হাটহাজারী উপজেলার ১৩ নং দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আকবরিয়া স্কুল অ্যান্ড কলেজর নবনির্মিত আইসিটি ভবন উদ্বোধন করেছেন জাতীয় সংসদ এর প্যানাল স্পীকার ও প্রবাসী কল্যাণ মন্ত্রণাল সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাটহাজারী সংসদীয় আসনের এমপি সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন তারি ধারাবাহিকতায় শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন করা হচ্ছে, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার উন্নয়নে কোন বিকল্প নেই।
আকবরিয়া স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডি সভাপতি, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক(প্রস্তাবিত কমিটি) জসিম উদদীন শাহ্ সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের সাবেক সদস্য, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউনছু গনি চৌধুরীর, দক্ষিণ মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব এম এ মজিদ, প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবুল মনসুর,দক্ষিণ মাদার্শা ইউনিয়ন আওয়ামীলের সাধারণ সম্পাদক মাষ্টার মোহাম্মদ সেলিম, নাজিম উদ্দীন মিয়াজি।
এই সময় আরো উপস্থিত ছিলেন চেয়ারম্যান মঞ্জুর হোসেন মাসুদ, সালাউদ্দিন চৌধুরী, নুরুল হোসেন লাভু, গভনিং বডির সদস্য জাফার আহম্মেদ, মোহাম্মাদ ইউসুফ, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মাদ বাবুল, শিক্ষক প্রতিনিধি যমুনা পারভীন, মোঃ সেলিম, মোঃ রাসেদ, মোঃ জসিম উদ্দীন, শামসুল আলম, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন, সমাজ সেবক সি আই পি সেলিম উদ্দিন, আবুল মনসুর, মজিবুর রহমান, ইঞ্জিনিয়ার ইফতেখার বেলাল প্রমুখ।