Tag: আফরোজা আব্বাস

  • মির্জা আব্বাস দম্পতি করোনায় আক্রান্ত

    মির্জা আব্বাস দম্পতি করোনায় আক্রান্ত

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং তার স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

    আব্বাসের ব্যক্তিগত সহকারী আসিফ সোহান বুধবার বলেন, ‘তারা (আব্বাস এবং আফরোজা) কিছুদিন অসুস্থ থাকায় করোনার পরীক্ষা করেছেন। আমরা বুধবার তাদের পরীক্ষার ফলাফল পেয়েছি এবং তারা উভয়ইয়ের করোনা পজেটিভ এসেছে।’

    তিনি জানান, শাহজাহানপুরের বাসায় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এই দম্পতি চিকিৎসা নিচ্ছেন। আসিফ বলেন, আব্বাস ও আফরোজা সুস্থ আছেন। তাদের বড় ধরনের কোনো জটিলতা নেই।

    এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান এম শাহজাহান ও তার স্ত্রী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শামা ওবায়েদ, কার্যনির্বাহী কমিটির সদস্য জহির উদ্দিন স্বপন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. আবদুল কাদের ভূঁইয়া জুয়েলসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের একাধিক নেতা সম্প্রতি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। তারা প্রত্যেকে নিজ নিজ বাসায় কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

    এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪ জনে।

    এছাড়া, নতুন করে ১ হাজার ৫১৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪ লাখ ১৪ হাজার ১৬৪ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • দলের জন্য নিরলসভাবে কাজ করে যাব: আমিরাতে মির্জা আব্বাস

    দলের জন্য নিরলসভাবে কাজ করে যাব: আমিরাতে মির্জা আব্বাস

    আরব আমিরাত প্রতিনিধি : দেশের ভাবমূর্তি উজ্জলে কাজ করার আহব্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মির্জা আব্বাস বলেন, প্রবাসে আপনারা শত কর্মব্যস্ততার মাঝেও দলের জন্য কাজ করে যাচ্ছেন।তাই দলের জন্য সবসময় কাজ করে যাবেন। দলের মধ্যে ভুল বুঝাবুঝি হলে নিজেরাই সংশোধন করে নিবেন।

    তিনি বলেন,বর্তমানে দেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার নেই। দেশে চলছে একদলীয় শাসন। তাঁর বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য নেতাকর্মীদের ত্যাগ স্বীকার করতে হবে। খুব শীঘ্রই জনগণকে সাথে নিয়ে রাজপথের আন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করা হবে বলে জানান তিনি।

    সোমবার (২ মার্চ) শারজায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দী রাখার প্রতিবাদে সারজার স্থানীয় একটি হোটেলে আয়েজিত প্রতিবাদ সভায় তিনি একথা বলেন।

    সংগঠনের সভাপতি জাকির হোসাইন এর সভাপতিত্বে ও সংগঠনের প্রথম যুগ্ম সম্পাদক
    প্রকৌশলী মাহে আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস।

    বিশেষ অতিথি ছিলেন- ইউ এ ই বিএনপির সাবেক আহবায়ক প্রকৌশলী সালাহ উদ্দিন, ইউ এ ই বিএনপির সাধারণ সম্পাদক আবদুল ছালাম তালুকদার, প্রথম সহ-সভাপতি নুরুল আলম, সহ-সভাপতি আমিরুল ইসলাম চৌধুরী এনাম,সহ-সভাপতি সিরাজুল ইসলাম নওয়াব,সহ-সভাপতি মোহাম্মদ রফিক।

    সূচনা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রুপু। সঞ্চালনায় প্রথম যুগ্ম সম্পাদক প্রকৌশলী মাহে আলম।

    বক্তব্য রাখেন ইউএই বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান,এস,এম ফারুক
    ,বেলাল উদ্দিন, নীলরতন দাস,এরশাদুল আলম,মোঃ ইউসুফ, সাইমুম রানা,নিজাম উদ্দিন, গাজী জাকের,শাহেদ আহম্মেদ রাসেল,মোঃ কয়েস,শারজাহ বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার করিমুল হক, আজমান বিএনপি সভাপতি শাহিনুর শাহীন, দুবাই বিএনপির সভাপতি ফারুক মাহমুদ চৌদুরী সহ বিএনপি কেন্দ্রীয় ইউএই ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।