Tag: আবুধাবি

  • হয়রানীর প্রতিবাদে সুবিচার চেয়ে আবুধাবি প্রবাসী ফখরুল ইসলাম খান সিআইপি’র সাংবাদিক সম্মেলন

    হয়রানীর প্রতিবাদে সুবিচার চেয়ে আবুধাবি প্রবাসী ফখরুল ইসলাম খান সিআইপি’র সাংবাদিক সম্মেলন

    আমিরাত প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভায় প্রস্তাবিত আন্তর্জাতিক মানের এফ,আই,কে হাসপাতালের জন্য খরিদকৃত জায়গায় উপর অপরিকল্পিতভাবে ড্রেনের নামে মাটি খনন , আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্বেও, বারইয়ার হাট পৌরসভার মেয়র মো: রেজাউল করিম খোকনের ব্যক্তিগত রেষারেষির কারণে তার ভাড়াটিয়া সন্ত্রাসীদের দ্বারা আবুধাবি প্রবাসী আল সুমাইয়া গ্রূপের চেয়ারম্যান ফখরুল ইসলাম খান সিআইপি ‘র নিজস্ব খরিদকৃত জায়গার ওপর নির্মিত খান মার্কেটে ভাংচুর , সন্ত্রাসী বাহিনী কর্তৃক তার মালিকানাধীন এফ, আই,কে,প্রোপাটর্টিজ ডেভেলপমেন্ট লিঃ এর কর্মকর্তাদের জীবনের নিরাপত্তা হুমকির সম্মুখীন হওয়ার প্রতিবাদে সুবিচার চেয়ে আবুধাবিতে এক প্রেস কনফারেন্সের আয়োজন করা হয় গত শুক্রবার স্থানীয় সময় রাতে আবুধাবির একটি হোটেলে।

    সরকার কর্তৃক দুইবার নির্বাচিত সিআইপি এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরপর দুইবার বৃহত্তর চট্টগ্রামের সর্বোৎকৃষ্ট রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে স্বীকৃতি প্রাপ্ত প্রবাসী ব্যবসায়ী ফখরুল ইসলাম খান সিআইপি আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি দাবী করেন যে তার মার্কেটে অর্ধশতাধিক ব্যবসায়ী মেয়রের ভাড়াটে সন্ত্রাসীদের হুমকির মুখে চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন এবং তিনি ব্যক্তিগতভাবে ব্যাপক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। একজন প্রবাসী হিসেবে তিনি তার জানমাল রক্ষায় সরকারের হস্তক্ষেপ চেয়েছেন।

    সাংবাদিক সম্মেলনে চট্টগ্রাম প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন এর আহবায়ক কাজী সৈয়দ তারেক এবং প্রবাসী ব্যবসায়ী সংগঠক সরওয়ার আজমও একজন রেমিট্যান্স যোদ্ধার প্রতি এ ধরণের ন্যাক্কারজনক আচরণের তীব্র নিন্দা জানান। এতে প্রবাসী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ অংশ নেন।

  • আবুধাবিতে অনিবন্ধিত গাড়ি নিয়ে সেতু পার হলেই গুণতে হবে জরিমানা

    আবুধাবিতে অনিবন্ধিত গাড়ি নিয়ে সেতু পার হলেই গুণতে হবে জরিমানা

    ওবায়দুল হক মানিক, আরব আমিরাত প্রতিনিধি : আবুধাবির চার সেতুতে অনিবন্ধিত গাড়ি নিয়ে সেতু পার হলেই গুণতে হবে জরিমানা। জরিমানা এড়াতে এসব সেতুতে চলাচলকারী গাড়ির মালিক ও চালকদের গাড়ির নিবন্ধন করে নিতে নির্দেশ দিয়েছে দেশটির সরকার।

    ঘোষণা অনুযায়ী শনিবার (২ জানুয়ারি) থেকে সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ সেতু, শেখ খলিফা সেতু, আল মাকতুম সেতু ও মুসাফফা সেতু’র টোল গেইটের চার্জ আরোপ শুরু হয়েছে।

    দেশটির রাজধানী আবুধাবির এই সেতুগুলোর টোল গেইট পার হবার জন্য মোবাইল অ্যাপের মাধ্যমে গাড়ির নিবন্ধন করা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

    তারা গণমাধ্যমকে জানান, নিবন্ধিত গাড়ি সেতু পার হতে চার্জ আসবে ৪ দিরহাম। যা সপ্তাহের শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ৯টা এবং বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রযোজ্য হবে। তবে শুক্রবার ও সরকারি ছুটির দিনগুলোতে এসব সেতুতে চার্জ বিহীন চলাচল করা যাবে ।

  • বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ আবুধাবি শাখার সমাবেশ অনুষ্ঠিত

    বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ আবুধাবি শাখার সমাবেশ অনুষ্ঠিত

    ওবায়দুল হক মানিক,আরব আমিরাত প্রতিনিধি : এসো এক হই- অধিকারের কথা কই” এই শ্লোগানের ভিত্তিতে প্রবাসীদের বৃহত্তম ঐক্য এবং সামাজিক সংগঠন “বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ” এর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি শাখার মিলন মেলা ও সমাবেশ অনুষ্ঠিত।

    গত ১১ ডিসেম্বর (শুক্রবার) দুপুর ২টায় আমিরাতের রাজধানী আবুধাবির শিল্পনগরী মুসাফফার একটি রেস্টুরেন্টের হল রুমে মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে শুরু হওয়া এই সমাবেশে প্রবাসীদের বিভিন্ন ন্যায্য দাবী বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়।

    উক্ত সংগঠনের পক্ষ থেকে প্রবাসীদের কল্যানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি ৫ দফা দাবী তুলে ধরেন অনুষ্ঠানের সভাপতি আবুল কালাম আজাদ।

    প্রস্তাবিত ৫ দফা দাবির মধ্যে রয়েছেঃ

    ১/ প্রবাসীর লাশ বিনা খরছে দেশে নেয়ার ব্যবস্থা করা।

    ২ / এয়ারপোর্টে প্রবাসীদের যাতায়াতের সময় হয়রানি বন্ধ করা।

    ৩ / সকল দেশে বাংলাদেশের দূতাবাসে প্রবাসীদের হয়রানি বন্ধ করা।
    ৪ /প্রবাসীদের পরিবার ও দেশে অবস্থান রত প্রবাসীদের নিরাপত্তা প্রদান করা।
    ৫ / প্রবাসীেদের কল্যাণে আলাদা বাজেট ঘোষণা করা।

    উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠনটির ইউএই সমন্বয়ক- মাহফুজুর রহমান রোমান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির ইউএই সমন্বয়ক- মোহাম্মদ এনামুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমিরেটস এয়ারলাইনসের এয়ারক্রাফট ইন্জিঃ মোঃ মনিরুল ইসালম, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠনটির আবুধাবি শাখার আইটি সেল- আজিজ কাজল, দুবাই শাখার সমন্বয়ক- হাবীব রহমান, সহ সমন্বয়ক ইন্জিঃ মোকাদ্দেস হোসেন, আজমান শাখার সহ-সমন্বয়ক- মোঃ মনির হোসাইন সহ অন্যান্য অঞ্চলের সদস্যবৃন্দ, নারী সদস্যবৃন্দ এবং সাংবাদিক মাহবুব সরকারসহ আরও অনেকে।

  • বাংলা টাইগার্সের টিম ডিরেক্টর হিসেবে চুক্তিবদ্ধ হলেন দক্ষিন আফ্রিকার ল্যান্স ক্লুজনার

    বাংলা টাইগার্সের টিম ডিরেক্টর হিসেবে চুক্তিবদ্ধ হলেন দক্ষিন আফ্রিকার ল্যান্স ক্লুজনার

    ২৪ ঘণ্টা ডট স্পোর্টস নিউজ : আবুধাবি সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় শেখ আবু জায়েদ স্টেডিয়ামে আগামী ১৯-২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য আবুধাবি টি ১০ ক্রিকেট লীগের ৪র্থ আসরে বাংলা টাইগার্স দলের টিম ডিরেক্টর হিসেবে চুক্তিবদ্ধ হলেন দক্ষিন আফ্রিকার লিজেন্ড ও খ্যাতনামা কোচ ল্যান্স ক্লুজনার।

    দক্ষিন আফ্রিকা দলের এক সময়ের অত্যন্ত জনপ্রিয় ক্রিকেটার ল্যান্স ক্লুজনার। ৪৯ টি টেস্ট ম্যাচ এবং ১৭১টি ওডিআই খেলা ক্লুজনার খ্যাতনামা ছিলেন তার আগ্রাসী ব্যাটিং এবং বোলিং স্টাইলের জন্য।

    কোচ হিসেবেও সফলতার স্বাক্ষর রেখেছেন ক্লুজনার। কাজ করেছেন জিম্বাবুয়ে দলের ব্যাটিং কোচ এবং আফগানিস্তান দলের হেড কোচ হিসেবে।

    গত বছর আবুধাবি টি১০ ক্রিকেট লীগের ৩য় আসরে নতুন দল হিসেবে চমক দেখিয়ে প্রতিযোগিতার সেরা ৩য় দল হিসেবে টুর্নামেন্ট শেষ করে বাংলা টাইগার্স।

    দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে বিপূল দর্শক জনপ্রিয়তা পায় দলটি। বাংলা টাইগার্সের প্রতিটি খেলায় স্টেডিয়াম মাতিয়েছেন হাজার হাজার মধ্যপ্রাচ্য প্রবাসী বাংলাদেশী।

    বাংলা টাইগার্সের চেয়ারম্যান এবং এফএমসি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছনি চৌধুরী বলেন, র্টুণামন্টেরে এবারের আসরেও শক্তিশালী দল গঠন করতে কাজ করে যাচ্ছে বাংলা টাইগার্স, এরই অংশ হিসেবে দলের ব্যবস্থাপনায় যুক্ত হলেন দক্ষিন আফ্রিকার সাবেক ক্রিকেটার এবং প্রসিদ্ধ কোচ ল্যান্স ক্লুজনার।

    তাঁর বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ার এবং কোচ হিসেবে অভিজ্ঞতা বাংলা টাইগার্স দলকে সঠিক দিক নির্দেশনা দেবে বলে আমি বিশ্বাস করি।

    ২৪ ঘণ্টা/আর এস পি

  • আবুধাবিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

    আবুধাবিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

    আরব আমিরাত প্রতিনিধি : প্রজন্ম বঙ্গবন্ধু সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন ও বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচির আওতায় আবুধাবির সামাজিক সংগঠন Abu Dhabi Kasrottar এর সহযোগিতায় শুক্রবার (১৩ মার্চ) স্থানীয় সময় বিকাল পাঁচ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।

    আবুধাবির মদীনা জায়েদ লুলু হাইপার মলের সামনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন প্রবাসীরা।

    পূর্ব ঘোষিত এ রক্ত দান কর্মসূচির আওতায় আমিরাতের বিভিন্ন জায়গার হতে সংগঠনের কর্মী সদস্যরা ছাড়াও বিভিন্ন পেশার দেশীয় প্রবাসীসহ ইন্ডিয়ান, পাকিস্তানিরাও এ রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এবং বিপুলসংখ্যক প্রবাসী স্বেচ্ছায় রক্ত দান করেন।

    বিপুলসংখ্যক প্রবাসীদের এমন স্বতঃস্ফূর্ত স্বেচ্ছায় রক্তদানে অংশগ্রহণ এটাই প্রথম বলে দাবি করেন প্রজন্ম বঙ্গবন্ধুর সভাপতি বিশিষ্ট সংগঠক এস এম রফিকুল ইসলাম।

    স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিকে সফল করার জন্য প্রজন্ম বঙ্গবন্ধু আমিরাত কেন্দ্রীয় কমিটির সকল নেতা-কর্মীকে এবং যারা রক্ত দিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানান সংগঠনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও আবুধাবির জায়েদ ভার্সিটির অধ্যাপক ডঃ রায়হান জামিল, উপদেষ্টা পরিষদের সদস্য আবুধাবিস্হ বাংলাদেশ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মীর আনিসুল হাসান, উপদেষ্টা পরিষদের সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন প্রমুখ।

  • আবুধাবিতে আল জান্নাত গ্রুপের দশ বছর ফুর্তি উপলক্ষে গেটটুগেদার অনুষ্ঠিত

    আবুধাবিতে আল জান্নাত গ্রুপের দশ বছর ফুর্তি উপলক্ষে গেটটুগেদার অনুষ্ঠিত

    আরব আমিরাত প্রতিনিধি : দেশীয় প্রবাসীদের মাঝে ভাতৃত্ববোধ বৃদ্ধি করে সকলের মাঝে সুসম্পর্ক দৃঢ করতে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীর পাঁচ ভাইয়ের প্রতিষ্ঠান আল জান্নাত গ্রুপের দশ বছর পূর্তী উপলক্ষে দেশীয় প্রবাসীদের সৌজন্যে এক গেটটুগেদার ও নৈশভোজের আয়োজন করা হয়।

    রবিবার(১ মার্চ ) আবুধাবীর বাংলাদেশ সমিতির মিলনায়তনে প্রবাসীদের এ অনুষ্ঠানে আয়োজনকারীদের পক্ষ থেকে ব্যবসায়ী মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ জমির হোসেন, মোহাম্মদ ইকবাল হোসেন, মোহাম্মদ ইমদাদ হোসেন ও মোহাম্মদ শাহাদাত হোসেন আগত সকল অতিথিদের স্বাগত জানান।

    অনুষ্ঠানে বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন ও সাধারণ সম্পাদক আবদুস সালাম তালুকদার, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবী কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ইমরাদ হোসেন ইমু, সাধারন সম্পাদক নাসির উদ্দিন তালুকদার, সহসভাপতি শওকত আকবর, যুগ্ন সাধারন সম্পাদক মোহাম্মদ মউন উদ্দিন, যুগ্ন সাধারন গোলাম কাদের ইফতি, সাংবাদিক জাহাঙ্গীর কবির বাপ্পী, সাংবাদিক এম আবদুল মান্নান, সাংবাদিক ওবায়দুল হক মানিক,
    বিমানের রিজোনাল ম্যানেজার এন সি বড়ুয়াসহ অন্যান্য কর্মকর্তা, জনতা ব্যাংকের ম্যানেজার আবদুল হাইসহ অন্যান্য কর্মকর্তা, আবুধাবি যুবলীগের সভাপতি জাকির হোসেন জসিম, আবুধাবি বিএনপির সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেনসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও বিশিষ্ঠ ব্যক্তিবর্গ এবং তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

    আগত প্রবাসী অতিথিরা তাদের প্রতিস্টান ও তাদের পরিবারের সদস্যদের সফলতা কামনা করেন।

  • আবুধাবীতে প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধু পরিষদের ফুলেল শুভেচ্ছা

    আবুধাবীতে প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধু পরিষদের ফুলেল শুভেচ্ছা

    ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে : আবুধাবীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বঙ্গবন্ধু পরিষদ আবুধাবী কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

    রবিবার (১২ জানুয়ারী) স্হানীয় সময় রাত ৮.৫৫ মিনিটে ‘বিজি-০২৭’ ভিভিআইপি ফ্লাইটে
    আবুধাবি সাসটেইন্যাবিলিটি সপ্তাহে’ যোগ দিতে সরকারী সফরে সংযুক্ত আরব আমিরাত পৌঁছেছেন প্রধানমন্ত্রী।

    সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, ‘আবুধাবি প্রবাসী কমিউনিটি নেতা ও বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল ও সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন তালুকদার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে
    ফুলেল শুভেচ্ছা জানান।

    প্রধানমন্ত্রী বিমানবন্দর হতে তাঁর সফরকালীন আবাসস্থল হোটেল শাংগ্রিলাতে চলে যান। সফরকালে তিনি এখানেই অবস্থান করবেন।

    তিনি সোমবার সকাল ১১টায় আবুধাবি জাতীয় প্রদর্শন কেন্দ্রে ‘আবুধাবি সাসটেইন্যাবিলিটি সপ্তাহ’ এবং ‘জায়েদ সাসটেইন্যাবিলিটি পুরস্কার’ বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। বিকেলে সফরকালীন আবাসস্থল শাংগ্রি-লা হোটেলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূতদের নিয়ে ‘দূত সম্মেলনে’ অংশ নেবেন।

    মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান এবং সংযুক্ত আরব আমিরাতের স্থপতি মরহুম শেখ যায়িদ বিন সুলতান আল নাহিয়ানের স্ত্রী শেখা ফাতিমা বিনতে মুবারাক আল কেতবির সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ, বিদ্যুত-জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়াসহ ৭২ জনের প্রতিনিধি দল।

  • সাসটেইনেবিলিটি উইক ২০২০ এ অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    সাসটেইনেবিলিটি উইক ২০২০ এ অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ‘আবুধাবি সাসটেইনেবিলিটি উইক’ ও ‘জায়েদ সাসটেইনেবিলিটি প্রাইজ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

    আজ সকাল ১১টায় আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টার (এডিএনইসি)’র আইসিসি হলে আবুধাবি সাসটেইনেবিলিটি উইক (এডিএসডব্লিউ) ২০২০ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

    আট দিনব্যাপী এই বিশ্বের অন্যতম বিশাল সাসটেইনেবিলিটি সমাবেশ এডিএসডব্লিউ ২০২০ অনুষ্ঠানটি বিভিন্ন দেশের নীতি নির্ধারক, শিল্প বিশেষজ্ঞ, অগ্রণী প্রযুক্তিবিদ ও পরবর্তী প্রজন্মের সাসটেইনেবিলিটি নেতৃবৃন্দের মিলনমেলায় পরিণত হয়েছে। ১১ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত এই সাসটেইনেবিলিটি সম্মেলন চলবে।

    বাংলাদেশ প্রধানমন্ত্রী প্রদর্শনী কেন্দ্রে পৌঁছালে আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়ৈদ বিন সুলতান আল-নাহিয়ান তাঁকে স্বাগত জানান।
    এ বছর পাঁচটি ক্যাটাগরিতে বিভিন্ন দেশের ১০টি সংগঠন ও প্রতিষ্ঠানকে জায়েদ সাসটেইনেবল প্রাইজ প্রদান করা হয়।

    অনুষ্ঠানে শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল-নাহিয়ান ও শেখ হাসিনা ছাড়াও আরো সাতটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন।

    বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিরিবাতির ইউতান তারাওয়া ইয়েতা জুনিয়র সেকেন্ডারি স্কুলের প্রতিনিধির হাতে পুরষ্কার তুলে দেন। স্কুলটি গ্লোবাল হাই স্কুল ক্যাটাগরিতে মর্যাদাপূর্ণ এই পুরষ্কার পেয়েছে।

    অনুষ্ঠানে অন্যান্য রাষ্ট্র ও সরকার প্রধানদের মধ্যে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ইউদোদো, রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে, ফিজির প্রধানমন্ত্রী জোসাইয়া রোরেকে বেইনিমারামা, সার্বিয়ার প্রধানমন্ত্রী অ্যানা ব্রনাবিক, আর্মেনিয়ার প্রেসিডেন্ট আরমেন সারকিসিয়ান ও সিয়েরা লিওনের প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বিও অংশ গ্রহণ করেন।

    এ বছর একই ক্যাটাগরিতে পুরষ্কারপ্রাপ্ত আরো পাঁচটি স্কুল হচ্ছে- কলম্বিয়ার এয়ার বাতাল্লা, নাইজেরিয়ার হাকিমি আলিয়ু ডে সেকেন্ডারি, মরক্কোর আল আমল জুনিয়র হাইস্কুল, ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ, বসনিয়া ও হার্জেগোভিনার মোস্টার ও নেপালের ব্লুম নেপাল স্কুল।

    অপর চারটি ক্যাটাগরির আওতায় সুইডেনের জিএলওবিএইচই স্বাস্থ্য ক্যাটাগরিতে, খাদ্যে ঘানার ওকুয়াফো ফাউন্ডেশন, জ্বালানীতে ফ্রান্সের ইলেক্ট্রিসিয়ান্স উইথআউট বর্ডার্স এবং পানি ক্যাটাগরিতে যুক্তরাষ্ট্রের সেরেস ইম্যাজিং পুরস্কার লাভ করে।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে অন্যান্য রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে কুশল বিনিময় করেন।
    এ বছর এডিএসডব্লিউ-এর প্রতিপাদ্য হচ্ছে ‘আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স,কম্যুনিটি এন্ড ইয়ুথ’ এবং এর ৬টি প্রধান স্তম্ভ হচ্ছে- জ্বালানি ও জলবায়ু পরিবর্তন, পানি ও খাদ্য, চলাচলের ভবিষ্যত, মহাকাশ, স্বাস্থ্যে বায়োটেকনোলজি ও কল্যাণের জন্য প্রযুক্তি।

    এডিএসডব্লিউ২০২০-এর বৈশিষ্টের ৬টি স্তরে জাতিসংঘ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ও ইউএই ভিশন২০২১ এর সঙ্গে মিল রয়েছে।

    গ্লোবাল সাসটেইনিবিলিটি এন্ড হিউমেনিটারিয়ানিজম-এর অন্যতম অগ্র সেনানী ইউএই’র স্থপতি মরহুম শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের প্রতি শ্রদ্ধাপূর্ণ স্বীকৃতি হচ্ছে ২০০৮ সালে প্রতিষ্ঠিত ‘জায়েদ সাসটেইনিবিলিটি প্রাইজ’।

    এই পুরস্কার ঐ সব প্রতিষ্ঠান ও হাইস্কুলসমূহের স্বীকৃতি দেয় ও পুরস্কৃত করে যেগুলো কার্যকরভাবে পরিচালিত,উদ্ভাবনীমূলক ও টেকসই সমাধানে প্রেরণা প্রদান করে।৫টি কেটাগরীর পুরস্কার হচ্ছে-স্বাস্থ্য,খাদ্য,জ্বালানী,পানি ,গ্লোবাল হাইস্কুল।

    গত ১১ বছরে এই পুরস্কার ৭৬ বিজয়ীসহ ৩১ কোটি ৮০ লাখ লোককে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত করেছে এবং এটি সারা বিশ্বের মানুষকে টেকসই সমাধান ও প্রযুক্তি গ্রহণের প্রতি আকৃষ্ট করেছে।

    প্রত্যেক বছর জানুয়ারি মাসে আবুধাবি সাসটেইনিবিলিটি উইক চলাকালে এই বার্ষিক পুরস্কার প্রদানের অনুষ্ঠান হয়।

    শেখ হাসিনা তিন দিনের সরকারি সফরেগত রাতে এখানে পৌঁছেন। প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় বাহরাইন, ইরান, ইরাক, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব ও ইউএইতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের সঙ্গে নিয়ে তাঁর হোটেলে রাষ্ট্রদূতদের এক সম্মেলনে যোগ দেবেন।

    এই সম্মেলনে প্রধানমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রদূতদের মধ্যপ্রচ্যের দেশগুলো থেকে বাংলাদেশে কিভাবে আরো বেশি বিনিয়োগ আকৃষ্ট করা যায় সে বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার ইউএই’র প্রধানমন্ত্রী শেখ মোহান্মদ বিন রশিদ আল মাকতুম এবং আবুধাবির যুবরাজ শেখ মোহান্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ও ইউএই’র প্রতিষ্ঠাতা ও প্রথম প্রেসিডেন্টের পত্নী শেখ ফাতিমা বিনতে মুবারক আল কেতবির সাথে দেখা করবেন বলে আশা করা হচ্ছে।

    বিকেলে প্রধানমন্ত্রী এডিএনইসি’র হল-১১তে আয়োজিত ‘দ্য ক্রিটিক্যাল রোল অব উইমেন ইন ডেলিভারিং ক্লাইমেট এ্যাকশন’ সংক্রান্ত সাক্ষাতকার আধিবেশনে যোগ দেবেন। এই সফরকালে প্রধানমন্ত্রী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বাংলাদেশের গৃহীত উদ্যোগের ব্যাপারে বিশ্ব নেতৃবৃন্দকে অবহিত করার সুযোগ নিতে পারেন। প্রধানমন্ত্রী বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে দেশে ফিরবেন।

  • আবুধাবির পথে প্রধানমন্ত্রী

    আবুধাবির পথে প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ‘আবুধাবি সাসটেইনেবল উইক’, ‘জায়েদ সাসটেইনেবল অ্যাওয়ার্ড সেরিমনি’ ও অন্যান্য কর্মসূচিতে অংশ নিতে তিন দিনের সরকারি সফরে আজ বিকেলে আবুধাবির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

    বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট আজ বিকেল ৫ট ১০মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবুধাবির উদ্দেশে রওয়ানা দেয়।

    মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, কৃষি মন্ত্রী ড. আবদুর রাজ্জাক, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এসময় প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

    এছাড়া, কেবিনেট সচিব, তিন বাহিনীর প্রধানগণ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, কূটনৈতিক কোরের ডীন এবং উচ্চ পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

    ফ্লাইটটি আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটে অবতরণ করবে। সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহম্মদ ইমরান প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানাবেন।

    বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সুসজ্জিত মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে দুবাইয়ের শাংরি-লা হোটেলে নিয়ে যাওয়া হবে। ইউএই সফরকালে প্রধানমন্ত্রী এই হোটেলেই অবস্থান করবেন।

    শেখ হাসিনা সোমবার সকালে আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টার (এডিএনইসি) এর আইসিসি হলে ‘আবুধাবি সাসটেইনেবল উইক’ এবং ‘জায়েদ সাসটেইনেবল অ্যাওয়ার্ডস সেরিমনি’তে যোগ দিবেন বলে আশা করা হচ্ছে।

    পরে সন্ধ্যায় প্রধানমন্ত্রী তাঁর হোটেলে আয়োজিত এনভয়ে’স কনফারেন্সে যোগ দিবেন।

    মঙ্গলবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউএই প্রধানমন্ত্রী শেখ মোহম্মদ বিন রশিদ আল মাকতুম, আবুধাবির যুবরাজ শেখ মোহম্মদ বিন জায়েদ বিন সুলতান আল-নাহিয়ান ও ইউএই’র প্রতিষ্ঠাতা ও প্রথম প্রেসিডেন্টের পত্নী শেখ ফাতিমা বিনতে মুবারক আল কেতবি’র সাথে দেখা করবেন বলে আশা করা হচ্ছে।

    বিকেলে প্রধানমন্ত্রী এডিএনইসি’র হল-১১-তে আয়োজিত ‘দ্য ক্রিটিক্যাল রোল অব উইমেন ইন ডেলিভারিং ক্লাইমেট অ্যাকশন’ সংক্রান্ত সাক্ষাতকার অধিবেশনে যোগ দিবেন।

    ইউএই-তে তিন দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী বাংলাদেশ সময় বুধবার রাতে দেশে ফিরবেন।

  • রবিবার আবুধাবি সফরে আসবেন প্রধানমন্ত্রী

    রবিবার আবুধাবি সফরে আসবেন প্রধানমন্ত্রী

    ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে : সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে আবুধাবি আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    আবুধাবিতে সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান মাসদারের ব্যবস্থাপনায় ‘আবুধাবি সাসটেইনেবিলিটি সপ্তাহে’ অংশ নিতে প্রধানমন্ত্রী তিন দিনের জন্য আবুধাবি সফর করবেন।

    জানা গেছে, আগামী রোববার (১২ জানুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে আবুধাবির সময় রাত ১০টা ৪৫ মিনিটে তিনি আবুধাবি পৌঁছাবেন।

    আগামী ১৪ জানুয়ারি বিকেল ৫টায় তার আবুধাবি ত্যাগ করার কথা রয়েছে। সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী, জ্বালানিমন্ত্রী, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীর আমিরাত সফরের সম্ভাবনা রয়েছে।

  • আবুধাবি র‍্যাফেল ড্রতে ২০ মিলিয়ন দিরহাম জিতলেন এশিয়ান নাগরিক

    আবুধাবি র‍্যাফেল ড্রতে ২০ মিলিয়ন দিরহাম জিতলেন এশিয়ান নাগরিক

    ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে: আবুধাবিতে বিগ টিকিট র‍্যাফেল ড্রতে সবচেয়ে বড় পুরষ্কার ২০ মিলিয়ন দিরহাম জয় করেন মুহাম্মদ হাসান।

    জয়ের পরে শারজাহের বসবাসকারী এশিয়ান নাগরিক মুহাম্মদ হাসান এখন ২০ মিলিয়ন দিরহামের মালিক হলেন।

    তিনি ৩১ ডিসেম্বর তার টিকিট নম্বর # 629524 কিনেছিলেন। বিগ টিকিট আবুধাবি থেকে ফোন করে তাকে জিজ্ঞেস করা হয় এই মুহুর্তে আপনি কী করছেন? মুহাম্মদ হাসান জবাব দিলেন, এটি আপনার জানার দরকার নেই বলে তিনি কলটি কেটে দেন।

    পরে কলার রিচার্ড তাকে আবার কল করে বিগ টিকেট আবুধাবি আসতে বলেন। তিনি বলেন,  আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না যে আমি সব চেয়ে বড় পুরস্কারটি পেয়েছি।