Tag: আনোয়ারা

  • আনোয়ারায় অবরোধকারীদের হামলায় ওসি আহত

    আনোয়ারায় অবরোধকারীদের হামলায় ওসি আহত

    চট্টগ্রামের আনোয়ারায় বিএনপির মিছিল থেকে হামলায় থানার ওসিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়।

    বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর একটার দিকে চাতরী চৌমুহনী পিএবি সড়কে এ ঘটনা ঘটে।

    ডান চোখে আঘাত পাওয়া ওসি সোহেল আহমেদকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

    আনোয়ারা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, চাতরী চৌমুহনীর শশী ক্লাব এলাকায় দুপুরে বিএনপির ব‍্যানার নিয়ে একটি মিছিল থেকে সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করা হয়। এসময় ইটপাটকেল ছুঁড়ে ও লাঠি নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

    এতে ওসিসহ পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ ৮ রাউন্ড গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
    এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
    আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মামুনুর রশীদ বলেন, দুপুরে গুরুতর আহত অবস্থায় থানার ওসিকে হাসপাতালে আনা হয়। তার ডান চোখে রক্তক্ষরণ হচ্ছে এবং চোখের পাশে ক্ষত সৃষ্টি হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

  • আনোয়ারায় অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার

    আনোয়ারায় অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার

    চট্টগ্রামের আনোয়ারায় অস্ত্রসহ এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ জুন) মধ্যরাতে বারখাইন ইউনিয়নের হাজিগাঁও দেয়াং পাহাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মোহাম্মদ আলী (৪৯)। তিনি আনোয়ারা উপজেলার হাজিগাঁও গ্রামের বাসিন্দা।

    জানা যায়, মো. আলী একাধিকবার গ্রেপ্তার হলেও জামিনে এসে আবারও ডাকাতি, দস্যুতা ও মাদক ব্যবসায় জড়ান। পাহাড় এলাকায় তার একটি ডাকাত দলও একসময় ছিল। এ ছাড়া তার একটি অস্ত্রের ভান্ডারও রয়েছে।

    আনোয়ারা থানার ওসি মীর্জা মোহাম্মদ হাসান জানান, মো আলীর বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা ও মাদক আইনে একাধিক মামলা আছে। গ্রেপ্তারের পর তাকে নিয়ে রাতে অভিযান চালিয়ে দুটি দেশীয় তৈরি এলজি, কার্তুজ ও একটি ধারালো রামদা উদ্ধার করা হয়।

    ওসি আরও জানান, নতুন করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করে বৃহস্পতিবার (৮ জুন) তাকে আদালতে পাঠানো হয়।

  • ছাত্রের শরীর কেটে মরিচের গুড়ো দিল শিক্ষক

    ছাত্রের শরীর কেটে মরিচের গুড়ো দিল শিক্ষক

    চট্টগ্রামের আনোয়ারায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ইসফাত মামুন রিয়াদ (১২) নামের এক ছাত্রকে গায়ে ধারালো ব্লেড মেরে মরিচের গুড়া লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার বৈরাগ ইউনিয়নের ইমাম আজম (রহ:) ইন্টারন্যাশনাল হিফজুর কোরআন একাডেমির নামের একটি প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের আবু হানিফ।আহত ছাত্র শিশু রিয়াদ মাদ্রাসা হেফজ বিভাগের শিক্ষার্থী এবং উপজেলার বরুমচড়া ইউনিয়নের নলদিয়া গ্রামের মোহাম্মদ টুন্টুর ছেলে।

    শিশু রিয়াদের বড় ভাই আসাদুজ্জামান ছোটন বলেন, আমার ছোট ভাই দীর্ঘদিন পর বাড়িতে ছুটিতে গেলে তাঁর গায়ে আঘাতের চিহ্ন দেখা যায়। এর কারণ জানতে চাইলে প্রথমে বলতে অপারগতা প্রকাশ করে পরে তাকে গায়ে ধারালো ব্লেড মেরে মরিচ দিয়ে নির্যাতনের বিষয়টি মা-বাবাকে জানায়।

    গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে সরেজমিনে গিয়ে জানা যায়, ১৯ দিন আগে মাদ্রাসায় শিক্ষকের দেওয়া পড়া ঠিক সময়ে আদায় করতে না পারায় শিক্ষার্থী রিয়াদকে ধারালো ব্লেড মেরে মরিচের গুড়া লাগিয়ে দেওয়া হয়। এসময় ওই শিক্ষার্থী চিৎকার করে কান্না করায় তাঁর মুখে কাপড় বেঁধে দেয় এবং এ ঘটনা পরিবারের কাউকে জানালে কেটে টুকরো টুকরো করার হুমকি দেন অভিযুক্ত শিক্ষক। এর পর শিশুটিকে ১৮ দিন মাদ্রাসায় আটকে রাখেন।

    অভিযুক্ত শিক্ষক আবু হানিফ নির্যাতনের বিষয়টি স্বীকার করে বলেন, আমার ভুল হয়েছে, আমি ক্ষমা চাই। ভবিষ্যতে এরকম কাজ আর করবো না।

    খবর পেয়ে অভিযুক্ত শিক্ষক আবু হানিফকে পুলিশ আটক করে। এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার ওসি মির্জা মোহাম্মদ হাছান জানান, অভিযুক্ত শিক্ষককে থানায় আটক করে আনা হয়েছে। শিক্ষার্থীর পরিবার অভিযোগ করলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    ২৪ঘণ্টা/জেআর

  • পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

    পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

    চট্টগ্রামের সাতকানিয়ার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মো. আরিফ (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার আনোয়ারায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। আরিফ আনোয়ারা উপজেলার সরকার হাট এলাকার মৃত আহম্মদ কবিরের ছেলে।

    জানা যায়, গত ১৭ ডিসেম্বর দুপুর দুইটার দিকে ওই ছাত্রী প্রাইভেট পড়ার জন্য স্কুলে যায়।

    স্কুল থেকে বাড়িতে ফেরার পথে মো. আরিফ তাকে একা পেয়ে জোরপূর্বক বিদ্যালয়ের টয়লেটের পিছনে পরিত্যক্ত স্থানে নিয়ে যায়। এ সময় ছাত্রী চিৎকার করলে আরিফ তার মুখ চেপে ধরে হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে আরিফ তাকে বাড়িতে চলে যেতে বলে এবং এ ঘটনা কাউকে না বলার জন্য ভয় দেখায়। মেয়েকে অসুস্থ দেখে মা জানতে চাইলে সে ধর্ষণের শিকার হওয়ার কথা জানায়।
    রক্তক্ষরণ হলে মেয়েকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ওই ছাত্রী হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন। ২০ ডিসেম্বর মো. আরিফকে আসামি করে ছাত্রীর বাবা বাদী হয়ে সাতকানিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

    র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো.নুরুল আবছার জানান, ধর্ষণ মামলা দায়েরের পর থেকে ঘটনার সঙ্গে জড়িত আসামি আরিফকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী শুরু হয়।

    শুক্রবার বিকেল সোয়া চারটার দিকে আনোয়ারায় অভিযান চালিয়ে অভিযুক্ত মো. আরিফকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করেছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • স্বাধীনতার ৫০ বছরেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পায়নি আনোয়ারার ৬ যোদ্ধা

    স্বাধীনতার ৫০ বছরেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পায়নি আনোয়ারার ৬ যোদ্ধা

    চট্টগ্রামের আনোয়ারার স্বাধীনতার ৫০ বছরেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পায়নি ৬ যোদ্ধা। ১৯৭১ সালের ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শুণে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে যুদ্ধে অংশ গ্রহণ করে ছিলেন তাঁরা।

    জীবন বাজি রেখে দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধে লড়াই করেছেন পরৈকোড়া ইউনিয়নের মামুরখাইন গ্রামের মৃত ফয়জুর রহমান চৌধুরীর পুত্র আলী মিয়া চৌধুরী, একই গ্রামের মৃত রমজান আলীর পুত্র তোরাব উদ্দিন দফাদার, গৌপী মোহন নন্দীর পুত্র জয়ন্ত নন্দী, শিলারিয়া গ্রামের অজিত সিকদার, ওষখাইন গ্রামের মৃত খলিলুর রহমানের পুত্র বজল আহমদ, একই গ্রামের নেয়ামত আলীর পুত্র নূর হোসেন চৌধুরী।

    যুদ্ধের পর থেকে স্বীকৃতি পাওয়ার জন্য বিভিন্ন দপ্তরে ঘুরেও মিলেনি কোনো স্বীকৃতি। স্বীকৃতি না পেয়ে অনেকেই মারা যাওয়ার পরও পাইনি কোনো রাষ্ট্রীয় সম্মান।

    এ ৬ মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেতে মঙ্গলবার সকালে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বরাবরে একটি লিখিত আবেদন জানিয়েছে তাঁদের সন্তান ছাবের আহমদ চৌধুরী, এম. নুরুল হুদা চৌধুরী, নিউটন নন্দী, ফরিদুল ইসলাম, রেজাউল করিম ও স্বপন দাশ।

    আবেদন সূত্রে জানা যায়, স্থানীয় আনসার কমান্ডার মুক্তিযোদ্ধা আবদুল আলিমের মাধ্যমে অস্ত্র প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন এবং বিভিন্ন অপারেশনে অংশগ্রহণ করেন তারা। এবং ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পরে ১৯৭২ সালে তৎকালীন আনোয়ারা থানার সার্কেল অফিসার (সিও) আফরোজ বখ্ত এর নিকট অস্ত্র জমা দেওয়ার একটি দুর্লভ ছবি পাওয়া যায় এসব মুক্তিযোদ্ধাদের।

    আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন, মুক্তিযোদ্ধার স্বীকৃতি বিষয়ে একটি আবেদন পেয়েছি। তবে আবেদনটি সরকারের নীতিমালা অনুযায়ী করা হয়েছে কিনা তা যাচাই—বাছাই কমিটি বিবেচনা করবে।

    ২৪ঘণ্টা/জেআর

  • আনোয়ারায় অগ্নিকান্ডে ব্যাংকসহ ১০ দোকান ভষ্মীভূত, ২ কোটি টাকার ক্ষতি

    আনোয়ারায় অগ্নিকান্ডে ব্যাংকসহ ১০ দোকান ভষ্মীভূত, ২ কোটি টাকার ক্ষতি

    চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৃহত্তম চাতরী চৌমুহনী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। গত ৬ নভেম্বর (রোববার) রাত ১২টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। আগুনে একটি বেসরকারি ব্যাংকের শাখা, রেস্টুরেন্ট সহ ১০টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এতে আনুমানিক ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

    সরেজমিন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত রাত ১২টার দিকে ভোজন বাড়ি রেস্টুরেন্টের নিচে একটি চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এর পর আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকান ও তিনতলা ভবনে।

    এ ভবনে ভোজন বাড়ি রেস্টুরেন্টে ও বেসরকারি এবি ব্যাংক লিমিটেডের একটি শাখাও রয়েছে। এ ছাড়া নিচে গ্যাস সিলিন্ডারের দোকান, স্বর্ণের দোকানসহ ২০টি দোকান রয়েছে। আগুনে ১০টি দোকান সম্পূর্ণ ও ১০টি দোকান আংশিক ক্ষতি হয়।

    এদিকে আগুন লাগার পর নিয়ন্ত্রণে প্রথমে স্থানীয়রা ও পরে ফায়ার সার্ভিসের আনোয়ারা, সিইউএফএল, পটিয়া ও বাঁশখালীর পাঁচটি ইউনিট কাজ করে।

    এ সময় এবি ব্যাংকের নৈশপ্রহরীকে অনেক চেষ্টার পর জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। আগুনে আনুমানিক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতি নিরূপণে তদন্ত চলছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

    ভোজন বাড়ি রেস্টুরেন্টে ও এবি ব্যাংক ছাড়াও ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন মো. মোজাম্মেল, নাছির উদ্দিন, আবদুল জলিল মো. দিদার, ফারুক সাওদাগর, মো. কায়সার, মো. শাহেদ ও মো. মনির।

    আগুনে এবি ব্যাংকের শাখা পুড়ে গেছে। তবে ব্যাংকের নিরাপত্তা ভল্ট শতভাগ সুরক্ষিত আছে বলে জানিয়েছেন ব্যাংক কর্মকর্তারা। গ্রাহকের স্বার্থ সংশ্লিষ্ট জরুরি সব ডকুমেন্টস ভল্টে থাকায় তাও রক্ষা পেয়েছে।

    তাছাড়া এবি ব্যাংক শতভাগ অনলাইন ব্যাংকিং হওয়াতে ডাটাগুলো সেন্ট্রাল সার্ভারে সংরক্ষিত আছে। যে কারণে দ্রুততার সাথে সব ডাটা সংরক্ষণ করা সম্ভব হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ব্যাংকে আগুনে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান কর্মকর্তারা।

    ভোজন বাড়ি রেস্টুরেন্টের ম্যানেজার মো. কামাল উদ্দিন বলেন, আগুন দেখতে পেয়ে আমরা প্রথমে নেভানোর চেষ্টা করি। কিন্তু যে দোকানে আগুন লাগে, ওই দোকানের তালা ভাঙার আগেই আগুন ছড়িয়ে পড়ে। এ সময় কোনোরকম আমরা দোকান কর্মচারীরা বেরিয়ে পড়ি। আগুনে আনুমানিক ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

    আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ বেলাল হোসেন বলেন, আগুনের ঘটনার পর ফায়ার সার্ভিসের পাঁচটি টিম তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে তদন্ত চলছে।

    রাতে ঘটনাস্থলে আসেন চাতরী ইউনিয়নের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল। তিনি বলেন, আগুনে এবি ব্যাংকের শাখাসহ ২০টি দোকান পুড়ে গেছে। ইতোমধ্যে ১৪ জন দোকানি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানতে পেয়েছি। ক্ষয়ক্ষতির পরিমাণ সব মিলিয়ে প্রায় ২ কোটি।

    আজ সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুর হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শেখ জোবায়ের আহমেদ।

    ২৪ঘণ্টা/জেআর

  • আনোয়ারায় আশ্রয়কেন্দ্র নির্মাণ কাজ পরিদর্শন করলেন যুগ্ম সচিব

    আনোয়ারায় আশ্রয়কেন্দ্র নির্মাণ কাজ পরিদর্শন করলেন যুগ্ম সচিব

    আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরকর্তৃক বাস্তবায়নাধীণ বন্যা প্রবণ ও নদী ভাঙ্গন এলাকায় বন্যা আশ্রয়ন্দ্রের নির্মাণ কাজ পরিদর্শন করেন আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্ন সচিব) মোহাম্মদ তাসারফ হোসেন ফরাজী।

    মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে তিনি উপজেলার বটতলী শাহ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজে ২ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন।

    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মুমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুর ইসলাম প্রমুখ।

    পরিদর্শন শেষে প্রকল্প পরিচালক (যুগ্ন সচিব) মোহাম্মদ তাসারফ হোসেন ফরাজী জানান,আনোয়ারায় বন্যা প্রবণ এলাকায় ২ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে নির্মাধীন এই আশ্রয়কেন্দ্র আগামী অক্টোবরের মধ্যে কাজ শেষ করতে হবে। কাজের আগ্রগতি সন্তোস জনক।

  • আনোয়ারার চাতরী ইউনিয়নে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

    আনোয়ারার চাতরী ইউনিয়নে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

    আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নে আসন্ন দূর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষ্যে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাতুরী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

    চাতুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেলের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন, ইউনিয়ন পুজা উদযাপন কমিটির সভাপতি বাবু দিদুল সিকদার। সাধারণ সম্পাদক পংকজ দেব নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চাতুরী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি সদস্য নুরুচ্ছফা, সাবেক যুগ্ম সম্পাদক শওকত ওসমান, আনোয়ারা থানার সহকারী পুলিশ পরিদর্শক নওফেল আলম, পুজা উদযাপন কমিটির যুগ্ন অর্থ সম্পাদক নন্দন ঘোষ, প্রনতোষ দত্ত, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তপন দত্ত, সমীর দত্ত, ইউপি সদস্যদের মধ্যে নিতাইপদ দাশ, বিকাশ ঘোষ, ধনঞ্জর বিশ্বাস ভোলা, রাশেদ নেওয়াজ ছুঠু ও মোহাম্মদ তারেক

    সভায় শারদীয় দূর্গাপুজার নিরাপত্তা ও নির্বিগ্নে উদযাপনে প্রতিটি মণ্ডপে সিসি ক্যামরা স্থাপন, শৃঙ্খলা কমিটি গঠন, ইউনিয়ন পরিষদ ও স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগের নেতা কর্মীদের নিয়ে স্ট্রাইকিং ফোর্স গঠন, প্রতিদিন মন্ডপ পরিদর্শন, গ্রাম পুলিশ সার্বক্ষনিক মাঠে অবস্থান, ঝুঁকিপূর্ণ মন্ডপ গুলোতে পুলিশের অবস্থান নিশ্চিত করণ, ইউপি সদস্যরা নিজ নিজ স্ট্রাইকিং ফোর্স মনিটরিং করণসহ মাদক নির্মুলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়।

    ২৪ঘণ্টা/এনআর

  • মানসিক রোগীর দোহাই দিয়ে ভাইকে শিখলে বেঁধে রাখলেন ভাই, উদ্ধার করলেন এসিল্যান্ড

    মানসিক রোগীর দোহাই দিয়ে ভাইকে শিখলে বেঁধে রাখলেন ভাই, উদ্ধার করলেন এসিল্যান্ড

    আনোয়ারা প্রতিনিধিঃ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মানসিক রোগীর দোহাই দিয়ে দীর্ঘদিন ধরে শিকলে বেঁধে রাখা হয়েছিল মোহাম্মদ শাহাবুদ্দিনকে (২৭)। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হাইলধর ইউনিয়নের উত্তর ইছাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

    আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন চট্টগ্রাম খবরকে বলেন, দীর্ঘদিন ধরে মো. শাহাবুদিনকে তাঁর ভাইয়েরা একটি ঘরে বেঁধে রাখেন। মানসিক অসুস্থ বলে অপবাদ দিয়ে তাঁকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। এমন অভিযোগ পেয়ে বুধবার বিকেলে পুলিশসহ নিয়ে গিয়ে তাঁকে উদ্ধার করা হয়েছে।

    সাহাবুদ্দিনকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

  • এমপিওভুক্ত হলো দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়

    এমপিওভুক্ত হলো দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়

    আনোয়ারা প্রতিনিধিঃ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় জায়গা করে নিয়েছে দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি এমপিওভুক্ত হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীর পাশাপাশি খুশি হাওর ঘেঁষা এলাকাবাসী।

    জানা যায়, আনোয়ারায় উপজেলা বৈরাগ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়টি ২০১৪ সালে বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী প্রতিষ্ঠাতা করেন। শিক্ষা প্রতিষ্ঠানটি সুনামের সাথে শিক্ষা, খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিক্ষা প্রতিষ্ঠানটি গত বছর এমপিওভুক্ত হওয়ার স্বীকৃতি ছিল। হালনাগাদ না হাওয়া কারণে এমপিওভুক্ত হয়নি। এই বছর এমপিওভুক্ত করার জন্য আবেদন করা হয়েছিল।

    নতুন এমপিওভুক্ত হলো ২৬১৬টি শিক্ষা প্রতিষ্ঠান। দেশের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের ২ হাজার ৬১৬টি বেসরকারি নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে।

    দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী জানান, আমার বিদ্যালয়টি এমপিওভুক্ত হাওয়ায় ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী (জাবেদ) এমপি মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

    উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন জানান, দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়টি এমপিওভুক্ত হয়েছে বলে আমি শুনছি।বিদ্যালয়টি নিম্ম মাধ্যমিক হিসাবে এমপিওভুক্ত ছিল এখন মাধ্যমিক হিসাবে এমপিওভুক্ত হয়েছে।শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালনা কমিটি শিক্ষা ক্ষেত্রে আন্তরিক ভূমিকা পালন করছে। ইতি পূর্বে সরকার অনেক বিদ্যালয় এমপিওভুক্ত করছেন এটা একটা বিশাল ব্যাপার। আমি আনোয়ারা উপজেলার দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়টি এমপিওভুক্ত করার মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়টি শিক্ষা ক্ষেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছি।

  • আনোয়ারায় বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং, অতিষ্ঠ সাধারণ মানুষ

    আনোয়ারায় বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং, অতিষ্ঠ সাধারণ মানুষ

    আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলায় বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের কারণে অতিষ্ঠ সর্বসাধারণ। দিন-রাত ইচ্ছে মতো সময়ে অসময়ে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া এখন বিদ্যুৎ অফিসের নিয়মে পরিণত হয়েছে। বিদ্যুতের এমন আচরণে বিদ্যুৎ নির্ভর ব্যবসা-বাণিজ্য ও বিভিন্ন প্রতিষ্ঠানে দেখা দিয়েছে চরম স্থবিরতা।

    রোববার সন্ধ্যা সাতটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চাক গ্রামে বৈদ্যুতিক সংযোগ ছিল না বলে জানান এলাকাবাসী। বিদ্যুৎ অফিসের এমন কর্মকাণ্ডের ক্ষোভ প্রকাশ করছেন এলাকাবাসী।

    বৈরাগ ইউনিয়নের বন্দরের গ্রামের বাসিন্দা মোঃ পারভেজ আলী জানান, পল্লী বিদ্যুৎতের ঘন ঘন লোডশেডিং এখন অভ্যাসের পরিনত হয়েছে।নিজের ইচ্ছে মতো যখন খুশি লোডশেডিং দিবে।বিদ্যুতের আসা যাওয়া দেখে আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি। উপজেলা প্রশাসের কাছে আবেদন জানাচ্ছি লোডশেডিং মূল সমস্যা গুলো চিহ্নিত করে সমাধানের মাধ্যমে এলাকাবাসীকে এই দুর্ভোগ হতে রক্ষা করার জন্য।

    ঘন ঘন লোডশেডিং বিষয়ের জানার জন্য আনোয়ারা পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মোঃ জসিম উদ্দিনের মোবাইলে একাধিক বার ফোন করে সাড়া পাওয়া যায়নি।

  • আনোয়ারায় বন্দর সেন্টারে ফুটপাত দখল করে ব্যবসা,দুর্ভোগে পথচারীরা

    আনোয়ারায় বন্দর সেন্টারে ফুটপাত দখল করে ব্যবসা,দুর্ভোগে পথচারীরা

    আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলার সিইউএফএল সড়ক, বন্দর মহানখান বাজারের সড়কের উভয় পাশে ফুটপাত দখল করে দোকান করার কারণে প্রতিদিন সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। যানজটের আটকে পড়ে ভোগান্তির শিকার হচ্ছে হাজার হাজার মানুষ। দীর্ঘ যানজট নিরসনের কোন উদ্যোগ নেই আইন শৃঙ্খলা বাহিনীর।

    সরেজমিনের পরিদর্শন করে দেখা যায়, সিইউএফএল সড়কের এবং বন্দর সেন্টার মোড়ে সড়ক দখল করে উভয় পাশে বসেছে বেশ কিছু ফলের দোকান ও অটোরিকশা স্ট্যান্ড। সড়কটিতে দেখা যায় গাড়ির দীর্ঘ যানজটের এমন চিত্র।

    জানা যায়, সিইউএফএল সড়কের সেন্টার মোড়ে এসে মোহছেন আউলিয়া সড়কে প্রবেশ ধারে রাস্তাটি দুইটি অংশে ভাগ হয়েছে। এর দুইটি অংশ দিয়ে একদিকে সিইউএফএল, কাফকো, ড্যাপ সারকারখানা ও কর্ণফুলী টানেলের বড় বড় ট্রাক ও লরীসহ ভারী যানবাহন চলাচল করে। অপর দিকে মোহছেন আউলিয়া রাস্তা দিয়ে লোকাল বাস, বাংলাদেশ বিমান বাহিনীর বড় বড় গাড়ি, রুস্তম হাটের ব্যবসায়ীদের শহর থেকে মাল বোঝাই ট্রাক চলাচল করে। সেন্টার মোড়ে বড় গাড়ীগুলো মোড় ফিরতে রাস্তার উপর বেশ কিছু ফলের দোকান ও অটোরিকশা রাখায় প্রতিনিয়ত যান চলাচলে বিঘ্ন ঘটছে। প্রতিদিন সন্ধ্যায় কোরিয়ান ইপিজেডের কারখানাগুলো ছুটি হলে শ্রমিকদের বহনকারী শত শত গাড়ীর চাপে সৃষ্টি হচ্ছে অসহনীয় যানজট।

    ভুক্তভোগী যাত্রী আরফাত হোসেন জানান, সড়কের উভয় পাশে ভাসমান দোকান বাসানোর কারণে দীর্ঘ যানজট লেগে থাকে। তারমধ্য যানজট নিরসনের জন্য নেই আইনশৃঙ্খলা বাহিনী কোনো তৎপরতা। আমরা সড়ক দিয়ে চলাচলের নানা দিক সমস্যা সম্মুখীন শিকার হচ্ছি। আমরা কর্তৃপক্ষের কাছে সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ ভাসমান দোকানপাট উচ্ছেদ করা আহবান জানাচ্ছি।

    স্থানীয় ব্যবসায়ী আরফাত হক জানান, বন্দর সেন্টারে অর্থনীতিক অঞ্চল অন্য দিকের নন্দিত মিনি কক্সবাজারের নামে পরিচিত পারকী সমুদ্রের সৈকতের পর্যটনরা ভ্রমণ করতে আসতেছে। বিভিন্ন জেলা, উপজেলা থেকে জনসাধারণ মানুষ দীর্ঘ যানজট সম্মুখীন শিকার হচ্ছে। জরুরি সময়ে মুমূর্ষ রোগীদের অ্যাম্বুলেন্সে এই দীর্ঘ যানজটের আটকা পড়ে।

    এ ব্যাপারে সিইউএফএলের ভূমি অফিসার আমিনুল ইসলাম (লাভলু) বলেন, সিইউএফএলের জায়গায় ভাসমান দোকানগুলো একাধিক বার উচ্ছেদ করা হয়েছে কিন্তু পরবর্তীতে তারা আবার বসে যায়। ইতিমধ্যে আমরা প্রশাসনের নিকট দরখাস্ত দিয়েছি। প্রশাসনের সহযোগিতা নিয়ে অতি শীঘ্রই উচ্ছেদ অভিযান শুরু করব। দ্রুত সময়ে সড়কটি চারলাইনে প্রশস্ত করতে সকল অফিসিয়ালি কার্যক্রম শেষ হচ্ছে।

    কর্ণফুলী বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহিম বলেন, সড়কের উপর অটোরিকশাগুলোর ব্যাপারে একাধিকবার অভিযান চালানো হয়েছে এবং সড়কে গাড়ী না রাখতে বলার পরেও তারা আবারো সড়কে ওঠে যায়। দ্রুত সময়ে অটোরিকশা চালকদেরকে ডেকে সড়কের উপর যাতে কোন ধরণের রিকশা না রাখে সে ব্যবস্থা করা হবে।