সীতাকুণ্ডে গলায় ফাঁস দিয়ে শান্ত জল দাশ(২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছে।
শুক্রবার বিকালে উপজেলার ৯ নং ভাটিয়ারী ইউনিয়নের মির্জানগর জেলে পাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ লাশটি উদ্ধার করেছে। শান্ত দাশ উক্ত এলাকার সিদাম জল দাশের পুত্র।
এ ব্যাপারে পিতা সিদাম জল দাশ বলেন, আমি ও তার মা বেলা ১২ টার দিকে বেড়ানোর উদ্যেশ্যে ঘর থেকে বের হয়ে যায়, যাওয়ার সময় আমার থেকে সে পাঁচশত টাকাও চেয়ে নেয়,বিকালে আমরা ঘরে ফিরে দেখি সে ঘরের ভিমের সাথে রশি লাগিয়ে আত্নহত্যা করেছে। কি কারণে সে আত্নহত্যা করেছে তা বুঝতে পারছিনা।
বিষয়টি নিশ্চিত করেছেন ৭নং ইউপি সদস্য মোহাম্মদ মাঈন উদ্দিন।
খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার এসআই মোশারফ হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।