বিএনপির ভাইস চেয়্রাম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, চট্টগ্রামের বাকলিয়া নগরীর একটি প্রসিদ্ধ ও ঐতিহ্যবাহি এলাকা। এখানকার রাস্তাঘাট, অলিগলি সবই আমার চেনাজানা। দীর্ঘদিন ধরে অবহেলিত থাকা এ বাকলিয়াকে আমি শহরে রূপ দিয়েছিলাম। আমি এমপি থাকাকালীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান করেছি. গড়ে তুলেছি ঐতিহ্যবাহি শহীদ এনএমজে কলেজ। চট্টগ্রাম সিটি কর্পোশনের গুরুত্বপূর্ণ ওয়ার্ড হলেও এ এলাকায় কাঙ্খিত উন্নয়ন হয়নি।
তিনি বলেন, বিএনপি মনোনিত মেয়র প্রার্থী ডা: শাহাদাত হোসেন আমার হাতে গড়া একজন কর্মী, তিনি একজন জনপ্রিয় রাজনীতিবিদ। তাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে তিনি বাকলিয়াকে পরিচ্ছন্ন ও আধুনিক এলাকা হিসেবে গড়ে তুলবে ।
নোমান গতকাল শুক্রবার রাতে নগরীর ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপির উদ্যোগে নুর মোহাম্মদ সওদাগর বাড়ী সংলগ্ন মাঠে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত কর্মী সমাবেশে এ বক্তব্য দেন।
নোমান বলেন, ২৯ মার্চ সকাল থেকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার পাশাপাশি ভোটে বাধাদানকারী দুষ্কৃতিকারীদের প্রতিহিত করে ভোটারদের ভোট অধিকার আদায় করে নিতে হবে।
সমাবেশে মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেন- বাকলিয়ার মানুষের সাথে আমার রক্তের সম্পর্ক। এখানে আমার জন্ম ও বেড়ে উঠা, এ বাকলিয়ার প্রতিটি অলিগলি রাস্তাঘাট আমার জানা শোনা। আমি যদি মেয়র নির্বাচিত হই অবহেলিত এই বাকলিয়ার উন্নয়নে নিজেকে উৎসর্গ করবো। তিনি আরো বলেন ২৯ তারিখ সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে আপনাদের মূল্যবান ভোট দিয়ে কারাবন্ধি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন বেগবান করবেন।
পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল ছগির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজি মো. মহিউদ্দিন ও সাইফুল ইসলাম নিরবের পরিচালনায় কর্মী সমাবেশে বক্তব্য রাখেন- চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি অধ্যাপক নূরুল আলম রাজু, যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দিন, গাজী সিরাজ উল্লাহ, হালিশহর থানা বিএনপির সভাপতি মোশারফ হোসেন ডিপ্টি, সহ-সম্পাদক মো. শাহজাহান, হাসেম সওদাগর, আলমগীর নুর, বাকলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আফতাবুর রহমান শাহীন, সদস্য আলী ইউসুফ, আব্দুস সবুর সওদাগর, মো. ইউসুফ, শাহেদা বেগম পারভীন, বিএনপি নেতা হাজী মো. আইয়ুব, মো. ইলিয়াছ, সিরাজুল ইসলাম, বজল আহমদ, মো. হারুন, কামরুন্নেছা, মনোয়ারা বেগম, কহিনুর বেগম, মো, ইয়াকুব, মো. নূর উদ্দিন, জসিম উদ্দিন, মো. মুসা, জাহাঙ্গীর আলম, মো. সেলিম, মো. ফারুক প্রমুখ।