Tag: আনন্দ মিছিল

  • লোহাগাড়ায় ধর্ম প্রতিমন্ত্রীর আগমনে স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল

    লোহাগাড়ায় ধর্ম প্রতিমন্ত্রীর আগমনে স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল

    লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় আগামীকাল বৃহষ্পতিবার উপজেলা মডেল মসজিদ পরিদর্শনে আসছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

    তাঁর আগমনকে স্বাগত জানিয়ে আজ বুধবার (৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় এক আনন্দ মিছিল করেছে লোহাগাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

    স্বাগত মিছিলটি উপজেলা সদর বটতলী মোটরষ্টেশন থেকে শুরু করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করেন। এসময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    পরে বটতলী মোটরষ্টেশনস্থ মোস্তাফিজ মার্কেটের সামনে লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নুরুল কবির সলিলের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক আবছার উদ্দিন, যুগ্ম আহবায়ক মুহাম্মদ জামিল উদ্দিন ও উপজেলা বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক যুবলীগ নেতা মুহাম্মদ ইউসুফ কবির প্রমুখ।

    এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এসএম ইউনুচ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার, কার্যনির্বাহী সদস্য মামুন-অর রশিদ চৌধুরী, লোহাগাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক চৌধুরী ফজলে এলাহী আরজু,
    উপজেলা জাতীয় শ্রমিক লীগের দপ্তর সম্পাদক মুহাম্মদ হোসেন মাসুম, উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ সোহেল চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হক, চরম্বা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুহাম্মদ বেলাল, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইদ্রিস কোম্পানী, লোহাগাড়া সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুহাম্মদ রেজাউল হক, সাধারণ সম্পাদক মুহাম্মদ মুরাদ সিকদার, আমিরাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, আধুনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতিকুর রহমান ফরহাদ, পদুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান মানিক, সাধারণ সম্পাদক হোবাইর সিকদার, চুনতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইরফান আলী, সাধারণ সম্পাদক শেখ ছোটন, কলাউজান ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহমুদুল হক, সাধারণ সম্পাদক প্রীতি কুসুম সিকদার, বড়হাতিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মঞ্জুর আলম কোম্পানী, সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাশ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক একেএম পারভেজ, দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজবাহ উদ্দিন সুমন, সহ-সম্পাদক মুহাম্মদ ইয়াছিন আরফাত, চুনতি বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ সভাপতি সেলিম উদ্দিন প্রমুখ।

    ২৪ ঘণ্টা/এ. কে. আজাদ

  • বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশ এ যেন তারুণ্যের জয়োৎসব

    বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশ এ যেন তারুণ্যের জয়োৎসব

    কুবি প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট ফাইনালে ভারতকে পরাজিত করে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

    বুধবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে মিছিলটি বিভিন্ন অনুষদ, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকের সামনে এসে মিছিল শেষ হয়।

    আনন্দ মিছিলের নেতৃত্ব দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম মাজেদ।

    মুজিববর্ষে বিশ্বকাপজয়ী যুবা টাইগারদের এই অসাধারণ সাফল্যে বাংলাদেশ ছাত্রলীগ কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। মিছিলে ছাত্রলীগের নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।