Tag: আন্তঃজেলা

  • অস্ত্রসহ আন্ত:জেলা ডাকাতদলের ৬ সদস্য গ্রেফতার : ডাকাতির মালামাল উদ্ধার

    অস্ত্রসহ আন্ত:জেলা ডাকাতদলের ৬ সদস্য গ্রেফতার : ডাকাতির মালামাল উদ্ধার

    চট্টগ্রামে আন্তঃজেলা ডাকাতদলের ৬ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে হাটহাজারী থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন সময়ে ডাকাতি করা মালামাল ও ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র, গুলি ও বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে ডাকাতির ঘটনায় ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সা (রেজিঃ নং- চট্টগ্রাম-থ-১১-৪২৩৫)।

    গত শনিবার ও রবিবার হাটহাজারী ও চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মালামালসহ তাদের গ্রেফতার করা হয়।

    গ্রেফতার আন্তঃজেলা ডাকাতদলের সদস্যরা হলেন, ফটিকছড়ির লেলাং শাহ নগর নয়ারহাট বাজারের কাজী বাড়ির মৃত মো. ইউনুছের ছেলে জাহাঙ্গীর আলম (৪০), তার ছোট ভাই মো. শাহাব উদ্দিন প্রকাশ উজ্জ্বল (৩০), একই উপজেলার বিবিরহাট কাঞ্চনগরের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে আলাউদ্দিন প্রকাশ আলমগীর(৩৫), রাঙ্গামাটিয়া আদর্শ গ্রামের মো. রফিকের ছেলে মো. মানিক(২৮), কক্সবাজার জেলার টেকনাফ হোয়াইকং ঝিমংখালী মিনা বাজারের মৃত নজির হোসেনের ছেলে মো. জাফর আলম (৩৫) ও চকরিয়া থানা হারবাং ধর পাড়ার মধুসুদন ধরের ছেলে টিটু ধর (৪০)।

    হাটহাজারী থানা সূত্রে জানা যায়, সম্প্রতি হাটহাজারীতে পরপর বেশ কয়েকটি ডাকাতির ঘটনা তদন্তে নেমে উন্নত তথ্য প্রযুক্তি ব্যবহার করে উপেজলা ও নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

    পুলিশ জানায়, ডাকাতদলের সদস্য জাহাঙ্গীর আলম (৪০) কে গ্রেফতার করার পর তার দেয়া তথ্যের ভিত্তিতে আরো ৫জনকে গ্রেফতার করা হয়।

    হাটহাজারী থানার অফিসার ইনর্চাজ মো. বেলাল উদ্দীন জাহাঙ্গীর জানান, গ্রেফতার ডাকাতদলের সদস্য মো. আলাউদ্দিন প্রকাশ আলমগীর ও মো. মানিক ডাকাতির ঘটনার সাথে সংশ্লিষ্টতা স্বীকার করে আদালতে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দী প্রদান করেছে।

    তিনি বলেন, ডাকাতি প্রতিরোধে এখন থেকে পুলিশের টহল আরো জোরদার করা হচ্ছে। রাত বারটার পর সন্দেহজনক যে কাউকে রাস্তায় পেলে তল্লাশী করা হবে। এছাড়া ডাকাতি প্রতিরোধে স্থানীয়দের সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ জানান ওসি।

    এর আগে গত ৬ অক্টোবর রাতে হাটহাজারী থানার ২নং ধলই ইউনিয়নের সোনাইরকুল ব্রীজ সংলগ্ন পূর্ব পার্শ্বে সাহেব মিয়া মেম্বারের বাড়ীর মো. শফিউল আজম এর ঘরে, গত ২৪ অক্টোবর রাতে ১নং ফরহাদাবাদ ইউনিয়নের বংশাল গুন্নু মিয়া সারাং বাড়ীর মো. শাহ আলম এর ঘরে এবং গত ২৮ অক্টোবর একই ইউনিয়নের মন্দাকিনি গ্রামের হারু চাঁদ মুন্সির বাড়ীর লুৎফন নাহার এর ঘরে ডাকাতির ঘটনা সংঘঠিত হয়। পৃথক পৃথক ডাকাতির ঘটনায় ডাকাতেরা স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা লুন্ঠন করে নিয়ে যায়। ডাকাতির ঘটনায় হাটহাজারী থানায় পৃথক ৩টি ডাকাতি মামলা রুজু হয়।

    এামলার তদন্ত করতে গিয়ে আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় ৬ সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতি করা সাড়ে তিন ভরি গলিত স্বর্ণ, ১টি স্যামসাং মোবাইল, ডাকাতির ঘটনায় ব্যবহৃত ১টি এলজি, ৭ রাউন্ড কার্তুজ, ১টি লোহার তৈরি কাটার, ১টি স্টীলের তৈরি কথিত চাইনিজ কুড়াল, ১টি চাপাতি, ১টি স্টীলের চাপাতি এবং ডাকাতির ঘটনায় ব্যবহৃত সিএনজি অটোরিক্সা (রেজিঃ নং-চট্টগ্রাম-থ-১১-৪২৩৫) উদ্ধার করা হয়।