Tag: আনোয়ারা আলম ফাউন্ডেশন

  • গহিরায় লায়ন্স ক্লাব অব চিটাগাং এর উদ্যোগে দুঃস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান

    গহিরায় লায়ন্স ক্লাব অব চিটাগাং এর উদ্যোগে দুঃস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান

    লায়ন কামরুন মালেক এমজেএফ (জেলা গভর্ণর ৩১৫-বি-৪) বলেছেন লায়ন্স ক্লাব বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক সেবা সংস্থা। এই প্রতিষ্ঠানের জন্ম দুস্থ মানুষকে সেবা দান করে মুখে হাসি ফুটানোর লক্ষ্য নিয়ে। এই প্রতিষ্ঠানের শিকড় বিশ্বের প্রায় সকল প্রান্তে বিস্তৃত। সেবা দেয়া হয় গ্রামীণ প্রত্যন্তঞ্চলেও।

    তিনি বলেন, মানুষের মুখে হাসি দেখলে লায়ন্স ক্লাবের সদস্যরা ধন্য হয়। একারণে তারা সেবাদান করতে প্রত্যান্তঞ্চলে ঘুরে বেড়ায়। এতে তারা আনন্দিত হয়।

    রবিবার (২৭ অক্টোবর) লায়ন্স ক্লাব অব চিটাগাং এর উদ্যোগে রাউজান গহিরা উত্তর দলই নগর আনোয়ারা আলম ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এক চিকিৎসা সেবাদান কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিমত ব্যক্ত করেন।

    ক্লাব প্রেসিডেন্ট লায়ন নিশাত ইমরান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেবা কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন ডা. সুকান্ত ভট্টচার্য্য, দ্বিতীয় ভাইস জেলা গভর্ণর লায়ন আল সাদাত দোভাস, ক্যবিনেট সেক্রেটারী লায়ন জিকে লালা।

    সম্মানিত অতিথিদের মধ্যে ছিলেন জিএমটি কোঅডিনেটর লায়ন জাহেদুল ইসলাম চৌধুরী , লায়ন জাফর উল্লাহ চৌধুরী, লায়ন জাহাঙ্গীর মিয়া,লায়ন আরিফ আহমেদ, লায়ন মুনিরুল কবির,লায়ন আবদুর রব শাহীন, ডা.মুনাল মাহবুব. লায়ন ডা. মেজবাহ উদ্দিন তুহিন, লায়ন আবু নাসের রণি, লায়ন গুলশান আকতার চৌধুরী, লায়ন শহীদুল ইসলাম, লায়ন মনোয়ারা বেগম, লায়ন অশেষ কুমার উকিল,লায়ন দিবাকর দাশ, লায়ন গাউছুল হক চৌধুরী, লায়ন ইসমাইল চৌধুরী, লায়ন শহীদুল ইসলাম।

    এই চিকিৎসা ক্যাম্প থেকে ৩১ জন খতনা, ২৭০ জন চক্ষু, ৫০জন কর্ণচেদন, ডায়োবেটিস এক’শ, নাক কান গলা এক’শ ও দুই’শ জন দন্ত রোগী চিকিৎসা সেবা দান করা হয়। এই সেবাদান করেন আটজন চিকিৎসক। রোগীদের দেয়া হয় বিনামুল্যে ঔষধ।