Tag: আনোয়ারা

  • আনোয়ারায় বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

    আনোয়ারায় বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু

    আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারায় বন্য হাতির আক্রমণে আজিজ ফকির (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

    শনিবার (২০ ফেব্রুয়ারি) ভোর ৫টায় উপজেলার বটতলী ইউনিয়নের ২নং ওয়ার্ড চাঁপাতলী ভোলা শাহ মাজারের পশ্চিম পাশের সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, আজিজ ফকিরের মানসিক সমস্যা ছিল। তিনি নিজ ঘরে না থেকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। এলাকার বন-জঙ্গলে বেশি সময় কাটাতেন। শারীরিক অবস্থা ভালো ছিলনা।খেয়ে না খেয়ে দিন কাটাতেন। আজ ভোর ৫টায় ভোলা শাহ মাজারের সামনের সড়ক দিয়ে যাতায়তের সময় বন্য হাতির কবলে পড়ে।এ তে হাতির শুঁড় দিয়ে আক্রমণ করলে তার মাথা ও চোখে বেশি আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থালে মৃত্যুবরণ করে।

    স্থানীয় যুবক দিদারুল ইসলাম পাভেল জানান,
    ভোরে মৃত অবস্থায় আজিজ ফকিরের লাশ দেখতে পায় আমরা।তার শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন বিদ্যমান ছিল।

    ২৪ ঘণ্টা/জাবেদুল

  • আনোয়ারায় ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী নিহত

    আনোয়ারায় ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী নিহত

    আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ কর্মী মোহাম্মদ আশরাফ চৌধুরী ইমন (১৯) নামের এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছে।

    শুক্রবার (১৯ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মা কমিউনিটি সেন্টারের সামনে এই ঘটনা ঘটে। নিহত আশরাফ চৌধুরী ইমন এর নিজ বাড়ি নোয়াখালী। তার পিতার নাম মোঃ আবদুল। পিতার চাকরির কর্মস্থল চট্টগ্রাম হওয়ার সুবাদে আনোয়ারায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন বলে জানা গেছে।

    বিশেষ সূত্রে জানা যায়, আনোয়ারা সদরে ছুরিকাঘাতে নিহত যুবক একজন ছাত্রলীগ কর্মী। অভিযোগ রয়েছে, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের উপ স্কুল বিষয়ক সম্পাদক নয়ন সরকারের সাথে আশরাফের রাজনৈতিক বিরোধের জের ধরে ছুরিকাঘাত করে অভিযুক্ত নয়ন সরকার। এতে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। নয়ন সরকার ও আশরাফ দু’জনই দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহেরের অনুসারী।

    চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত এএসআই আলা উদ্দিন মিয়া তালুকদার জানান, রাত ৮টার দিকে ছুরিকাঘাতে আহত এক যুবককে আনোয়ারা থেকে মেডিকেলে আনার কিছুক্ষনের মধ্যেই ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।

    নিহতের ঘটনাটি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এসএম দিদারুল ইসলাম জানান, নিহতের ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসায় দুর্বৃত্তরা আশরাফকে খুন করেছে।ঘটনার পর থেকে পালিয়েছে নয়ন সরকার। আমরা তাকে গ্রেফতারে অভিযান চালাচ্ছি।

    ২৪ ঘণ্টা/জাবেদুল

  • আনোয়ারায় স্যালাইনের প্যাকেট ভরা ৩০লিটার চোলাই মদ উদ্ধার

    আনোয়ারায় স্যালাইনের প্যাকেট ভরা ৩০লিটার চোলাই মদ উদ্ধার

    আনোয়ারা(চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারায় অভিনব কায়দায় স্যালাইনের প্যাকেটে ভরা ৩০লিটার চোলাই মদ উদ্ধার করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

    বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার(ভূমি) তানভীর হাসানের নেতৃত্বে দক্ষিণ গুয়াপঞ্চক ইলিয়াছের বসতঘরে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতা ইলিয়াছ পালিয়ে যায়। সে দক্ষিণ গুয়াপঞ্চক গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র।

    এই বিষয়ে জানতে চাইলে আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) তানভীর হাসান চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ গুয়াপঞ্চক ইলিয়াছের বসতঘরে অভিযানে যাই। এসময় তল্লাশি চালিয়ে তার রান্নাঘরে স্যালাইনের প্যাকেটে ভরে লুকানো অবস্থায় প্রায় ৩০লিটার চোলাই মদ জব্দ করি। আমাদের উপস্থিতি টের পেয়ে ওই ঘরের কর্তা ইলিয়াস পালিয়ে যায়।

    ২৪ ঘণ্টা/জাবেদুল

  • আনোয়ারায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ল ৬ দোকান

    আনোয়ারায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ল ৬ দোকান

    ২৪ ঘণ্টা, আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা রায়পুর ইউনিয়নের ওয়াহেদ আলী চৌধুরী বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে ছয়টি দোকান দোকান ভস্মীভূত হয়েছে। এতে আনুমানিক ৩ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়।

    আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে চারটায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে চারদিকে ছড়িয়ে পড়ে।

    আগুন লাগার পর স্থানীয়রা উদ্ধার তৎপরতায় এগিয়ে আসে। খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৬ টি দোকান আগুনে ভস্মীভূত হয়।

    আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন মো. হেলাল উদ্দীনের কসমেটিকসের দোকান, মো. হারুনের চায়ের দোকান, মো. আয়ুবের মুদির দোকান, মো. ওসমানের মুরগী ও ইলেকট্রনিক্সির দোকান, মো. নাঈমউদ্দীনের (কসমেটিকস ও কম্পিউটারের দোকান এবং মো. দিদারের কুলিং কর্ণারের দোকান।

    আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ দুলাল কুমার মিত্র অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই ফায়ার সার্ভিসের দমকল বাহিনী।

    আগুনে হতাহতের ঘটনা না ঘটলেও ৬টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আনুমানিক ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ দুলাল কুমার মিত্র।

    ২৪ ঘন্টা/জাবেদুল ইসলাম/রাজীব

  • আনোয়ারায় ইমাম হাশেমী ডিজিটাল প্রিন্ট মিডিয়ার শুভ উদ্বোধন

    আনোয়ারায় ইমাম হাশেমী ডিজিটাল প্রিন্ট মিডিয়ার শুভ উদ্বোধন

    আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজার ইমাম হাশেমী ডিজিটাল প্রিন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।

    শুক্রবার (১৫ জানুয়ারি) বিকাল ৪টায় চৌমুহনী বাজারস্থ চাতরী আবুল হোসেন মার্কেটের নিচতলা প্রিন্ট মিডিয়ার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দীন মনছুর, চাতরী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুচ্ছফা মেম্বার।

    এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণজেলা,আনোয়ারা উপজেলা,আনোয়ারা কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ, সমাজকর্মী, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ।

    উল্লেখ্য ইমাম হাশেমী ডিজিটাল প্রিন্ট মিডিয়ায় মাধ্যমে ফ্লেক্স, পিসিভি ব্যানার, এনকোর্ড, রিফ্লেক্টিভ স্টিকার প্রিন্ট, সাইনবোর্ড, এলইডি মুভিং সাইন, লাইট বক্স, বিয়ের কার্ড, ভিজিটিং কার্ড, ক্যাশ মেমো, লিফলেট, ব্যানারসহ সকল প্রকার কাজের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।

    উক্ত প্রিন্ট মিডিয়া প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী হলেন মাওলানা মনির আহমেদ আনোয়ারী,আসিফ নেওয়াজ জিহান এবং আশিকুর রহমান নয়ন।

  • আনোয়ারায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ল ৬ দোকান

    আনোয়ারায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ল ৬ দোকান

    ডেস্ক নিউজ : মধ্যরাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে পুড়ে গেছে চট্টগ্রামের আনোয়ারা জয়কালী বাজারের ৬টি দোকান। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করছে ক্ষতিগ্রস্থরা।

    সোমবার (৯ নভেম্বর) মধ্যরাতে উপজেলার সদর ইউনিয়নের জয়কালী বাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

    খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও আগুনে দুইটি মুদির দোকান, তিনটি ফলের দোকান ও একটি পানের দোকান পুড়ে গেছে।

    স্থানীয়দের কাছ থেকে জানা যায়, রাত সাড়ে তিনটার সময় জয়কালী বাজারে হঠাৎ করে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। মুহুতেই হক স্টোর, ফারুক স্টোর, মনসুর, আলমগীর ও খোরশেদের পৃথক ফলের দোকান ও প্রবীরের পানের দোকানে আগুন ধরে যায়।

    দোকানে থাকা কর্মচারীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে এবং ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই ওই ৬টি দোকান সম্পূর্ণ আগুনে ভস্মিভুত হয়ে যায় বলে স্থানীয়রা জানায়।

    এদিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমকিভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ সাড়ে ৪ লাখ টাকা বলে জানায় ফায়ার সার্ভিস। তবে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা দাবী করছে আগুনে তাদের প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় হতাহত ৪

    আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় হতাহত ৪

    চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের আনোয়ারায় মালবাহি একটি মিনি ট্রাকের সাথে যাত্রীবাহি সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ জন হতাহতের খবর পাওয়া গেছে।

    আজ শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার (পিএবি) সড়কের বারখাইন ঝিওরী মাজার গেইটের মোড়ে দুর্ঘটনাটি ঘটে।

    স্থানীয়রা জানান, শুক্রবার সকালে শহর থেকে বাসা বদলের ফার্নিচার বোঝাই একটি মিনি ট্রাক আনোয়ারার দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহি একটি সিএনজি অটোরিক্সার সংগে সংঘর্ষ হয়।

    সংঘর্ষে মিনি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। একই ঘটনায় দুমড়ে মুছড়ে যায় সিএনজি অটোরিক্সাটি। এতে সিএনজি চালকসহ ৪ জন গুরুতর আহত হয়।

    আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে একজনের মৃত্যু হয় হয় এবং ৩ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় স্থানীয়রা।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, শিশুসহ আহত ৩

    আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, শিশুসহ আহত ৩

    ডেস্ক নিউজ : চট্টগ্রামের আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু ও শিশুসহ আরো ৩ জন আহত হয়েছে বলে জানা গেছে।

    আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটায় উপজেলার (পিএবি) সড়কের শোলকাটা কালাবিবির মোড়ে ট্রাক ও যাত্রীবাহি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে জানিয়েছে স্থানীয়রা।

    দুর্ঘটনায় নিহত বৃদ্ধের নাম মো. হানিফ (৬৬)। তিনি বাঁশখালী উপজেলার পুকুরিয়া এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে। একই ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধিন আছেন উপজেলার চুন্নাপাড়া এলাকার ছৈয়দ আহমদের ছেলে মো: শফি (৪৮), উপজেলার কেঁয়াগড় এলাকার সৈকত বড়ুয়ার মেয়ে শরণী বড়ুয়া (৫) এবং উপজেলার তৈলারদ্বীপ এলাকার ফজুলুল রহমানের ছেলে ছানোয়ার (৩২)।

    সড়ক দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ।

    তিনি জানান বৃহস্পতিবার ভোরে ট্রাক ও সিএনজি অটো রিকশার মুখোমুখি সংঘর্ষ হলে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলে হানিফ নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। একই ঘটনায় ৫ বছরের এক শিশুসহ তিনজন আহত হয়। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

    আহতদের মধ্যে ছানোয়ারার অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনা কবলিত গাড়ি ২টি জব্দ করে থানায় আনা হয়েছে বলে জানান ওসি।।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • আনোয়ারায় পৃথক অভিযানে আটক ২, চার হাজার পিস ইয়াবা উদ্ধার

    আনোয়ারায় পৃথক অভিযানে আটক ২, চার হাজার পিস ইয়াবা উদ্ধার

    ২৪ ঘণ্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে ২ মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

    আজ রবিবার (১৮ অক্টোবর) উপজেলার কালা বিবির দীঘির মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। দুজনের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ।

    আটককৃতরা হলেন, নড়াইল জেলার কালিয়া এলাকার শেখ জুলফিকার আলীর ছেলে মারুফ শেখ ২১) ও কক্সবাজার জেলার উখিয়া বটতলী গ্রামের রশিদ আহমদের ছেলে আব্দুল আজিজ (২৮)।

    দুই ইয়াবা কারবারিকে আটকের তথ্যটি নিশ্চিত করেন আনোয়ারা থানার সেকেন্ড অফিসার শামসুজ্জামান। তিনি বলেন, গোপনে সংবাদ পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের একটি প্রতিনিধি দল পৃথক দুটি অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ তাদেরকে আটক করে।

    পরে দুজনের বিরুদ্ধে ইয়াবা সংরক্ষণ ও বহনের অপরাধে থানায় পৃথক দু’টি মামলা করেন।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • আনোয়ারা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে প্রশাসনের মতবিনিময়

    আনোয়ারা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাথে প্রশাসনের মতবিনিময়

    ২৪ ঘণ্টা আনোয়ারা প্রতিনিধি : আসন্ন সার্বজনীন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের সাথে আনোয়ারা পূজা উদযাপন পরিষদের মতাবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ সোমবার (১২অক্টোবর) বিকাল ৩টায় আনোয়ারা থানা মিলনায়তন রুমে ওসি দুলাল মাহমুদের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

    পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নিউটন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূজা উদযাপন পরিষদের সভাপতি সুগ্রীব মজুমদার দোলন।

    এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কল্লোল সেন, সাগর মিত্র, অজিত কুমার নাথ, সজীব দেবনাথ, রামলাল দেবনাথ, ঝোটন মজুমদার, পীযুষ দত্ত, অনুপম দত্ত, আনন্দ মোহন দত্ত, কাজল মিত্র, টিটু আইচ, সুভাষ সিংহ, রনি সিংহ, রাজীব নাথ, রুপম দত্ত, বাবুল শীল,মাষ্টার রতন শীল, জহরলাল শীল, সত্যজিৎ সিকদার, রতন কুমার প্রমুখ।

    ২৪ ঘণ্টা/জাবেদুল/

  • কেইপিজেডে বাস চাপায় মোটরসাইকেল আরোহী বড় ভাই নিহত,ছোট ভাই আহত

    কেইপিজেডে বাস চাপায় মোটরসাইকেল আরোহী বড় ভাই নিহত,ছোট ভাই আহত

    আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারার কোরীয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ কোম্পানি (কেইপিজেড) এলাকায় বাস-মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে পারভেজ শাহ ( ২৪) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত ও অপর আরোহী রায়হান শাহ (২২) গুরুতর আহত হয়েছে।

    সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী দুই ভাই পারভেজ শাহ এবং আহত কায়সার শাহ দুইজনের কেএসআই গার্মেন্টেসের শ্রমিক এবং উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক গ্রামের শাহ বাড়ির আনোয়ার সওদাগরের ছেলে।

    প্রতিদিন ২ ভাই এক সাথে মোটরসাইকেলে কর্মস্থলে আসা- যাওয়া করেন। আজ সকালে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে যাওয়ার পথে কারখানার ২ নং গেইটের সামনে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির বেপরোয়া বাসটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে বড় ভাই মো.পারভেজ প্রাণ হারায়।

    এঘটনায় আনোয়ার হোসেনের পরিবারে শোকের ছায়া নেমে আসে। আনোয়ার হোসেনের ৩ ছেলে ও ২ মেয়ের মধ্যে নিহত পারভেজ সবার বড় ও আহত রায়হান দ্বিতীয়।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকালে দুই ভাই বাড়ি থেকে মোটরসাইকেল যোগে কোরিয়ান ইপিজেডের কেইএসআই গার্মেন্টসে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলটি ইপিজেড সড়কের চার রাস্তার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কেএসআই গার্মেন্টসের শ্রমিক বহনকারী গাউসে মোক্তার এন্টারপ্রাইজ নামে একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

    কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় পুলিশ ঘাতক বাসটি জব্দ করেছে বলে তিনি জানান।

    ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পারভেজ শাহকে মৃত ঘোষণা করেন।

    গুরুতর আহত রায়হান শাহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

    চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল হক ভুঁইয়া বলেন, মোটরসাইকেল করে কাজে যোগ দিতে যাওয়ার পথে দুইভাই বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত অবস্থায় দুইভাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

    তার মধ্যে পারভেজ নামে একজনকে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরেকজন রায়হান উদ্দীন নামে একজনকে চট্টগ্রাম মেডিকেল কতলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

    ২৪ ঘণ্টা/এম আর

  • আনোয়ারার ইউএনও জুবায়ের করোনায় আক্রান্ত

    আনোয়ারার ইউএনও জুবায়ের করোনায় আক্রান্ত

    চট্টগ্রামের আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জুবায়ের আহমেদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

    মঙ্গলবার (৩০ জুন) রাতে তার নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ আসে।

    ইউএনও নিজেই তার উপজেলা নির্বাহী অফিসার, আনোয়ারা ফেইসবুক পেইজে বিষয়টি নিশ্চিত করেছেন।

    ফেসবুকে পোস্টে তিনি জানান, ‘কিছু উপসর্গ পরিলক্ষিত হওয়াতে গত ২৪ জুন করোনা টেস্টের জন্য স্যাম্পল প্রদান করি। আজকে রিপোর্ট পেয়েছি, আমি করোনা পজিটিভ। গায়ে হালকা জ্বর বাদে আর কোনো উপসর্গ নেই। সকলের কাছে দোয়া প্রার্থনা করি। সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে ফিরতে চাই।’

    এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শেখ জুবায়ের আহমেদ বলেন, ‘নমুনার রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। শারীরিক অবস্থা এখনও ভালো আইসোলেশনে থাকার মাধ্যমে ঘরোয় চিকিৎসা নিচ্ছি।’

    ২৪ ঘণ্টা/এম আর