Tag: আফগানিস্তান

  • আফগানিস্তানে ৩ নারী সাংবাদিককে গুলি করে হত্যা

    আফগানিস্তানে ৩ নারী সাংবাদিককে গুলি করে হত্যা

    আফগানিস্তানের জালালাবাদ শহরে একটি টেলিভিশন স্টেশনের তিন নারী সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। ওই নারীরা হামলাকারীদের লক্ষ্যবস্তু ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

    এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওই নারীদের বয়স ১৮ থেকে ২০। দু’টি পৃথক ঘটনায় ওই নারীদের হত্যা করা হয়েছে তবে এসব হত্যাকাণ্ডের মধ্যে সমন্বয় ছিল বলে ধারণা করা হচ্ছে। এদিকে হামলার পর চতুর্থ আরও এক নারী গুরুতর আহত হয়েছেন।

    পুলিশ জানিয়েছে, এই ঘটনার প্রধান হামলাকারীকে তারা গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। ওই ব্যক্তির সঙ্গে তালেবানের সম্পৃক্ততা রয়েছে। তবে তালেবানের পক্ষ থেকে এই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করা হয়েছে।

    দীর্ঘদিন ধরেই দেশটির সাংবাদিক, সমাজকর্মী এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ তালেবানের হামলার শিকার হচ্ছেন। যে তিনজন নারীকে হত্যা করা হয়েছে তারা বেসরকারিভাবে পরিচালিত ইনিকাস টিভি স্টেশনের ডাবিং বিভাগে কর্মরত ছিলেন। ইনিকাস টিভির প্রধান জালমাই লাতিফি এ তথ্য নিশ্চিত করেছেন।

    বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, মুরসাল ওয়াহিদি নামের এক নারী কর্মী বাড়ি ফেরার পথে বন্দুকধারীরা তাকে গুলি করে হত্যা করে। বাকি দু’জন হলেন শাহনাজ এবং সাদিয়া। তারা পৃথক হামলায় নিহত হয়েছেন। ওই নারী কর্মীরাও বাড়ি ফেরার পথেই তাদের ওপর হামলা চালানো হয়।

    এএফপিকে জালমাই লাতিফি বলেন, ‘তাদের সবার মৃত্যু হয়েছে। তারা কাজ শেষে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন।’ এক মুখপাত্র জানিয়েছেন, হামলার ঘটনায় আহত এক নারীকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

    ইনিকাস টিভি স্টেশন জানিয়েছে, তাদের ১০ জন নারী কর্মী আছে। এর আগে গত ডিসেম্বরে মালালাই মাইওয়ান্দ নামে এক সংবাদ উপস্থাপিকা নিহত হন। এ পর্যন্ত তাদের চারজন নারী কর্মী নিহত হয়েছেন। এদিকে, গত মাসেই রাজধানী কাবুলে সুপ্রিম কোর্টের দুই নারী বিচারককে হত্যা করা হয়।

  • চলে গেলেন আফগান ওপেনার নাজিব তারাকাই

    চলে গেলেন আফগান ওপেনার নাজিব তারাকাই

    আফগানিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান নাজিব তারাকাই আর নেই। সড়ক দুর্ঘটনায় কোমায় চলে যাওয়া এই ক্রিকেটার পৃথিবীর মায়া কাটিয়ে পরপারে পাড়ি জমিয়েছেন। ২৯ বছর বয়সেই থেমে গেল তার জীবন ঘড়ি।

    শুক্রবার (২ অক্টোবর) আফগানিস্তানের জালালাবাদ শহরে একটি প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হন তারাকাই। নানগারহারের একটি হাসপাতালে তাৎক্ষনিক অস্ত্রোপচারও করা হয়। কিন্তু কোমায় চলে গিয়েছিলেন তিনি। শেষ রক্ষা আর হলো না। মঙ্গলবার (৬ অক্টোবর) মৃত্যুবরণ করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান।

    দুর্ঘটনার পর থেকে তার চিকিৎসার সকল ব্যয় বহন করে আসছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। মঙ্গলবার সকালে এই টুইট বার্তায় বোর্ডটি তারাকাইয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছে এবং শোক প্রকাশ করেছে।

    আফগানিস্তান ক্রিকেট বোর্ড এক বার্তায় লিখেছে, ‘মারাত্মক দুর্ঘটনায় প্রাণ হারানো আক্রমণাত্মক ব্যাটসম্যান ও চমৎকার একজন মানুষ নাজিব তারাকাইয়ের মৃত্যুর হৃদয়বিদারক খবরে এসিবি ও আফগানিস্তানের ক্রিকেট প্রিয় জাতি শোকাহত। আল্লাহ তাকে শান্তিতে রাখুন।’

    আফগানিস্তানের পক্ষে ১২টি টি-টোয়েন্টি ও একটি ওয়ানডে ম্যাচ খেলা এই ক্রিকেটারের অকাল মৃত্যুতে ক্রিকেট দলটির বড় ক্ষতি হয়ে গিয়েছে বলেও জানিয়েছে তারা।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • আফগানিস্তানে ৮৩ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

    আফগানিস্তানে ৮৩ যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

    আফগানিস্তানে ৮৩ জন যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি রাজধানী কাবুল থেকে হেরাতে যাচ্ছিল। উড্ডয়নের পর দেশটির উত্তরাঞ্চলীয় গজনি প্রদেশের দেহ ইয়ান নামক জেলায় বিমানটি বিধ্বস্ত হয়।

    গজনি প্রদেশের মুখপাত্র আরিফ নুরি বিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করে জানিয়েছেন, বিমানটি স্থানীয় সময় দুপুর সোয়া ১টায় দেহ ইয়ান জেলার একটি পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়েছে।

    নুরি আরও জানান, ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটিতে আগুন ধরে যায় এবং পরে বিধ্বস্ত হয়।

    প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল বিমানটি আরিয়ানা আফগান এয়ারলাইনের। তবে আরিয়ানা আফগান কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া তাদের সকল বিমান নির্দিষ্ট গন্তব্যে পৌঁছেছে এবং তাদের কোনো বিমান বিধ্বস্ত হয়নি।

    বিমানটি বিধ্বস্ত হওয়ার পর এখন পর্যন্ত ঘটনাস্থলের সর্বশেষ অবস্থা জানা যায়নি। হতাহতের ব্যাপারটি এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি কোনো সংবাদমাধ্যম কিংবা সরকারি কর্মকর্তা। তবে পাহাড়ী এলাকায় হওয়া ওই বিমান দুর্ঘটনায় অনেকে হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

  • আফগানিস্তানে মাইন বিস্ফোরণে নিহত ১৫

    আফগানিস্তানে মাইন বিস্ফোরণে নিহত ১৫

    আফগানিস্তানের উত্তরাঞ্চলে কুন্দুস প্রদেশে বুধবার একটি গাড়ী স্থল মাইনে আঘাত করায় ৮ শিশুসহ ১৫ জন নিহত হয়েছে। এক সরকারী কর্মকর্তা এ কথা জানান।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নুসরাত রাহিমী বলেন,সন্ধ্যা ৫টার দিকে তালিবান সন্ত্রাসীদের পুতে রাখা মাইনের সঙ্গে বেসামরিক নাগরিকদের বহনকারী একটি গাড়ীর ধাক্কা লেগে ১৫ জন নিহত হয়েছে এবং অপর ২ জন আহত হয়েছে।

    তাজিকিস্তান সীমান্তের কাছে এই মাইন বিষ্ফোরণে নিহতদের মধ্যে ৮ জন শিশু, ৬ নারী ও ১ জন পুরুষ রয়েছে।

    তবে কেউ এই ঘটনার দায় স্বীকার করেনি।এই বেসামরিক নাগরিকদের লক্ষ্য করেই হামলা হয়েছে কী-না তা নিশ্চিত নয়।

    এই এলাকায় প্রায়ই তালেবান ও মার্কিন সমর্থিত আফগান বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে।

  • আফগানিস্তানে ভয়াবহ বোমা হামলায় নিহত ৬২

    আফগানিস্তানে ভয়াবহ বোমা হামলায় নিহত ৬২

    আফগানিস্তানে জুমার নামাজের সময় একটি মসজিদে ভয়াবহ বোমা হামলায় অন্তত ৬২ মুসল্লি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৪ জন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    শুক্রবার দেশটির পূর্বাঞ্চলের নানগারহার প্রদেশের হাকসা মিনা জেলার এক মসজিদে এই হামলার ঘটনা ঘটে।

    প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগ্যানি আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসিকে জানান, নামাজের সময় হঠাৎ বিস্ফোরণে মসজিদের ছাদ ভেঙে পড়ে। এতে নামাজরত মুসল্লিদের রক্তে ভেসে যায় মসজিদ।

    নানগারহার প্রদেশের কাউন্সিলর সোহরাব কাদেরি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। ধ্বংসস্তূপ থেকে লাশ বের করা হচ্ছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।’

    এদিকে এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে নানগারহার প্রদেশে তালিবান ও ইসলামিক স্টেট (আইএস) সক্রিয় রয়েছে।