Tag: আবু সুফিয়ান

  • আবু সুফিয়ানের গণসংযোগ গণমিছিলে পরিণত হচ্ছে:আকবর

    আবু সুফিয়ানের গণসংযোগ গণমিছিলে পরিণত হচ্ছে:আকবর

    বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার বলেছেন, আবু সুফিয়ানের সমর্থনে পাঁচলাইশের গণসংযোগ গণমিছিলে পরিণত হয়ে গেছে। সাধারণ মানুষের স্বতস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে ১৩ জানুয়ারী ধানের শীষের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। এই শান্তিপূর্ণ স্বতস্ফূর্ত উপস্থিতি ভোটের দিন পর্যন্ত ধরে রাখতে হবে। ভোট গণনা পর্যন্ত সবাইকে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। ধানের শীষের বিজয় হবে বেগম খালেদা জিয়ার মুক্তির বিজয়। বেগম খালেদা জিয়াকে জনগণের মাঝে ফিরিয়ে আনার বিজয়। মানুষের ভোটাধিকার ফিরে পাওয়ার বিজয়।

    তিনি আজ ৬ জানুয়ারী (সোমবার) চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী আবু সুফিয়ান ধানের শীষের পক্ষে পাঁচলাইশ ৩ নং ওয়ার্ডের ওয়াজেদিয়া মাদরাসা সংলগ্ন মাওলানা আতিক উল্লাহ খান’র মাজার জেয়ারত করে গণসংযোগ শুরু করে ওয়াজেদিয়া, হরিপুর, মিয়া নগর, নয়াহাট, ফকিরাবাদ, কয়লার ঘর, নেজাম হামছা, বোর্ড অফিস হয়ে চালিতাতলী এলাকায় এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

    এ সময় তিনি সমবেত জনতার উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকার ও নির্বাচন কমিশন থেকে আমরা সমান সুযোগ পাবো এটা আশাকরি না। সমান সুযোগ পাবো না জেনেই আমরা নির্বাচনে এসেছি। আমাদের আস্থা হচ্ছে জনগণ ও ভোটারের উপর। আমরা সকল প্রতিকূলতাকে উপেক্ষা করে নির্বাচনের মাঠে আছি গণতন্ত্রের স্বার্থে। জনগণ সকল ষড়যন্ত্র ও চক্রান্ত নস্যাৎ করে ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে।

    বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী আবু সুফিয়ান বলেন, ১৩ জানুয়ারী ধানের শীষের পক্ষের রায় হবে বেগম খালেদা জিয়ার মুক্তির রায়। মানুষের মৌলিক অধিকার ফিরে পাওয়ার রায়। আজকে জনগণ জেগে উঠেছে। জনগণের এ জোয়ার কেউ রুখতে পারবে না। সন্ত্রাসীদের দিন শেষ হয়ে এসেছে। জনগণের দিন এসে গেছে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে জনগণের সরকার গঠিত হবে। ভয় পাওয়ার দিন শেষ হয়ে গেছে। আওয়ামীলীগ জুলুম নির্যাতন করে বিএনপিকে ধ্বংস করার জন্য শত চেষ্টা করেছে। কিন্তু তারা বিএনপিকে ধ্বংস করতে পারেনি। বরং বিএনপি আরো শক্তিশালী হয়েছে। ফ্যাসিবাদের মসনদ দুর্বল হয়েছে। বিএনপির মনোবল বেড়েছে। নির্বাচন ও আন্দোলন সংগ্রামে আমরা ঐক্যবদ্ধ আছি, থাকবো। আমাদের মধ্যে কোন দ্বিধাদ্বন্ধ নেই। আমরা এক মায়ের সন্তান হিসেবে বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ১৩ তারিখ হয়তো নির্বাচন শেষ হয়ে যাবে কিন্তু আমাদের আন্দোলন সংগ্রাম চলমান থাকবে।

    প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, প্রধানমন্ত্রী পুলিশকে জনবান্ধব হওয়ার পরামর্শ দিয়েছেন তাহলে কি পুলিশ এতদিন আওয়ামীবান্ধব ছিল? যার কারণে বিগত নির্বাচনে ৩০ ডিসেম্বরের ভোট ২৯ তারিখের রাতে হয়ে গিয়েছিল। বর্তমানে ধানের শীষের যে জোয়ার সৃষ্টি হয়েছে তা ধরে রাখা আমাদের সকলের ঈমানী দায়িত্ব। তিনি ১৩ জানুয়ারী ধানের শীষে ভোট দিয়ে আবু সুফিয়ানকে জয়ী করতে সবাইকে অগ্রণী ভূমিকা পালন করার আহবান জানান।

    বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, সাধারণ জনগণ চাই একটি সুষ্ঠু নির্বাচন। তবে আমাদের মধ্যে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে শংকা আছে। বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অতীত কর্মকান্ড সুখকর নয়। তারপরও ধানের শীষের যে জোয়ার উঠেছে তা কোন অপশক্তি ঠেকাতে পারবে না। জনগণের বিজয় হবেই ইনশাআল্লাহ।

    বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম-৮ আসনের সাবেক বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ বলেন, ১৩ জানুয়ারী হচ্ছে ভোট যুদ্ধের লড়াই। এ লড়াইয়ে আমাদের জয়ী হতে হবে। আওয়ামীলীগ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। তাই আবু সুফিয়ানকে ধানের শীষে ভোট দিয়ে বিজয় ছিনিয়ে আনতে হবে। আমাদের থেকে ছিনিয়ে নেয়া এই চট্টগ্রাম-৮ আসনটি পুনরুদ্ধার করতে হবে।

    বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যরিস্টার মীর মোহম্মদ হেলাল উদ্দিন বলেন, ইতিমধ্যে চট্টগ্রামের মেয়র এবং একজন সংসদ সদস্য নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছেন। এটা স্পষ্টত নির্বাচনি আচরণবিধি ভঙ্গ এবং ক্ষমতার অপব্যবহার। যারা আইন বানাচ্ছেন, তারাই আইন ভঙ্গ করছেন। সরকারি দলের নেতাদের আইন অমান্যের কারণে সুষ্ঠু নির্বাচন নিয়ে যথেষ্ঠ সংশয় তৈরি হয়েছে।

    গণসংযোগকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহ সভাপতি সৈয়দ আজম উদ্দিন, এস এম আবু ফয়েজ, সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলম, যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, সামশুল হক, গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, উত্তর জেলা বিএনপির নুরুল আমীন, নুর মোহাম্মদ, সেকান্দর চৌধুরী, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামরুল ইসলাম, সহসাধারণ সম্পাদক সামশুল আলম, জি. এম আইয়ুব খান, বায়েজিদ থানা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল হারুন, জাগপার প্রেসিডিয়াম সদস্য আবু মোজাফ্ফর মো. আনাছ, ন্যাপ নগর সভাপতি ওসমান গণি সিকদার, লেবার পার্টির সভাপতি আলাউদ্দিন, এনপিপি সভাপতি আনোয়ার সাদেক সাদি, নগর বিএনপির সহসম্পাদক মো. ইদ্রিাস আলী, জেলী চৌধুরী, বেলায়েত হোসেন বুলু, আরিফ মেহেদী, বায়েজিদ থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিম, নগর সদস্য জসিম উদ্দিন, শাহেদা বেগম, আফরোজা বেগম জলি, কেন্দ্রীয় ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ সাব্বির, পাঁচলাইশ ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মো. ইলিয়াছ, জালালাবাদ ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বেলাল, পাঁচলাইশ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এস এম আবুল কালাম আবু, জালালাবাদ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মামুন আলম, বিএনপি নেতা সামশুল আলম মেম্বার, মাহবুবুল আলম, আনিসুর রহমান বাবুল, হাজী আবুল কালাম আবু, ইসমাইল হোসেন বালি, মো. ইউসুফ, আবদুল কাদের, আবুল বাশর, হাজী মো. বকতেয়ার, মোঃ ইসমাইল, জাহাঙ্গির আলম, বাদশা মিয়া, নুরু সওদাগর, আবদুল হালিম কালু, অংগসংগঠনের নেতৃবৃন্দ এম এ রাজ্জাক, জসিম উদ্দিন চৌধুরী, জিয়াউর রহমান জিয়া, মহিউদ্দিন জুয়েল, মঞ্জুর আলম মঞ্জু, নাজিম উদ্দিন হিরো, মোঃ হাসান, আব্দুল হালিম, রাশেদ খান টিপু, আবুল হাসান বাপ্পা, ফিরোজ মাহমুদ, কাজী মহিউদ্দিন প্রমূখ।

    এদিকে আজ বিকালে বোয়ালাখালী পৌরসভার ২, ৩, ৪, ৫ নং ওয়ার্ড়ে বিএনপি প্রার্থী আবু সুফিয়ান ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন। তিনি নেতৃবৃন্দকে নিয়ে এলাকার ঘরে ঘরে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এলাকার সাধারণ মানুষের সাথে সালাম ও শুভেচ্ছা বিনিময় করেন। নেতাকর্মীরা এলাকার সাধারণ জনগণের মাঝে ধানের শীষে ভোট চেয়ে প্রচারপত্র বিলি করেন। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলী আব্বাস, সদস্য সচিব মোস্তাক আহমদ খান, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াসিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, বোয়ালখালীর পৌরসভার মেয়র আবুল কালাম আবু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: ইসাহাক চৌধুরী প্রমুখ।

  • আওয়ামী দু:শাসনে জনজীবন অতিষ্ঠ:দীপ্তি

    আওয়ামী দু:শাসনে জনজীবন অতিষ্ঠ:দীপ্তি

    আসন্ন ১৩ জানুয়ারী চট্টগ্রাম- ৮ আসন (বোয়ালখালী, চান্দগাঁও, পাঁচলাইশ, বায়েজীদ আংশিক) উপনির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক ও নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবু সুফিয়ানের সমর্থনে ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ড যুবদলের উদ্যোগে আজ ৬ জানুয়ারী ২০২০ ইং সোমবার বিকালে চকাবজারস্থ ঘাসিয়া পাড়া থেকে গণসংযোগ শুরু হয়ে কেবি আমান আলী রোড় হয়ে আতুরার দোকান, রাহত্তার পুল হয়ে বড় কবরস্থান মোড়ে এসে পথসভার মাধ্যমে শেষ হয়।

    এ সময় বিভিন্ন অলিতে গলিতে ধানের শীষ’র ভোট দেয়ার জন্য ঘরে ঘরে লিফলেট বিতরণ ও বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দেন নগর যুবদল নেতৃবৃন্দ।

    উক্ত গণ সংযোগ কর্মসূচী শেষে বড় কবরস্থান মোড়ে এক সংক্ষিপ্ত পথ সমাবেশে নগর যুবদলের সভাপতি মোশররফ হোসেন দীপ্তি বলেন, আওয়ামী দু:শাসনে জনজীবন অতিষ্ঠ। লাগামহীন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারে জনগণ আজ দিশেহারা। আওয়ামীলীগ শুধু নিজ দলীয় নেতা কমীদের ভাগ্য উন্নয়নে কাজ করে। জাতীয়তাবাদী শক্তি দেশ তথা জনগণের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করে।

    তিনি এ সময় আগামী ১৩ জানুয়ারী উপনির্বাচনে আবু সুফিয়ানকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে হারানো গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে শরীক হতে ৬নং পূর্বষোলশহর ওয়ার্ডবাসীকে আহবান জানান।

    বিশেষ অতিথির বক্তব্য নগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, ক্যাসিনো লীগ, ধর্ষণ লীগের উন্নয়নের সুফল সুইচ ব্যাংকে পাচার হচ্ছে। গতকালও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। দেশের মানুষ ভাল নেই। আওয়ামীলীগের উন্নয়নের বিজ্ঞাপন দেখতে দেখতে জনগণ এখন বিরক্ত। তিনি এ সময় পূর্বষোলশহর ওয়ার্ড যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী ১৩ জানুয়ারী উপনির্বাচনে আবু সুফিয়ানকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

    ৬ নং পূর্বষোলশহর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক এস. এম শফিউল্লাহ মামুন’র সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম শহিদের পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি নুুর আহমেদ গুড্ডু, ফজলুল হক সুমন, মুহাম্মদ মুছা, নাসির উদ্দিন চৌধুরী নাসিম, যুগ্ম সম্পাদক ইকবাল পারভেজ, নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ, গুলজার হোসেন, জাফর আহমদ খোকন, সম্পাদক মন্ডলীর সদস্য জিল্লুর রহমান জুয়েল, মোহাম্মদ সাগীর, আলাউদ্দিন, সহ সম্পাদক মনোয়ার হোসেন মানিক, জিয়াউল হক মিন্টু, কামরুল ইসলাম, জহিরুল ইসলাম, হামিদুল হক চৌধুরী, মেজবাহ উদ্দিন মিন্টু, সালাউদ্দিন, আনোয়ার হোসেন, শেখ কামাল আলম, আশরাফ উদ্দিন, জসিম উদ্দিন, সাইদুল হক, দেলোয়ার হোসেন, নগর যুবদলের সদস্য কলিম উল্লাহ, সাব্বির ইসলাম ফারুক, থানা যুবদলের আব্দুল জলিল, মোহাম্মদ ইকবাল, মোঃ সেলিম, সোহেল, জাহেদ, শফিউল বশর সাজু, মোঃ মিজান, শওকত খান রাজু, মোরশেদ কামাল, শাহেদ খান পারভেজ, শাহ আলম, রিদুয়ান হোসেন জনি, রাসেল আকাশ, রিদুয়ান, জাবেদ আলী, সুজাত হোসেন সুজন, সাদ্দাম, দিদার, জালাল, ইয়াসিন, বাদশাহ, ইউসুফ, তাহের, রাজু মিঞা, রাশেদ, সাইফুল, ফয়সাল, মোঃ মুজাহিদ, সাইফুল আলম, আমজাদ, হাসান তোফা, মাসুদ আলম, রাসেল খান, এম এস অভি, আজিম, মোঃ রুবেল, বাবুল প্রমূখ।

  • বাংলাদেশের মালিক এদেশের জনগণ আ’লীগ নয়:দীপ্তি

    বাংলাদেশের মালিক এদেশের জনগণ আ’লীগ নয়:দীপ্তি

    আসন্ন ১৩ জানুয়ারী চট্টগ্রাম – ৮ আসন (বোয়ালখালী, চান্দগাঁও, পাঁচলাইশ, বায়েজীদ আংশিক) উপনির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক ও নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবু সুফিয়ানের সমর্থনে ৩ নং পাঁচলাইশ ওয়ার্ড যুবদলের উদ্যোগে আজ রবিবার (৫ জানুয়ারী) ৩ নং ওয়ার্ডস্থ আবু সুফিয়ানের নির্বাচনী কার্যালয় জি. এম আইয়ুব খানের বাড়ী থেকে গণসংযোগ শুরু হয়ে কামারাবাদ হয়ে হাজী পাড়া, চালতাতলী, নয়ার হাট হয়ে ওয়াজেদিয়া মোড়ে এসে পথসভার মাধ্যমে শেষ হয়।

    এ সময় বিভিন্ন অলিতে গলিতে ধানের শীষ’র ভোট দেয়ার জন্য ঘরে ঘরে লিফলেট বিতরণ করেন নগর যুবদল নেতৃবৃন্দ।

    উক্ত গণসংযোগ কর্মসূচী শেষে ওয়াজেদিয়া মোড়ে এক সংক্ষিপ্ত পথ সমাবেশে নগর যুবদলের সভাপতি মোশররফ হোসেন দীপ্তি বলেন, বাংলাদেশের মালিক এদেশের জনগণ আওয়ামীলীগ নয়। ২০১৪ সালের আজকের এদিন ৫ জানুয়ারী একতরফা নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল করে আওয়ামীলীগ। ৫ জানুয়ারী এদেশের গণতন্ত্রকে হত্যা করেছে শাসক গোষ্ঠী। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এ দেশ, লালসবুজের পতাকা আজ শকুনের থাবায় আহত। আগামী ১৩ জানুয়ারী উপনির্বাচনে আবু সুফিয়ানকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে শরীক হতে পাঁচলাইশবাসীকে তিনি অনুরোধ জানান এ সময়।

    বিশেষ অতিথির বক্তব্য নগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, ৫ জানুয়ারী এদেশের গণতন্ত্রের কবর রচনা করেছিল আওয়ামীলীগ। তারাই ধারাবাহিকতায় গত জাতীয় সংসদ নির্বাচনে ২৯ ডিসেম্বর রাতে সীল মেরে ভোটের বাক্স ভরে ক্ষমতা দখল করে আছে আজ অবধি। এটাই শাসকগোষ্ঠীর আসল চরিত্র। শাসন ব্যবস্থায় গিয়ে সবসময় লুটপাটে পারদর্শী এদলটি। তিনি এ সময় যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী ১৩ জানুয়ারী উপনির্বাচনে আবু সুফিয়ানকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার দৃঢ়সংকল্প ব্যক্ত করেন।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর বিএনপির সহসাধারণ সম্পাদক জি. এম আইয়ুব খান।

    ৩ নং পাঁচলাইশ ওয়ার্ড যুবদলের আহবায়ক মো. হাসানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, সহসভাপতি এস এম শাহ আলম রব, ফজলুল হক সুমন, জাহাঙ্গীর আলম, মিয়া মো: হারুন, আবু সুফিয়ান, অরুপ বড়ুয়া, যুগ্ম সম্পাদক সেলিম উদ্দিন রাসেল, ওমর ফারুক, হেলাল হোসেন, জাফর আহমদ খোকন, সম্পাদক মন্ডলীর সদস্য জিল্লুর রহমান জুয়েল, মোহাম্মদ সাগীর, মহিউদ্দিন মুকুল, সহ সম্পাদক মনোয়ার হোসেন মানিক, কোরবান আলী, জহিরুল ইসলাম, আনোয়ার হোসেন, আশ্রাফ উদ্দিন, সিরাজ সিকদার, নগর যুবদলের সদস্য শাবাব ইয়াজদানী, বায়েজিদ থানা যুবদলের যুগ্ম আহবায়ক মনজুর আলম মঞ্জু, শওকত খান রাজু, ওসমান, শাহ আলম, নেজাম উদ্দিন, ওবাইদুল হক, জানে আলম, শাহেদ খান পারভেজ, আইয়ুব খান, মো. মনসুর, থানা যুবদলের সদস্য তাজিব, কাইয়ুম, আফসার, জসিম, সেলিম, শাহাব উদ্দিন শাবু, সুজাতা হোসেন সুজন, আলমগীর, আনিসুল ইসলাম লাল্টু, সৌরভ বড়ুয়া টুম্পা, সুমন রাশেদ, জুনায়েদ হাসান রানা, এস এম আলী, মো. জাবেদ হোসেন, ৩ নং পাঁচলাইশ ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক মোজাম্মেল হোসাইন, তারেক রহমান, মেহেদী হাসান রানা, সোলাইমনা হোসেন মনা, মঈন সিদ্দিকী নিক্কি, এম এস অভি, মো. আজিম, কিরণ হোসেন, ওমর ফারুক, রাশেদ আলম, জসিম উদ্দিন, মো. জহির, ওয়ার্ড যুবদলের সদস্য সাজ্জাত হোসেন সাজু, নুরুল ইসলাম, পারভেজ কামাল, আবদুল মজিদ বাবুল, আহমেদ আলী টিটু, হেদায়েত উল্লাহ, আমজাদ, শরীফ, সবুজ, ইব্রাহিম, মিন্টু, শান্ত, লিটন, মুক্তার হোসেন প্রমুখ।

  • আবু সুফিয়ানকে ভোট দিয়ে খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে বেগবান করুন:শাহাদাত

    আবু সুফিয়ানকে ভোট দিয়ে খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে বেগবান করুন:শাহাদাত

    আসন্ন চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান বলেছেন, নির্বাচনের মাঠে ধানের শীষের জোয়ার দেখে আওয়ামী লীগের প্রার্থী এবং সমর্থকদের মাথা খারাপ হয়ে গেছে। তারা বুঝে গেছেন, সুষ্ঠু নির্বাচন হলে পাঁচ শতাংশ মানুষের সমর্থনও পাবেন না। সেজন্য বিএনপির ত্যাগী ও পরীক্ষীত নেতাদের টার্গেট করে হয়রানির নীলনকশা এঁকেছেন। দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব মোস্তাক আহমদ খান ও বোয়ালখালীর পৌর মেয়র আবুল কালাম আবুর মত পরিচছন্ন দু’জন নেতার বিরুদ্ধে নৌকা পুড়িয়ে দেবার অভিযোগ হাস্যকর। অথচ আওয়ামীলীগ প্রার্থীর সমর্থকরা প্রতিদিন আচরণ বিধি লঙ্গন করে চলেছেন।

    তিনি বলেন, নির্বাচনের মাঠে নেমে হালে পানি পাচ্ছেন না আওয়ামী লীগের প্রার্থী। সস্তা সহানুভূতি পেতে বিএনপি নেতাদের নামে মিথ্যা অভিযোগ করে খড়কুটো আঁকড়ে ধরে থাকার কৌশল নিয়েছেন তিনি। কিন্তু বোয়ালখালী-চান্দগাঁও আসনের জনগণ তাদের ভাওতাবাজি বুঝে গেছে। তারা জানে, বিএনপি নেতাদের নৌকা পুড়িয়ে দেবার দরকার নেই, সুষ্ঠু নির্বাচন হলে জনগণ নৌকা নিয়ে পানিতে ডুবিয়ে দেবে।

    তিনি আজ ৫ জানুয়ারী রবিবার চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে ধানের শীষের পক্ষে মোহরা ওয়ার্ডের হামিদচর শাহজীর মাজার জেয়ারত করে গণসংযোগ শুরু করে বিসিক শিল্প এলাকা, চররাঙ্গামাটিয়া, কামালবাজার, মৌলভী বাজার, ওয়াসা রোড, উত্তর মোহরা, পূর্ব মোহরা হয়ে কালনের দোকান এলাকায় এক পথসভায় এ কথা বলেন।

    এ সময় তিনি সমবেত জনতার উদ্দেশ্যে আবু সুফিয়ান আরও বলেন, এই নির্বাচনে বোয়ালখালী-চান্দগাঁওয়ের জনগণ ক্ষমতাসীন দলের কাছ থেকে অনেক জবাব খুঁজছে। ১১ বছরে কেন কালুরঘাট সেতু হল না জনগণ জানতে চায়। বোয়ালখালীর রাস্তাঘাট দেখলে মনে হয় যেন যুদ্ধবিধ্বস্ত জনপদ। অথচ এটাই শহরের উপকন্ঠ। এই অবহেলার জবাব দেওয়ার জন্য জনগণ অপেক্ষা করছে।

    তিনি বলেন, বিএনপি শান্তিপ্রিয় গণতান্ত্রিক দল। বিএনপি কারও গণতান্ত্রিক অধিকারে কখনও হস্তক্ষেপ করে না। নির্বাচনের মাঠে আওয়ামী লীগ যে সুবিধা পাচ্ছে, সমান সুবিধা চায় বিএনপিও। কিন্তু নির্বাচন কমিশনকে বারবার অভিযোগ দিলেও তারা সঠিক কোনো পদক্ষেপ নিচ্ছে না। এজন্য বিএনপিসহ সাধারণ মানুষের মধ্যে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় তৈরি হয়েছে। তবে নির্বাচনে কারচুপির চেষ্টা হলে জনগণ সমুচিৎ জবাব দেবে।

    পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, মানুষের মাঝে এখনও শঙ্কা আছে আদৌ তারা ভোটকেন্দ্রে যেতে পারবেন কি-না। গত নির্বাচনে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। মানুষকে তার গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। তাই এবার পছন্দের প্রার্থীকে বিজয়ী করার প্রতীক্ষায় আছেন ভোটাররা। নির্বাচনী এলাকায় যাচ্ছি, ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। সুষ্ঠু ভোট হলে বিপুল ভোটের ব্যবধানে ধানের শীষ জিতবে।

    আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে সরকারের দায়িত্বশীল লোকজন নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছেন বলে অভিযোগ তুলে ডা. শাহাদাত হোসেন বলেন, নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকে আওয়ামী লীগ সমর্থিতরা দুইবার হামলা করেছে। এছাড়া ভয়-ভীতি, হুমকি-ধমকি এবং পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলার মতো ঘটনাও ঘটেছে। এসব বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দেয়ার পরও তারা কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ করেনি। তিনি ধানের শীষের প্রার্থী আবু সুফিয়ানকে ভোট দিয়ে বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে বেগবান করার আহবান জানান।

    বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, এটি উপ-নির্বাচন, এই নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হবে না। কিন্তু আমরা নির্বাচনে যাচ্ছি গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান রেখে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দু’বছর ধরে জেলখানায়। তাকে মুক্তির আন্দোলনের জন্যও এই নির্বাচনে যাওয়া।

    বাজার সরকারের নিয়ন্ত্রণে নেই উল্লেখ করে আবুল হাশেম বক্কর বলেন, দ্রব্যমূল্যের দাম হুহু করে বাড়ছে। মানুষের আয়ের চেয়ে ব্যয় বেড়েছে। সমাজে দুর্নীতি সব জায়গায় ছড়িয়ে গেছে। এসবের কারণে মানুষ সরকারের বিরুদ্ধে চলে গেছে। সুষ্ঠু ভোট হলে আওয়ামী লীগের ভরাডুবি হবে।

    গণসংযোগকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি হাজী মোহাম্মদ আলী, নাজিম উদ্দিন আহমেদ, ইকবাল চৌধুরী, যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দিন, শাহ আলম, ইয়াছিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, তথ্য ও গবেষণা সম্পাদক হামিদ হোসেন, ছাত্রবিষয়ক সম্পাদক মাঈন উদ্দিন মো. শহীদ, চান্দগাঁও থানা বিএনপির সভাপতি কাউন্সিলর মো. আজম, মহানগর বিএনপির সহ সম্পাদক এ কে এম পেয়ারু, মোঃ ইদ্রিস আলী, আলমগীর নূর, নগর বিএনপির সদস্য ইউসুফ সিকদার, জাকির হোসেন শাহেদা বেগম, আফরোজা বেগম জলি, মোহরা ওয়ার্ড বিএনপির সভাপতি জানে আলম জিকু, সাধারণ সম্পাদক ফিরোজ খান, বিএনপি নেতা দিদারুল আলম হিরামন, নুরুল আলম লিটন, শহিদুল আলম বাদশা, মো. ইব্রাহিম, অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ম. হামিদ, শহিদুল আলম শহীদ, জসিম উদ্দিন চৌধুরী, জিয়াউর রহমান জিয়া, জমির উদ্দিন মানিক, এস এম ফারুক, আকতার হোসেন, মো. জাবেদ, জয়নাল আবেদীন, আবদুল আজিজ, মনসুর আলম, শহিদুল আলম ছোটন, মো. সরওয়ার, ছাবের আহমদ প্রমূখ।

  • অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তপ্ত বোয়ালখালী

    অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তপ্ত বোয়ালখালী

    বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : ঘনিয়ে আসছে চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচন। বৃষ্টি ও শীত উপেক্ষা করে প্রচার প্রচারণায় মেতে আছেন প্রার্থীরা। এ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ ও বিএনপি’র অভিযোগ- পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে বোয়ালখালী। এতে সংঘাত-সংঘর্ষের আশংকা করছেন সাধারণ ভোটাররা। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠুৃ রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।

    শুক্রবার থেকে শুরু হওয়া গুড়ি গুড়ি বৃষ্টি ও শীতে বোয়ালখালী উপজেলার জন জীবনে নেমে এসেছে স্থবিরতা। সমান তালে আওয়ামী লীগ বিএনপি’র অভিযোগ ও পাল্টা অভিযোগে ভোটের আমেজ ম্রিয়মান হয়ে পড়েছে। থমথমে এ পরিস্থিতিতে উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন এলাকাবাসী।

    গত বছরের ৭ নভেম্বর এ আসনের সাংসদ মঈন উদ্দীন খান বাদলের মৃত্যুতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে ১৩ জানুয়ারি। এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোছলেম উদ্দীন আহমদ (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান (ধানের শীষ), বিএনএফ চেয়ারম্যান আবুল কালাম আজাদ (টেলিভিশন), ইসলামিক ফ্রণ্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ আহমদ (চেয়ার), ন্যাপের বাপন দাশগুপ্ত (কুঁড়েঘর) এবং স্বতন্ত্রপ্রার্থী মোহাম্মদ এমদাদুল হক (আপেল) প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন।

    এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোছলেম উদ্দীন আহমদকে পেয়ে উজ্জ্বীবিত দলীয় নেতাকর্মীরা। প্রচার প্রচারণায় মেতে আছেন তারা। বিএনপিও দলীয় প্রার্থী আবু সুফিয়ানকে বিজয়ী করতে গণসংযোগে নামেন। এছাড়া অন্যান্য প্রার্থীদের প্রচার-প্রচারণায় খুব বেশি সাড়া না জাগালেও আওয়ামী লীগ ও বিএনপি’র পাল্টাপাল্টি অভিযোগে আতংকিত এলাকাবাসী। সর্বত্র আলোচনা চলছে উদ্বেগ-উৎকণ্ঠার।

    শুরু থেকে শাসক দলের বিরুদ্ধে নিবার্চনী প্রচার-প্রচারণায় বাধা প্রদান, পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলা, গাড়ি ভাংচুর ও হামলার অভিযোগ আনছেন বিএনপি প্রার্থী আবু সুফিয়ান। এছাড়া সরকার দলীয় সাংসদ, মেয়র ও এক মন্ত্রীর বিরুদ্ধেও প্রভাব বিস্তারের অভিযোগ আনেন তিনি।

    একই সাথে বিএনপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোছলেম উদ্দীন আহমদ। তিনি বলেন নৌকার পক্ষে সাধারণ মানুষের জনজোয়ার দেখে বিএনপি’র নেতাকর্মীরা অপপ্রচার চালিয়ে ভোটারদের বিভ্রান্ত করছেন। তারা গুজব ছড়িয়ে আতংক সৃষ্টি করে সুন্দর নির্বাচনী পরিবেশ বানচালের চেষ্ঠা করছেন।

    উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ মোকারম বলেন, একের পর এক গুজব ছড়িয়ে ভোটের সুষ্ট পরিবেশকে বিনষ্ট করতে উঠে পড়ে লেগেছেন বিএনপি। ৩ জানুয়ারি শুক্রবার সকালে বোয়ালখালীতে বহিরাগত লোকজন এনে একটি এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে গুজব ছড়ায়। ওইদিন রাতের আধাঁরে পৌরসভার কয়েকটি স্থানে নৌকার নির্বাচনী কার্যালয়ে থাকা পোস্টার-ব্যানার ও নৌকার আদলে তৈরী প্রতীকে আগুন দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

    পৌরসভা বিএনপি’র সভাপতি ও পৌর মেয়র হাজি আবুল কালাম আবু বলেন, প্রতিদ্ধন্দ্বি প্রার্থীর কর্মী সমর্থকদের সন্ত্রাসী কর্মকান্ডে আসন্ন নির্বাচন নিয়ে শংকায় রয়েছে সাধারণ মানুষ। প্রচারণায় বাধা, পোষ্টার-ব্যানার ছিঁড়ে ফেলাসহ হামলার ঘটনা ঘটিয়ে চলেছে আওয়ামী লীগ নেতা কর্মীরা।

    বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান বলেন, ধানের শীষের গণজোয়ার দেখে দিশেহারা হয়ে পড়েছে আওয়ামী লীগ। ভয়ভীতি প্রদর্শন করে এ গণজোয়ার রুখে দেওয়া যাবে না। সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ভোটে বিজয়ী হবো এবং এলাকাবাসীর আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাবো।

    ভোটারদের সাথে কথা বলে জানা যায়, নির্বাচনে মুখ্য হলেন ভোটাররা। তারা ভোট দিয়েই তাদের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে চান। কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা বা সংঘাত-সংঘর্ষ চান না। ভোটের সুষ্ঠ পরিবেশ যেন বজায় রাখতে প্রশাসনের কাছে অনুরোধ জানান তাঁরা।

    বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী জানান, নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা নিজ নিজ সমর্থনে জমজমাট প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি। পুলিশ সর্তক রয়েছে জানিয়ে তিনি আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেছেন।

    উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন বলেন এখনো পর্যন্ত সুনিদিষ্ট কোন অভিযোগ পাওয়া যায়নি। শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে। আতংকিত হওয়ার কোন কারণ নেই। কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্ঠা করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • আ’লীগ ক্ষমতায় থাকলে জনগণের নয় নিজেদের ভাগ্য উন্নয়নে ব্যস্ত থাকে:দীপ্তি

    আ’লীগ ক্ষমতায় থাকলে জনগণের নয় নিজেদের ভাগ্য উন্নয়নে ব্যস্ত থাকে:দীপ্তি

    আসন্ন ১৩ জানুয়ারী চট্টগ্রাম – ৮ আসন (বোয়ালখালী, চান্দগাঁও, পাঁচলাইশ, বায়েজীদ আংশিক) উপনির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক ও নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবু সুফিয়ানের সমর্থনে যুবদলের উদ্যোগে আজ শনিবার (৪ জানুয়ারী) বিকালে রৌফাবাদ থেকে গণসংযোগ শুরু হয়ে মোহাম্মদ নগর বাস্তহারা, বার্মাকলোনী, আমিন কলোনী, আতুরার ডিপো জাঙ্গালপাড়া, সংঙ্গীত সিনেমা রোড হয়ে হামজারবাগ মোড়ে এসে শেষ হয়।

    এ সময় ঝড় বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন অলিতে গলিতে ধানের শীষ’র ভোট দেয়ার জন্য ঘরে ঘরে লিফলেট বিতরণ করা হয়। দেশনেত্রী বেগম খলেদা জিয়া ও তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের সালাম পৌঁছে দেন নগর যুবদল নেতৃবৃন্দ।

    উক্ত গণ সংযোগ কর্মসূচী শেষে হামজারবাগ মোড়ে এক সংক্ষিপ্ত পথ সমাবেশে নগর যুবদলের সভাপতি মোশররফ হোসেন দীপ্তি বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে জনগণের নয় নিজেদের ভাগ্য পরিবর্তনে ব্যস্ত থাকে। দেশের মানুষ গায়েবী উন্নয়নের গল্প শুনতে শুনতে বিরক্ত। দৃশ্যমান বাস্তবতা হচ্ছে দশেরে মানুষ ভাল নেই। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি জন জীবন অতষ্ঠি। বেকরত্বের অভিশাপে জর্জরিত আমাদের যুব সমাজ। মুক্তির একমাত্র উপায় জাতীয়তাবাদী আদর্শের প্রতীক ধানের শীষ। আগামী ১৩ জানুয়ারী উপনির্বাচনে নির্ভয়ে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে ভোটারদের শরীক হওয়ার আহবান জানান।

    বিশেষ অতিথির বক্তব্য নগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, আন্তর্জাতিক বিভিন্ন জরীপে আমাদের দেশের গণতন্ত্রের অবস্থান তলানীতে। স্বৈরতন্ত্রের দিকে ধাবমান। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা আজ হুমকীর মুখে। স্বৈরাচার বিরোধী আন্দোলনের আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে শরীক হতে আগামী ১৩ জানুয়ারী চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনে ধানের শীষের প্রার্থী আবু সুফিয়ানকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।

    তিনি এ সময় যুবদলের নেতাকর্মীদের এক এক জন আবু সুফিয়ানের ভূমিকায় অবতীর্ণ হয়ে ভোট চোরদের প্রতিহত করতে প্রস্তুতি নেয়ার আহবান জানান।

    ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড যুবদলের আহবায়ক জাবেদ হোসেনের সভাপতিত্বে ও ৪৩ নং আমিন শিল্পাঞ্চল যুবদলের আহবায়ক ফয়সাল হোসেন মানিকের পরিচালনায় বক্তব্য রাখেন- সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি এস এম শাহ আলম রব, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ মুছা, মিয়া মো: হারুন, নাসির উদ্দিন চৌধুরী নাসিম, মোহাম্মদ আলী সাকী, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান, ইকবাল পারভেজ, রাশেদুল হাসান লেবু, এরশাদ হোসেন, সেলিম উদ্দিন রাসেল, তৌহিদুল ইসলাম রাসেল, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, রাজন খান, ওমর ফারুক, গুলজার হোসেন, সহসাধারণ সম্পাদক জাফর আহমদ খোকন, মো. ইয়াসিন, সম্পাদক মন্ডলীর সদস্য জিল্লুর রহমান জুয়েল, মোহাম্মদ সাগীর, মহিউদ্দিন মুকুল, আসাদুজ্জামান রুবেল, সহ সম্পাদক মনোয়ার হোসেন মানিক মাহবুবুর রহমান, কোরবান আলী, জহিরুল ইসলাম, হাফেজ কামাল উদ্দিন, জাহাঙ্গীর আলম বাবু, ইদ্রিস, মো. সাইদুল, ইব্রাহিম খান, দেলোয়ার হোসেন, এমরান ভূঁইয়া, থানা যুবদলের যুগ্ম আহবায়ক শওকত খান রাজু, মনজুর আলম মঞ্জু, শাহেদ খান পারভেজ, শাহআলম, ওবাইদুল বাবু, মোঃ হাসান, সরওয়ার সেলিম, আইয়ুব, রিদুয়ান হোসেন জনি, রাসেল আকাশ, জাবেদ আলী, মিল্লাত, ইয়াছিন আরাফাত, হুমায়ুন আহমদ, সুজাত হোসনে সুজন, মামুন, আলাউদ্দিন, নাসির, আমজাদ হোসেন, নিজাম উদ্দিন, সাজ্জাত হোসেন সাজু, মহিউদ্দিন রুবেল, জুনায়েদ হোসেন রানা, ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান রানা, মইন সিদ্দীকি নিক্কি, ইমতিয়াজ মিন্টু, সোলাইমান হোসেন মনা, রাসেল আহমদ, রাশেদ আলম, সাইফুল ইসলাম, মাসুদ আলম, মো. কামাল, মো. সাইফুল, সুমন, মাহবুব, বেলাল, হামজা, হানিফ রানা, সদস্য মাসুদ, দেলোয়ার, মানিক, শাহজাহান, মোজাম্মেল, নুর ইসলাম প্রমূখ।

  • প্রহসনের নির্বাচন আয়োজনে তৎপর সরকার:ভিপি হারুন

    প্রহসনের নির্বাচন আয়োজনে তৎপর সরকার:ভিপি হারুন

    আসন্ন ১৩ জানুয়ারী চট্টগ্রাম- ৮ আসন (বোয়ালখালী, চান্দগাঁও, পাঁচলাইশ, বায়েজীদ আংশিক) উপনির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবু সুফিয়ানের সমর্থনে ৫ নং মোহরা ওয়ার্ড যুবদলের উদ্যোগে আজ শুক্রবার (৩ জানুয়ারী) বিকালে মৌলভী বাজার পার্টি অফিস থেকে গণসংযোগ শুরু হয়ে কালুরঘাট ব্রীজের পাশে শেষ হয়।

    এ সময় ঝড় বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন অলিতে গলিতে ধানের শীষ’র ভোট দেয়ার জন্য ঘরে ঘরে লিফলেট বিতরণ ও মাটি ও মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খলেদা জিয়ার সালাম পৌঁছে দেন বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ।

    উক্ত গণ সংযোগ কর্মসূচী শেষে কালুরঘাটে এক সংক্ষিপ্ত পথ সমাবেশে কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ভিপি হারুনুর রশিদ বলেন, আওয়ামীলীগ ভোটরোগে আক্রান্ত। ভোট তথা নির্বাচনের কথা উঠলেই আওয়ামীলীগের চরিত্র দেশবাসীর কাছে ফুটে উঠে। আজ ৩ জানুয়ারী বোয়ালখালীতে নির্বাচনী গণসংযোগে চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী আবু সুফিয়ানের উপর হামলা প্রমাণ করে আওয়ামীলীগ রাষ্ট্রীয় ক্ষমতা চিরস্থায়ী করতে নির্বাচনের নামে ছলচাতুরীতে ব্যস্ত। আওয়ামীলীগ মানুষের ভোটের অধিকার হরণ করে ক্ষান্ত হয়নি, দেশবাসীর সাথে প্রহসনের নির্বাচন আয়োজনে তৎপর।

    তিনি এ সময় অবিলম্বে আবু সুফিয়ানের উপর হামলাকরীদের গ্রেফতারপূর্বক শাস্তির দাবী জানান এবং নির্বাচন কমিশনকে আহবান জানান গণতন্ত্রের স্বার্থে আগামী ১৩ জানুয়ারী চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচন সুষ্ঠু করার। মানুষ যেন নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারে সে পরিবেশ নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনসহ প্রশাসনকে।

    অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষের প্রার্থী আবু সুফিয়ান বিপুল ভোটে জয়লাভ করবেন। মানুষ ভোট দেয়ার জন্য উদগ্রীব।

    ৫ নং মোহরা ওয়ার্ড যুবদলের আহবায়ক আকতার হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক জাহাঙ্গির আলম বাবলুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর যুবদলের সভাপতি মোশররফ হোসেন দীপ্তি, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. শাহাজাহন, নগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ ও ৫ নং মোহরা ওয়ার্ড বিএনপির সভাপতি জানে আলম জিকু।

    পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর যুবদলের সহ সভাপতি ফজলুল হক সুমন, যুগ্ম সম্পাদক দীপংকর ভট্টচার্য, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, গুলজার হোসেন, সহসাধারণ সম্পাদক জমির উদ্দিন আহমদ মানিক, জাফর আহমদ খোকন, সম্পাদক মন্ডলীর সদস্য জিল্লুর রহমান জুয়েল, মোহাম্মদ সাগীর, সহ সম্পাদক জিয়াউল হক মিন্টু, জহিরুল ইসলাম, শেখ কামাল আলম, আবু বক্কর ছিদ্দিকী আবু, মো. দেলোয়ার হোসেন, মো. সাইদুল, নগর যুবদলের সদস্য জাহেরী মাসুদ, পাহাড়তলী থানা যুবদলের সদস্যসচিব শওকত খান রাজু, চান্দগাঁও থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোর্শেদ কামাল, খোরশেদ আলম রুবেল, নবী, বাবর, ইয়াছিন, বায়েজিদ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলম, পাঁচলাইশ থানা যুবদলের যুগ্ম আহবায়ক রিদুয়ান হোসেন জনি, জাবেদ আলী, থানা যুবদলের সদস্য আমজাদ, রুবেল, ৪ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক আবু বক্কর বাবু, ৫ নং মোহরা যুবদলের যুগ্ম আহবায়ক আবদুর রহমান, ১২ নং সরাইপাড়া ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক এস এম অভি প্রমুখ।

  • আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণায় হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করুন:শাহাদাত

    আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণায় হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করুন:শাহাদাত

    চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেছেন, এ সরকারের অধীনে কোন নির্বাচনই সুষ্ঠু হয়নি। নির্বাচনের দিন যতই গনিয়ে আসছে তত আওয়ামী সন্ত্রাসী বাহিনী বেপরোয়া হয়ে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আবু সুফিয়ানের নির্বাচনী প্রচরাণায় বার বার হামলা চালাচ্ছে। কিন্তু প্রশাসনের নির্লিপ্ততায় সাধারণ জনগণ হতাশ। আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণায় হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করুন।

    তিনি আজ শুক্রবার (৩ জানুয়ারী) চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে ধানের শীষের পক্ষে নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে গণসংযোগ শেষে এক পথ সভায় এ সব কথা বলেন।

    ডা. শাহাদাত হোসেন আরো বলেন, আগামীতেও এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু ভোট হবে কিনা তা নিয়ে সাধারণ জনগণের মধ্যে প্রশ্ন উঠেছে? কারণ এই নির্বাচন কমিশন একটি সরকারের আজ্ঞাবহ কমিশন। এই নির্বাচন কমিশনের উপর জনগণের কোন আস্থা নেই। তারপরও বিএনপি আন্দোলনের অংশ হিসেবে এবং বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বেগবান করতে নির্বাচনে অংশগ্রহণ করেছে। আগামী ১৩ জানুয়ারী চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে যদি নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট না হয় নির্লজ্জ নির্বাচন কমিশনের সুখোশ আবারও জনগণের কাছে উন্মোচিত হবে।

    ডা. শাহাদাত হোসেন আরো বলেন, আগামী ১৩ জানুয়ারী আবু সুফিয়ানকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে এই দুর্নীতিবাজ ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলুন, বেগম খালেদা জিয়ার মুক্তি চাই, ধানের শীষে ভোট চাই।

    চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, এই সরকার একটি অনৈতিক সরকার। এই অবৈধ সরকার ক্ষমতায় আসার পর থেকে এদেশের মানুষ তাদের ভোট প্রদানের অধিকার হারিয়েছে। গণতন্ত্রের লেবাসে তারা দেশে স্বৈরাতন্ত্র চালাচ্ছে। তাই বেগম খালেদা জিয়ার মুক্তির সংগ্রামকে বেগবান করতে হলে এবং এই সরকারের অপকর্মের জবাব দিতে আগামী ১৩ জানুয়ারী ধানের শীষের প্রার্থী আবু সুফিয়ানকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহবান জানান।

    গণসংযোগকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলম, যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দিন, গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো: কামরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক এড. সিরাজুল ইসলাম চৌধুরী, পরিবেশ বিষয়ক সম্পাদক আমিন মাহমুদ, নগর বিএনপির সদস্য জাকির হোসেন, হাজী মো. জসিম উদ্দিন, বিএনপি নেতা হাসান ওসমান, আবুল কালাম আবু, মো. আলাউদ্দিন, মো. সালাহউদ্দিন, মো. সালাহ উদ্দিন, সামিয়াত আমিন জিসান, মো. হামিদ প্রমুখ।

  • আ’লীগ দেশের সব সাংগঠনিক কাঠামো ভেঙে নিজেদের কব্জায় নিয়েছে:ভিপি হারুন

    আ’লীগ দেশের সব সাংগঠনিক কাঠামো ভেঙে নিজেদের কব্জায় নিয়েছে:ভিপি হারুন

    বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ভিপি হারুনুর রশিদ বলেছেন, আওয়ামীলীগ কখনই জনগণকে বিশ্বাস করে না। সেজন্য ১৯৭৫ সালে একদলীয় শাসন বাকশাল কায়েম করেছিল। তারই ধারাবাহিকতায় ক্ষমতাসীন আওয়ামীলীগ দেশের সব সাংগঠনিক কাঠামো ভেঙে নিজেদের দলীয় কব্জায় নিয়েছে।

    চট্টগ্রাম ৮ আসনে ধানের শীষের জোয়ার দেখে পরাজয় নিশ্চিত জেনে পেশী শক্তি দেখানোর জন্য নগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মোশাররফ হোসাইনের উপর গতকাল রাতের আধারে ন্যাক্কারজনক হামলা করেছে। এই হামলায় প্রমাণ করে আওয়ামীলীগ গণতন্ত্রে বিশ্বাসী নয়। জনগণের উপর আস্থা নেই।

    তিনি আজ বুধবার (১ জানুয়ারী) বিকালে পুরাতন চান্দগাঁও থানার সামনে নগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইনের উপর হামলার প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

    বিশের অতিথির বক্তব্যে চট্টগ্রাম-৮ আসনের ধানের শীষের প্রার্থী, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ও নগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান বলেন, চান্দগাঁও’র মাটির সাথে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার সম্পার্ক। কালুরঘাট বেতার কেন্দ্র থেকেই স্বাধীনতার অমর বাণী ঘোষণা করেছিলেন। সেই চান্দগাঁও’র সন্তান নগর নগর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মোশাররফ হোসাইনের উপর রাতের আধারে আওয়ামী ছাত্রলীগ, যুবলীগ স্বশস্ত্র হামলা করেছে। আগামী ১৩ জানুয়ারী উপনির্বাচনে চান্দগাঁও’র মানুষের ভোট পাবে না বিধায় পেশী শক্তি প্রদর্শনে ব্যস্ত আওয়ামীলীগ। মামলা হামলা মাথায় নিয়েই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিএনপি তথা জাতীয়তাবাদী শক্তি। তিনি অবিলম্বে হামলাকরীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

    প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিল পুরাতন চান্দগাঁও থানার সামনে থেকে শুরু হয়ে বহদ্দারহাট মোড়ে এসে শেষ হয়।

    চট্টগ্রাম মহনগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ’র পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি সবুক্তগীন সিদ্দিকী মক্কি, মোহাম্মদ আলী, যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, দক্ষিণ জেলা সদস্য মফজল আহমদ চৌধুরী।

    এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর যুবদলের সহ সভাপতি নুর আহমদ গুড্ডু, এস এম শাহ আলম রব, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, আবদুল করিম, ম. হামিদ, মো. মুসা, নাসির উদ্দিন চৌধুরী নাছিম, জসিমুল ইসলাম কিশোর, পাঁচলাইশ থানা যুবদলের আহবায়ক মোহাম্মদ আলী সাকী, নগর যুবদলের যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম রাসেল, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, হেলাল হোসেন, গুলজার হোসেন, সহ সাধারণ সম্পাদক জমির উদ্দিন আহমদ মানিক, জাফর আহমদ খোকন, সম্পাদকমন্ডলীর সদস্য মোহাম্মদ সাগীর, মহিউদ্দিন মুকুল, নুরুল আমিন, সহ সম্পাদক কমল জ্যোতি বড়ুয়া, জিয়াউল হক মিন্টু, জহিরুল ইসলাম, এস এম ফারুক, হাফেজ কামাল উদ্দিন জাহাঙ্গির আলম বাবু, আনোয়ার হোসেন, আশরাফ উদ্দিন, মো. সাইদুল, আবুল কালাম আবু, আবু বক্কর ছিদ্দিকী আবু, দেলোয়ার হোসেন, নগর যুবদলের সদস্য আবদুর রহমান আলমগীর, মো. কলিম উল্লাহ, সাব্বির ইসলাম ফারুক, জাহেরী মাসুদ, পাহাড়তলী থানা যুবদলের সদস্যসচিব শওকত খান রাজু, চান্দগাঁও থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোর্শেদ কামাল, বায়েজিদ থানা যুবদলের যুগ্ম আহবায়ক মনজুর আলম মঞ্জু, পাঁচলাইশ থানা যুবদলের যুগ্ম আহবায়ক আইয়ুব আলী, ৫ নং মোহরা ওয়ার্ড যুবদলের সভাপতি আকতার হোসেন, ৪ নং ওয়ার্ডের যুবদলের আহবায়ক আবু বক্কর বাবু, ২ নং জালালাবাদ ওয়ার্ড যুবদলের সভাপতি এস এম আলী, ৭ নং ওয়ার্ড সভাপতি মো. জাবেদ, ৮ নং ওয়ার্ড সভাপতি মো. জাফর, ৩ নং পাঁচলাইশ ওয়ার্ডের সভাপতি মো. হাসান, ৬ নং ওয়ার্ডের যুগ্ম আহবায়ক এসকান্দর হোসেন, ৪২ নং নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ডের যুগ্ম আহবায়ক মাসুদ আলম, ৪৩ নং আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ডের সাইফুল ইসলাম প্রমুখ।

  • জিয়া পরিবার নির্বাচনে পরাজিত হয়েছে এমন নজির নেই এদেশে

    জিয়া পরিবার নির্বাচনে পরাজিত হয়েছে এমন নজির নেই এদেশে

    আসন্ন ১৩ জানুয়ারী চট্টগ্রাম ৮ আসন (বোয়ালখালী, চান্দগাঁও, পাঁচলাইশ, বায়েজীদ আংশিক) উপনির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক ও নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবু সুফিয়ানের সমর্থনে চান্দগাঁও থানা যুবদলের উদ্যোগে আজ ৩১ ডিসেম্বর ২০১৯ ইং মঙ্গলবার দুপুর আড়াইটায় ৪ নং চান্দগাঁও ওয়ার্ডস্থ চান্দগাঁও আবাসিক বিব্লক সিডিএ মসজিদের সামনে থেকে গণসংযোগ শুরু হয়ে শমসের পাড়া, মাঝির দোকান, ফরিদাপাড়া, চন্দ্রিমা আবাসিক, সাধুর পাড়া, লিপ্সা কলোনীর বিভিন্ন অলিতে গলিতে ধানের শীষ’র ভোট দেয়ার জন্য ঘরে ঘরে লিফলেট বিতরণ ও মাটি ও মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খলেদা জিয়ার সালাম পৌঁছে দেন নগর যুবদলের সভাপতি মোশররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ এর নেতৃত্বে যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

    উক্ত গণ সংযোগ কর্মসূচী শেষে পাঠানিয়া গোদা মোড়ে সংক্ষিপ্ত পথ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, আওয়ামীলীগ মানুষের ভোট পাবে না বিধায় আজ মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার হরণ করেছে। কোন নিবাচনই যার পরাজয়ের নজির নেই।

    দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সুকৌশলে ক্ষমতাসীন আওয়ামীলীগ কারাগারে বন্দি করে রেখেছে। তিনি এ সময় আগামী ১৩ জানুয়ারী ভোট নয় ভোট যুদ্ধে চট্টগ্রাম-৮ আসনের আবু সুফিয়ানকে ধানের শীষে বিজয়ী করে জাতীয়তাবাদী শক্তির হারানো গণতন্ত্র ও দেশনেত্রী বেগম জিয়ার মুক্তির আন্দোলন ত্বরাণ্বিত করার আহবান জানান।

    প্রধান বক্তার বক্তব্যে সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, নব্য ডিজিটাল বাকশাল কায়েম করতেই দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে আওয়ামীলীগ। দেশের মানুষ আজ ভোট কবে দিয়েছে ভুলে গেছে। আগামী ১৩ জানুয়ারী চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করার অনুরোধ জানান। তিনি আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারকে ভোটের রাজনীতি থেকে দূরে রাখতেই কূটকৌশলে অবৈধভাবে জেলাখানায় বন্দি রেখেছে ক্ষমতাদখলকারী আওয়ামীলীগ। জিয়া পরিবার নির্বাচনে পরাজিত হয়েছে এমন নজির নেই এদেশে। জনপ্রিয়তায় বিএনপি তথা ধানের শীষ প্রতীকের বড় অপরাধ।

    ৪ নং চান্দগাঁও ওয়ার্ড যুবদলের আহবায়ক আবু বক্কর বাবুর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আবদুল হাকিমের পরিচালনায় পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর যুবদলের সহ সভাপতি ফজলুল হক সুমন, নাসির উদ্দিন চৌধুরী নাছিম, জসিমুল ইসলাম কিশোর, সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সম্পাদক দীপংকর ভট্টচার্য, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, গুলজার হোসেন, সম্পাদক মন্ডলীর সদস্য আলা উদ্দিন, নুরুল আমিন, সহ সম্পাদক জিয়াউল হক মিন্টু, শাহেদুল ইসলাম, জহিরুল ইসলাম, মেজবাহ উদ্দিন মিন্টু, সালাহ উদ্দিন, মো. ইদ্রিস, মো. সাইদুল, সিরাজ সিকদার, আবু বক্কর ছিদ্দিকী আবু, দেলোয়ার হোসেন, জসিমউদ্দিন, পাহাড়তলী থানা যুবদলের সদস্যসচিব শওকত খান রাজু, চান্দগাঁও থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোর্শেদ কামাল, রুবেল, লিটন, আসমান, মাসুম, ৫ নং মোহরা ওয়ার্ড যুবদলের সভাপতি আকতার হোসেন, ৩ নং পাঁচলাইশ ওয়ার্ড যুবদলের সভাপতি মো. হাসান, থানা যুবদলের সদস্য সগর, করিম, ৪ নং ওয়ার্ডের যুবদলের যুগ্ম আহবায়ক বাবলু, তৈয়ব, রহিম, জসিম, রাশেদ, শাহজাহান, সদস্য রিয়াদ, আফসার, খোকন প্রমুখ।

  • ‘শাসক গোষ্ঠী ক্ষমতা চিরস্থায়ী করতে ভোটের নামে তামাশা করছে’

    ‘শাসক গোষ্ঠী ক্ষমতা চিরস্থায়ী করতে ভোটের নামে তামাশা করছে’

    আসন্ন চট্টগ্রাম ৮ আসন (বোয়ালখালী, চান্দগাঁও, পাঁচলাইশ, বায়েজীদ আংশিক) উপনির্বাচনে বিএনপি মনোনীত ধানের শিষের প্রার্থী দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক ও নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আবু সুফিয়ানের সমর্থনে চান্দগাঁও থানা যুবদলের উদ্যোগে আজ ৩০ ডিসেম্বর সোমবার দুপুরে ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ডস্থ ওমর আলী মাতব্বর মহল্লা, ঘাসিয়ার পাড়া, বাদশা চেয়ারম্যান ঘাটা, বারাই পাড়ার বিভিন্ন অলিতে গলিতে ধানের শীষে ভোট দেয়ার জন্য ঘরে ঘরে লিফলেট বিতরণ করা হয় নগর যুবদলের সভাপতি মোশররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ এর নেতৃত্বে।

    উক্ত গণ সংযোগ কর্মসূচী শেষে বহদ্দার হাট মোড়ে সংক্ষিপ্ত পথ সমাবেশ চান্দগাঁও থানা যুবদলের আহ্বায়ক গুলজার হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোর্শেদ কামালের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে নগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, বর্তমান শাসক গোষ্ঠী ক্ষমতা চিরস্থায়ী করতে ভোটের নামে জনগণের সাথে তামাশা করছে। গত বছর ৩০ ডিসেম্বর দিনের ভোট রাতে নিজেরা দিয়ে নিজেদের বিজয়ী ঘোষণা করে অবৈধভাবে আজ অবধি ক্ষমতা দখল করে আছে। দেশের গণতন্ত্রকে কবর দিয়ে আওয়ামীলীগ জনগণের সাথে প্রতারণা করে চলেছেন প্রতিনিয়ত। এসময় তিনি আগামী ১৩ জানুয়ারী উপনির্বাচনে ভোটারদের ভোট দিয়ে অবৈধ ক্ষমতা দখলকারীদের সমুচিত জবাব দেয়ার আহ্বান জানান।

    প্রধান বক্তা মুহাম্মদ শাহেদ বলেন, ধানের শীষ মনোনীত প্রার্থী আমাদের তৃণমূলের প্রার্থী সাবেক ছাত্রনেতা আবু সুফিয়ান। যিনি চট্টগ্রাম-৮ আসনের সাধারণ জনগণের পরিচিত মুখ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন ও আওয়ামীলীগ কর্তৃক গণতন্ত্রের হরণ করার প্রতিবাদ স্বরুপ ভোটারদের ১৩ জানুয়ারী স্ব স্ব কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে প্রদান করে আওয়ামী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে জবাব দেয়ার আহ্বান জানান।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার তানজিরুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর যুবদলের সহ সভাপতি নূর আহম্মেদ গুড্ডু, এস.এম শাহ আলম রব, ফজলুল হক সুমন, আব্দুল গফুর বাবুল, মিয়া মোহাম্মদ হারুণ, সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইন, ইকবাল পারভেজ, হেলাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক জাফর আহাম্মেদ খোকন, সম্পাদক মন্ডলীর সদস্য জিল্লুর রহমান জুয়েল, মোহাম্মদ সাগীর, সহ সম্পাদক জহিরুল ইসলাম, আবু বক্কর ছিদ্দিকী আবু, সাইদুল ইসলাম, ইমরান ভূঁইয়া, নগর যুবদলের সদস্য কলিম উল্লাহ, চান্দ গাঁও থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিদোয়ান, নূরনবী, রুবেল, আসলাম, এরশাদ, মাসুম, পাঁচলাইশ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিদোয়ান হোসেন জনি, জাবেদ আলী, আমজাদ হোসেন, ৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আকতার হোসেন, ৪ নং ওয়ার্ডের যুবদলের সভাপতি আবু বক্কর বাবু, ৬ নং ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক এস.এম. শফিউল্লাহ মামুন প্রমুখ।

  • চট্টগ্রাম ৮ আসনের অলিগলিতে ধানের শীষের জোয়ার সৃষ্ঠি হয়েছে:শামীম

    চট্টগ্রাম ৮ আসনের অলিগলিতে ধানের শীষের জোয়ার সৃষ্ঠি হয়েছে:শামীম

    বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম বলেছেন, চট্টগ্রাম ৮ আসনে অলিগলিতে ধানের শীষের জোয়ার সৃষ্ঠি হয়েছে। যদি সুষ্ঠ নির্বাচন হয় তাহলে আবু সুফিয়ান বিপুল ভোটে জয়লাভ করবে। গণতন্ত্রকে সমুন্নত রাখতে বিএনপি নির্বাচনে যাওয়ার সিন্ধান্ত নিয়েছে। এ নির্বাচনকে আমারা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। যদিও বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোন সুষ্ঠ নির্বাচন হয়নি। তারা ৩০ তারিখের ভোট ২৯ তারিখ রাতে নিয়ে নিয়েছিল। বিশ্বের কোনো দেশে এর নজির নেই। এই জালিয়াতির ভোটেই আজকে শেখ হাসিনা প্রধানমন্ত্রী।

    তিনি আবু সুফিয়ানকে ধানের শীষ প্রতীকে জয়যুক্ত করার আহবান জানান।

    তিনি আজ ২৫ ডিসেম্বর বুধবার বিকালে চট্টগ্রাম ৮ আসনের উপ নির্বাচনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের সমর্থনে ৪৩নং আমীন শিল্পাঞ্চল ওয়ার্ডের আমীন জামে মসজিদের সামানে থেকে শুরু হয়ে মোহাম্মদ নগর, বাস্তহারা, নবীনগর, আলী নগর, হিলভিউ আবাসিক, হামজারবাগ, আতুরারডিপু হয়ে রউফাবাদ এলাকায় গণসংযোগ শেষে উপস্থিত ভোটারদের উদ্যেশ্যে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

    আবু সুফিয়ানের নির্বাচনী গণসংযোগ

    এতে তিনি আরো বলেন, সরকারের ফরমায়েসি রায়ে বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়ে কারাগারে বন্দি করে রেখেছে। তিনি বর্তমানে গুরুতর অসুস্থ। অথচ তাকে পর্যাপ্ত সু-চিকিৎসা দেওয়া হচ্ছে না। তার জামিন প্রক্রিয়ায় বারবার বাধা দেওয়া হচ্ছে। তাই দেশনেত্রীকে মুক্ত করতে আবু সুফিয়ানকে ধানের শীষে জয়ী করতে হবে। ১৩ই জানুয়ারী সমস্ত ভয় ভীতিকে উপেক্ষা করে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। যদি অতীতের মত ভোট চুরি করা হয় তাহলে একদফার আন্দোলন শুরু হবে।

    বিএনপি প্রার্থী ও দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেন, এ নির্বাচন হচ্ছে মানুষের অধিকার আদায়ের একটি অংশ।জনগণের ভোটের আধিকার বার বার হরণ করা হয়েছে। গণতন্ত্রকে বন্দি করে রাখা হয়েছে। দেশনেত্রীকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। ১৩ই জানুয়ারির নির্বাচনে ভোট প্রয়োগের মাধমে গণতন্ত্রকে মুক্ত করতে হবে।

    তিনি বলেন, সরকার বিএনপিকে ধ্বংস করার অনেক চেষ্টা করেছে। কিন্ত বিএনপিকে ধ্বংস করতে পারেনি বরং বিএনপি অতীতের চেয়ে আরো শক্তিশালী হয়েছে। আমরা সকল বাধার প্রাচীর ভেঙ্গে এগিয়ে যাব। কোনো প্রতিকূলতা আমাদের দমিয়ে রাখতে পারবে না। জনজোয়ারে বালির বাধের মত সব বাধা ভেঙ্গে যাবে। বিজয় আমাদের হবেই।

    বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, ধানের শীষ হচ্ছে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার প্রতীক। বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের প্রতীক। ধানের শীষে ভোট দেওয়ার জন্য জনগণ উম্মুখ হয়ে আছে। কিন্ত সরকার বার বার জনগণের ভোট লুট করে নিয়ে যাচ্ছে। মানুষের ভোটাধিকার হরণ করছে। কিন্ত আমরা এবার সাংগঠনিক শক্তি নিয়ে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছি। ভোট চোরদের ধরে এদেশ থেকে বিতাড়িত করার জন্য। তাই ভোটের দিন সকালে সাহস নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে গণতন্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে বেগমান করতে আবু সুফিয়ানকে ধানের শীষে ভোট দিন।

    আমীন শিল্পাঞ্চল ওয়ার্ড বিএনপির সভাপতি এডভোকেট এফ এ সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল ইসলামের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার,দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোঃ ইদ্রিস মিয়া চেয়ারম্যান, মহনগর বিএনপির সহ-সভাপতি ইকবাল চৌধুরী, এস এম আবুল ফয়েজ, যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দিন,ইসকান্দর মির্জা, আর ইউ চৌধুরী শাহীন, ইয়াসিন চৌধুরী লিটন, মঞ্জুর আলম মঞ্জু, আনোয়ার হোসেন লিপু, সহ সাধারণ সম্পাদক জি এম আইয়ুব খান, প্রশিক্ষণ সম্পাদক ইয়াকুব চৌধুরী, বায়েজিদ থানা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল হারুন, বোয়ালখালী পৌর মেয়র আবুল কালাম আবু, নগর বিএনপির সম্পাদকবৃন্দ রফিকুল ইসলাম, মোঃ ইদ্রিস আলী, আবু মুসা, আব্দুল হাই,ওয়ার্ড় বিএনপি নেতা মোঃ আসলাম, মোঃ বেলাল, এস এম আবুল কালাম আবু, মামুন আলম, মোজম্মেল হক হাসান, আব্দুল বাতেন, নগর যুবদলের ম.হামিদ, মোশারফ হোসেন, হুমায়ুন কবির, জিয়াউর রহমান জিয়া, এরশাদ হোসেন, তৌহিদুল ইসলাম রাসেল, সেলিম উদ্দিন রাসেল, রাজন খান, মুহাম্মদ আলী সাকি, গুলজার হোসেন, মহিউদ্দিন মকুল, হাফেজ মোঃ কামাল, নগর ছাত্রদল নেতা, ফখরুল ইসলাম শাহীন, আকবর হোসেন মানিক, শফিউল বাশার সামু, মোঃ আলতাফ, বিএনপি নেতা, আবুল বশর, শাহ আলম, মজিবুল হক মজু, আব্দুল হালিম, মনির হোসেন খসরু, মোঃ আলী, মোঃ কালাম, মোঃমিজান, নুরুল ইসলাম, মোঃ আমজাদ হোসেন, যুবদল নেতা মোঃ হাসান, জুনায়েদ হোসেন রানা, ফয়সাল আহমদ মানিক, মোঃ কামাল, মাহুবুব আলম উজ্বল, রবিউল হোসেন, বেলাল হোসেন হামজা, হামিদ রানা প্রমুখ।