Tag: আনজুমানে খোদ্দামুল মুসলেমীন

  • আমিরাতে আনজুমানে খোদ্দামুল মুসলেমীনের উদ্যোগে মাহফিল অনুষ্ঠিত

    আমিরাতে আনজুমানে খোদ্দামুল মুসলেমীনের উদ্যোগে মাহফিল অনুষ্ঠিত

    ওবায়দুল হক মানিক, আরব আমিরাত থেকে : সংযুক্ত আরব আমিরাতের আনজুমানে খোদ্দামুল মুসলেমীন আল আইন প্রাদেশিক শাখার উদ্যোগে ইসলামের ১ম খলীফা হযরত আবু বকর সিদ্দিক(রাঃ) এর স্বরনে জিকিরে মোস্তাফা (দঃ) মাহফিল ও সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

    গতকাল শনিবার (২২ ফেব্রুয়ারী) আল আইনের ১টি হলরুমে সংগঠনের সভাপতি মাওলানা মুহাম্মদ আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ দিদারুল আলম ও মোহাম্মদ ইব্রাহিম বাবর।

    এতে সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রামের জনপ্রিয় নাত খাঁ শায়ের মাওলানা মুহাম্মদ এমদাদুল ইসলাম আলকাদেরী। বিশেষ অতিথি ছিলেন আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ওসমান তালুকদার, মোহাম্মদ আবদুর জব্বার, জসিম উদ্দিন চৌধুরী, মাওলানা নুরুল আমিন, মাওলানা জয়নাল আবেদীন প্রমুখ।

    অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহাম্মদ মামুনুর রশীদ,মোহাম্মদ মাসুদ পারভেজ,শহীদুল আলমস হামিদুল হক, মাওলানা ওমর ফারুক, জয়নালনআবেদীন কাদেরী, আবু তালেব কাদেরী ও আলা উদদীন প্রমুখ।

    অনুষ্ঠানে বক্তারা বলেন,ঈমান,ও আকীদা ঠিক রাখতে আর বিশ্বের অশান্ত সমাজকে শান্ত করতে রাসুল (সাঃ) জীবানার্দশ ও তার বন্ধু তথা আউলিয়া কেরামদের পদাংক অনুসরণের বিকল্প নেই।

    পরে সংবর্ধিত অতিথি জনপ্রিয় নাত পরিবেশন করে উপস্থিত সবাইকে মাতিয়ে রাখেন।

    মিলাদ কিয়াম শেষে মোনাজাতে দেশ, জাতি, প্রবাসী ও মুসলিম উম্মার কল্যাণে দোয়া করা হয়।