Tag: আন্তর্জাতিক

  • নানা আয়োজনে সীতাকুণ্ডে আন্তর্জাতিক নারী দিবস পালিত

    নানা আয়োজনে সীতাকুণ্ডে আন্তর্জাতিক নারী দিবস পালিত

    ‘নারীর সুস্বাস্থ্য ও জাগরণ’ এ স্লোগানে সীতাকুণ্ডে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।

    এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে (৮মার্চ) মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় মুনস্টার কনভেনশন সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এর আগে একটি বর্ণাঢ্য র‌্যলী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পদক্ষিণ করে।

    উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন।

    স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর উদ্দিন রাশেদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ তাহমিনা আরজু, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলমগীর, সমাজ সেবা কর্মকর্তা লুৎফর নেছা বেগম, পরিসংখ্যান কর্মকর্তা সৌরভ পাল মিঠুন,সমবায় কর্মকর্তা মোঃ শহীদ ভূঁইয়া ও পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক ফেরদৌসী আক্তারসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

    শেষে আইজিএ প্রশিক্ষণ শেষ করা ৫০ জন প্রশিক্ষণার্থীকে ১২ হাজার টাকা করে মোট ৬ লক্ষ টাকা ভাতার চেক হাতে তোলে দেন প্রধান অতিথি।

    নারীদের প্রতি শ্রদ্ধা, তাদের কাজের স্বীকৃতি দানের পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য উদযাপনের উদ্দেশ্যে নানা আয়োজনে ১৮৫৭ সাল থেকে বিশ্বব্যাপী পালিত হয় দিনটি।

    ২৪ ঘন্টা/কামরুল দুলু/রাজীব

  • মার্কিন ড্রোন হামলায় আল-কায়েদা নেতা নিহত

    মার্কিন ড্রোন হামলায় আল-কায়েদা নেতা নিহত

    সিরিয়ায় মার্কিন ড্রোন হামলায় আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার জৈষ্ঠ নেতা সালিমুল আবু আহমেদ নিহত হয়েছেন। 

    ২০ সেপ্টেম্বর সিরিয়ার ইদলিব শহরের কাছে মার্কিন ড্রোন হামলা হয়।  সেই হামলাতেই সালিমুল আবু আহমেদের মৃত্যু হয় বলে জানিয়েছেনন যুক্তরাষ্ট্রের এক সামরিক কর্মকর্তা।

    ফক্স নিউজের খবরে বলা হয়, সিরিয়ার ইদলিব অঞ্চলে চালানো নানা সন্ত্রাসী হামলার পরিকল্পনায় সালিমুলের হাত ছিল বলে মনে করা হচ্ছে।

    এসব হামলা চালানোর জন্য নিহত ওই আল কায়েদা নেতা তহবিল সংগ্রহ এবং পরিকল্পনা করতেন বলেও জানা গেছে।

    এদিকে এএনআইয়ের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় সালিম আবু-আহমেদ নিহত হলেও সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

    আল কায়েদার জঙ্গিদের নিশানা করে ইদলিবে এর আগেও একাধিকবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

    এ ছাড়া আরেক সন্ত্রাসী সংগঠন আইএস এর প্রধান আবু বকর আল-বাগদাদিকে হত্যা করতেও এ অঞ্চলে হামলা চালানো হয়েছে।

    এন-কে

  • ঢাকায় দাঁড়ালেন না কলকাতার কৌশানী!

    ঢাকায় দাঁড়ালেন না কলকাতার কৌশানী!

    উঠতি চিত্রনায়ক শান্ত খানের নায়িকা হতে আজ সোমবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন কলকাতার চিত্রনায়িকা কৌশানী মুখোপাধ্যায়। কিন্তু ঢাকায় বেশিক্ষণ থাকার সুযোগ হয়নি কলকাতার এই অতিথির।

    পূজন মজুমদারের পরিচালনায় ‘প্রিয়া রে’ সিনেমায় শান্ত খানের নায়িকা হিসেবে দেখা যাবে কৌশানীকে। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার হেড অব প্রোডাকশন অপূর্ব রায় জানিয়েছেন, ‘বিমান থেকে ঢাকায় নেমেই সোজা চাঁদপুরে গেছেন কৌশানী। কারণ, কাল থেকে শুটিং শুরু। পুরো টিম এখন সেখানে অবস্থান করছে। নায়ক শান্ত খান আগে থেকেই চাঁদপুরে ছিলেন।’

    শুধু কৌশানী নয়, কলকাতার জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত, খরাজ মুখার্জিও এই সিনেমার অভিনয় করছেন।

    এর আগে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের প্রযোজনায় কলকাতার দুই সিনেমার শুট শেষ করেছেন কৌশানী মুখোপাধ্যায়। শামীম আহমেদ রনির পরিচালনায় সেই দুই সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করেছেন প্রেমিক বনি সেনগুপ্ত।

    এন-কে

  • ক্রিকেট থেকে উঠে গেল ‘ব্যাটসম্যান’!

    ক্রিকেট থেকে উঠে গেল ‘ব্যাটসম্যান’!

    উঠে গেল ক্রিকেটের জনপ্রিয় শব্দ ব্যাটসম্যান। এখন থেকে ক্রিকেটে আর ব্যবহৃত হবে না শব্দটি। ব্যাটসম্যানদের ডাকা হবে ব্যাটার বলে। ছেলে ও মেয়ে উভয়ের ক্রিকেটে ব্যবহৃত হবে শব্দটি। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ক্রিকেটের আইনপ্রণেতা মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাবের (এমসিসি) এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

    এমসিসির এই নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ক্রিকেট থেকে উঠে গেল ব্যাটসম্যান শব্দটি। এখন থেকে তাদের ডাকা হবে ব্যাটার বলেই।

    মূলত লিঙ্গ বৈষম্য দূর করতেই ক্রিকেটের অত্যন্ত জনপ্রিয় ব্যাটসম্যান শব্দ থেকে ‘ম্যান’-এর পরিবর্তে লিঙ্গ নিরপেক্ষ কিছু ব্যবহারের দাবি ছিল দীর্ঘদিনের। অবশেষে তা পূরণ হলো।

    অবশ্য এমসিসি বলছে, ‘ফিল্ডার’ বা ‘বোলার’ শব্দের সঙ্গে সামঞ্জস্য রেখে ‘ব্যাটার’ শব্দটিই বেছে নেয়া হয়েছে।

    ইতোমধ্যেই তাদের অনলাইন সংস্করণে ব্যাটসম্যানের পরিবর্তে ব্যাটার শব্দের ব্যবহার এনেছে এমসিসি। ধীরে ধীরে প্রিন্ট সংস্করণেও পরিবর্তন আনা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

    এমসিসির এক বিবৃতিতে বলা হয়েছে, খেলাটির প্রতি এমসিসির বৈশ্বিক দায়িত্ববোধের অপরিহার্য অংশ হিসেবেই এই পরিবর্তন আনা হয়েছে। এমসিসি বিশ্বাস করে, ক্রিকেট খেলাটি সবার জন্যই এবং আধুনিক যুগে খেলাটির বদলে যাওয়া চিত্রকেই তুলে ধরছে এই পদক্ষেপ।

    সেখানে আরও বলে হয়, “ক্রিকেটের আইনে ‘বোলার’ ও ‘ফিল্ডার’ শব্দের সঙ্গে ‘ব্যাটার’ ব্যবহার করাটা একটা স্বাভাবিক উন্নতির ফল। ‘ব্যাটার’ শব্দটির ব্যবহার আমাদের ক্রিকেট পরিভাষায় একটি সহজাত বিবর্তন এবং খেলাটার সঙ্গে সম্পৃক্ত অনেকে ইতোমধ্যে এটি গ্রহণ করে নিয়েছে।”

    এর আগে ২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং নারী ক্রিকেটের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আলোচনার পর মেয়েদের ক্রিকেটে ছেলেদের মতো ‘ব্যাটসম্যান’ এবং বহুবচনের ক্ষেত্রে ‘ব্যাটসমেন’ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিল ক্রিকেটের এই আইনপ্রণেতা সংস্থাটি।

    এন-কে

  • যুবাদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

    যুবাদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

    বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) টস জিতে ব্যাটিং করছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুদলের ম্যাচটি শুরু হয়েছে সকাল ৯টায়।

    সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৩৪ রানের মাথায় প্রথম উইকেট হারায় আফগানিস্তান। এ সময় ফিরে যান ১২ রান করা বিলাল সায়েদি। নোর বিদায় নেওয়ার পর প্যাভিলিয়িনে ফিরেন ৪৩ রান নিয়ে ব্যাট করতে থাকা সুলিমান আরাবজাই। ৫২ বলে তার ইনিংসে ৪টি চার ও একটি ছয়ের মার রয়েছে। ২৮ ওভারে ৩ উইকেট হারিয়ে এখন ১১০ রান নিয়ে ব্যাট করছে সফরকারী দল। ৩৬ রান নিয়ে বিলাল আহমেদ ও ৫ রান নিয়ে নাজিবুল্লাহ অপরাজিত রয়েছেন।

    বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন মাশফিক হাসান, মেহরব ও আইচ মোল্লা।

    পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে এর আগে তৃতীয় ম্যাচে ১২১ রানের বিশাল জয় দিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে ১৬ রানে ও দ্বিতীয় ম্যাচে ৩ উইকেটে জিতেছিল বাংলাদেশ। পঞ্চম ম্যাচটি ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। তৃতীয় ম্যাচে বাংলাদেশের ২২২ রানের জবাবে আফগানিস্তান ১০১ রানে অলআউট হলে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত হয় লাল-সবুজের প্রতিনিধিদের।

    বাংলাদেশের দেওয়া ২২৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১০১ রানেই গুটিয়ে যায় আফগানিস্তানের ইনিংস। সফরকারী দলের হয়ে সর্বোচ্চ ২২ রান করেছেন বিলাল সায়েদি। এ ছাড়া ইজাজ আহমেদ ২১, সুলিমান সাফি ১৮ ও জাহিদুল্লাহ সালিমি ১৩ রান করেছেন। বাকিদের কেউই দশের ঘরও পেরুতে পারেননি। বাংলাদেশের হয়ে ৫ উইকেট নিয়েছেন নাইমুর রহমান। রিপন মণ্ডল ৩টি ও আরিফুল ইসলাম ২টি উইকেট শিকার করেন।

    নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২২২ রান সংগ্রহ করতে বাংলাদেশের হয়ে সবচেয়ে অগ্রণি ভূমিকা পালন করেন আইচ মোল্লা। ১৩০ বলে অনবদ্য ১০৮ রানের ইনিংস খেলেন তিনি। অন্যদিকে মফিজুল ইসলাম ৯৩ বল খেলে করেছেন ২৭ রান। যুবা অধিনায়ক মেহরাব ব্যক্তিগত ৭ রানের মাথায় সাজঘরে ফেরেন। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ২২২ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস।

    আফগান বোলারদের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট পেয়েছেন ফয়সাল খান। তিনি ১০ ওভার বল করে ৩৯ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। মূলত বাংলাদেশের বিপক্ষে প্রথম ব্রেকথ্রু এনে দেন তিনিই। এছাড়া নাভিদ জাদরান, ইজাজ আহমেদ এবং এজহারুল হক ১টি করে উইকেট লাভ করেন।

    এন-কে

  • ২০ বছরে ৭ ট্রিলিয়ন ডলারের বিমান প্রয়োজন!

    ২০ বছরে ৭ ট্রিলিয়ন ডলারের বিমান প্রয়োজন!

    আগামী ২০ বছরে অ্যাভিয়েশন খাতে ৪৩ হাজার ৬১০টি নতুন বিমানের প্রয়োজন পড়বে। যার বাজারমূল্য ৭ ট্রিলিয়ন ডলারের বেশি। এমন পূর্বাভাস দিয়েছে মার্কিন বিমান নির্মাতা সংস্থা বোয়িং।

    প্রতিষ্ঠানটি বলছে, ২০২৩ বা ২০২৪ সালের আগে সারা বিশ্বে বাণিজ্যিক বিমান চলাচল স্বাভাবিক হবে না। জাতিসংঘের মতে, বিশ্বব্যাপী এই খাতের সঙ্গে নানাভাবে সংশ্লিষ্ট ৬৬৫ লাখ মানুষ।

    করোনা মহামারিতে বিপর্যস্ত সারা বিশ্বের এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াতে শুরু করেছে। বাণিজ্যিক ও সামরিক বিমান আর আনুষঙ্গিক পণ্যের অর্ডার বাড়ছে।

    মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং বলছে, আগামী ১ দশকে সারা বিশ্বের বিমানের বাজার হবে ৯ ট্রিলিয়ন ডলারের। ২০২০ সালে যা ছিল সাড়ে ৮ ট্রিলিয়ন ডলার আর ২০১৯ সালে ছিল সাড়ে ৮ ট্রিলিয়ন ডলারের ওপরে।

    আগস্টে বোয়িংয়ের বিমানের অর্ডার কিছুটা বেড়েছে। ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে আকাশপথে ভ্রমণ ব্যবস্থা। আগস্টে ৩০টি বিমানের অর্ডার বাতিল হলেও নতুন করে অর্ডার এসেছে ২৩টি বাণিজ্যিক বিমানের।

    বাতিল হওয়া অর্ডারগুলোর মধ্যে ২৮টি বিমানই বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্সের। এই বিমানের জন্য দুর্ভাগ্য বোয়িংয়ের পিছু ছাড়ছে না।

    ২০১৮ সালেও ১ হাজার বিমানের অর্ডার পেয়েছিল বোয়িং। দুই ভয়াবহ বিমান দুর্ঘটনা আর প্রাণহানির পর ধ্বস নেমেছে বোয়িংয়ের সুনামে। বাণিজ্যিক বিমানগুলোর মধ্যে ৭৩৭ ম্যাক্সের উড্ডয়ন প্রায় ২ বছর বন্ধ ছিল।

    এখন বোয়িং ৭৮৭ মডেলের বড় বিমানই বেশি তৈরি করছে। গত মাসে ২২টি বিমান সরবরাহ করেছে বোয়িং। উল্টোদিকে, বোয়িংয়ের চিরপ্রতিদ্বন্দ্বী ইউরোপের এয়ারবাস সরবরাহ করেছে ৪০টি বিমান।

    বোয়িং কর্তৃপক্ষ জানায়, ২ বছরের আয়ে ধস নেমেছে তাদের। ২০২৩ বা ২০২৪ সালের আগে বাণিজ্যিক বিমান চলাচল সারা বিশ্বে স্বাভাবিক হবে না বলেও জানায় বোয়িং কর্তৃপক্ষ।

    যুক্তরাষ্ট্রে চলতি বছরের আগস্টে ১৮ লাখ যাত্রী বিমানে ভ্রমণ করেছে, যেখানে ২০২০ সালে এ সংখ্যা ছিল ৭ লাখ। কিন্তু ২০১৯ সালের আগস্টে এ সংখ্যা ছিল ২৪ লাখ। তবে সীমান্তে যোগাযোগ স্বাভাবিক হওয়ার চেয়ে দ্রুত স্বাভাবিক হচ্ছে আকাশপথে যোগাযোগ।

    এখনো অনেক দেশ আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞা আর বিধিনিষেধ দিয়ে রেখেছে। আন্তর্জাতিক এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, চলতি বছরের জুলাইতে সারা বিশ্বে অভ্যন্তরীণভাবে ভ্রমণ ৮৪ শতাংশ বাড়লেও আন্তর্জাতিক ভ্রমণ বেড়েছে ২৬ শতাংশ।

    মহামারির পরও বোয়িংয়ের ভাগ্য কিছুটা ফিরেছে। কোম্পানি কর্তৃপক্ষ বলছে, ২০৩০ সাল নাগাদ পুরনো বিমানগুলো ব্যবহার থেকে সরে আসতে নতুন ১৯ হাজার বিমানের প্রয়োজন হবে তাদের। কারণ এ সময়টায় এশিয়াতে অনেক বাড়বে বিমানে ভ্রমণের চাহিদা।

    এই বিমানগুলোর পরিচালনার জন্য আগামী ২০ বছরে সারা বিশ্বে বোয়িংয়ের ৬ লাখ ১২ হাজার বৈমানিকের প্রয়োজন পড়বে। ৬ লাখ ২৬ হাজার প্রকৌশলীর প্রয়োজন পড়বে।

    আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা আইএটিএ বলছে, গত বছর বিমানে ভ্রমণ করা যাত্রীসংখ্যা ৬০ শতাংশ বা ১৮০ কোটি কমে গিয়েছিল। সারা বিশ্বের অ্যাভিয়েশন খাতের লোকসান হয়েছিল ১২ হাজার ৬০০ কোটি ডলার।

    জাতিসংঘ বলছে, অ্যাভিয়েশন খাত সারা বিশ্বের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। জাতিসংঘের আন্তর্জাতিক সিভিল অ্যাভিয়েশন সংস্থা বলছে, বিশ্বের মোট অর্থনীতির সাড়ে ৩ শতাংশ নির্ভর করে এই খাতের ওপর। সারা বিশ্বে এই খাতের সঙ্গে নানাভাবে সংশ্লিষ্ট ৬৬৫ লাখ মানুষ।

    মার্কিন এ বিমান সংস্থা বলছে, আগামী ২০ বছরে অ্যাভিয়েশন খাতে ৪৩ হাজার ৬১০টি নতুন বিমানের প্রয়োজন পড়বে। যার বাজারমূল্য ৭ ট্রিলিয়ন ডলারের ওপরে। মধ্যপ্রাচ্য আর এশিয়ার চাহিদা পূরণে যুক্তরাষ্ট্রকে ছাপিয়ে বিশ্বের সবচেয়ে বড় অ্যাভিয়েশনের মার্কেট হবে চীন।

    বিমানে ভ্রমণ কমায় সারা বিশ্বে এখনো অলস পড়ে আছে ৪ হাজার বিমান। আগামী ২০ বছরে আকাশপথে ভ্রমণের কারণে ২ শতাংশ বাড়বে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ।

    এন-কে

  • বাংলাদেশের সুমন পেলেন “আন্তর্জাতিক শান্তি দিবস অ্যাওয়ার্ড”

    বাংলাদেশের সুমন পেলেন “আন্তর্জাতিক শান্তি দিবস অ্যাওয়ার্ড”

    ২৪ ঘণ্টা ডট নিউজ ডেস্ক : ভারত থেকে আন্তর্জাতিক শান্তি দিবস অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশের যুব সংগঠক মো. সুমন রহমান (রুহিত সুমন)।

    সামাজিক পরিসেবার মাধ্যমে বিশ্ব শান্তি, স্বাস্থ্যসেবা এবং মানবাধিকার রক্ষায় দেশে এবং বহির্বিশ্বে কাজের স্বীকৃতিস্বরূপ ময়ূরপঙ্খী শিশু-কিশোর সমাজকল্যাণ সংস্থা ও ময়ূরপঙ্খী পরিবারের চেয়ারম্যান রুহিত সুমন এ আন্তর্জাতিক সম্মানে ভূষিত হন।

    ভারতের মিশন গ্লোবাল পিস অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে এই সম্মানজনক পুরস্কার প্রদান করা হয় । গতকাল ২১ সেপ্টেম্বর, আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষ্যে শান্তি প্রতিষ্ঠা ও মানবিক কাজের স্বীকৃতি স্বরুপ সুমন’ কে ভার্চুয়ালি এই আন্তর্জাতিক পুরস্কারটি প্রদান করেন সংস্থাটি।

    রুহিত সুমন তার প্রতিষ্ঠিত সংস্থা “ময়ূরপঙ্খী” এর মাধ্যমে মহামারী করোনা পরিস্থিতিতে নানামুখী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। পাশাপাশি বন্যা দূর্গতদের খাদ্যসামগ্রী, আর্থিক সহযোগিতা, সুরক্ষা সামগ্রী প্রদান করে যাচ্ছে।

    করোনা প্রাদুর্ভাবকালিন সময়ে করোনা প্রতিরোধ ও প্রতিকারমূলক প্রশিক্ষণ ও কর্মশালা, ভলান্টিয়ারদের সমন্বয়, অসহায়, দুঃস্থ ও ছিন্নমূলদের মাঝে মাস্ক, স্যানিটাইজার, সাবান প্রদান, সচেতনতামূলক লিফলেট প্রদান, খাদ্য ও ইফতারসামগ্রী প্রদান, স্বনির্ভরতা ও কর্মসংস্থানের জন্য সেলাই মেশিনসহ নানামুখি কর্মসূচি চলমান রয়েছে ময়ূরপঙ্খী সংস্থাটির।

    সুমন বলেন, আন্তর্জাতিক সম্মান সত্যিই খুব গর্বের বিষয়। বাংলাদেশের লাল-সবুজের পতাকার নাগরিক হিসেবে আন্তর্জাতিক সম্মান প্রাপ্তি অনেক বেশি গর্বের ও আনন্দের।

    আমি মানুষকে ভালোবেসে, মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি এবং যুব শক্তিকে সম্পৃক্ত করে আরো বেশি কাজ করতে চাই। আমি এই পুরস্কার করোনা যোদ্ধা ও শান্তি প্রতিষ্ঠায় নিবেদিত সকল শান্তিরক্ষীদের উৎস্বর্গ করলাম।

    এর আগে মালদ্বীপে অনুষ্ঠিত বিশ্ব যুব শান্তি সম্মেলনে ‘গ্লোবাল পিস অ্যাওয়ার্ড’, ভারতে “আন্তর্জাতিক যুব পুরস্কার”, দুবাইয়ে “আন্তর্জাতিক স্কুল অ্যাওয়ার্ড”, থাইল্যান্ডে “আন্তর্জাতিক এডুকেশন অ্যাওয়ার্ড” ইংল্যান্ড থেকে “স্টার অফ কোভিড অ্যাওয়ার্ড” এ ভূষিত হয়েছেন সুমন। এছাড়া দেশ-বিদেশ থেকে পেয়েছেন বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার এবং সম্মাননা।

    প্রসঙ্গত, প্রায় শতাধিক সুবিধাবঞ্ছিত শিশু ও নারীদের বিনাবেতনে পড়াচ্ছেন সুমন। প্রতিষ্ঠা করেছেন ময়ূরপঙ্খী আদর্শলিপি স্কুল, ময়ূরপঙ্খী কোরআন শিক্ষা আসর, ময়ূরপঙ্খী নারী শিক্ষাকেন্দ্র, ময়ূরপঙ্খী সৃজনশীল লাইব্রেরী, ময়ূরপ্খী ইয়ুথ এন্ড স্পোর্টস কাউন্সিলসহ বহু সেবামূলক প্রতিষ্ঠান।

    ২০০৮ সালে প্রতিষ্ঠিত ময়ূরপঙ্খী শিশু-কিশোর সমাজকল্যাণ সংস্থা সমাজের অবহেলিত, দুঃস্থ মানুষের কল্যাণ, সুবিধাবঞ্ছিত শিশু ও নারীদের শিক্ষাসহ মৌলিক অধিকার এবং যুব কল্যাণ নিয়ে কাজ করছে। দেশের বাইরে ইতোমধ্যে ৪০টির বেশি দেশে ময়ূরপঙ্খীর প্রতিনিধি রয়েছে।

    রুহিত সুমন এর আগে ভারত, মালয়েশিয়া, ভুটান, শ্রীলঙ্কা, নেপাল, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালদ্বীপে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন।

    তিনি গ্রিন বিশ্ববিদ্যালয় থেকে ফিল্ম, টেলিভিশন অ্যান্ড ডিজিটাল মিডিয়ায় স্নাতক ডিগ্রি অর্জনের পর একজন ইভেন্ট অর্গানাইজার ও উপস্থাপক হিসেবে নিজের ক্যারিয়ার গড়ে তোলেন। ময়ূরপঙ্খী বিচিত্রা নামক ম্যাগাজিনের প্রকাশক ও সম্পাদক তিনি।

    মুন্সিগঞ্জের সন্তান সুমন রহমান বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি সেভ দ্য চিলড্রেন, ইউনিসেফসহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করেছেন। ছোটদের জন্য তার বিভিন্ন লেখা প্রকাশিত হয়েছে জাতীয় দৈনিক, মাসিক পত্রিকা ও ম্যাগাজিনে।

    ২৪ ঘণ্টা/রাজীব

  • ঘন কুয়াশার কবলে আন্তর্জাতিক ৩ ফ্লাইট : শাহআমানতে না নেমে শাহজালালে অবতরণ

    ঘন কুয়াশার কবলে আন্তর্জাতিক ৩ ফ্লাইট : শাহআমানতে না নেমে শাহজালালে অবতরণ

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : মাত্র দেড় ঘন্টার ব্যবধানে চট্টগ্রাম শাহআমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ঘন কুয়াশার কবলে পড়েছে আন্তর্জাতিক তিনটি ফ্লাইট।

    সোমবার সকাল ৭টা থেকে সাড়ে আটটার মধ্যে এ তিনটি ফ্লাইট চট্টগ্রাম বিমান বন্দরে নামার কথা থাকলেও ঘন কুয়াশার কবলে পড়ে ফিরে গেছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

    বিমান বন্দর সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৭টায় দোহা থেকে আসা রিজেন্ট এয়ারলাইন্সের ফ্লাইট, সকাল ৮টা ২২ মিনিটে দোহা থেকে আসা ইউএস বাংলার ফ্লাইট ও ৮টা ২৬ মিনিটে মাসকাট থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৮৭ ড্রিমলাইনার প্লেন ঘন কুয়াশার কারণে চট্টগ্রামে অবতরণ করতে পারেনি। ফলে এ তিনটি আন্তর্জাতিক বিমান ফিরে গেছে ঢাকা বিমান বন্দরে।

    তথ্যটি নিশ্চিত করে বিমানবন্দরের সহকারী ব্যবস্থাপক খায়রুল কবির বলেন, সকাল ৯টার পর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান উঠা নামা স্বাভাবিক হতে শুরু করে। এর আগে অভ্যন্তরীণ ফ্লাইটগুলো এক ঘন্টা দেরিতে ছেড়েছে।

    এছাড়া ঘন কুয়াশার কারনে আন্তর্জাতিক তিনটি ফ্লাইট অবতরণ করতে না পেরে ঢাকায় অবস্থান করছে। দ্রুত সময়ের মধ্যে ফ্লাইটগুলো চট্টগ্রামে চলে আসবে বলে জানান তিনি।

  • সেনাবাহিনীকে আন্তর্জাতিক মানে রূপ দিতে সরকার কাজ করে যাচ্ছে-প্রধানমন্ত্রী

    সেনাবাহিনীকে আন্তর্জাতিক মানে রূপ দিতে সরকার কাজ করে যাচ্ছে-প্রধানমন্ত্রী

    ২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে নবীন সেনা সদস্যসহ সকলের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সেনাবাহিনীকে আন্তর্জাতিক মানে রূপ দিতে সরকার কাজ করে যাচ্ছে।

    তিনি বলেন, জাতির পিতার প্রণীত প্রতিরক্ষা নীতির আলোকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে সেনাবাহিনীকে আধুনিকায়নের বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। বাহিনীকে আধুনিকভাবে গড়ে তোলার জন্য ফোর্সেস গোল-২০৩০ প্রণয়ন করা হয়েছে এবং তা বাস্তবায়ণের কাজ শুরু হয়েছে।

    রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারির বাংলাদেশ মিলিটারি একাডেমিতে অনুষ্ঠিত রাষ্ট্রপতির কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, উন্নত প্রশিক্ষণ প্রদান ও সুযোগ্য নেতৃত্ব তৈরিতে জাতির পিতা যে মিলিটারি একাডেমির স্বপ্ন দেখেছিলেন, তারই সফল বাস্তবায়িত রূপ আজকের এই বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ)।

    তিনি বলেন, ভাটিয়ারি মিলিটারি একাডেমিকে অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন একাডেমিতে পরিণত করার লক্ষ্যে ইতিমধ্যে সকল প্রকার অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত বঙ্গবন্ধু কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে।

    বর্তমানে এই একাডেমিতে বিভিন্ন বিষয়ে চার বছর মেয়াদি অনার্স ও ইঞ্জিনিয়ারিং ডিগ্রি চালু করা হয়েছে। একই সঙ্গে ক্যাডেটদের কমিশন লাভের সময়কাল দুই বছর থেকে তিন বছরে উন্নীত করা হয়েছে। একটি প্রশিক্ষিত ও আধুনিক সেনাবাহিনী গঠনে এই উদ্যোগ যুগান্তকারী ভূমিকা পালন করবে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আজকের বাংলাদেশ সেনাবাহিনী অবকাঠামোগত, কৌশলগত এবং প্রযুক্তিগত দিক থেকে অতীতের যে কোনও সময়ের চেয়ে অনেক বেশি উন্নত এবং স্বয়ংসম্পূর্ণ। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমাদের সেনাবাহিনী দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছে। বিশ্বের সকল দেশ থেকে আমাদের বাহিনী প্রশংসা অর্জন করেছে।

    নবীন অফিসারদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আমাদের বাহিনীর অর্জিত প্রশংসা ও সুনামগুলো অক্ষুন্ন রেখে আরও এগিয়ে নিতে হবে। বিশ্বের যে কোনও প্রান্তের মানুষ শান্তি আর সমৃদ্ধির প্রতীক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীকে জানবে-এটিই আমার প্রত্যাশা।
    সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে হলেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করাই হবে তোমাদের পেশাগত জীবনের প্রধান ব্রত।

    তোমাদের মনে রাখতে হবে, তোমরা এ দেশের সন্তান। জনগণের অবিচ্ছেদ্য অংশ। তাই তোমাদের সাধারণ মানুষের সুখ-দুঃখ ও হাসি-কান্নার সমান অংশীদার হতে হবে। সুযোগ্য নেতৃত্ব, সার্বিক দিকনির্দেশনা, পেশাদারিত্ব, দেশপ্রেম ও আন্তরিকতার মাধ্যমে তোমাদের দেশের সেবা করে যেতে হবে।

    এর আগে সকালে হেলিকপ্টার যোগে সকালে প্রধানমন্ত্রী চট্টগ্রামের ভাটিয়ারী মিলিটারী একাডেমীর প্যারেড মাঠে পৌছান। এসময় সেনা প্রধান তাকে স্বাগত জানান। পরে ৭৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সমাপনী এবং রাষ্ট্রপতি প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

    অনুষ্ঠানে মাধ্যমে ২৩৪ জন বাংলাদেশী, ২৯ জন সৌদি, ১ জন ফিলিস্তিনি এবং ১ জন শ্রীলংকান ক্যাডেটসহ ২৬৫ জন কমিশন লাভ করেন। এদের মধ্যে ২৭ জন নারী রয়েছেন। প্রধানমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে নবীন সেনা সদস্যসহ সকলের প্রতি আহবান জানান।

    এবারের বিএমএ দীঘমেয়াদী কোর্সে সিনিয়র আন্ডার অফিসার সাবির নেওয়াজ শাওন সেরা ক্যাডেট হিসাবে ‘সোর্ড অব অনার’ এবং বরকত হোসেন সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য ‘সেনা বাহিনী প্রধান স্বর্ণপদক’ অর্জন করেন। প্রধানমন্ত্রী কৃতি ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

    রাষ্ট্রপতি কুচকাওয়াজে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

    এছাড়াও চট্টগ্রামের সংসদ সদস্য, সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধান, আঞ্চলিক অধিনায়কসহ ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তা, মন্ত্রী-সংসদ সদস্য, কূটনীতিক ও শিক্ষা সমাপনী ব্যাচের কমিশনপ্রাপ্ত ক্যাডেটদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

  • নানা কর্মসূচীতে কক্সবাজারে আন্তর্জাতিক অভিবাসী দিবস ১৯ পালিত

    নানা কর্মসূচীতে কক্সবাজারে আন্তর্জাতিক অভিবাসী দিবস ১৯ পালিত

    ২৪ ঘন্টা ডট নিউজ।ডেস্ক : “আমরা একসাথে” এই স্লোগান নিয়ে বিশ্বের অন্যান্য জায়গার মতো বুধবার কক্সবাজারে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করেছে জাতিসংঘের অভিবাসন-বিষয়ক সংস্থা আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

    এ বছর আন্তর্জাতিক অভিবাসী দিবসের বৈশ্বিক প্রতিপাদ্য ছিল ‘সামাজিক সহাবস্থান’ এবং বাংলাদেশে দিবসের প্রতিপাদ্য ছিল ‘দক্ষতা’ যা কক্সবাজারের মত অভিবাসী-প্রবণ এলাকার জন্য জরুরী। কক্সবাজার ২০১৭ সাল থেকে ৮৪০,০০০ এর বেশি রোহিঙ্গা মানুষদের আশ্রয় দিচ্ছে।

    আইওএম কক্সবাজার জেলা প্রশাসন এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) কে দিবসটি উপলক্ষে নানা আয়োজনে সহায়তা করে। একটি বড় শোভাযাত্রার মাধ্যমে বুধবার দিনটি শুরু হয়। কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আফসার শোভাযাত্রায় উপস্থিত ছিলেন।আন্তর্জাতিক আইএমও

    কক্সবাজার জেলা প্রশাসন, বিএমইটি, বিভিন্ন সরকারী দপ্তর, আইওএম এবং অন্যান্য উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে বর্ণাঢ্য এই শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন অফিসের সামনে শেষ হয়।

    বুধবার সকালে জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি সেমিনার অনুষ্ঠিত হয় যেখানে বক্তারা বাংলাদেশী অভিবাসীদের গুরুত্ব এবং অর্থনৈতিক উন্নয়নে রেমিটেন্সের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। সভায় সভাপতিত্ব করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

    ১১,৭০০,০০০ বাংলাদেশী বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী হিসেবে আছেন জানিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আফসার বলেনঃ “নিরাপদ ও বৈধ অভিবাসন এবং দক্ষতা বিকাশের পাশাপাশি রেমিট্যান্স বাড়াতে সর্বক্ষেত্রে দেশের মানুষকে সচেতন করতে হবে।

    এ বছর, ৬১৪,০০০ মানুষ বিদেশে গিয়েছে এবং তারা রেমিটেন্স-এর মাধ্যমে আমাদের অর্থনীতিতে অবদান রাখছে। আমাদের উচিত অভিবাসন মাইগ্রেশন সুবিধাগুলো কাজে লাগানো এবং দেশের মানুষকে সঠিক ও বৈধ উপায়ে অনুপ্রাণিত করা।“

    আন্তর্জাতিক অভিবাসী দিবসে উদযাপনে সহযোগীতা করায় কক্সবাজারবাসীকে ধনবাদ জানিয়ে আইওএম বাংলাদেশ মিশনের উপ-প্রধান ম্যানুয়েল পেরেইরা বলেনঃ “আজ আমাদের এই স্বীকৃতি দেওয়া উচিত যে অভিবাসন এমন এক উপকার যা সকলের পক্ষে কাজ করে।

    আজ আমরা অভিবাসীদের সাফল্য সহ অভিবাসনের ইতিবাচক দিকগুলি উদযাপন করছি। আমি সন্তুষ্ট যে আমরা যুবসমাজ সম্পর্কে, রেমিট্যান্স এবং সুরক্ষার প্রয়োজনীয়তা, সঠিক এবং নিরাপদ অভিবাসন পথ সম্পর্কে কথা বলছি এবং চিন্তা করছি।“

    সেমিনার শেষে প্রধান অতিথি এডিসি আশরাফুল দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।

    দিবসটি উপলক্ষে গত ১৭ ডিসেম্বর, কক্সবাজার সরকারী কলেজ এবং কক্সবাজার ডিসি কলেজে একটি রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল যেখানে শিক্ষার্থীরা প্রতিযোগিতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশী অভিবাসী ইস্যু এবং রেমিটেন্সের গুরুত্ব সম্পর্কে তাদের চিন্তাভাবনা প্রকাশ করে।

    নিরাপদে অভিবাসনে কক্সবাজারের লোকদের অনুপ্রাণিত করার লক্ষ্যে, আইওএম গ্লোবাল মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালের (জিএমএফএফ) অংশ হিসাবে ১৮ টি চলচ্চিত্রের প্রদর্শনী, চিত্র-প্রদর্শনী, তিন দিনব্যাপী আর্ট কর্মশালার আয়োজন করেছিল।

    দিবসটি উপলক্ষে সামাজিক সংহতির বাড়ানোর জন্য স্থানীয় ও রোহিঙ্গা সম্প্রদায়ের পারস্পরিক অংশগ্রহণে টেকনাফে একটি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছে।

    ২০১৮ সালে, ১৫.৫ বিলিয়ন ডলারের রেমিট্যান্স গ্রহণ করে বাংলাদেশ শীর্ষ দশটি রেমিট্যান্স গ্রহণকারী দেশের তালিকায় স্থান নেয়। ২০০০ সালে ৪ ডিসেম্বর, জাতিসংঘের সাধারণ পরিষদ, বিশ্বজুড়ে অভিবাসীদের বিশালতা এবং ক্রমবর্ধমান সংখ্যার কথা বিবেচনা করে ১৮ ডিসেম্বরকে আন্তর্জাতিক অভিবাসী দিবস হিসাবে ঘোষণা করে।

  • দেশের শিপ ব্রেকিং শিল্প আন্তজার্তিক চক্রান্তের শিকার-এমপি দিদার

    দেশের শিপ ব্রেকিং শিল্প আন্তজার্তিক চক্রান্তের শিকার-এমপি দিদার

    দেশে শীপ ব্রেকিং ইয়ার্ড গুলোতে আমদানী করা পুরনো জাহাজে নতুন ভ্যাট সংযুক্ত করায় রি রোলিং মিল গুলোতে কাঁচামালের সংকট বাড়ছে বলে জানিয়েছেন ষ্টীল ও স্ক্রাপ শিল্পের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

    আজ শনিবার (২৬ অক্টোবর) সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডে আয়োজিত ষ্টীল ও স্ক্রাপ ব্যবসায়ীদের এক সমাবেশে বক্তারা এসব কথা বলেন। উপজেলার ফৌজদারহাটে একটি কমিউনিটি সেন্টারে এ শিল্পের সংকট নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে ষ্টীল ও স্ক্র্যাপ বায়ার্স এসোসিয়েশন।

    সংগঠনের সভাপতি আলহাজ্ব শেখ মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে মতোবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম।

    এসময় তিনি বলেন, দেশের একমাত্র শিপ ব্রেকিং ইয়ার্ড আমাদের জন্য তথা পুরো দেশের জন্য আশির্বাদ বয়ে এনেছে। এই শিপ ব্রেকিং ইয়ার্ড থেকে সরকারী প্রতি মাসে কোটি কোটি টাকা রাজস্ব পাচ্ছে। এতে সমৃদ্ধ হচ্ছে রাস্ট্রীয় কোষাগার।

    কিন্তু দূঃখের বিষয় আন্তজার্তিক চক্রান্তে আমাদের দেশ থেকে শীপ ব্রেকিং ইয়ার্ড নিয়ে যাওয়ার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। এবিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। নানাবিধ কারণে বর্তমানে এ শিল্পে চরম দুঃসময় অতিবাহিত করছে।

    মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বাবু মানিক দেবনাথ বলেন, শিপ ব্রেকিং ইয়ার্ড ও রি-রোলিং মিলস শিল্প একটি কঠিন সংকট অতিবাহিত করছে। পুরনো জাহাজের ওপর অতিরিক্ত ভ্যাট ও কর সংযোজনের কারনে সীতাকুণ্ডে ৭৫টি শীপ ব্রেকিং ইয়ার্ডে পুরনো জাহাজ আমদানী বন্ধ করে দিয়েছে।

    এছাড়া আন্তজার্তিক বাজারে স্ক্রাপের দাম কম থাকায় পুরানো জাহাজের সাথে সামঞ্জস্যতা নাই। ফলে শিপ ব্রেকিং ইয়ার্ডে জাহাজ না থাকায় কাঁচামালের সংকটে ইতিমধ্যে অনেক রি-রোলিং মিলস বন্ধ হয়ে গেছে।

    মতবিনিয়ম সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ জান্নাতুল ইসলাম, বাংলাদেশ শিপ ব্রেকার্স এন্ড রিসাইক্নিন এসোসিয়শনের সদস্য মাস্টার আবুল কাশেম, এসএল গ্রুপের চেয়ারম্যান লোকমান হোসেন, ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন, নারায়ণগঞ্জ লৌহ ব্যাবসায়ী মালিক সমিতির সভাপতি মো. সালাউদ্দিন, মেসার্স রাজা এন্টার প্রাইজের স্বাত্ত্বাধিকারী এফ,করিম চৌধুরী, ব্যবসায়ী নয়ন ওসমান, মো. শামীম মহিউদ্দিন, গোলাম মোস্তফা শাহীন, মো. মনির হোসেন, জসিম উদ্দিন প্রমূখ।

  • ২দিনের রিমান্ডে আন্তর্জাতিক ইয়াবা পাচারকারী চক্রের ৫ নারী

    ২দিনের রিমান্ডে আন্তর্জাতিক ইয়াবা পাচারকারী চক্রের ৫ নারী

    চট্টগ্রামে খুলশী থানা এলাকায় ২০ হাজার পিস ইয়াবাসহ র‌্যাবের হাতে গ্রেফতার আন্তর্জাতিক ইয়াবা পাচারকারী চক্রের ৫ নারীকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

    আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খাইরুল আমীন তাদের প্রত্যেককে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    এর আগে রিমান্ড শুনানীর নির্ধারিত সময়ে ভারতীয় নাগরিকসহ গ্রেফতার ৫ নারীকে আদালতে হাজির করে প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য ৫দিন করে রিমান্ড আবেদন জানিয়েছে পুলিশ। আদালত শুনানী শেষে প্রত্যেককে দুদিন করে রিমান্ডে নেয়ার অনুমতি দেন। আরো খবর : আন্তর্জাতিক ইয়াবা পাচারকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার

    তথ্যটি ২৪ ঘন্টা ডট নিউজকে নিশ্চিত করেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী। তিনি বলেন, ভারতের উত্তরাখ-ের নানকমাথা এলাকার কোমল কর (২৮), ঢাকার মোহাম্মদপুর এলাকার রোজিনা বেগম (৫২) ও তার মেয়ে নাইমা বেগম (২৮) এবং মুন্সীগঞ্জের বিক্রমপুর এলাকার শাহনাজ বেগম (৫০) ও তার মেয়ে সুমাইয়া ইসলাম (২১) এরা আন্তর্জাতিক ইয়াবা পাচারকারী চক্রের সদস্য।

    তাদের সাথে সম্পৃক্ত অন্যদের তথ্য অনুসন্ধান ও তাদের কর্মকাণ্ড এবং উদ্দ্যেশ্য জানতে আজ মঙ্গলবার আদালতে হাজির করে প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিন করে রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানী শেষে প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য দুদিন করে অনুমতি দেন।

    এর আগে গত ২০ অক্টোবর রবিবার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তর্জাতিক ইয়াবা পাচারকারী চক্রের ৫ নারী সদস্যকে গ্রেফতার করে র‌্যাব। নগরীর খুলশী থানার নাসিরাবাদ এলাকার মহিলা কলেজ মোড়ে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ এ ৫ নারীকে গ্রেফতার করা হয়।

    এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে সিএমপির খুলশী থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করেন। পরে তাদের আদালতে নেয়া হলে আদালত আজ ২২ অক্টোবর শুনানীর দিন ধার্য্য করেন।