রাজধানীর যাত্রাবাড়ী থেকে আনসার আল ইসলামের চার সদস্যকে আটক করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।
শুক্রবার সকালে তাদের আটকের বিষয়টি জানানো হয়। তাৎক্ষণিকভাবে আটককৃতদের পরিচয় জানা যায়নি।
ডিএমপির উপ-কমিশশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে যাত্রাবাড়ী এলাকা থেকে আনসার আল ইসলামের চার সদস্য আটক করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।