রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান। তাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা লাল সবুজের পতাকা পেয়েছি। মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তুলে ধরতে পারলে আমাদের পরবর্তী প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
তিনি মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের আবুরখীল গ্রামে শায়িত বীর মুক্তিযোদ্ধা শহীদ কনস্টেবল আব্দুল মান্নান বীর বিক্রমের স্মৃতিচারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আবুরখীল কেন্দ্রীয় বিহারে রাউজান থানা প্রশাসনের আয়োজনে স্মৃতিচারণ সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের এডিশনাল ডিআইজি মোঃ ইকবাল হোসেন,চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক,টুরিস্ট পুলিশ চট্টগ্রামের পুলিশ সুপার আপেল মাহমুদ।
রাঙুনিয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীমের সঞ্চালনায় ও উরকিরচর ইউপি চেয়ারম্যান সৈয়্যদ আব্দুল জব্বার সোহেলের সভাপতিত্বে অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, হাটহাজারী সার্কেলের সহকারি পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, রাউজান থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন।
বক্তব্য রাখেন শহীদ কনস্টেবল আব্দুল মান্নানের সহযোগী মুক্তিযোদ্ধা যীশু বড়ুয়া,শহীদ কনস্টেবল আব্দুল মান্নান বীর বিক্রমের ভাতিজা আশরাফুল হক হিমেল,গবেষক এস কে মাহবুব।
উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক কাজী মাসুদ ইবনে আনোয়ার, মোঃ অলি উল্ল্যাহ,
আওয়ামীলীগ নেতা দুলাল কান্তি বড়ুয়া, দীলিপ কুমার বড়ুয়া, শফিউল আলম, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ খান, সাধন পালিত,এস এম হারুনুর রশিদ, দীলিপ বড়ুয়া, রাখাল ঘোষ, মনোরঞ্জন বিশ্বাস, ধনঞ্জয় বড়ুয়া, বিদ্যুত বড়ুয়া, অমিত বিজয় বড়ুয়া,ইউপি সদস্য তাপস কুমার বড়ুয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সকালে বীর মুক্তিযোদ্ধা শহীদ কনস্টেবল আব্দুল মান্নান বীর বিক্রমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, পুলিশ সুপার এস এম রশিদুল হকসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ।
২৪ ঘণ্টা/নেজাম