Tag: আতংকিত

  • সীতাকুণ্ডে ফ্রিজ ভাঙ্গা গুজবে আতংকিত গৃহনীরা

    সীতাকুণ্ডে ফ্রিজ ভাঙ্গা গুজবে আতংকিত গৃহনীরা

    ২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : সারাদেশে করোনা ভাইরাস নিয়ে একদিকে সবার মাঝে বিরাজ করছে আতঙ্ক আর অন্য দিকে একের পর এক সৃষ্টি হচ্ছে গুজব।

    এই গুজবে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। গুজবে পিছিয়ে নেই চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাও। করোনা আতঙ্কের মধ্যেও যে যেভাবে পারছে গুজব ছড়িয়ে যাচ্ছে। তেমনি একটি গুজব হচ্ছে ফ্রিজ ভাঙা।

    এ গুজবে বলা হচ্ছে করোনার কারণে ফ্রিজে কাঁচা মাছ, মাংস রাখলে বাড়ি গিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ফ্রিজ ভেঙ্গে দিচ্ছে। আজ বুধবার সকাল থেকেই এ গুজব ছড়িয়ে পড়ে।

    স্থানীয়রা জানান, সকাল থেকেই গুজব রটে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর লোকজন বাড়ি বাড়ি গিয়ে ফ্রিজ ভেঙ্গে ফেলছে। তারপর ফ্রিজে রাখা জিনিসপত্র নিয়ে যাচ্ছে।

    জানা গেছে, উপজেলার কুমিরা এলাকায় বিদেশ ফেরত এক প্রবাসীর বাড়িতে গিয়ে ইউনিয়ন পরিষদের নুরুজ্জামান নামের এক চৌকিদার বলেছে, ঘরের ফ্রিজ বন্ধ রাখতে, এর কারণ হিসেবে বলেছে যে, ফ্রিজের ঠান্ডা খাবার খেলে করোনা ভাইরাসে আক্রান্ত হবে। এই কথাটি দ্রুত সবার মাঝে ছড়িয়ে পড়ে এবং যে যেভাবে পারছে গুজব ছড়িয়ে দিচ্ছে।

    এ ব্যাপারে নুরুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি সবার কাছে শুনেই কথাটা বলেছি। গুজব রটানোর পর থেকে অনেকে নিজেদের আত্মীয়, পরিচিতজনদেরও মোবাইল ফোনে এ খবর জানিয়ে দেন। ফলে বাড়ির গৃহিণীদের মধ্যেও আতঙ্ক তৈরি হয়।

    এই গুজবের ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বলেন, এটি একটি সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট, গুজব। এক শ্রেণীর কিছু মানুষ এমন গুজব ছড়াচ্ছে। যারাই এমন গুজব ছড়াচ্ছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। সবাই মিথ্যা গুজব থেকে বিরত থাকুন, কেউ গুজবে বিশ্বাস করবেন না।

    ২৪ ঘন্টা/কামরুল ইসলাম দুলু/ আর এসপি

  • ঘূর্ণিঝড় বুলবুলে আতংকিত না হয়ে দেশবাসিকে সতর্ক হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

    ঘূর্ণিঝড় বুলবুলে আতংকিত না হয়ে দেশবাসিকে সতর্ক হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

    আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : ঘূর্ণিঝড় বুলবুলে আতংকিত না হয়ে দেশবাসিকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন আনোয়ারা কর্ণফুলী চট্টগ্রাম-১৩ আসনের নির্বাচিত স্থানীয় সাংসদ সদস্য ও ভূমি মন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জান চৌধুরী জাবেদ।

    ঘূর্ণিঝড় বুলবুলে আতংকিত না হয়ে দেশবাসিকে যথাসম্ভব শান্ত থাকা, গুজবে কান না দেওয়া ও গুজব না রটিয়ে দূর্যোগের সময় নিয়োমিত রেডিও শুনা, বিপদ সংকেত ঘোষণার সাথে সাথে সবার আগে উপকুল এলাকার আশ্রয় কেন্দ্রর গিয়ে নিরাপদে আশ্রয় নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

    তিনি শনিবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ আহবান জানান। এদিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী এলাকাবাসীর উদ্দ্যেশে পৃথক এক বাতায় জানিয়েছেন দুর্যোগের সময় গর্ভবর্তী মা-নারী-শিশুদের আগে আশ্রয়কেন্দ্র নিয়ে যাওয়া জন্য স্বেচ্ছাসেবকদের সহযোগীতা করার কথা বলেছেন।

    তিনি বলেন, গবাদি পশুর দড়ি খুলে নিরাপদ স্থানে নেওয়া। আশ্রয় কেন্দ্রর যাওয়া সময় শুকনো খাবার ও জরুরী প্রয়োজনীয় জিনিসপত্র মাটিতে সুরক্ষিতভাবে পুতে রাখা, জরুরি প্রাথমিক চিকিৎসা সামগ্রী কাছে রাখা, লোকের মুখের কথা না শুনে শুধু সরকারি বার্তায় বিশ্বাস রাখা, মোবাইল ফোন আগেই সম্পূর্ণ চার্জ দিয়ে রাখা এবং ঝড় শুরু হলে পরিস্থিতি বুঝে বাড়ির বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়ার জন্য এলাকাবাসির দৃষ্টি আকর্ষণ করেছেন।

    আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের আহমেদ ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, সরকারি বেতারে সংবাদ ঘোষনা করা হয়। চট্টগ্রামের ৯ নং মহাবিপদ সংকেত দেখানো হয়েছে। আমরা উপজেলা প্রশাসন কর্মকর্তা প্রকৃতির দূর্যোগ ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলা বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছি।

    তিনিও ঘূর্ণিঝড় বুলবুলে আতংকিত না হয়ে দেশবাসিকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছ। আনোয়ারায় আশ্রয় কেন্দ্র গুলো পরিদর্শন করা হয়েছে। একটা সেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছেন। তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছেন।

    আনোয়ারা উপকূলীয় অঞ্চলগুলো নিরাপত্তার জন্য নিকটতম সাগর এবং নদীতে পরিবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত মাছ ধরা সকল নৌযান চালাচল বন্ধ ঘোষনা করেছেন উপজেলা প্রশাসন।