Tag: আনোয়ারায়

  • আনোয়ারায় ভূমি বিরোধের জেরে হামলায় আহত ১৫ পরিবারে শ্যামল পালিতের উপহার

    আনোয়ারায় ভূমি বিরোধের জেরে হামলায় আহত ১৫ পরিবারে শ্যামল পালিতের উপহার

    ২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের আনোয়ারা বৈরাগ ইউনিয়ন বন্দর গ্রামে ভুমি সংক্রান্ত বিরেধের জেরে সংঘর্ষের ঘটনায় আহত ১৫টি পরিবার পেল খাদ্য সামগ্রী উপহার।

    বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা শাখার সভাপতি শ্যামল কুমার পালিতের পক্ষ থেকে এসব উপহার সামগ্রী দেওয়া হয়।

    আজ সকাল ১১টায় আহত পরিবারের সদস্যদের হাতে শ্যামল কুমার পালিতের পক্ষে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা পূজা পরিষদের সাংগঠনিক সম্পাদক কল্লোল সেন। এসময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নিউটন সরকার, ইউপি সদস্য নুরুল আবসার প্রমূখ।

    খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০কেজি চাউল, ২কেজি মসুর ডাল, ৩কেজি আলু, ১কেজি পিয়াজ, ১কেজি চিনি, ১লিটার তেল, কেজি আটা, ১কেজি লবন, ৫০০গ্রাম সুজি, ১টি সাবান, চাপাতাসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সামগ্রী।

    এসময় পূজা পরিষদের নেতৃবৃন্দের মাধ্যমে গুরুতর আহত প্রমিলা সিংহসহ অন্যান্য আহতদের খোঁজখবর নেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিত।

    গত ১৫মে আনোয়ারা উপজেলার কর্ণফুলী থানার আওতাধীণ বৈরাগ ইউনিয়নের বন্দর গ্রামের সিংহ পাড়ায় ভূমি বিরোধ নিয়ে হামলায় আহত হয় প্রমিলা সিংহসহ ১৫ পরিবার।

    ইতিমধ্যে প্রশাসনের উদ্দ্যোগে সিংহপাড়ার বাসিন্দা ভূমি মালিক ও বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উভয়পক্ষের উপস্থিতিতে বৈঠকের মাধ্যমে প্রশাসন সিংহপাড়ার বাসিন্দাদের ভূমি পরিমাপ করে বুঝিয়ে দেয়ায় জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং আহতদের সুচিকিৎসার জন্য প্রশাসনের তরফ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আহবান জানান শ্যামল কুমার পালিত।

    ২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

  • আনোয়ারায় আগুনে পুড়েছে ১৯ বাড়ি : ২৫ লক্ষ টাকার ক্ষতি

    আনোয়ারায় আগুনে পুড়েছে ১৯ বাড়ি : ২৫ লক্ষ টাকার ক্ষতি

    ২৪ ঘন্টা ডট নিউজ। আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারায় আগুনে পুড়ে গেছে ১৯ টি বাড়ি। এতে অন্তত ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

    গতকাল মঙ্গলবার ১৮ ফেব্রুয়ারি রাতে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড শিলালিয়া গ্রামের ইউপি সদস্য রক্ষিতের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৭টার সময় আগুন লাগার খবর চারিদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ‘৯৯৯ ‘ কল দিলে আগুন লাগার খবর জানায়। খবর পেয়ে আনোয়ারা উপজেলা ফায়ার সিভিল সার্ভিসের স্টেশনে একটি ইউনিট ঘটনাস্থানে এসে দীর্ঘ দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

    আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশনে ইনচার্স দুলাল মিত্র জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও আগুনে ১৯টি বাড়ি পুড়ে গিয়ে অন্তত ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করছেন তিনি।

  • আনোয়ারায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়লো ২ দোকান

    আনোয়ারায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়লো ২ দোকান

    ২৪ ঘন্টা ডট নিউজ। আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলার পশ্চিমচাল গ্রামের কবিবের দোকানের মোড়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে দুটি দোকান পুড়ে গেছে।

    এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে কবিরের দোকানের মোড়ে হঠাৎ করে মদিনা ইলেকট্রনিক হার্ডওয়্যারের দোকানে আগুন লেগে চারদিকে ছড়িয়ে পড়ে।

    খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিস ও সিইউএফএল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালায়। প্রায় দুই ঘন্টা উদ্ধার কাজ চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আসে। হার্ডওয়্যারের দোকানে থাকা গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পাশের আরও একটি দোকান পুড়ে যায়।

    আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ দুলাল কুমার মিত্র জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে দুটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।

  • আনোয়ারায় ইয়াবাসহ ২ জন আটক

    আনোয়ারায় ইয়াবাসহ ২ জন আটক

    ২৪ ঘন্টা ডট নিউজ। আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারায় দুই হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ।

    শুক্রবার বিকেলে উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিউরী মাজার গেইট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সা জব্দ করে পুলিশ।

    গ্রেফতারকৃতরা হলেন, আনোয়ারা উপজেলার জুইদন্ডী গ্রামের আলী মাঝি বাড়ির আবুল কাশেমের পুত্র মো. আবছার (২২) ও লোহাগাড়া উপজেলার জঙ্গল পদুয়া গ্রামের আবুল হোসেনের পুত্র জয়নাল আলম (২৯)।

    আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঝিউরী মাজার গেট থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা এবং একটি সিএনজি জব্দ করা হয়।

    এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

  • আনোয়ারায় সরকারি জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ

    আনোয়ারায় সরকারি জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ

    ২৪ ঘন্টা ডট নিউজ। আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলার পিএবি সড়ক সংলগ্ন চাতরী চৌমুহনী বাজারে সড়কের দু’পাশে সরকারি জায়গায় নির্মিত অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপদ বিভাগ।

    রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত সড়ক ও জনপদ বিভাগের উপসচিব মনোয়ারা বেগমের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

    প্রায় চার ঘন্টার এ উচ্ছেদ অভিযানের ফলে দখলে থাকা সরকারি জায়গা দখল মুক্ত করা হয়। এতে প্রায় শতাধিক দোকান পাট ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।

    উচ্ছেদ অভিযান পরিচালনাকালে উপসচিব মনোয়ারা বেগম বলেন, বঙ্গবন্ধু টানেলের সংযোগ সড়ক বৃদ্ধি করার লক্ষে পিএবি সড়কের চাতরী চৌমুহনী বাজারে সরকারি জায়গায় সড়কের আশেপাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করা হয়।

  • আনোয়ারায় টাকার অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত মিনু শীল, সাহায্যের আবেদন

    আনোয়ারায় টাকার অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত মিনু শীল, সাহায্যের আবেদন

    ২৪ ঘন্টা ডট নিউজ। আনোয়ারা প্রতিনিধি : টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না মিনু শীল (৪০) নামের এক হতদরিদ্র নারী। তিনি আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের বাসিন্দা বিধান শীলের স্ত্রী।

    মিনু শীল দীর্ঘদিন যাবত অসুস্থ হয়ে চিকিৎসার অভাবে বিছানায় কাতরাচ্ছে। তার স্বামী বিধান শীলের দু’চোখের দৃষ্টি শক্তি হারিয়ে যাওয়ায় তার পক্ষে চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব নয়।

    গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) মিনু শীলের শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে রায়পুর ইউনিয়নের লোকনাথ সেবাশ্রমের সদস্যরা খবর পেয়ে মিনু শীলের বাড়িতে এসে তাদের সহযোগিতার মাধ্যমে বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩য় তলায় ১৩ নং বেডে ভর্তি করানো হয়।

    মিনু শীলের স্বামী বিধান শীল জানায়, আমার এক ছেলে সন্তান রয়েছে। আমার দু’টি চোখ অন্ধ হয়ে যাওয়ায় চোখে দেখতে পায় না। আমার স্ত্রীর দীর্ঘদিন যাবৎ শারীরিক অবস্থা আশংকা জনক হলেও আমার পক্ষে চিকিৎসার খরচ বহন করা সম্ভব নয়।

    মানবতার খাতিরে সমাজের বিত্তশালীরা একটু সহযোগিতায় হাত বাড়িয়ে দিলে আমার স্ত্রীর উন্নত চিকিৎসা করানো সম্ভব হবে।সহযোগিতা পাঠানোর জন্য বিকাশ নাম্বার 01927752117

  • আনোয়ারায় লক্ষ টাকার নিষিদ্ধ জাল জব্দ

    আনোয়ারায় লক্ষ টাকার নিষিদ্ধ জাল জব্দ

    ২৪ ঘন্টা ডট নিউজ। আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জেলা মৎস্য কর্মকর্তার বিশেষ কম্বিং অপরেশন পরিচালনা করে লক্ষ টাকার নিষিদ্ধ জাল ও জাটকা জব্দ করেছে মোবাইল কোর্ট। নিষিদ্ধ জালের মধ্যে রয়েছে ৫টি বেহুদী জাল।

    বুধবার (৭ জানুয়ারি) দিন ব্যাপী নিষিদ্ধ জাল নির্মূল করণের লক্ষে মোবাইল কোর্ট পরিচালনা করে এই জাল ও জাটকা জব্দ করা হয়। জব্দকৃত অবৈধ জালের আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা। এসময় জব্দকৃত অবৈধ জাল গুলি পুড়িয়ে দেওয়া হয় এবং জাটকা গুলো এতিমখানায় বিতরণ করা হয়।

    বিশেষ কম্বিং অপরেশন পরিচালানা করেন জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তারা। অপারেশনে সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ কোষ্ট গার্ডের সদস্য ও নৌ পুলিশের সদস্যরা।

  • আনোয়ারায় বৃদ্ধকে শুঁড় দিয়ে পেঁচিয়ে আছড়ে মারল বন্যহাতি

    আনোয়ারায় বৃদ্ধকে শুঁড় দিয়ে পেঁচিয়ে আছড়ে মারল বন্যহাতি

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের আনোয়ারায় বন্য হাতির শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড় দিলে ঘটনাস্থলেই এক বৃদ্ধের মৃত্যু হয়। মঙ্গলবার (৭ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বটতলী রুস্তমহাট এলাকায় বন্যহাতির আক্রমনের শিকার হলে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। 

    নিহত বৃদ্ধের নাম মো. সোলাইমান সর্দার (৭৫)। তিনি উপজেলার বটতলী গ্রামের নুরপাড়ার মৃত এরশাদ আলীর ছেলে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয়দের বরাতে বটতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোহাম্মদ জানান, সোলায়মান সর্দার মঙ্গলবার ভোরে ফজরের নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদের দিকে যাচ্ছিলেন।

    রুস্তমহাট এলাকার একটি দোকানের সামনে গিয়ে বন্যহাতির আক্রমনের শিকার হন সোলায়মান। ভয়ে পালানোর চেষ্টা করলেও হাতির শুঁড় দিয়ে তাকে পেঁচিয়ে আছাড় দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    এর আগে গত বছরের শেষের দিকে ১৪ই ডিসেম্বর আনোয়ারার বিভিন্ন এলাকায় বন্য হাতির আক্রমণে নিহত ও ক্ষতিগ্রস্থ ২০ পরিবারকে বন বিভাগের মাধ্যমে আর্থিক অনুদান দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

    জানা যায় গত ৩ বৎসরে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় বন্য হাতির আক্রমনে ৮ জনের মৃত্যু ও শতাধিক লোক আহত এবং কৃষিক্ষেত ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।

  • আনোয়ারায় প্রবাসির কাছ থেকে টাকা নিতে গিয়ে র‌্যাবের হাতে ধরা ২ প্রতারক

    আনোয়ারায় প্রবাসির কাছ থেকে টাকা নিতে গিয়ে র‌্যাবের হাতে ধরা ২ প্রতারক

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাবের হাতে ধরা পড়েছে দুই প্রতারক। র‌্যাব সদস্য পরিচয়ে প্রতারণার আশ্রয় নিয়ে এক প্রবাসীর কাছ থেকে টাকা আদায়কালে হাতে নাতে গ্রেফতার করা হয় এ দুই প্রতারককে।

    বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, আনোয়ারা উপজেলার বরুমছড়ার বাসিন্দা নুরুল আলম টিপু (৩১) ও বৈরাগের বাসিন্দা নাজিম উদ্দিন (৩৬)।

    র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মাশকুর রহমান জানান, গত ১ ডিসেম্বর কাতার থেকে দেশে ফিরেন বরুমছড়া এলাকার এক প্রবাসী। এরপর থেকে র‌্যাব সদস্য পরিচয়ে নাজিম ও টিপু তার বিরুদ্ধে র‌্যাবের কাছে ৪টি অভিযোগ রয়েছে দাবি করেন এবং চাঁদা দাবি করেন। এ বিষয়ে প্রবাসী ব্যাক্তিটি র‌্যাবকে অবহিত করেন।

    বুধবার বিকেলে র‌্যাবের পরামর্শে ওই দুই প্রতারককে উপজেলার চাতরি চৌমুহনী বাজারে এসে ৫০ হাজার টাকা নিয়ে যাওয়ার কথা বলেন প্রবাসি। এসময় আগে থেকে সেখানে অবস্থান নেওয়া র‌্যাবের একটি টিম দুই প্রতারককে হাতে নাতে গ্রেফতার করে।

    র‌্যাবের এ কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে টিপুর বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। সে চিহ্নিত চাঁদাবাজ। এর আগেও র‌্যাব পরিচয়ে টেলিফোন করে কয়েকজনের কাছ থেকে টাকা আদায় করেছিল।

  • আনোয়ারায় বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্থদের আর্থিক অনুদান প্রদান

    আনোয়ারায় বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্থদের আর্থিক অনুদান প্রদান

    ২৪ ঘন্টা ডট নিউজ।চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্থ ২০ পরিবারের জন্য ৭ লাখ ৫৬ হাজার টাকার আর্তিক অনুদান দিয়েছেন বন বিভাগ।

    শনিবার সকালে ভূমিমন্ত্রীর সার্সন রোডস্থ বাসভবনে ক্ষতিগ্রস্থ এসব পরিবারের হাতে অনুদানের চেক তুলে দেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

    গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে উপজেলার হাজীগাও বৈরাগ এলাকায় বন্য হাতির আক্রমণে নিহত ও আহত ২০ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদানের সময় উপস্থিত ছিলেন বনপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের, মো. ইয়াছিন নেওয়াজ চৌধুরী, আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ।

    এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম.এ মালেক, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, বাঁশখালী রেঞ্জ বন কর্মকর্তা আনিসুজ্জামান, জীব বৈচিত্রা কর্মকর্তা নূর জাহান মিল্কী, দীপান্ধিতা ভট্টাচার্জ্য, বনপ্রাণী পরিদর্শক রাজু আহমেদ, ভূমিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী সচিব এড. ইমরান হোসেন বাবু এসময় উপস্থিত ছিলেন।

  • আনোয়ারায় দুস্থ নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন ভূমিমন্ত্রী জাবেদ

    আনোয়ারায় দুস্থ নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন ভূমিমন্ত্রী জাবেদ

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : আনোয়ারা উপজেলার দুস্থ ৫ নারীর হাতে সেলাই মেশিন তুলে দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।

    আজ শুক্রবার দুপুরে মন্ত্রীর চট্টগ্রাম নগরীস্থ সার্সন রোডের বাস ভবনে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। চট্টগ্রাম-১৩ নির্বাচনী এলাকায় বিতরণের জন্য এসব সেলাই মেশিনের বরাদ্দ দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

    মন্ত্রীর হাত থেকে বরাদ্দকৃত সেলাই মেশিন গ্রহণ করেন ফরিদা বেগম, লাখি আকতার, শিরীন আকতার, মুন্নি সোলতানা রূপা ও রুজি আকতার।

    এসময় আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম.এ মালেক, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি উপস্তিত ছিলেন।

    এছাড়াও সেলাই মেশিন বিতরণকালে আরো উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম, ব্যক্তিগত সহকারী সচিব এড. ইমরান হোসেন বাবু, উপজেলা মহিলা বিষয়ক কমকর্তা রাবেয়া চৌধুরী, আনোয়ারা এনজিও ফোরামের সভাপতি নুরুল আবছার তালুকদারসহ উপজেলার বিভিন্ন প্রতিনিধিগণ।

  • আনোয়ারায় ইয়াবাসহ আটক ৪

    আনোয়ারায় ইয়াবাসহ আটক ৪

    আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারায় দুই’শ পিস ইয়াবাসহ চার মাদক বিক্রেতাকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ।

    শুক্রবার (২০ নভেম্বর) রাত একটার দিকে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ভরারচর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বটতলী ইউনিয়নের নঈম উদ্দিন (২২), জাফর (৩৮), খোকন (১৯), মবিন হোসেন (১৮)।

    আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুই’শ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।