুয়াদ। তারা উভয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। আজ সকালে তাদেরকে আটক করা হয়।

    এর আগে রোববার রাত তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলের সিঁড়ি থেকে আবরারের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আবরার ও আটককৃতরা ওই হলের ছাত্র।

    তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য চকবাজার থানায় নেয়া হয়েছে।

    চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন গণমাধ্যমকে বলেন, আবরার ফাহাদ হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ফুয়াদ ও রাসেল নামে দু’জনকে আটক করে থানায় আনা হয়েছে।

    পুলিশ ও আবরারের সহপাঠি সূত্রে জানা গেছে, গতকাল রাতে হলের কক্ষে ছিলেন আবরার। রাত ৮টার দিকে তাকে ২০১১ নং কক্ষে ডেকে নেয় ছাত্রলীগ নেতারা। পরে গভীররাতে তার লাশ ওই হলের সিঁড়িতে পাওয়া যায়।

    সহপাঠিরা জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবরার সক্রিয় ছিলেন। লেখালেখি করতেন। এ কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন তারা।

    পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মুনতাসিরুল ইসলাম জানান, আবরারের পায়ে ও ঊরুতে আঘাতের চিহ্ন ছিল। আমরা সতর্কতার সঙ্গে কাজ করছি। কারণ বুয়েট একটি সম্মানজনক শিক্ষাপ্রতিষ্ঠান। আমরা তদন্ত করছি।

  • অবৈধ অনুপ্রবেশকারী ৪৫ রোহিঙ্গা সীতাকুণ্ডে আটক

    অবৈধ অনুপ্রবেশকারী ৪৫ রোহিঙ্গা সীতাকুণ্ডে আটক

    সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর মোল্লার একটি বাড়ি থেকে অবৈধভাবে অনুপ্রবেশকারী ৪৫ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

    গোপন সূত্রের খবরে মঙ্গলবার রাত পৌনে ১ টার দিকে বিএম কন্টেইনার ডিপোর উত্তর পাশে কেশবপুর মোল্লাপাড়ায় মোবারক হোসেনের ভাড়া ঘর থেকে পুলিশ তাদের আটক করে।

    আটককৃতরা হলেন,  মো. সাদ্দাম হোসেন (২০), মো. শাহ আলম (১৮), মো. তারেক (১৮),  সাদেক (১৯), আবু সাদেক (১৯), নুরুল হুদা (১৯), মোহামুদুল হাসান (১৫), মো. হারেজ (১৮), হামিদ হোসেন (১২), শামছু আলম (২৫), জানে আলম (২০), মো. শফিক (১৮), একরাম (২৬), মো. শফিক (২৭), শহীদুল আমিন (১৮), আসাদুজ্জামান (১৮), বেলাল (১৮), মো. হাশেস (১৮), ওসমান (১৮), নুরুল ইসলাম (১৮), মো. রফিক (১৯), আজিজুর রহমান (১৮), মো. ইদ্রিছ (১৯), মো. তাহের (১৮), আল কামাল (১৮), ওয়াসেত (১৮), ওসমান (১৮), আলফাজ (১৮), মো. ইদ্রিছ (১৮), ইয়াছিন আরাফাত (১২), মনছুর আলম (১৮), আবুল ফয়েজ (১৮), আইয়ুব (১৮), জোবায়ের (১৮), খোরশেদ আলম (১৮), মো. ইসমাইল (১৮), বশির আহমদ (১৮), মো. হারেজ (১৮), মো. আলম (১৮), হাছেন (১৮), রবিউল ইসলাম (২৫), রহিম উল্লাহ (১৮), মাহবুব আলম (১৮), শাহ আলম (১৯) ও রবিউল আলম (১৪)।

    থানা সূত্রে জানা যায়, কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা একদল রোহিঙ্গা সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের অন্তর্গত কেশবপুর মোল্লাপাড়া এলাকায় অবস্থান নিয়ে স্থানীয় একটি কারখানায় কাজ করছে বলে খবর পায় সীতাকুণ্ড থানা পুলিশ। এ খবরে কেশবপুর মোল্লাপাড়ায় মোবারক হোসেনের ভাড়া ঘর থেকে ৪৫ জনকে আটক করতে সক্ষম হয় সীতাকুণ্ড থানা পুলিশ।

    আটক রোহিঙ্গাদের মধ্যে কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, তারা বিগত কয়েকমাস ধরে একজন দুজন করেই এখানে সমবেত হয়ে স্থানীয় একটি প্রতিষ্ঠানে মাসিক ৮ হাজার টাকা বেতনে চাকরি করছেন।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানালেন সীতাকুণ্ড থানার ওসি মো. দেলওয়ার হোসেন। আটক ৪৫ জন রোহিঙ্গাকে বিকালে আদালতে প্রেরণ করা হবে বলে জানান ওসি।

    সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) শামীম শেখ জানান, রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা এসব রোহিঙ্গা আশ্রয়দাতাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সীতাকুণ্ডে আর কোথাও রোহিঙ্গারা অবস্থান করছে কিনা তা তদন্ত করে অভিযান অব্যাহত রাখার কথাও বললেন এ পুলিশ কর্মকর্তা।

  • হাটহাজরীতে ইয়াবা ও ৫ রাউন্ড বুলেটসহ আটক ১

    হাটহাজরীতে ইয়াবা ও ৫ রাউন্ড বুলেটসহ আটক ১

    হাটহাজারীতে জাতীয় পার্টির নেতার পুত্র মামুন (৩০)কে বুলেট ও ইয়াবাসহ আটক করেছে হাটহাজরী থানা পুলিশ।

    মঙ্গলবার(১অক্টোবর) তার নামে পৃথক দুটি মামলা দায়ের করেছে থানা পুলিশ। আটক মামুন হাটহাজারী পৌর এলাকার পশ্চিম দেওয়ান নগর মৌলভী পাড়ার মোঃ মহিবুল হকের পুত্র। তার পিতা হাটহাজারী উপজেলা জাতীয় পার্টির নেতা।

    সূ্ত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে হাটহাজরী মডেল থানার এসআই আনিস আল মাহমুদের নেতৃত্বে অভিযান চালিয়ে ঐ এলাকার আবুল বাশার পোষ্ট মাষ্টার বাড়ির সামনে পাকা রাস্তার মাথা থেকে মামুনকে আটক করে পুলিশ। এসময় তার দেহ তল্লাশী করে পাঁচ ৫ রাউন্ড চায়না বুলেট ও পঞ্চাশ ৫০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।

    এ ঘটনায় বাদি হয়ে পুলিশ তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলা ও একটি মাদক মামলা দায়ের করে। অভিযানে এসআই আবেদ আলি, এএসআই ইউনুছ ও এএসআই মহসিন উপস্থিত ছিলেন।

    এছাড়াও মামুনের বিরুদ্ধে আগেও তিনটি মাদকের মামলা আছে জানিয়ে হাটহাজরী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দীন জাহাঙ্গীর সাংবাদিকদের বলেন, তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

  • বিমান থেকে আওয়ামী লীগ নেতা আটক

    বিমান থেকে আওয়ামী লীগ নেতা আটক

    ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থাই এয়ারলাইন্সের একটি বিমান থেকে ক্যাসিনো লোকমানের সহযোগী এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাকে ক্যাসিনো ব্যবসায় জড়িত সন্দেহে আটক করা হয়।

    সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। ফ্লাইটটি ঢাকা থেকে দুপুর ১টা ৩৫ মিনিটে ব্যাংককের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনীর একটি ইউনিট ফ্লাইটে হাজির হলে ফ্লাইট ছাড়তে ৩টা বেজে যায়।

    বিমান সূত্র জানায়, থাই এয়ারওয়েজের টিজি-৩২২ নম্বর ফ্লাইটটি ছাড়ার আগ মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর একদল সদস্য বিজনেস ক্লাসের ওই যাত্রীকে নামিয়ে নিয়ে যায়।

    আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, আটক আওয়ামী লীগ নেতা সেলিম প্রধানের বাড়ি নারায়ণগঞ্জে। সে বিসিবি পরিচালক লোকামান হোসেন ভূঁইয়ার সহযোগী। ওই নেতা ক্যাসিনো ব্যবসার সঙ্গেও জড়িত।

    র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার বলেন, আটক ব্যক্তি অনলাইন ক্যাসিনো/জুয়ার সঙ্গে জড়িত। তিনি অনলাইনে ক্যাসিনোর অর্জিত আয় বিদেশে পাচার করে আসছিলেন। জিজ্ঞাসাদের ভিত্তিতে পরে এ বিষয়ে বিস্তারিত জানাবে র‌্যাব।

    এদিকে এদিন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডিরেক্টর ইনচার্জ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক (বিসিবি) লোকমান হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে ফের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মাদক আইনে করা মামলায় তার বিরুদ্ধে এ রিমান্ড মঞ্জুর করা হয়।

    সোমবার দুদিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আশেক ইমামের আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার বিরুদ্ধে ফের পাঁচদিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।

    লোকমান হোসেন ভূঁইয়ার আইনজীবী এ সময় জামিন আবেদন করেন। পরে আদালত উভয়পক্ষের শুনানি শেষে তার বিরুদ্ধে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।