লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা জাতীয় পার্টির কার্যনির্বাহী কমিটির সদস্য ও উপজেলা জাতীয় যুব সংহতির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন নিখোঁজের দীর্ঘ ১২দিনেও কোন ক্লু পায়নি পুলিশ। তাঁকে অতিদ্রুত জীবিত উদ্ধারের দাবীতে সাংবাদিক সম্মেলন করে ২৪ ঘন্টার আল্টিমেটাম ঘোষণার পর এবার মানববন্ধন করে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ঘোষণা দিয়েছে লোহাগাড়া উপজেলা জাতীয় পার্টির নেতারা।
৯ জানুয়ারী (শনিবার) দুপুর ১২টার দিকে লোহাগাড়া সদরের বটতলী মোটরস্টেশনস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন উপজেলা জাতীয় পার্টি।
লোহাগাড়া উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ ছালেমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ওয়ালী উল্লাহ চৌধুরী মাসুদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক পার্টির সভাপতি ও জেলা জাপা’র সিনিয়র সদস্য মোহাম্মদ বাদশা, লোহাগাড়া উপজেলা ব্রীকফিল্ড মালিক সমিতির উপদেষ্টা শাহাব উদ্দিন চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো: সেলিম উদ্দিন সওদাগর, যুগ্ম আহবায়ক মো: বাদশা, ডা: মোহাম্মদ আসিফ, মোঃ আব্বাস উদ্দিন, নিখোঁজ আনোয়ারের ছোট ভাই খোরশেদ আলম শিমুল ও সাইফুল ইসলাম প্রমূখ।
মানববন্ধনে বক্তারা তথ্য-প্রযুক্তির এ যুগে আনোয়ার নিখোঁজের দীর্ঘ ১২ দিনেও পুলিশ কোন ধরনের ক্লু না পাওয়ায় চরম হতাশা ও দুঃখ প্রকাশ করেন।
এছাড়াও বক্তারা বলেন, কয়েকদিন আগে আমরা আনোয়ারকে জীবিত উদ্ধারের দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করে ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করতে না পারলে মানববন্ধনসহ কঠোর কর্মসূচী পালন করার আল্টিমেটাম ঘোষণা দিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় পার্টির নেতাকর্মী ও ব্যবসায়ীদের নিয়ে মানববন্ধন কর্মসূচী পালন করছি। আনোয়ারকে উদ্ধার করতে সংশ্লিষ্ট প্রশাসন ব্যর্থ হয়েছে উল্লেখ করে তারা প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে আনোয়ারকে উদ্ধার করতে না পারলে সড়ক অবরোধ করে দক্ষিণ চট্টগ্রাম অচল করে দেয়ার হুঁশিয়ারি দেন। এছাড়াও মানববন্ধনে নিখোঁজ আনোয়ারের ছোট ভাই খোরশেদ আলম শিমুল তাঁর ভাইকে অতিদ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরে দিতে সংশ্লিষ্ট প্রশাাসন ও মাননীয় প্রধানমন্ত্রীর জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। মানববন্ধনে জাতীয় পার্টি, জাতীয় যুব সংহতি ও জাতীয় ছাত্র সমাজের নেতৃবৃন্দসহ দু’শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
এদিকে, এ প্রসঙ্গে জানতে চাইলে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকির হোসাইন মাহমুদ বলেন, জাতীয় পার্টির নেতা আনোয়ার নিখোঁজের ঘটনার এখনো কোন ক্লু পাওয়া যায়নি। তবে তাঁকে দ্রুত উদ্ধার করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর বুধবার রাত ৮ টা থেকে ব্যবসায়ী ও জাতীয় পার্টির নেতা আনোয়ার হোসেন নিখোঁজ হন। এ ঘটনায় হত ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে নিখোঁজ আনোয়ারের ছোট ভাই মো: সেলিম লোহাগাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-১৪৪০) করেন। নিখোঁজ ব্যবসায়ী আনোয়ার হোসেন উপজেলার লোহাগাড়া সদর ইউনিয়নের মৃত আহমদ মিয়া সওদাগরের পুত্র ও লোহাগাড়া উপজেলা জাতীয় যুব সংহতির সিনিয়র সহ-সভাপতি। তিনি গত ২০ অক্টোবর অনুষ্ঠিত লোহাগাড়া সদর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন।
২৪ ঘণ্টা/এ. কে. আজাদ