Tag: আবদুচ ছালাম

  • গুজব ও প্রলোভনের ফাঁদে পা না দিয়ে উন্নয়ন কাজের মূল্যায়ন করুন: ছালাম

    গুজব ও প্রলোভনের ফাঁদে পা না দিয়ে উন্নয়ন কাজের মূল্যায়ন করুন: ছালাম

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম বোয়ালখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ, পথসভা ও মতবিনিময়কালে বলেন, কোন মিথ্যে প্রলোভন ও গুজবে আর মানুষ ভুলবেনা। অনেকেই আছেন গুজবের উপর নির্ভর করতে চায়, তারা আসলে এখনো বোকার স্বর্গে বসবাস করছে। তারা ভুলে যায় যে, জননেত্রী শেখ হাসিনার পরিচালনায় দেশ এগিয়েছে অনেকদুর। শিক্ষা ও তথ্যপ্রযুক্তির অভূতপূর্ব উন্নয়নের ফলে মানুষ সহজেই সত্য মিথ্যা যাচাইয়ের সুযোগ পাচ্ছেন। নির্বাচন আসলে একশ্রেণীর মানুষ মিথ্যে আশ্বাসের ফুলঝুড়ি, নানান ধরনের গুজব ছড়িয়ে মানুষকে বোকা বানিয়ে পাঁচ বছরের জন্য বিবেক ছিনিয়ে নিতে আসে। বোয়ালখালী উপজেলার মানুষ যোগাযোগের ক্ষেত্রে নানান জটিলতায় থাকলেও শিক্ষা, সংস্কৃতি ও সচেতনতায় বহু আগে থেকেই অনেকটা অগ্রসরমান। এসব গুজববাজদের ব্যাপারে বোয়ালখালীবাসী সচেতন থাকবে এবং অতীত কাজের যথাযথ মূল্যায়নের মাধ্যমে কেটলি মার্কায় তাদের মূল্যবান রায় প্রদান করবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। আমি বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা কর্তৃক নিযুক্ত হয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের দায়িত্ব নিয়েছিলাম। দায়িত্ব নিয়ে আধুনিক চট্টগ্রাম করার কাজে নিজেকে নিবেদিত করেছিলাম। এবারে আমি বোয়ালখালী, চান্দগাঁও ও পাঁচলাইশের উন্নয়নের দায়িত্ব নিতে এসেছি। আমি অঙ্গীকারে বিশ্বাস করিনা। আমি দায়িত্বে বিশ্বাস করি, স্বপ্নে বিশ্বাস করি এবং স্বপ্নকে সত্যি করার জন্য কাজ করি। আমাকে কেটলি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে দায়িত্ব অর্পন করে দেখুন, আমি অতীতের মতই দায়িত্ব পালনে নিজেকে উজার করে দেব।

    উল্লেখ্য তিনি আজ বোয়ালখালী উপজেলার সরোয়াতলী, পোপাদিয়া, শাকপুরা এলাকায় নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভা শেষ করে পাঁচলাইশের হাজীরপুল এলাকাবাসীর সাথে উঠান বৈঠকে মিলিত হন।

    এসময় দক্ষিণ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক আফছার উদ্দিন সেলিম, বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • স্মার্ট বোয়ালখালী সাজাতে কেটলী মার্কায় ভোট চাই: ছালাম

    স্মার্ট বোয়ালখালী সাজাতে কেটলী মার্কায় ভোট চাই: ছালাম

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসনের চান্দগাঁও-পাঁচলাইশ-বোয়ালখালী আসনে স্বতন্ত্র প্রার্থী মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, ইতিহাস-ঐতিহ্যের ক্ষেত্রে বোয়ালালী উপজেলা কোন অংশে পিছিয়ে নেই। এখানে রয়েছে বৃটিশবিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধের অনেক সাহসী পুরুষ ও নারী রয়েছে পীর আউলিয়ার আগমনের ইতিহাস।

    কেটলী প্রতীকের প্রার্থী আবদুচ ছালাম আরো বলেন, আমার প্রাণ প্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ভোটকে উৎসব মুখর করতে প্রার্থী হয়েছি। গ্রাম ও শহরের দূরত্ব ঘোচাতে আমি কাজ করতে চাই। আমি জানি, কিভাবে সুষম উন্নয়ন পরিকল্পনা সাজাতে হয়। শহর গ্রাম নিয়ে আমার নির্বাচনী এলাকা। তারমধ্যে বিস্তীর্ণ বোয়ালখালী উপজেলা শহরের অত্যন্ত কাছে হওয়া সত্বেও কর্ণফুলি নদীর এপাড় ওপাড় দুইভাগে বিভক্ত। বহুমূখী যোগাযোগ নেটওয়ার্ক সৃষ্টি করে আমি এই দূরত্ব ঘোচাতে চাই। বিস্তীর্ণ বোয়ালখালীর পরতে পরতে জাতীয় ও সর্বধর্মীয় ঐতিহ্য। আমি এসব ঐতিহ্যকে যথযথভাবে সংরক্ষন এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরে বোয়ালখালীকে পর্যটকদের কাছে আকর্ষনের জায়গায় নিয়ে যেতে চাই।বোয়ালখালী উপজেলার ভূ-বৈচিত্র অনুসারে বিভিন্ন জোনে ভাগ করে পৃথক পৃথক উন্নয়ন পরিকল্পনা গ্রহন ও বাস্তবায়নের মাধ্যমে একটি স্মার্ট উপজেলায় উন্নীত করতে চাই।

    আজ মঙ্গলবার গণসংযোগকালে তিনি ভোটারদের সাথে করমর্দন, কোলাকোলি ও হৃদ্যতাপূর্ণ আলাপচারিতার মধ্য দিয়ে শুভেচ্ছা বিনিময় ও কেটলী মার্কায় ভোট প্রার্থনা করে সকলের দোয়া প্রার্থনা করেন।

    এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সামশুল আলম, দক্ষিণ আওয়ামীলীগের উপদেষ্টা আহম্মদ হোসেন, আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম, বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগ নেতা মামুনুর রশিদ মামুন, আ. লীগ নেতা রেদুয়ানুল হক টিপু, যুবলীগ নেতা মঞ্জুর মোর্শেদ, মো. সেলিম উদ্দিন, মোশাররফ হোসেন প্রমুখ এরপর তিনি রাতে ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড আতুরার ডিপু এলাকায়, চররাঙ্গামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মুজিব সৈনিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।

  • করোনায় মারা গেলেন সিডিএর সাবেক চেয়ারম্যান সালামের মা

    করোনায় মারা গেলেন সিডিএর সাবেক চেয়ারম্যান সালামের মা

    চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের(সিডিএ) সাবেক চেয়ারম্যান আবদুচ ছালামের মা মাবিয়া খাতুন (৯০) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

    শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল তিনটার দিকে বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

    মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও স্বজন রেখে গেছেন।

    রাত ৯টায় নগরের মধ্যম মোহরার বায়তুল ইকরাম মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

    এর আগে ২১ অক্টোবর সৈয়দা মাবিয়া খাতুনসহ পরিবারের ১৮ জন সদস্য করোনা আক্রান্ত হয়েছিলেন। তাঁদের মধ্যে সৈয়দা মাবিয়া খাতুনসহ পাঁচজনকে ইম্পেরিয়াল হসপিটালে ভর্তি করানো হয়েছিল।

    হাসপাতালে চিকিৎসারত মাবিয়া খাতুনের অবস্থার অবনতি হওয়ায় ২৮ অক্টোবর আইসিইউতে স্থানান্তরিত করা হয় তাকে।

    এর মধ্যে ১৭ জনের দ্বিতীয় দফা নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ আসে। তবে মাবিয়া খাতুনের করোনা পজিটিভ আসে।

    ২৪ ঘণ্টা/রিহাম

  • সিডিএ’র সাবেক চেয়ারম্যান আবদুচ ছালামসহ পরিবারের ১৮ সদস্য করোনা আক্রান্ত

    সিডিএ’র সাবেক চেয়ারম্যান আবদুচ ছালামসহ পরিবারের ১৮ সদস্য করোনা আক্রান্ত

    চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, সিডিএ’র সাবেক চেয়ারম্যান ও ওয়েল গ্রুপের প্রতিষ্ঠাতা আবদুচ ছালামসহ তার পরিবারের অন্তত ১৮ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

    আবদুচ ছালামের ছোটভাই ওয়েল গ্রুপের পরিচালক সৈয়দ নজরুল ইসলাম বৃহস্পতিবার দিনগত রাত ১২ টার পর ফেসবুকে পোস্টে বিষয়টি নিশ্চিত করে সকলের কাছে দোয়া চেয়েছেন।

    পোস্টে তিনি লিখেন, ‘আমাদের বাসার সবার করোনা পজেটিভ। তার মধ্যে আম্মা, মেঝ ভাবী, ছোট ভাই তারেকের বউ। এই তিন জনকে জরুরি ভিত্তিতে ইমপেরিয়াল হসপিটালে ভর্তি করানো হয়েছে। সকল বন্ধু শুভাকাঙ্খীদের প্রতি অনুরোধ সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

    তবে একান্নবর্তী মেহরার এ পরিবারটিতে আবদুচ ছালাম, তার মেজ ভাই স্বেচ্ছাসেবক লীগের নবাগত কেন্দ্রিয় উপদেষ্টা সৈয়দ নুরুল ইসলাম, তার মা মাবিয়া খাতুনসহ মোট ১৮ জন আক্রান্ত হবার খবর পাওয়া গেলেও সুনির্দিষ্ট নাম পাওয়া যায়নি। এদের মধ্যে পরিবারের তিনজনকে নগরীর ইমপেরিয়াল হাসপাতালে ভর্তিও করানো হয়েছে।তবে ওয়েল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সিরাজুল ইসলাম কমু করোনামুক্ত আছেন।

    ২৪ ঘণ্টা/রিহাম