Tag: আবুধাবী

  • আবুধাবীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাউজানের এক প্রবাসীর মৃত্যু

    আবুধাবীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাউজানের এক প্রবাসীর মৃত্যু

    নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) :
    মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে গিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নেজাম প্রকাশ রমজান আলী (৪৮) নামের রাউজানের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। সে রাউজানের উরকিরচর ইউনিয়নের পূর্ব উরকিরচর গ্রামের মরহুম এলাহী বক্কর তালুকদারের ছোট ছেলে। বিবাহিত জীবনে সে দুই পুত্র সন্তানের জনক। আবুধাবীতে স্থানীয় এক শেখের মালিকানাধীন কোম্পানিতে পেইন্টারের কাজ করতো।

    নিহতের নিকটাত্মীয়, উরকিরচর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মহিউদ্দীন ইমন এই প্রতিনিধিকে বলেন, গত ২ জুলাই আবুধাবীর আল রাহা এলাকায় একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় পেইন্টিং এর কাজ করার সময় অসাবধানতা বশঃত ভবন থেকে নিছে পড়ে যায় রমজান আলী। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।

    ৯ জুলাই (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর তোলে ঢলে পড়েন তিনি।

    তার মৃত্যুর সংবাদ শুনে স্বজনদের আহাজারিতে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। নিহত রমজান আলীর লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

    আবুবাধীতে কর্মস্থলে দুর্ঘটনাজনিত কারণে উরকিরচরের বাসিন্ধা নেজাম প্রকাশ রমজান আলীর (৪৮) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়্যদ আব্দুল জব্বার সোহেল।

    ২৪ ঘণ্টা/এম আর

  • আবুধাবীতে ৩ বছর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হার মানলেন রাউজানের স্কুলছাত্র আনাস

    আবুধাবীতে ৩ বছর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হার মানলেন রাউজানের স্কুলছাত্র আনাস

    রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:২০১৭ সালের এপ্রিলে আবুধাবির মোচ্ছাফ্ফাতে এক সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হন কার্গো ব্যবসায়ী, রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের মরহুম হাজী সুলতান আহমদ এর বড় নাতি ও গাউসিয়া কমিটি বাংলাদেশ নোয়াপাড়া ইউনিয়ন শাখার আজীবন সদস্য মোহাম্মদ আবছারের বড় ছেলে আনাস আবছার(১৬)।

    আনাস আবুধাবী মেরীল্যান্ড স্কুলের নবম শ্রেনীতে অধ্যায়নরত ছিল। গুরুতর আহতাবস্থায় স্কুল ছাত্র আনাসকে প্রথমে আবুধাবীর মফরক হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে আবুধাবীর পশ্চিমাঞ্চল সিলার সেন্ট্রাল হাসপাতালে স্থানান্তর করা হলে তিন বছর দুই মাস চিকিৎসকের সকল প্রচেষ্টা ব্যর্থ করে, পরিবারকে শোকের সাগরে ভাসিয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১১ টায় সে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

    তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন প্রবাসী সাংবাদিক আবদুল মান্নান ও প্রবাসী সংগঠক ওমর ফারুক রেজা।

    তার মৃত্যুর সংবাদে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

    ২৪ ঘণ্টা/এম আর/নেজাম

  • আবুধাবীতে দেশীয় মালিকানাধীন তসলিম ওয়ার্কসপের যাত্রা শুরু

    আবুধাবীতে দেশীয় মালিকানাধীন তসলিম ওয়ার্কসপের যাত্রা শুরু

    ওবায়দুল হক মানিক, আরব আমিরাত থেকে : রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি করতে সংযুক্ত আরব আমিরাতে দেশীয় ভিসা বন্ধ থাকাা সত্বেও নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান চালু করে যাচ্ছেন প্রবাসীরা।

    গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারী) রাজধানী আবুধাবীর শিল্পনগরী মোচ্ছাফ্ফার ৮নং সানাইয়ার ২ নং গলিতে দেশীয় মালিকানাধীন তসলিম অটো রিপেয়ার ওয়ার্কসপের যাত্রা শুরু হয়।

    এ উপলক্ষে ওয়ার্কসপে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

    এসময় প্রতিষ্ঠানের মালিক আমিরাত কেন্দ্রীয় প্রজন্ম বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা আলহাজ্ব নাজিম উদ্দিন, মুক্তিযোদ্ধা জাকির হোসেন, মুক্তিযোদ্ধা আজিজুল হক, প্রজন্ম বঙ্গবন্ধু পরিষদের আমিরাত কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম রফিকুল ইসলাম, গাউছিয়া কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের সাদারন সম্পাদক আলহাজ্ব জানে আলম, মোচ্ছাফ্ফা বঙ্গ্বন্ধু পরিষদের সাধারন সম্পাদক আজিম উদ্দিন সিকদার, সাবেক মোহাম্মদ সেলিম জাহাংগীর, ব্যবসায়ী মাহফুজুর রহমান, ব্যবসায়ী মোহাম্মদ আলী মিটু,মাওলানা জয়নাল আবদীন, ব্যবসায়ী আবদুল কুদ্দুস, সাংবাদিক এম আবদুল মান্নান,সাংবাদিক ওবায়দুল হক মানিক, জনতা ব্যাংকের কর্মকর্তাগণসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে মিলাদ কিয়াম ও মোনাজাত মাওলানা মাহবুবুর রহমান হাবীবী ও মাওলানা ছরোয়ার উদ্দিন আলকাদেরী। মোনাজাতে তেশ জাতি ও প্রবাসীদের কল্যান কামনাসহ শীগ্রই আমিরাতের বন্ধ ভিসা খুলতে দোয়া করা হয়।

  • বিশ্বের সবচেয়ে নিরাপদ সিটি আবুধাবী

    বিশ্বের সবচেয়ে নিরাপদ সিটি আবুধাবী

    ওবায়দুল হক মানিক, আরব আমিরাত থেকে: সার্বিয়া ভিত্তিক জরিপ প্রতিষ্ঠান <https://www.numbeo.com> ৩৭৪টি সিটির ওপর এক জরিপ চালিয়ে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিকে বিশ্বের সবচে’ নিরাপদ সিটি হিসেবে নির্বাচিত করেছে।

    এটি ক্রাইম ইনডেক্সে সর্বনিম্ন ১১.৩৪ পয়েন্ট এবং সেফটি ইনডেক্সে সর্বোচ্চ ৮৮.৬৭ পয়েন্ট নিয়ে এই অবস্থানে থাকলো। এই তালিকায় শারজাহ ও দুবাই রয়েছে যথাক্রমে ৫ম ও ৭ম অবস্থানে।

    তাইপে, কোয়েবেক, জুরিখ, মিউনিখ, বার্ন এর মত সিটিগুলোকে পেছনে ফেলে আবুধাবির এই মর্যাদার আসনে আসীন হওয়া দেশটির রাজধানী শহরকে নতুনভাবে মূল্যায়ন করবে।

    ক্রাইম ইনডেক্সে ৮৪.৯০ পয়েন্ট নিয়ে ভেলিজুয়েলার কারাকাস বিশ্বের সবচে’ অ-নিরাপদ সিটি নির্বাচিত হয়েছে। অনিরাপদ সিটির মধ্যে ঢাকার অবস্থান ৩৯।