Tag: আনোয়ারা

  • আনোয়ারায় অভিযান : বালু তোলার ড্রেজার ও স্কেভেটার জব্দ

    আনোয়ারায় অভিযান : বালু তোলার ড্রেজার ও স্কেভেটার জব্দ

    আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সাঙ্গু নদীর তৈলার দ্বীপ সেতুর নিচে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের একটি ড্রেজার ও একটি স্কেভেটার জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। 

    রবিবার (২৪ নবেম্বর) বিকালে উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। ওই সময় অবৈধভাবে বালু উত্তোলনের কাজে জড়িত ব্যক্তিরা খননযন্ত্র রেখে পালিয়ে যান।

    উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমদ ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন ধরে সাঙ্গু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে এমন অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়। এসময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ড্রেজার ও একটি স্কেভেটার জব্দ করা হয়।

    তবে অভিযানের খবর পেয়ে এ কাজে জড়িত ব্যক্তিরা খননযন্ত্র রেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

  • ঘূর্ণিঝড় বুলবুলে আতংকিত না হয়ে দেশবাসিকে সতর্ক হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

    ঘূর্ণিঝড় বুলবুলে আতংকিত না হয়ে দেশবাসিকে সতর্ক হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

    আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : ঘূর্ণিঝড় বুলবুলে আতংকিত না হয়ে দেশবাসিকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন আনোয়ারা কর্ণফুলী চট্টগ্রাম-১৩ আসনের নির্বাচিত স্থানীয় সাংসদ সদস্য ও ভূমি মন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জান চৌধুরী জাবেদ।

    ঘূর্ণিঝড় বুলবুলে আতংকিত না হয়ে দেশবাসিকে যথাসম্ভব শান্ত থাকা, গুজবে কান না দেওয়া ও গুজব না রটিয়ে দূর্যোগের সময় নিয়োমিত রেডিও শুনা, বিপদ সংকেত ঘোষণার সাথে সাথে সবার আগে উপকুল এলাকার আশ্রয় কেন্দ্রর গিয়ে নিরাপদে আশ্রয় নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

    তিনি শনিবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ আহবান জানান। এদিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী এলাকাবাসীর উদ্দ্যেশে পৃথক এক বাতায় জানিয়েছেন দুর্যোগের সময় গর্ভবর্তী মা-নারী-শিশুদের আগে আশ্রয়কেন্দ্র নিয়ে যাওয়া জন্য স্বেচ্ছাসেবকদের সহযোগীতা করার কথা বলেছেন।

    তিনি বলেন, গবাদি পশুর দড়ি খুলে নিরাপদ স্থানে নেওয়া। আশ্রয় কেন্দ্রর যাওয়া সময় শুকনো খাবার ও জরুরী প্রয়োজনীয় জিনিসপত্র মাটিতে সুরক্ষিতভাবে পুতে রাখা, জরুরি প্রাথমিক চিকিৎসা সামগ্রী কাছে রাখা, লোকের মুখের কথা না শুনে শুধু সরকারি বার্তায় বিশ্বাস রাখা, মোবাইল ফোন আগেই সম্পূর্ণ চার্জ দিয়ে রাখা এবং ঝড় শুরু হলে পরিস্থিতি বুঝে বাড়ির বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়ার জন্য এলাকাবাসির দৃষ্টি আকর্ষণ করেছেন।

    আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের আহমেদ ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, সরকারি বেতারে সংবাদ ঘোষনা করা হয়। চট্টগ্রামের ৯ নং মহাবিপদ সংকেত দেখানো হয়েছে। আমরা উপজেলা প্রশাসন কর্মকর্তা প্রকৃতির দূর্যোগ ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলা বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছি।

    তিনিও ঘূর্ণিঝড় বুলবুলে আতংকিত না হয়ে দেশবাসিকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছ। আনোয়ারায় আশ্রয় কেন্দ্র গুলো পরিদর্শন করা হয়েছে। একটা সেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছেন। তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছেন।

    আনোয়ারা উপকূলীয় অঞ্চলগুলো নিরাপত্তার জন্য নিকটতম সাগর এবং নদীতে পরিবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত মাছ ধরা সকল নৌযান চালাচল বন্ধ ঘোষনা করেছেন উপজেলা প্রশাসন।

  • আনোয়ারায় ভ্রাম্যমান আদালতের অভিযান

    আনোয়ারায় ভ্রাম্যমান আদালতের অভিযান

    চট্টগ্রামের আনোয়ারায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ দই এবং রসমালাই বিক্রির অপরাধে এক দোকানদারকে ছয় হাজার টাকা জরিমানা করেছে।

    বুধবার (৬ নভেম্বর) বিকাল উপজেলার ছত্রার হাট বাজারে উপজেলা নির্বাহী অফিসার শেখ জুবায়ের আহমদের নেতৃত্বে সহকারি ভূমি কমিশনার সাইদুজ্জামানকে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

    উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়দ আহমেদ বলেন, ছত্তারহাট বাজারে বেশ কয়েকটি দোকানে মেয়াদোত্তীর্ণ দই এবং রসমালাই বিক্রি করছে। অধিকাংশ ব্যবসায়ী মূল্য তালিকা প্রদর্শন করছে না। মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করা হয় এবং এক দোকানদারকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

  • আনোয়ারা উপজেলায় ল্যাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হচ্ছে গবাদি পশু

    আনোয়ারা উপজেলায় ল্যাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হচ্ছে গবাদি পশু

    চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ল্যাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত হয়ে পড়েছে শত শত গবাদি পশু। বিরল এই রোগে আক্রান্ত হওয়ায় উপজেলার খামারীরা আতংকিত হয়ে পড়েছে।

    ল্যাম্পি স্কিন ডিজিজ নামে ভাইরাজ এই রোগটি দেশে নতুন হওয়ায় এর কোন নির্দিষ্ট চিকিৎসা নাই বলে জানিয়েছে প্রাণিসম্পদ কর্মকর্তারা। রোগের সুনির্দিষ্ট ভ্যাকসিন ও চিকিৎসা না থাকার ফলে উপজেলা জুড়েই প্রকোপ বিস্তার করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

    উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্র জানা যায়, ইতি মধ্যে প্রায় এক থেকে দেড়শ গুরু হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছে। এছাড়াও এপর্যন্ত আনোয়ারায় ল্যাম্পি স্কিন ডিজিজে আনুমানিক দুইশর অধিক গরু আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রাণিসম্পদ সূত্র।

    গ্রামের ক্ষুদ্র খামারীদের সাথে কথা বলে জানা গেছে, গরুর গায়ে প্রথমে গুটি গুটি দেখা যায় নতুবা কোন এক জায়গায় ফোলে যায় তার পর শরীর থেকে পানি বের হয়ে ক্ষত সৃষ্টি হয়। এরপর দু-একদিনের মধ্যেই গরুর শরীরজুড়েই গুটির পরিমাণ আরো বৃদ্ধি পেয়ে ক্ষত থেকে রক্ত ও পৌঁছ বের হয়। এ সময় গরুর শরীরে অতিরিক্ত তাপমাত্রা দেখা দেয় এবং গরু আহার ছেড়ে দেয়।

    অনেক সময় গরুর বুকের নিচে পানি জমে ক্ষত সৃষ্টি হয়। এছাড়া ক্ষতস্থান থেকে মাংস খসে খসে পড়ে। সঠিক সময়ে উপযুক্ত চিকিৎসা কিংবা রোগের লক্ষণ জানা না থাকায় বেশ কিছু গরুর অবস্থা অবনতির দিকে। গরুর অবস্থা বেগতিক দেখে উপজেলার খামারীরা দিশেহারা হয়ে পড়েছে ।

    এ ব্যাপারে উপজেলা ভেটেনারি সার্জন ডা. নাইফা বেগম বলেন, সারা দেশে কম বেশি এই রোগে আক্রান্ত হচ্ছে গবাদি পশু গুলো। আমরা পর্যাপ্ত পরিমাণ চিকিৎসা দিচ্ছি এই নিয়ে খামারীদের হতাশ হওয়ার কোন কারণ নেই,কারণ ভাইরাজ জাতীয় রোগটি নতুন হলেও এর প্রভাব তেমন এতটা ক্ষতিকর না। যদিও ভাইরাজে আক্রান্ত গরু গুলো পুরোপুরি সুস্থ হতে দীর্ঘ সময় লাগবে।

    এটি একটি মৌসুমে রোগ বলে ধারণা করা হচ্ছে ঋতু পরিবর্তন হলে অবস্থা উন্নতি হবে। তারপরেও রোগটি নিয়ন্ত্রণ করার জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি এই জন্য উপসহকারি প্রাণিসম্পদ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

  • পারকি চরে কোস্ট গার্ডের হানা, ইয়াবাসহ যুবক আটক

    পারকি চরে কোস্ট গার্ডের হানা, ইয়াবাসহ যুবক আটক

    চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি চরে হানা দিয়ে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে কোস্ট গার্ড সদস্যরা। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে কোস্টগার্ড পূর্ব জোন।

    আটক যুবকের নাম মো. শহিদুল ইসলাম টিটু (৩০)। তার কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধারের তথ্য দিয়েছে কোস্ট গার্ড।

    তথ্যটি নিশ্চিত করে কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. শাহ জিয়া রহমান বলেন, শহিদুল দীর্ঘদিন ধরে বিনোদন স্পট পারকি বিচে ইয়াবা ও মাদক বিক্রি করে আসছে। বুধবার সকালে গোপন সূত্রে তথ্য পেয়ে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে শহিদুল ইসলামকে আটক করা হয়।

    পরে তার কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত ইয়াবা ব্যবসায়ী ও জব্দকৃত মালামাল কর্ণফুলি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান লে. শাহ জিয়া রহমান।

  • আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ নিষিদ্ধ কারেন্ট জাল

    আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ নিষিদ্ধ কারেন্ট জাল

    চট্টগ্রাম আনোয়ারা উপজেলার সাঙ্গু নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।

    আজ শনিবার (২৬ অক্টোবর) মা ইলিশ সংরক্ষণ অভিযানের কর্মসূচী হিসেবে বঙ্গোপসাগরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এই সময় উপজেলার সাঙ্গু নদীতে অভিযান পরিচালনা করলে চর ঘেরা নিষিদ্ধ জাল জব্দ করে জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তারা। জব্দকৃত জালের পরিমান আনুমানিক এক হাজার মিটার যার বাজার মূল্য ৪০ হাজার টাকা। পরে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করে প্রশাসন।

    অভিযানে উপস্থিত ছিলেন, মৎস্য অধিদপ্তর ঢাকা পরিচালক মোঃ শফিকুর রহমান, চট্টগ্রাম উপ-পরিচালক মোঃ আব্দুল কুদ্দুস আকন্দ, জেলা মৎস্য কমকর্তা মোঃ মুমিনুল হক, সিনিয়র উপজেলা মৎস্য কমকর্তা সৈয়দ হুমায়ূন মোরশেদ, কোস্টগার্ডের কনটিজেন্ট কমান্ডার শফিক, নৌ পুলিশের ইনচার্জ মো.আসাদ, উপজেলা মৎস্য অফিসার জাহেদ আহমেদ ও এনামুল হক।

    অভিযানে কোস্টগার্ড ও নৌ পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করে।

  • আনোয়ারা চৌমুহনী বাজারে অভিযান, আফ্রিকান মাগুর জব্দ

    আনোয়ারা চৌমুহনী বাজারে অভিযান, আফ্রিকান মাগুর জব্দ

    চট্টগ্রামের আনোয়ারা চাতরী চৌমুহনী বাজারে অভিযান পরিচালনা করে ১২ কেজি আফ্রিকান মাগুর জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।

    মঙ্গলবার (২২ অক্টোবর) রাঁত দশটার দিকে উপজেলার বৃহত্তম চাতরী চৌমুহনী কাঁচা বাজারে অভিযানটি পরিচালিত হয়। এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা হুমায়ুন মোর্শেদ।

    তিনি বলেন, রাক্ষসী এই আফ্রিকান মাগুর গুলো অন্য প্রজাতির মাছগুলো ধ্বংস করে থাকে। তাই ধ্বংসকারী মাছ গুলো উৎপাদন নিষিদ্ধ করেছে মৎস্য অধিদপ্তর। মঙ্গলবার রাতে অভিযানের সময় স্থানীয় মাছ ব্যবসায়িদের কাছ থেকে ১২ কেজি রাক্ষুসে মাছ জব্দ করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করে দেওয়া হয়।

    অভিযানে উপস্থিত ছিলেন, মৎস্য অফিসার জাহেদ আহমেদ, এনামুল হক। পরে উদ্ধার হওয়া মাছ গুলো এতিম খানায় বিতরণ করা হয়।

    মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুম অর্থাৎ ৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ষোষণা করেছে সরকার। এই উপলক্ষে মা ইলিশ সংরক্ষণে আনোয়ারা মৎস্য অধিদপ্তরের কর্মসূচীর অংশ হিসেবে বিভিন্ন হাট-বাজারে অভিযান কর্মসূচি পালন করে উপজেলা মৎস্য অধিদপ্তর।

  • পটিয়া ও আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু

    পটিয়া ও আনোয়ারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু

    চট্টগ্রামের আনোয়ারা ও পটিয়া উপজেলায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।

    রবিবার সকালে পটিয়ার কোলাগাঁও এলাকায় নিজ বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন যুবক নজিম উদ্দিন (২৫)। পরে পরিবারের অন্যান্য সদস্যরা গুরুতর আহত অবস্থায় নাজিম উদ্দিনকে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    নিহত নাজিম উদ্দিন ওই এলাকার বদরুল মিয়ার ছেলে। ঘটনার সত্রতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার।

    অন্যদিকে একই দিন দুপুর দেড়টার সময় আনোয়ারা উপজেলায় নিজ বাড়িতে গাছের ঢাল কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হন মোহাম্মদ মিরাজ নামে অপর এক যুবক। উপজেলার বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে ঘটে দুর্ঘটনাটি।

    আহত অবস্থায় স্বজনরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    নিহত মিরাজ ওই গ্রামের মৃত মাওলানা মোহাম্মদ ওসমানের ছেলে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য সাদ্দাম হোসেন।

  • আনোয়ারা-বাঁশখালী সড়কে সিএনজি কাভার্ডভ্যানের সংঘর্ষ, নিহত ২

    আনোয়ারা-বাঁশখালী সড়কে সিএনজি কাভার্ডভ্যানের সংঘর্ষ, নিহত ২

    চট্টগ্রামের আনোয়ারা-বাঁশখালী সড়কে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় প্রান হারিয়েছেন দুজন যাত্রী। একই ঘটনায় আরো অন্তত চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।

    মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১০টার সময় আনোয়ারা উপজেলার বরুমছড়া ইউনিয়নের ঝিওরী চেয়ারম্যান ঘাটা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

    নিহতদের মধ্যে সুভাষ কান্তি নাথ (৫৫) পটিয়া উপজেলার বাসিন্দা এবং নগরীর হাজারী লেইন এলাকার ওষুধ ব্যবসায়ি বলে জানা গেছে। অপরজন ফেনীর সোনাগাজী এলাকার হাফিজ ইব্রাহিমের ছেলে মো. ঈসরাফিল (৩৫)।

    আহতরা হলেন, অটো রিকশা যাত্রী পটিয়া উপজেলার কোলাগাঁও এলাকার জাফর আহমদের স্ত্রী আমেনা খাতুন (৪৫) ও তার মেয়ে রিনা আকতার (২৪), চাঁদপুর জেলার কচুয়া এলাকার তোফাজ্জল হোসেনের পুত্র ভ্যান চালক কাউছার আলম (৩৫) এবং সিএনজি অটোরিকশা চালক জাহেদুল ইসলাম (৩০)।

    স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

    আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি প্রত্যক্ষদর্শীদের বরাতে ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, আজ মঙ্গলবার সকালে আনোয়ারা উপজেলার ঝিওরি চেয়ারম্যান ঘাটা এলাকায় দুটি যাত্রীবাহি সিএনজি নিজেদের মধ্যে ওভারটেক করতে গিয়ে বাঁশখালী থেকে চট্টগ্রামমুখী ওষুধ বহনকারী একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়।

    দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ৬ জনকে উদ্ধার করে। এতে ঘটনাস্থলেই একজন প্রাণ হারায়। ঘটনাস্থলে প্রাণ হারানো ব্যাক্তির নাম মো. ইসরাফিল বলে তাৎক্ষনিক জানিয়ে তার বয়স আনুমানিক ৪০ বছর হতে পারে ধারণা পুলিশের। বাকিদের উপজেলা হাসপাতালে নিলে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক সুভাষ কান্তি নাথ নামে অপর একজনকে মৃত ঘোষণা করেন।

    নিহত সুভাষ হাজারী গলি ওষুধ ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যকরী সম্পাদক এবং নগরীর আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী কমিটিরও সদস্য বলে একটি সূত্র জানিয়েছে।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানিয়েছেন আহতদের অবস্থাও আশঙ্কাজনক। এর মধ্যে গুরুতর ৩জনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া নিহতদের মরদেহ চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

    এদিকে দুর্ঘটনা কবলিত কভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিক্সাগুলো আটক করে থানায় আনা হয়েছে বলে জানিয়েছেন আনোয়ারা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) এমরান হোসেন।